এমপি আমির হোসেন আমু মহোদয় এর পক্ষে সেচ্ছাসেবক লীগের ২য় দফায় পিপিই বিতরণ

বিশ্ব মহামারী সৃষ্টিকারী করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধের এই দুর্যোগ মূর্হুতে ঝালকাঠি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সকল নেতৃবৃন্দ, টেলিভিশন সাংবাদিক সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে পিপিই ও নিরাপত্তা সামগ্রী বিতরণ করলেন জননেতা আলহ্বাজ আমির হোসেন আমু এর পক্ষে স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইজাজ তালুকদার।

তিনি জানান যে, করোনাকালের এই মুর্হুতে আওয়ামী নেতৃবৃন্দরা বিভিন্ন ভাবে তৃনমুল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তাদের এই সময়ে নিজস্ব সেফটির দরকার আছে। সেই ভাবনা মাথায় রেখেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির ঝালকাঠি জেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসেবে নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ভান্ডারিয়ায় সাংবাদিকদের জন্য উপজেলা চেয়ারম্যান এর মহানুভবতা

 ভান্ডারিয়া(পিরোজপুর)সংবাদ দাতা:
বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ তীব্রতার মধ্যে ও গণমাধ্যম কর্মিদের কোন বিশ্রাম, কিন্তু তাদের খবর নেবার কেউ যেন নেই, সাংবাদিক গন সারা জীবন অন্যের সাহায্যে জীবন বাজিরেখে সকাল বিকাল ডাক হরকরার ন্যায় বিরামহীন গতিতে এগিয়ে চলে দেশ সমাজ ও জাতীয় সংকট ময় মূহুর্তে! বিশেষ করে মোফাস্বল সাংবাদিক দের যেন নাই কোন অভিভাবক! এর ই মধ্যে মানবিক সাহায্যের জন্য এগিয়ে এলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।

তিনি ভান্ডারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পিরোজপুর থেকে প্রকাশিত দৈনিক পিরোজপুর কণ্ঠের প্রকাশক। ভান্ডারিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। দৈনিক যুগান্তরের ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি ও এটিএন বাংলার চ্যনেল এর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মিলন তার অর্থ সহায়তার বিষয়টি নিশ্চিত করে বলেন সম্পূর্ণ মানবিক সাহায্য হিসেবে সংবাদপত্রে সাথে যুক্ত সদস্য দের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন।

জনাব মিলন জানান, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট দের দুই1 লাখ টাকা সহায়তা প্রদান, ইতিপূর্বেও তিনি প্রেসক্লাবের স্হাপনা নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছিলেন। উপজেলা প্রেসক্লাবের ৩১ জন সদস্য এর বাহিরে আরও ৪ জন সদস্য ও ৪ জন সংবাদপত্র সেবীর মধ্যে অর্থ সহায়তা প্রদান করেন। উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক অবজারভার ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি রিয়াজমাহমুদ মিঠু বলেন বতর্মান করোনা পরিস্থিতিতে সকল সাংবাদিক সচ্ছল না।

তাই তার এ মহৎ উদোগ কে সাংবাদিক সমাজ সাধুবাদ জানিয়েছেন। প্রসক্লাবের সভাপতি মহোদয় যা করছেন এটা সম্পূর্ণ মানবিক সহায়তা।

ডাঃ মুরাদ হাসান ভাইরাল না হওয়া একজন নিরব সেবক

মুদ্রার এপিঠ—-ওপিঠ, স্মার্ট উদ্দ্যোক্তা। ভাইরাল না হওয়া কিছু সংবাদের শিরোনাম। ফোটশেসনে সীমাবদ্ধ কাজ না করে সময় উপযোগী কিছু কাজের উদাহরন। তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, গত একমাস তার নির্বাচনী এলাকা সরিষাবাড়িতে যে ভাবে কাজ করে যাচ্ছেন তা প্রসংশার দাবীদার।

