বরিশালে ট্রাফিক পরিদর্শককে লাঞ্ছিত করায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার

বরিশাল জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এক পরিদর্শককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। সিনিয়র কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. আসাদ ও টিএসআই আইউব আলীকে নিজ নিজ কর্মস্থল থেকে জেলা পুলিশ লাইনে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এই তথ্য নিশ্চিত করেছেন। গত ৩০ এপ্রিল সকালে ট্রাফিক পরিদর্শক ফিরোজকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পর তাকে পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, সার্জেন্ট মো. আসাদ ও টিএসআই আইউব আলী বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার ব্রিজ সংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করতেন। বোয়ালিয়ায় দায়িত্বপালন করতেন সার্জেন্ট মো. সুজন ও টিএসআই মো. জলিল। ডিউটির স্পট নিয়ে গত ২৯ এপ্রিল ওই দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়। তাদের বিরুদ্ধে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ডিউটিকালীন স্থানে বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে।

 

বিষয়টি ট্রাফিক ইন্সেপেক্টর মো. ফিরোজ জানতে পেরে ঘটনার দিন সকালে ডিউটি স্পটে গিয়ে তাদের চারজনের সাথে কথা বলেন। এরপর নির্ধারিত সময় ব্যতিত ডিউটিতে না আসা এবং যানবাহন থেকে চাঁদাবাজি না করার নির্দেশ দেন।

এ নিয়ে সার্জেন্ট আসাদ ও টিএসআই আইউবের সাথে পরিদর্শক মো. ফিরোজের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা ট্রাফিক কর্মকর্তা ফিরোজকে ধাক্কা দেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে পরিদর্শক ফিরোজ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বরিশাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, সার্জেন্ট মো. আসাদ ও পিএসআই আইউব আলীর বিরুদ্ধে পরিদর্শক ফিরোজকে ধাক্কা দেওয়াসহ বিভিন্নভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়ায় তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট-৪ আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম আর নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস-সহ নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। গতকাল মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই তিনি আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বরিশাল বিসিক শিল্প নগরীর উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ করা হয়েছে।

আজ (বুধবার ৫ মে) বেলা সাড়ে ১২টায় বরিশাল জেলা প্রশাসকের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে ২৫ জন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তার হাতে ১ কোটি ২০ লাখ টাকার ঋণের চেক তুলে দেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, বিসিকের ডিজিএম জালিস মাহমুদ, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা এবং সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, করোনা ভাইরাসের কারনে বরিশাল বিসিক শিল্প নগরীর অনেক ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য প্রধানমন্ত্রী স্বল্প (৪ ভাগ) সুদে প্রণোদনা প্যাকেজের মাধ্যমে ২ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ করেছেন।

যাচাই-বাছাই শেষে আজ বিসিকের ২৫ জন ব্যবসায়ীকে প্রথম দফায় ১ কোটি ২০ লাখ টাকার ঋণ দেয়া হয়েছে। অন্যান্য ক্ষতিগ্রস্তদের পরবর্তীতে এই ঋণ দেয়া হবে।

বরিশালে দুই সার্জেন্টকে ক্লোজড

বরিশালের বাকেরগঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় দুই সার্জেন্টকে ক্লোজড করা হয়েছে।

তারা হলেন সার্জেন্ট মো. আসাদ ও টিএসআই আইয়ুব আলী আকন।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সরদার।

তিনি বলেন, শনিবার দুপুরে এক পুলিশ সদস্যের অভিযোগের বিষয়ে সার্জেন্ট আসাদ ও টিএসআই আইয়ুব আলীর সঙ্গে কথা বলেন বাকেরগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর মো. ফিরোজ। এ সময় ফিরোজের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তারা। প্রাথমিক পর্যায়ে ওই দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বিষয়টি তদন্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে কী অভিযোগের বিষয়ে ফিরোজ তাদের সঙ্গে কথা বলেন তা জানাননি পুলিশের এই কর্মকর্তা।

পুলিশের একটি সূত্র জানিয়েছে সার্জেন্ট আসাদ এবং আইয়ুব আলী লাঞ্ছিত করেছেন টিআই ফিরোজকে।

