১৫ তারিখের মধ্যে দেশের বাজারে পাওয়া যাবে রেমডেসিভির

সেরা নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় কার্যকরী রেমডেসিভির ইনজেকশন মে মাসের ১৫ তারিখের মধ্যে দেশের বাজারে পাওয়া যাবে। দেশের দুই-তিনটি প্রতিষ্ঠান ১০ থেকে ১২ মে’র মধ্যে রেমডেসিভির বাজারে নিয়ে আসতে পারবে বলে জানিয়েছে।

রেমডেসিভির ইনজেকশন উৎপাদনের কাজ কার্যত আজ মঙ্গলবার (৫ মে) থেকেই শুরু করেছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

দেশে রেমডেসিভির উৎপাদনের অগ্রগতির কথা  জানিয়েছেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আবদুল মুক্তাদির। তিনি বলেন, ইনসেপটার বিশেষজ্ঞরা আজ থেকেই কাজ শুরু করেছে। দ্রুত উৎপাদনের লক্ষে রাতদিন কাজ করছেন বিশেষজ্ঞরা। আশা করা যাচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যে রেমডিসিভির সরবরাহ করতে পারবে। বিরামহীন কাজ করে আগামী ১৫ থেকে ২০ মে’র মধ্যে সরবরাহ করা সম্ভব হবে।

রেমডেসিভির কাঁচামাল প্রসঙ্গে তিনি বলেন, রেমডেসিভির তৈরির প্রয়োজনীয় কাঁচামাল এরই মধ্যে চীন থেকে দেশে এসেছে। আমেরিকার রেমডেসিভির প্রস্তুতকারক কোম্পানি গিলিয়াড সায়েন্সেসও চীন থেকেই এই ওষুধ তৈরির কাঁচামাল সংগ্রহ করেছে।

ঔষধ প্রশাসন অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন  বলেন, এর আগে রেমডেসিভির তৈরিতে সাতটি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়। নতুন করে আরও একটি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে মোট আটটি কোম্পানিকে অনুমোদন দেওয়া হলো।

কবে নাগাদ তারা উৎপাদনে যাবে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তারা উৎপাদনে কবে যাবে। তবে আশা করা যায় এ মাসের মধ্যে ওষুধটি বাজারে চলে আসবে।

গতকাল পর্যন্ত ইনসেপটা, বিকন, স্কয়ার, বেক্সিমকো, অপসোনিন, এসকেএফ এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এই সাত কোম্পানিকে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন। নতুন করে অনুমোদন পাওয়া কোম্পানির নাম জানাননি তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, রেমডেসিভির ইনজেকশন তৈরিতে খুব কম তাপমাত্রায় কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটাতে হয়। সর্বনিম্ন মাইনাস ৫০ ডিগ্রি থেকে মাইনাস ৭৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এমনকি যখন যৌগিক সংমিশ্রণ করা হয়, তখন একটি বিশেষ ডিভাইস প্রয়োজন হয়।

রেমেডিভির প্রস্তুতের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও সরঞ্জামের ঘাটতি না থাকলে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ক্যান্সার সিস্টেম বায়োলজি (সিসিএসবি) দুই সপ্তাহের মধ্যে ৩০ হাজার রোগীর জন্য ওষুধ তৈরিতে সক্ষম বলে জানিয়েছে।

গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় রেমডেসিভির ইনজেকশন ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের বাজারে এই ওষুধ পাওয়া যাবে বলে জানিয়েছে রেমডেসিভির প্রস্তুতকারক কোম্পানি গিলিয়াড সায়েন্সেস। ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১০৬৩ মানুষের ওপর এ ওষুধ প্রয়োগ করা হয়। রেমডেসিভির গ্রহণকারীরা গড়ে ১১ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠার প্রমাণ পাওয়া যায়। পরীক্ষামূলক অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডেসিভির ওষুধটি মূলত ইবোলার চিকিৎসায় তৈরি হয়।

বাউফলে উপ-সচিবের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে করোনার প্রাদুর্ভাব ও নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধানদী ফাজিল মাদ্রাসা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ওই চাল বিতরণ কার্যক্রম পরিদর্শণ করেন বরিশাল বিভাগীয় উপ- ভূমি সংস্কার কমিশনার (উপ-সচিব) তরফদার মো. আক্তার জামিল।