উনি ভোটের সময় যে ভাবে নির্বাচনী এলাকায় ভোট চেয়েছেন ঠিক একই ভাবে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে এাণ বিতরন করেছেন, কোন রকম জনসমাগম ছাড়া। →ধান কাটার জন্য ধান খেতেও নেমেছেন, তবে কাস্তে হাতে নিয়ে নয়, ধান কাটার মেশিন নিয়ে। →সরিষাবাড়ীতে কৃষকদের বিনামুল্যে সবজি বীজ বিতরন করেছেন। যেটা দুর্যোগ পরবর্তী মোকাবেলার আগাম প্রস্তুতি। →বৃহত্তর জামালপুরে RT-PCR মেশিন স্থাপনের ফলে ২ কোটি মানুষ করোনা সেবার আওতায় এসেছে। →২৪ ঘন্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেন্টার যার নাম “আমার ডাক্তার” সাথেই আছে সারাক্ষণ । →সময় উপযোগী পদক্ষেপ। এই গুলো বেশী বেশী ফটোশেসন করেন, প্রচার করেন।

মানুষ এই গুলো দেখে শান্তি পায়। দেখতে পছন্দ করে। মানুষ চাইলে কিনা করতে পারে। এটাই তার উদাহরন। অন্য দিকে কিছু মানুষ কথা বলতে পারে না, তার পরও টিভির সামনে এসে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো ভে…ভে… করতেই হবে—-? কেন ভাই—? মানুষ কথা নয় কাজ দেখতে চায়। তামাশার রাজনীতি বন্ধ করেন। যারা ভালো কাজ করছে তাদের কাছে শিখেন। এমপি মাশরাফি, শেখার আছে তার কাছথেকে। এমপি তন্ময়, গর্ভবতী মাদের পুষ্টিকর খাবার সরবরাহ করেছে।

Out of Box চিন্তা ধারা। ভালো মানুষ হওয়াটা জরুরী। ভালো মানুষ হলে, ভাল নেতা এমনিতেই হবেন। অবাক লাগে, এই দুর্যোগের সময় প্রধান মন্ত্রী আপনাদেরকে মুখে তুলে খায়িয়ে দিচ্ছে কিন্তু আপনারা সেটাও হযম করতে পারছেন না। তার আগেই আপনাদের পোশা চোর গুলো লুটেপুটে খাচ্ছে। অনেকেই Out of Box কাজ করছে। তাদের কাছ থেকে শিখেন। চুরি করতে লজ্জা লাগেনা, শিখতে লজ্জা লাগে—? সীমিত সংক্ষক গাধা আর চোরদের কারনে ভালো কাজ গুলো হারিয়ে যাচ্ছে। তার পরও এই ভালো মানুষ গুলোর কারনে আজও আশার প্রদীপ জ্বলে।

বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকদের মানবেতর জীবন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহের অর্নাস-মাষ্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা বেতন বঞ্চনার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।করোনার তান্ডবে উচ্চশিক্ষায় নিয়োজিত শিক্ষকগণ জীবন জীবিকার কঠিন সমীকরণে। উল্লেখ্য যে,১৯৯৫,২০১০ এবং ২০১৮ তে জনবল কাঠামো সংশোধন করা হলেও এসব শিক্ষকের দাবি উপেক্ষা করা হয়েছে।তারপরেও দীর্ঘ আটাশ বৎসর হলো শিক্ষকেরা প্রতিষ্ঠান থেকে নামমাত্র বেতনে কিংবা বেতনহীন অবস্হায় লক্ষ লক্ষ শিক্ষার্থীকে শিক্ষা সেবা দিয়ে আসছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মোতাবেক এই সকল শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন। বিধি মোতাবেক একজন শিক্ষকের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং নিয়োগ ও মৌখিক পরীক্ষায় সফলতার সঙ্গে যোগ্যতার প্রমাণ রাখতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও ডিজি মহোদয়ের প্রতিনিধির মাধ্যমে শিক্ষক নিয়োগ চূড়ান্ত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা ও সরকারি নীতিমালা মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শতভাগ বেতন -ভাতা ও সুযোগ সুবিধা প্রদানের নির্দেশনা থাকলেও সারাদেশে মোট বেসরকারি কলেজের ৯০% কলেজ কর্তৃপক্ষ তা আমলে নিতে চায় না।