ট্রলারে হামলা-লুটপাট, পাথরঘাটার ১৬ জেলে আহত

পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি মা-বাবার দোয়া নামে একটি মাছ ধরা ট্রলারে হামলা চালায় গভীর সমুদ্রে মাছ ধরা এফভি সালমান-৩ নামে একটি ট্রলিং (ফিশিং ভেসেল) এর জেলেরা। এতে ১৬ জেলেকে আহত করে অন্তত ৫ লাখ টাকার জাল, ৫০ হাজার টাকার মাছ লুটে নিয়ে যায়। গভীর সমুদ্র থেকে ফিরে বুধবার (৫ মে) বিকেলে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এসে এফবি মা-বাবার ট্রলারের মালিক ও মাঝি মো. ফিরোজ মিয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার (২৫ এপ্রিল) গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যান পাথরঘাটা উপজেলাধীন চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট গ্রামের মো. ফিরোজ মিয়ার মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া ট্রলারসহ ১৬ জেলে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিলেন জেলেরা। রাত ৮টার দিকে এফভি সালমান-৩ নামে একটি বড় ট্রলিং জাহাজ (ফিশিং ভেসেল) ৫ লাখ টাকার মূল্যের প্রায় ৫ হাজার হাত জাল কেটে মাছ সহ জাল লুট করে নিয়ে যায়। এ সময় ওই ট্রলারে থাকা ১৬ জন জেলে ডাক-চিৎকার দিলে জাহাজে থাকা কামোট (হাঙর) মাছ গায়ে (শরীরে) মেরে আহত করে এবং তাদেরকে হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

এফবি মা-বাবার দোয়া ট্রলারের মালিক ও মাঝি মো. ফিরোজ মিয়া বলেন, আমার প্রায় ৫ লাখ টাকার জাল ও ৫০ হাজার টাকার মাছ লুটে নিয়ে যায় জাহাজের জেলেরা। এ সময় আমরা ডাক-চিৎকার দিলে ওই জাহাজে থাকা বড় বড় কামোট (হাঙর) মাছ আমার গায়ে মেরে আহত করে। এছাড়া আমাদের বিভিন্ন রকমের হুমকিও দেয়।এ বিষয় জানতে ফিশিং ভেসেল এফভি সালমান-৩ এর মালিক মো. জাকির হোসেনের ব্যবহৃত নম্বরে একাধিকবার ফোন করা হলেও জাকিরের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুরে ঘাটে এসে জেলেরা ঘটনা জানিয়েছেন। আমরা ওই মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা অব্যাহত রাখছি। এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজারের ট্রলার মালিক সমিতি ও ফিশিং ভেসেল মালিক সমিতির সাথেও যোগাযোগের চেষ্টা করছি।

অসহায়দের বাড়িতে বাড়িতে ত্রান পৌঁছে দিচ্ছেন নলছিটির ইউএনও

আরিফুর রহমান, নলছিটি।।
সারা দেশে করোনাভাইরাসে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ, অভাব-অনটন। এর থেকে নলছিটিবাসীকে রক্ষা করতে সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।কারো ঘরে খাবার না থাকলে খবর পেয়ে গ্রামগঞ্জে ত্রাণ নিয়ে ছুটে যান ওই কর্মকর্তা।

বুধবার (৫ মে) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের মধ্যে নিজস্ব গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে হাসি ফুটিয়েছেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার খরাতি উপস্থিত ছিলেন।

কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের মৃত হেমায়েত হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম ও মৃত আঃ কুদ্দুস মোল্লার স্ত্রী কোহিনুর বেগম জানান,আমাদের পরিবারে আয় করার মত কেউ নাই।ইউএনও স্যার আমাদের সমস্যার কথা শুনে নিজেই খাদ্যসামগ্রী নিয়ে আমাদের বাড়িতে হাজির হয়েছেন। এই সময়ে আমাদের অনেক উপকার হবে। আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এ বিষয়ে ইউএনও রুম্পা সিকদার জানান,বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

