পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু

কলাপাড়ায় কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে। এর মধ্য দিয়ে দেশের অন্যতম বড় একটি বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে উৎপাদনে গেলো। বৃহস্পতিবার শেষ বিকেলে এ প্লান্ট থেকে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ হয়েছে। উৎপাদনে যাওয়ার আগে সফলভাবে সকল পরীক্ষা-নিরীক্ষা করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিসিপিসিএল’র উপ বিভাগীয় প্রকৌশলী মো: পিঞ্জুর রহমান।

বিদ্যুৎ কেন্দ্রের সূত্র জানায়, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চীনের ন্যাশনাল মেশিনারি পোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি-সিএমসি যৌথ মালিকানায় কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় দু’টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৬৬০ মেগাওয়াট করে উৎপাদন ক্ষমতা রয়েছে। যার একটি প্রাথমিক পর্যায়ে বানিজ্যিকভাবে উৎপাদন শুরু করলো। সব মিলিয়ে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের এই প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়ে ছিলো। এ কেন্দ্রটি আমদানি করা কয়লা দিয়ে চলবে। আগামী মাসে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে আসার কথা রয়েছে। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে যাবে গোপালগঞ্জে। তারপর সেখান থেকে দেশের অন্যান্য জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিসিপিসিএল’র উপ বিভাগীয় প্রকৌশলী মো: পিঞ্জুর রহমান জানান, করোনাভাইরাসের মধ্যে এটি অনেক বড় একটি সুখবর। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শেষ করতে পেরেছি। প্রমাণিত হয়েছে উন্নয়নের ধারাবাহিক গতিধারা ধাপে ধাপে এগুচ্ছে।

বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রথম করোনা রোগীর জানাজা ও দাফন দাফন সম্পন্ন

বারিশালের আগৈলঝাড়ায় প্রথম করোনা রোগে আক্রান্ত মৃত্যু বরন করা ব্যক্তির স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করেছে বারপাইকা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন আল-মদিনা যুবসমাজ।

শুক্রবার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নে বেলুহার গ্রামে করোনায় একান্ত হয়ে মৃত্যু বরণ করা কাজী আব্দুল হকের ছেলে রুমান হোসেনের (৩৩) দাফন সম্পন্ন করেছে সংগঠনের লোকজন।

করোনায় একান্ত হয়ে মৃত্যু বরণ করা কাজী রুমান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। তার দুই বছর ও এক তিন বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।

বারপাইকা আল-মদিনা যুবসমাজ এর সভাপতি মো. নাসির উদ্দিন শাহ’র নেতৃত্বে বেলাল আহম্মেদ, সালেহীন, মিরাজ শাহ, জুয়েল শাহ, বশির শাহ, মুমিন শাহ কাজী রুমানের জানাযা ও দাফন-কাফন সম্পন্ন করেন।

উল্লেখ্য ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে গত ২১ এপ্রিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোয়ান্টাম ফাউন্ডেশন’ বরিশাল বিভাগীয় পরিচালক ফয়সাল মাহামুদ বারপাইকা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন আল-মদিনা যুবসমাজ সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে করোনায় আক্রান্ত মৃত ব্যাক্তির দাফন কাফনের প্রশিক্ষন প্রদান করেছিলেন।

উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন উপজেলায় প্রথম করোনা রোগীর দাফনের সত্যতা স্বীকার করে বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে বারপাইকা আল-মদিনা যুব সমাজকে এই মহৎ কাজের জন্য পিপিই দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত মৃত রোগীর সাথে যারা ছিলেন তাদের নমুনা সংগ্রহ করার জন্য শনিবার সকালে স্বাস্থ্য কর্মীদের ওই বাড়িতে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ঢাকায় বসে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উইনিটে ১২দিন চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার রাতে রুমান মারা যান। শুক্রবার রাতে নিজ বাড়িতে বেসরকারী সংগঠন আল-মদিনা যুব সমাজ এর পক্ষ থেকে দাফন কাফন সম্পন্ন করা হয়েছে।

দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৯৩০, প্রাণহানি ১৬

নিজস্ব প্রতিবেদক:
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৯৩০ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩১৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২০৯৯৫ জন।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৫০১টি। আজ দেশের ৩৩টি ল্যাবের নমুনা পরীক্ষার ফল জানানো হলো। মৃতদের সবাই পুরুষ। এর মধ্যে ১২ জন ঢাকার, ২ জন চট্টগ্রাম বিভাগের এবং রংপুর বিভাগের ২ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ঝালকাঠির ‘স্বপ্নপুরণ’ পাঁচ টাকায় পনের দিনের খাদ্য সামগ্রী দিলো সারে ৩শ পরিবারকে

ঝালকাঠি প্রতিনিধি ॥ ‘স্বপ্নপুরন সমাজ কল্যাণ সংস্থা’ এটি ঝালকাঠির একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। কভিড ১৯ নভেল করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে সরকারের নির্দেশনায় মানুষ যখন ঘরমুখী হয়ে বেকার দিন কাটাচ্ছে। এমনই সময় মধ্যবিত্তরা পড়েছে বিপাকে। তারা কারোকাছে হাত পেতে চাইতেও পারেনা। ঠিক তখনই তাদের পাশে দাঁড়ালো ‘স্বপ্নপুরন সমাজ কল্যাণ সংস্থা’টি। করোনা প্রাদুর্ভাবে ঝালকাঠির সারে ৩’শ পরিবারকে ইতিমধ্যে খাদ্য সহায়তা দিয়েছে তারা। এ সংগঠনের খাদ্য সহায়তার ধরনটা ছিল একটু ভিন্ন রকমের। আর তাহলো সাহায্য নয়, কেনাকাটা। একটি পরিবারের ১৫ দিনের চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ, লবণ, সাবান দিয়েছে ৫ টাকার বিনিময়ে। রমজান মাসে এই মালামালের সাথে যোগ করা হয়েছে ছোলা, চিনি, চিড়া। আসন্ন ঈদুল ফিতর ঊপলক্ষে ছোলা এবং চিড়ার পরির্বতে দেয়া হচ্ছে দুধ ও সেমাই। স্বাস্থ্য সুরক্ষার জন্য এর সাথে সকল ক্রেতাকে একটি করে মাক্স দেয়া হচ্ছে। এসব খাদ্যপন্য ৫ টাকায় কিনে নিচ্ছে সাধারণ মধ্যবিত্তরা। সংগঠন সুত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে তাদের ৫ টাকার পন্য বিক্রি ৪’শ পার হবে। যেহেতু এটি একটি সেচ্ছাসেবী সংগঠন, সেহেতু ৫ টাকায় হাজার টাকার সামগ্রী দিতে অনেকটা হিমসিম খেতে হয়েছে সংগঠন কর্তৃপক্ষের। চাহিদা অনেক কিন্তু তাদের রয়েছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। আর তাই তারা সঠিক প্রাপ্য পরিবারকে আগেই টোকেন সরবরাহ করে পন্য বিক্রি করেছে। তবে এই সংগঠনের বিগত দিনে সামাজিক কর্মকান্ড গ্রহনযোগ্য হওয়ায় করোনার এই দুর্যোগকালে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শরিয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার, সুইডেন প্রবাসীসহ কয়েকজন দানবীর। তাই সেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নপুরন সমাজকল্যাণ সংস্থা’ তাদের কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়েছে। সাধারন মানুষের স্বপ্নপুরন করতেই ২০১৬ সালের বিজয়ের মাসের ৩০ তারিখে ঝালকাঠি পৌর এলাকার কৃষ্ণকাঠির যুবক রিয়াজ খান অশ্রু এই সংগঠনটির প্রতিষ্ঠা করেন। যিনি বর্তমানে সভাপতির দায়িত্বে থেকে নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে যাচ্ছেন। প্রতিষ্ঠার ৪ বছরে ব্যাপক সুনামও অর্জন করেছে এ সংগঠনটি। ঈদ বস্ত্র, শীত বস্ত্র বিতরণসহ নানা কর্মসুচী বিগত দিনে সুনাম ও গ্রহনযোগ্যতার সাথে পালন করেছে তারা। করোনার সক্রমণ শুরুর দিকে বিভিন্ন মসজিদের অজুখানায় সাবান টাঙিয়েদিয়ে বেশ প্রশংসাও কুড়িয়েছে তারা।