বরিশালে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নগরের দপ্তরখানা ও বাজাররোড এলাকায় অভিযান চালিয়ে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

শাহ শোয়াইব মিয়া জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে শিশু খাদ্য ও মুদি দোকানের পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদার পাইকার আড়তে অভিযান চালানো হয়। অভিযানে দপ্তরখানা এলাকার আনন্দ বেকারির ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্যপণ্যে অগ্রিম উৎপাদনের তারিখ (১৭ তারিখের উৎপাদিত পণ্যে ১৯ তারিখের মেয়াদ দেয়া) দেয়ার কারণে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ না রাখা, খুচরা বিক্রয় মূল্য না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য ও এমআরপি না থাকায় বাজার রোড এলাকার ন্যাশনাল মসলা হাউজকে আট হাজার টাকা, সিরাজ স্টোরকে আট হাজার টাকা, বিসমিল্লাহ স্টোর্সকে তিন হাজার টাকা, মারুফ স্টোর্সকে তিন হাজার টাকা, নুহানা স্টোর্সকে দুই হাজার টাকা ও এমি স্টোর্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে বিক্রির উদ্দেশে বাজারজাত করা খেলনাযুক্ত তিন বস্তা শিশু খাদ্য জব্দ করা হয়। যা জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

বিএম ক‌লে‌জে হামলার ঘটনায় মামলা, তদন্ত ক‌মি‌টি গঠন

ব‌রিশাল সরকা‌রি ব্রজ‌মোহন (বিএম) ক‌লে‌জের সমাজ কল্যান বিভা‌গে হামলা, ভাঙচুর এবং ক‌ম্পিউটার অপা‌রেটর‌কে কু‌পি‌য়ে আহত করার ঘটনায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি ঘটনা তদ‌ন্তে তিন সদ‌স্যের ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে ক‌লেজ প্রশাস‌ন।

বৃহস্প‌তিবার ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানায় ২০/২৫ জন‌কে অজ্ঞাত ক‌রে মামলা‌টি দা‌য়ের ক‌রেন এই ঘটনায় আহত মিজানুর রহমান বাচ্চু।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন থানা পু‌লি‌শের ও‌সি নুরুল ইসলাম।

এ‌দি‌কে বিএম ক‌লে‌জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: গোলাম কিব‌রিয়া জানান, সমাজকল্যান বিভা‌গে হামলা, ভাঙচুর ও ক‌ম্পিউটার অপা‌রেটর‌কে কু‌পি‌য়ে আহত করার ঘটনায় তিন সদ‌স্যের এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। সমাজকলান বিভা‌গের সহ‌যো‌গি অধ্যাপক জাহাঙ্গীর কবির‌কে প্রধান ক‌রে এই ক‌মি‌টি গঠন করা হয়। এই ক‌মি‌টির অন্য সদস্যরা হ‌লো, ইং‌রেজী বিভা‌গের সহকারী অধ্যাপক মনিরুল আহসান হিরু এবং অর্থনী‌তি বিভা‌গের সহকারী অধ্যাপক জা‌হিদুল ইসলাম। ক‌মি‌টি‌কে ২২ সে‌প্টেম্বরের ম‌ধ্যে তদন্ত প্র‌তি‌বেদন জমা দি‌তে বলা হ‌য়ে‌ছে।

এছাড়া থানায় আমরা লি‌খিত ভা‌বে জা‌নি‌য়ে‌ছি বিষয়‌টি।

সাবেক এমপি আউয়াল ও তাঁর স্ত্রীর জামিন বাতিলে রুল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।

ঝালকাঠিতে এক ঘণ্টায় নদীগর্ভে হারিয়ে গেল এক কিলোমিটার

ঝালকাঠির নলছিটি উপজেলার উত্তমাবাদ এলাকায় বৃহস্পতিবার সকালে সুগন্ধা নদীর আকস্মিক ভাঙনে এক ঘণ্টায় এক কিলোমিটার বিলীন হয়ে গেছে। মুহূর্তেই নদীতে তলিয়ে গেছে তিনটি বসতঘর ও একটি ইটভাটার দুই লাখ ইট। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে সুগন্ধা নদী দিয়ে একটি কার্গো যাওয়ার সময় ঢেউয়ে উত্তমাবাদ এলাকার রিয়াজ ব্রিকসের একাংশে ফাটল দেখা দেয়। পরে এক ঘণ্টার মধ্যেই পুরো এক কিলোমিটার এলাকা ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এতে ওই ইটভাটার দুই লাখ ইট পানিতে তলিয়ে যায়, ভেঙে যায় একটি মেশিনঘর। এ ছাড়া পাশের তিনটি বসতঘর মালামালসহ নদীতে বিলীন হয়ে যায়। সম্প্রতি বন্যার পানি কমে যাওয়ার পর থেকে সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। গত এক সপ্তাহে নলছিটি শহরের মল্লিকপুর, পুরান বাজার সংলগ্ন এলাকা, খোজাখালী, তিমিরকাঠি, দপদপিয়া, ষাইটপাকিয়া এলাকার বিভিন্ন স্থাপনা ও ফসলিজমি ভেঙে নদীতে তলিয়ে গেছে।