জানা গেছে শিক্ষকদের বেতন ৩ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে দিয়ে থাকে যা একজন সাধারণ মানুষের পক্ষে জীবিকা নির্বাহ করা অসম্ভব। শুধু তাই নয় অধিকাংশ কলেজেই মাসের পর মাস সামান্য টাকাটাও ফান্ডে টাকা না থাকার অযুহাতে বন্ধ রাখা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয় তাহলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মধ্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ছয় মাস শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে,তাহলে শিক্ষার্থীদের টিউশন ফি আদায় করা অসম্ভব। তাছাড়া দেশের অধিকাংশ কলেজে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের থেকে আদায় করা টিউশন ফির সিংহভাগই চলে যায় অধ্যক্ষ এবং গভর্নিং বডির প্রভাবশালীদের পকেটে,প্রতিনিয়ত চলতে থাকে নামে বেনামে ভাউচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার মহোৎসব। কোন শিক্ষক বেতনের কথা বললেই শিক্ষকদের নামে মিথ্যা অভিযোগ এনে চলতে থাকে হয়রানি করার অপচেষ্টা।

এমতাবস্থায় মানবতার মা, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধন চায় প্রায় ৫০০০ ননএমপিও অনার্স মাস্টার্স শিক্ষকগণ। কারণ এমপিওভুক্ত না করে কলেজ কর্তৃপক্ষের হাতে আবারো ছেড়ে দিলে এই স্তরের শিক্ষকগণের আর বেঁচে থাকার কোন সুযোগ থাকবেনা। সারা দেশে ৩৫০ টি এমপিওভুক্ত ডিগ্রি কলেজে কর্মরত প্রায় ৫০০০ ননএমপিও অনার্স মাস্টার্স শিক্ষক রয়েছেন।যাদের এমপিওভুক্ত করতে সরকারের বার্ষিক ১৪৮ কোটি টাকা লাগবে।১৯৯২ সাল থেকে অদ্যাবধি শুধুমাত্র জনবল কাঠামোয় অন্তর্ভুক্ত না করার কারণে এসকল শিক্ষক এমপিওভূক্তি হতে পারছেন না। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার মান উন্নয়নের প্রধান অন্তরায়। একই বেসরকারি প্রতিষ্ঠানে যেখানে ইন্টারমিডিয়েট ও ডিগ্রী (পাশ) শিক্ষকেরা এমপিওভূক্ত হতে পারেন এবং মাদ্রাসা পর্যায়ে ফাজেল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) শ্রেণির শিক্ষকেরা এমপিওভুক্ত হতে পারেন।

অথচ শিক্ষানীতি ২০১০ -এর উচ্চশিক্ষা র কৌশলে বলা আছে যে,যেসব কলেজে ৩ বছর মেয়াদি স্নাতক (পাশ) কোর্স আছে,সেখানে পর্যায়ক্রমে চার বছর মেয়াদি স্নাতক সম্মান কোর্স চালু করা হবে এবং চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রিকে প্রান্তিক ডিগ্রি হিসেবে গণ্য করা হবে। কাজেই অর্নাস-মাষ্টার্স শ্রেণির শিক্ষকদের এমপিওভূক্ত না করার কোন যৌক্তিকতা থাকতে পারেনা। তাদের এই দুর্ভোগের কারণে শুধুমাত্র শিক্ষক বঞ্চিত হচ্ছে তা নয়, সুষ্ঠু পাঠদানের অভাবে শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছে এবং মান হারাচ্ছে উচ্চশিক্ষার। যার দায়ভার রাষ্ট্র ও জাতীয় বিশ্ববিদ্যালয় কোন ভাবেই এড়াতে পারেনা।

