ঝালকাঠিতে পুলিশ অভিযান করায় মাদকবিরোধী আন্দোলনকারিদের উপরে আক্রমন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি কলাবাগানে দেশরত্ন স্পেটিং ক্লাব ও পাঠাগারে মাদকবিরোধী আন্দোলন কারায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত ইলিয়াস মৃধার ছেলে মিলন মৃধা (২৬) একাধিক বার আেন্দালন বন্ধের হুসিয়ারী জানায় ক্লাব কর্তৃপক্ষকে। ক্লাবের সদস্যরা হুসিয়ারী উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেলে মিলন মৃধা বিভিন্ন সময় তাদের অপমানিত করার চেষ্টা করে আসছিলো বলে জানাগেছে। রবিবার বিকেলে মিলন মৃধার বাসায় মাদকের উপর পুলিশের রেড পরার জের ধরে ক্লাবের সদস্য দৈনিক দেশ জনপদ পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি মাহাবুব আলম সৈকতকে ফোন দিয়ে অকথ্য ভাসায় গালাগালি করা হয়। তিনি ক্লাবকে বিষয়টি জানালে ক্লাব কর্তৃপক্ষ তাদের ৪-৫ জনের একদল প্রতিনিধি টিম মিলনের কাছে তার এ আচারনের কারন জানতে চাইলে মিলন ক্ষিপ্ততার সাথে তাদের উপর আঘাত করে। এবং আত্মরক্ষায় দেশরতœ স্পেটিং ক্লাব ও পাঠাগারে সদস্যরাও পল্টা আঘাত করেন । এক পর্যায় মিলন আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্ত্তি হন। মিলনের নামে একাধিক মামলা রয়েছে বলে জানাগেছে ।

রাজাপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে বাড়ির পাশের রেইন্ট্রি গাছ থেকে সুধীর গড়ামী (৯০) নামে এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে ওই তার লাশ উদ্ধার থানায় রাখা হয় এবং সোমবার ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় রাজাপুর থানায় অপমৃত্যু মামলা করেছে। সুধীরের ছেলে সুভাষ গড়ামীর বরাত দিয়ে পুলিশ জানায়, বয়স বেড়ে যাওয়া কিছুটা মানষিকভাবে বিপর্যস্ত ছিলেন। ঘটনার দিন তাকে খুজেঁ না পাওয়ার এক পর্যায়ে নিজবাড়ির রেইন্ট্রি গাছের ডালের সাথে গলায় রশি দেয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশ খবর দেয়।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম সোমবার দুপুরে জানান, এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কোন কারন জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।

বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার ফাতিহা : শ্রেষ্ঠ সার্কেল সাখাওয়াত

আরিফুর রহমান আরিফ:
বরিশাল রেঞ্জের দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন ।

সোমবার (২১ সেপ্টেম্বর ) রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সভাকক্ষে অপরাধ পর্যালোচনা সভা শেষে তাদেরকে পুরস্কৃত করা হয়। ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম.পিপিএম) ফাতিহা ইয়াসমিন ও সাখাওয়াত হোসেনের হাতে পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঝালকাঠিতে যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ীদের প্রেপ্তারসহ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, লেখা-পড়া ফাকি দিয়ে রাতে পর্ক ও বিভিন স্থান্নে আড্ডা দেয়া শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়ি পঠানো, ভুমিদস্যুদের হাত থেকে সাধারণ মানুষের জমি উদ্ধার, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, ও জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন কাজের জন্য প্রশংসিত হন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, এই অর্জন শুধু আমার একার নয়। ঝালকাঠি জেলা পুলিশের প্রতিটি সদস্য এই সফলতার দাবিদার। জেলা পুলিশের প্রতিটি সদস্য আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে জেলা পুলিশের জন্য বারবার সফলতা বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা।

উল্লেখ্য ২০১৯ সালের (২৬ নভেম্বর) প্রথমবারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন তিনি।