বরিশালে ডায়রিয়ায় আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৭১

বরিশাল বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের একজনের মৃত্যু হয়েছে আজ বুধবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপরজন মারা গেছেন গতকাল মঙ্গলবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালে। এ নিয়ে বিভাগে সরকারি হিসাবে ১৬ জনের মৃত্যু হলো। আর বেসরকারি হিসাবে এই মৃত্যুর সংখ্যা ৩৪।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭১ রোগী। আর মারা গেছেন দুজন। এর মধ্যে পটুয়াখালীর বাউফল উপজেলার ছিপাশা গ্রামের গৃহবধূ হাসিনা বেগম (৩০) মারা যান আজ সকাল আটটায়। তিনি আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। অপরজন মারা যান বরগুনা জেনারেল হাসপাতালে গতকাল। বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকার আহমেদ খাঁ (৯০) নামের ওই রোগী গতকাল বিকেলে হাসপাতালে ভর্তি হন। এরপর মারা যান।

বেসরকারি হিসাবে মারা যাওয়া ৩৪ রোগীদের মধ্যে বরগুনার বেতাগীতে আছেন ৬ জন, বরগুনা সদরে মারা গেছেন ২ জন, আমতলীতে ১ জন, পটুয়াখালী জেলায় ১৯ জন, বরিশালে ৫ জন ও ভোলায় একজন রোগী মারা যান। এর মধ্যে সর্বোচ্চ মারা যাওয়া পটুয়াখালীর ১৯ জনের মধ্যে ৬ জন হাসপাতালে ও ১৩ জন মির্জাগঞ্জ উপজেলায় বাড়িতে মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, বরিশাল বিভাগে আজ পর্যন্ত হিসাবে ডায়রিয়ায় ভোলা জেলায় সর্বাধিক আক্রান্ত হয়েছেন। এ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৪০৫। দ্বিতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালী। এ জেলায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২২৫ জন। এ ছাড়া বরগুনায় আক্রান্ত ৭ হাজার ৬২৫ জন, বরিশালে ৬ হাজার ৫১৩, পিরোজপুরে ৬ হাজার ৫৭ ও ঝালকাঠিতে ৫ হাজার ৪৩২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ২৫৭।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বরিশাল বিভাগে চলতি বছরের ১ জানুয়ারি ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। তবে এপ্রিলে এটা অনেকটাই খারাপ আকার ধারণ করে। চার মাসে বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ২৫৭ জন। এর মধ্যে এপ্রিলেই আক্রান্ত হয়েছেন ৬০ দশমিক ২৫ শতাংশ রোগী। গত এক সপ্তাহে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৫০১। এ ছাড়া তিনজন বাদে বাকি সব মৃত্যুর ঘটনাও ঘটেছে এপ্রিলেই। চলতি মাসে মৃত্যু হয় তিনজনের।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত যেসব রোগী চিকিৎসা নিয়েছেন, তাঁর কয়েক গুণ বেশি রোগী আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিয়েছেন।