এসকল শিক্ষককে জনবলকাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক দুইজন মহাপরিচালক আর্থিক সংশ্লেষ সহ মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের দুইটি নিদের্শনা আজ পর্যন্ত বাস্তবায়ন করেনি মন্ত্রণালয় ।তবে আশার বাণী হলো যে,”এমপিও নীতিমালা ও জনবল কাঠামো /২০১৮ “পর্যালোচনা ও সংশোধন কমিটির সম্মানিত সদস্যগণ ননএমপিও অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকগণকে জনবলে অন্তর্ভুক্ত করে এমপিও দেয়ার বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন বলে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার মাধ্যমে জানা গেছে।

চলমান করোনা পরিস্থিতিতে উচ্চ শিক্ষাদানে নিয়োজিত এই সকল শিক্ষকের হৃদয়ের বোবা কান্না উপলব্ধি করে তাদের কে দ্রুত জনবল কাঠামোয় অন্তর্ভুক্ত করে এমপিওভূক্তকরণ এবং বিশেষ আর্থিক প্রণোদনার মাধ্যমে সহায়তা করা সময়ের দাবি।নিগৃহীত শিক্ষকগণ মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী,শিক্ষা উপমন্ত্রীসহ সরকারের নীতি নির্ধারকগণের দিকে চেয়ে আছেন জনবলে অন্তর্ভুক্ত করে সরকারি অনুদানের(এমপিও) ঘোষণা ও এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত আর্থিক প্রণোদনা পাবার আশায়। লেখক:হারুন অর রশিদ যুগ্ম আহবায়ক, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম, কেন্দ্রীয় কমিটি।

বেতাগীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

মোবাইল ফোনে কথা বলার বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে বরগুনার বেতাগীতে কলেজ পড়ুয়া ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । আজ (৭ই মে) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বদনীখালী গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রী বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের ছোট বদনীখালী গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা (দুবাই প্রবাসী) আশ্রাফ আলী মৃধা’র মেয়ে রুমি আক্তার (১৮) । নিহত রুমি আক্তার বামনা উপজেলার বেগম ফয়েজুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

এলাকা সূত্রে জানা যায়, মোবাইলে কথা বলা ও সামাজিক মাধ্যম ফেইসবুকে বেশি সময় পার করার বিষয় নিয়ে মা ও মেয়ের সঙ্গে বাগবিতন্ডা হয়। এতে অভিমান করে সবার অজান্তে তাঁর শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন । স্বজনরা রুমিকে তাঁর কক্ষ থেকে উদ্ধার করে হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন তপু বলেন,’ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ ও রহস্য আরো নিশ্চিত করে বলা যাবে।’

বরিশাল বিভাগে নার্সসহ নতুন আক্রান্ত ৭, মোট ১৩৪

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক নার্সসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের ছয় জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩৪ জন। এর মধ্যে ২৩ জনই চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, যা মোট আক্রান্তের ১৭ ভাগ।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশালের। এই জেলায় নতুন তিনজনসহ আক্রান্তের সংখ্যা ৪৪। এরপরে আছে বরগুনা। এখানে নতুন আক্রান্ত একজনসহ মোট আক্রান্তের সংখ্যা ৩৩ জন। পটুয়াখালীতে নতুন দুজনসহ আক্রান্তের সংখ্যা ২৯ জন। এ ছাড়া পিরোজপুরে নতুন একজনসহ ১১ জন, ঝালকাঠিতে ১২ জন এবং ভোলায় পাঁচজন।

আক্রান্তদের মধ্যে ৫৬ জনই সুস্থ হয়েছেন। এর মধ্যে বরিশালে ২৫ জন, বরগুনায় ১৪ জন, পটুয়াখালীতে চারজন, ঝালকাঠিতে দুজন ও পিরোজপুরে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বরিশাল বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় পটুয়াখালীর দুমকি ও বরগুনার আমতলীতে। গত ৯ এপ্রিল ওই দুই রোগী মারা যান। এরপর বরিশাল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল। ৯ এপ্রিলের পর রোগীর সংখ্যা তেমন না বাড়লেও ২০ এপ্রিলের পর রোগীর সংখ্যা বাড়তে থাকে। ২৫ এপ্রিল আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়ায়।