রিয়াজ ব্রিকসের ম্যানেজার মো. মাঈন উদ্দিন বলেন, সকালে শ্রমিকরা ভাটায় কাজ করছিল। নদী দিয়ে একটি কার্গো যাওয়ায় ডেউ আসে। এতে বিকট শব্দে ফাটল দেখা দেয় ভাটার বড় একটি অংশে। এক ঘণ্টার মধ্যে দুই লাখ ইট ও একটি মেশিনঘর ভেঙে নদীতে তলিয়ে যায়। আশপাশের আরো তিনটি বসতঘর নদীগর্ভে চলে যায়। ভাটার শ্রমিকরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে প্রাণে রক্ষা পায়। দুই লাখ ইট ও একটি মেশিনঘর নদীতে চলে যাওয়ায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উত্তমাবাদ গ্রামের বাসিন্দা সোহেল তালুকদার বলেন, সকাল ৯টার দিকে আকস্মিক নদীভাঙনে বিলীন হয়ে গেছে প্রায় এক কিলোমিটার এলাকা। আগের দিন এখানে স্থানীয় শিশুরা খেলাধুলা করেছিল। আজ তা নদীতে বিলীন হয়ে গেছে। প্রতিবছরই এখানে এক দফায় নদী ভাঙে। কিন্তু কার্যকর ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড।

ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নসির উদ্দিন আহম্মেদ বলেন, আমাদের ইউনিয়নের মধ্যে উত্তমাবাদ এলাকাটি ঝুঁকিপূর্ণ। নদীতে প্রতিবছরই ফসলের জমি, বসতঘর ও বিভিন্ন স্থাপনা ভেঙে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও তারা আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

এ ব্যাপারে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে বিষয়টি শুনেছি। সেখানে আমাদের অফিসের লোকজন গিয়ে দেখে এসেছে। নদীভাঙন রোধে আমরা বেশ কয়েকটি প্রকল্প করেছি। গুরুত্ব অনুযায়ী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝালকাঠি জেলা তথ্য অফিসের আয়োজনে উম্মুক্ত বৈঠক

আরিফুর রহমান আরিফ:

ঝালকাঠি জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ ২০২০-২১ অর্থবছরের গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় ভিডিও কলের মাধ্যমে উম্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ঝালকাঠি সদর উপজেলার কির্ত্তীপাশা ইউনিয়নের খাজুরা মিন্টু মেম্বার বাড়ি এ উম্মুক্ত বৈঠকে অনুষ্ঠিত হয়। ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক প্রচার মোঃ তৈয়ব অালী। করোনা কালীন পরিস্থিতি ও দুর্যোগের সময় সরকারের গৃহীত পদক্ষেপ,এসডিজি,ভিশন- ২০৪১,মাননীয় প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ ব্র্যান্ডিং,স্বাস্থ্য,পুষ্টি ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় করনীয় এবং ধুমপান ও মাদক প্রতিরোধে বক্তব্য রাখেন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কির্ত্তীপাশা ইউপি চেয়ারম্যান আব্দুল শুক্কুর মোল্লা, ইউপি সদস্য মিন্টু ব্যাপারী,ইউপি সদস্য মিনি হালদার,মুক্তিযোদ্ধা রাজন্দ্রনাথ ডাকুয়া। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম। এ সময় উপস্থিত প্রায় ৭০ জন নারী-পুরুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

আজ সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের ২৮তম মৃত্যু বার্ষিকী।

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।

আজ ১৭ই সেপ্টেম্বর  চরফ্যাশন ও মনপুরা বাসীর শোকের দিন। এই দিনে চরফ্যাশনবাসী হারিয়েছে তাদের প্রানের স্পন্দন, চরফ্যাশনের গোলাপ ফুল নামে খ্যাত সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মিয়া মোঃ নজরুল ইসলামকে।                    

তিনি ১৯৭৯ সালে বাকেরগঞ্জ-৩( চরফ্যাসন – লালমোহনের কিছু অংশ নিয়ে গঠিত) আসন এবং ১৯৯১ সালে দ্বিতীয়বারের মতো ভোলা-৪ (চরফ্যাসন – মনপুরা) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

এই মনীষী ১৯৯২ সালের ১৭ ই সেপ্টেম্বর ইন্তেকাল করেন।

আজ এই মনীষীর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  প্রথম প্রহরে চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এবং  তার পরিবার, অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও বিভিন্ন অঙ্গ সংগঠন,  চরফ্যাসন সরকারি কলেজ, নীলিমা জ্যাকব কলেজ, বেগম রহিমা ইসলাম কলেজ, চরফ্যাসন প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, শোকর‌্যালি, কোরআন তেলোয়াত, দোয়া-মোনাজাত, মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি করেছে।

ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক উপমন্ত্রী, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব নজরুল ইসলাম স্যারের জ্যেষ্ঠপুত্র।

আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বাবার আদর্শ ধারন করে চরফ্যাশন ও মনপুরা বাসীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।