ডায়রিয়া পরিস্থিতির অবনতি হওয়ায় অনুসন্ধানে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি প্রতিনিধিদল এপ্রিলের শেষ সপ্তাহে বরিশাল ও পটুয়াখালীর মির্জাগঞ্জে এবং এর আগে মার্চে বরগুনা জেলায় সমীক্ষা চালায়। বরিশাল ও পটুয়াখালী জেলায় সমীক্ষা চালানো দলটির ফলাফল পেতে আরও সময় লাগবে। তবে বরগুনায় প্রতিনিধিদলটি ১ থেকে ২৪ মার্চ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের তালিকা ধরে চালানো সমীক্ষায় দেখা যায়, ৯৪ শতাংশ গভীর নলকূপের পানি পান করলেও দৈনন্দিন গৃহস্থালি কাজে খালের পানি ব্যবহার করেন ৭১ শতাংশ মানুষ। সমীক্ষাভুক্ত এলাকায় মাত্র ২০ শতাংশ বাড়িতে গভীর নলকূপ আছে। প্রতিষ্ঠানটি বরগুনার খালের পানির নমুনা সংগ্রহ করে ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবে পরীক্ষা করে তাতে মলের জীবাণুর উপস্থিতি পেয়েছে। ২০ রোগীর মল পরীক্ষায় তিনজনের মলে কলেরা ও ইকোলাই জীবাণুর উপস্থিতি পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো ওই প্রতিবেদনে বেশ কিছু সুপারিশও করা হয়েছে। এর মধ্যে খাওয়ার ও গৃহস্থালির কাজে নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে গভীর নলকূপের সংখ্যা বাড়ানো, খাল-নদীর পানি ফুটিয়ে অথবা বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে ব্যবহার করা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘কয়েক দিন ধরে ডায়রিয়ার প্রাদুর্ভাব একটু কমছে। আগে যেখানে প্রতিদিন এক হাজারের ওপরে আক্রান্ত হতেন, এখন সেটা হাজারের নিচে নেমেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় আমাদের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। যেমন আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত আইভি স্যালাইনের মজুত রয়েছে। এ ছাড়া চিকিৎসক, নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখান করেছে দলীয় নেতাকর্মীরা। বুধবার দুপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত আহবায়ক কমিটির ১ নম্বর সদস্য শাহজাহান মাষ্টার। তিনিসহ আহবায়ক কমিটির ২১ সদস্যই এ কমিটি প্রত্যাখ্যান করেন। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শাহজাহান মাষ্টার দাবি করেন, গত ৪ এপ্রিল গোপনে বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি ৩১ সদস্যের একটি আহবায়ক কমিটির অনুমোদন দেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির আহবায়ক এস.এম এজাজ হাসান ও যুগ্ম-আহবায়ক খোকন মলি­ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এ বিষয়টি জানতে পারেন।

এর পর থেকেই নেতাকর্মীরা ক্ষুব্দ হয়। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই অগঠনতান্ত্রিকভাবে কমিটি করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সদ্য ঘোষিত বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির আহবায়ক খন্দকার মাহমুদ হোসেন কোন দিন এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এমনকি তাকে নেতাকর্মীরা চিনেনও না।

১ নম্বর যুগ্ম-আহবায়ক আবদুর রহিম ওরফে রফিক সরদারসহ এ কমিটির তিন সদস্য সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সংবাদ সম্মেলনে নবগঠিত ৩১ সদস্যের আহবায়ক কমিটির ২১ জন উপস্থিত থেকে কমিটি প্রত্যাখান করেন। স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি গঠনের দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তারা। এ ব্যাপারে সদর উপজেলা বিএনপির আহবায়ক এস.এম এজাজ হাসান জানান, সবার সঙ্গে আলোচনা করেই নতুন আহবায়ক কমিটি করা হয়েছে। যোগ্যদের স্থান দেওয়া হয়েছে। পূর্নাঙ্গ কমিটিতে সবাই থাকবেন।

বাবুগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃত আলামিন হাওলাদার (২৭) দক্ষিণ ভুতেরদিয়া এলাকার ইউনুছ হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (৪মে) বিকেল ৪ টার দিকে বাবুগঞ্জ থানাধীন মধ্য ভুতেরদিয়া সিকদার বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় । বুধবার বরিশাল র‌্যাব-৮ সদর দপ্তর থেকে ই-মেইল বার্তায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিওিতে বাবুগঞ্জ থানাধীন মধ্য ভুতেরদিয়া সিকদার বাড়ি জামে মসজিদের সামনে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলামিন হাওলাদারকে গ্রেফতার করেন । এসময় তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মটর সাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায়  র‌্যাবের ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

কাল থেকে ব্যাংকে লেনদেন বেলা ২টা পর্যন্ত

সরকারঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’ আরও ১০ দিন বাড়িয়ে ১৬মে পর্যন্ত করা হয়েছে। এ জন্য কাল থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। আজ বুধবার পর্যন্ত ব্যাংকিং লেনদেন চালু ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা। ঈদের কারণে ব্যাংকে চাপ বাড়ায় ব্যাংকিং লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বাংলাদেশ ব্যাংক নতুন করে এ সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬মে থেকে ১৬মে পর্যন্ত ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।

এদিকে ঈদের ছুটিতে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এ ছাড়া ঈদের আগে তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এবং রপ্তানিবাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের অবস্থিত ব্যাংক শাখা ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।