আক্রান্তের গতিপ্রকৃতি পর্যালোচনায় দেখা যায়, বরিশাল, বরগুনা ও পটুয়াখালীতে ২০ এপ্রিলের পর করোনা রোগী বাড়তে থাকে। বরগুনায় ৯ এপ্রিল একজন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর সেখানে ১১ এপ্রিল আরও একজন রোগী শনাক্ত হয়। ২৫ এপ্রিলের মধ্যে সেই সংখ্যা দাঁড়ায় ৩০-এ। এরপর আক্রান্তের গতি কিছুটা কমে আসে। এরপর গত ৯ দিনে এই জেলায় মাত্র তিনজন আক্রান্ত হয়। বরিশালে ১২ এপ্রিল প্রথম এক রোগীর মৃত্যুর মধ্য দিয়ে করোনা শনাক্ত হয়। এরপর ১৪ এপ্রিল একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ছয়জনের করোনা শনাক্ত হয়। ১৬ এপ্রিল পর্যন্ত জেলা আক্রান্ত ছিল ১৪ জন। ২৪ এপ্রিলের মধ্যে তা বেড়ে হয় ৩৬ জনে। এরপর গত ১০ দিনে এই জেলায় ৮ জন আক্রান্ত হন।

পটুয়াখালী জেলায় ৯ এপ্রিল প্রথম শনাক্ত রোগী মারা যাওয়ার পর ২০ এপ্রিল পর্যন্ত দুজন আক্রান্ত ছিলেন। কিন্তু ২১ এপ্রিল এক দিনে নতুন ৮ জন আক্রান্ত হয়ে সংখ্যা দাঁড়ায় ১০-এ। এরপর ২৬ এপ্রিল পর্যন্ত ৫ দিনে আরও ১০ জন রোগী শনাক্ত হয়। এরপর গত ৮ দিনে আক্রান্ত হয় ৯ জন। তবে ঝালকাঠি ও পিরোজপুর ও ভোলায় রোগী সংখ্যা অনেকটা স্থিতিশীল রয়েছে। সোমবার পর্যন্ত পিরোজপুরে ১১ জন, ঝালকাঠিতে ১২ জন এবং ভোলায় ৬ জন আক্রান্ত হয়েছে। মৃত্যুর দিক থেকে পটুয়াখালীতে তিনজন, বরগুনায় দুজন এবং বরিশালে একজন রোগী মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘তিন জেলায় আক্রান্তের সংখ্যা নিয়ে আমাদের দুশ্চিন্তা ছিল। তবে গেল এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসায় অনেকটা স্বস্তি মিলেছে। তবে পটুয়াখালী আক্রান্তের হার কিছুটা বেশি। তারপরও আমরা এই তিন জেলার ওপর বিশেষ নজর রাখছি’। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের আক্রান্তের বিষয়টি উদ্বেগের উল্লেখ করে তিনি বলেন, ‌’আমরা পর্যালোচন করে যত দূর জানতে পেরেছি তাতে হাসপাতালে রোগীদের তথ্য গোপন করা একটি বড় কারণ। এ জন্য আমরা প্রতিটি হাসপাতালে চিকিৎসক ও অন্যদের আরও সতর্ক হওয়ার ব্যাপারে পরামর্শ দিচ্ছি।

বানারীপাড়ায় করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু, দাফনে পুলিশ ও ইফা’র টিম

বরিশালের বানারীপাড়ায় করোনা উপসর্গ নিয়ে আনোয়ার হোসেন (৫০)ও সিদ্দিকুর রহমান (৪৮) নামের দুই ব্যক্তি মারা গেছে। এদের দুজনের বাড়িই উপজেলার বাইশারী ইউনিয়নে।

জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী গ্রামের মুদি দোকানি আনোয়ার হোসেন শ্বাস কষ্ট নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়ার মাত্র ৩০ মিনিট পরে বেলা সাড়ে ১১টায় সেখানে মারা যান। বিকালে তাকে নিজ বাড়িতে সংক্ষিপ্ত জানাজা শেষে দাফন করা হয়।

এদিকে একই ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামের মিদ্দিকুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধিন থাকা অবস্থায় বুধবার দুপুরের পরে মারা যান।

বৃহস্পতিবার ভোর ৫টায় বানারীপাড়ায় নিয়ে আসার পরে সংক্ষিপ্ত জানাজা শেষে উত্তর নাজিরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সিদ্দিকুর রহমান সপরিবারে ঢাকার মিরপুরে বসবাস করতেন। সেখানে তার নিজস্ব বহুতল বাড়ি রয়েছে। তার লাশ দাফনে এলাকাবাসী বাধা সৃষ্টির চেষ্টা চালালে উত্তর নাজিরপুর গ্রামের বাসিন্দা বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের মানবিক উদ্যোগে পরে নির্বিঘ্নে তার দাফন সম্পন্ন হয়।

প্রসঙ্গত, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার মাসুদ করিমের নেতৃত্বে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. এনামুল কবির ও উপজেলার রাজ্জাকপুর জামে মসজিদের ইমাম হাফেজ আল-আমিন এ দুজনের দাফন কাফনে ভূমিকা রাখেন।এছাড়া বানারীপাড়ার লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের পুলিশের একটি টিম এসময় উপস্থিত ছিলেন। অপরদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এ দুজনের মৃত্যুর খবরে এলাকাবাসীর মাঝে করোনা আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ৪০টি পুজা মন্ডপে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস পরিস্থিতি রোধে বরিশাল সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ইমাম ও মুয়াজ্জিনের পর এবার নগরীর ৪০টি পুজা মন্ডপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে এ খাদ্য সহায়তা বিতরন করা হয় বুধবার রাতে।

বিসিসি সূত্রে জানা গেছে, নগরীর ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে ৩০টি ওয়ার্ডের মোট ৪০টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষনাসহ অনেক এলাকা লকডাউন করা হয়। এর ফলে নগরীর খেটে খাওয়া অগনিত মানুষ কর্মহীন হয়ে পড়ে। এসকল অসহায় মানুষের দূর্দশা লাঘবে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ও মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে গত ৩০ মার্চ থেকে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়। তারই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। এপর্যন্ত নগরীর ৬০ হাজারের অধিক অসহায় পরিবারের মাঝে এসহায়তা পৌঁছে দেয়া হয়।

যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সম্ভব সবধরণের সহযোগিতার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে। জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম নিজে সরাসরি মনিটরিং করছেন। তার নির্দেশে বিসিসির স্টাফরা দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে

২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৭০৯, আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২০৬ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৩১৩৪ জন।

শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন,  গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৭০৭টি। যে ৭ জন মারা গেছেন তাদের মধ্যে ৯০ বছর বয়সের ঊর্ধ্বে একজন, ৭১-৮০ বছরের মধ্যে দুইজন, ৬১- ৭০ বছরের মধ্যে দুইজন, ৫১-৬০ বছরের মধ্যে দুইজন। এর মধ্যে ৫ জন ঢাকার, বাকি দুইজন অন্য জেলার।

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট দুই হাজার ১০১ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

 

বরিশালসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। ধীরে ধীরে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর আবহাওয়া ঠান্ডা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে রোদের প্রখরতা। একই সঙ্গে বাড়ে গরম। তবে বিকেলের দিকে আকাশে মেঘ দেখা যায়। সন্ধ্যা ৭ টার পর রাজধানীর বিভিন্ন স্থানে ঝড়ো বাতাস শুরু হয়। আকাশে কালো মেঘ জমে। সাড়ে পৌনে ৮টার দিকে শুরু হয় বৃষ্টি।

সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সিলেট, ঢাকা খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের (হাওরাঞ্চল) নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং প্রধান নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ ও ভারত আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী- আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয় ও বরাক অববাহিকায় মাঝারি তেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে ওইসব অঞ্চলের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।