চাল বিতরণ কালে ডিএলআরসি আক্তার জামিল বলেন,’ ত্রাণের চাল বিতরণ কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। সরকারি যে নির্দেশনা আছে সেই মোতাবেক চাল বিতরণ করতে হবে। পরিষদ সূত্র জানায়, মে মাসের বরাদ্ধকৃত ৩০.১২০ মে.টন চাল ইউনিয়নের সরকারি তালিকাভূক্ত ৭৫৩জন জেলের মাঝে ৪০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বালি, উপজেলা সমাজসেবা অফিসার ও নাজিরপুর ইউনিয়ন ট্যাগ অফিসার মো. মনিরুজ্জামান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম ফারুক, বাউফল প্রেস ক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক এম. নাজিম উদ্দিন।

বাউফলে সবজি চারা বিতরণ

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রান্তিক কৃষকের মাঝে  সবজি বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা দুপুরে  উপজেলা পরিষদ চত্বরে ওই বীজ ও চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় উপ-ভূমি সংস্থার কমিশনার তরফদার মো. আক্তার জামিল।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, এসিল্যান্ড অনিসুর রহমান বালি, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান হিমু।
কৃষি অফিস জানায়,’ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সোতাবেক বসতবাড়িতে প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে  বাউফলে ৫শ কৃষকের মাঝে লাউ, করলা, ঢেঁড়স, বরবটি বীজ ও পিয়াজের চারা বিতরণের উদ্দ্যোগ নেওয়া হয়েছে।

বাউফলে করোনা মোকাবেলায় মতবিনিময়

পটুয়াখালীর বাউফলে করোনাভাইরার (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলা ও  বিপর্যস্ত মানুষের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ট্যাগ অফিসার ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠত  হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় উপ- ভূমি সংস্কার কমিশনার  তরফদার মো. আক্তার জামিল।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন,’ চাকুরিতে যোগদানের পর থেকে জনগণের সেবার শপথ নিয়েছে। দেশের দুর্যোগে আমাদের পিছু ফেরার সুযোগ নেই।  নিজ স্বার্থে কাজ ফাঁকি দেওয়া রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা।
তিনি তাঁর বক্তৃতায় প্রত্যেক ইউনিয়ন ট্যাগ অফিসারদের সততার সাথে কাজ করার নির্দেশ দেন।  কারো দায়িত্বে অবহেলা  কিংবা ত্রাণ বিতরণ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে গাফিলতি পরিলক্ষিত হলে তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে বলে জানান।
একইভাবে জনপ্রতিনিধিদের সততা বজায় রেখে বিপদের সময় জনগণের পাশে থাকতে থাকার অনুরোধ করেন।
সভায় মুক্ত আলোচনায়  নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লাভলু ও মদনপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা চলমান  ত্রাণ বিতরণ কার্যক্রমে অহেতুক হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হওয়ার অভিযোগ তুলেন।

কাউখালীতে ১০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী পাঠালেন উপজেলা চেয়ারম্যান

কাউখালী (পিরোজপুর) সংবাদ দাতা:
১০ হাজার রোজাদার পরিবারের মধ্যে কাউখালী উপজেলা চেয়ারম্যানের ইফতার সামগ্রী বিতরণ পিরোজপুর জেলার কাউখালী উপজেলার করোনা প্রদুর্ভাবের কারনে নিম্নবিত্ত ও কর্ম হীন রোজাদারদের কষ্ট ও বেদনার সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন! জাতীয় পার্টি (জেপি)কাউখালী উপজেলার সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিয়া মনু লক ডাউনে গৃহ বন্দি মানুষের জন্য নিজের ব্যক্তিগত তহফিল থেকে প্রায় ১০ হাজার মুসলিম পরিবার কে ছোলা,মুড়ি,চিনি,চিড়া,খেজুর ও ট্যাংক সহ ইফতার সামগ্রী বস্তা বন্দি করে নিজ দায়িত্বে পাঠিয়ে দিচ্ছেন।

বিভিন্ন গ্রামে গ্রামে, মুঠো ফোনে অাবু সাঈদ মিয়া বলেন বতর্মান পরিস্হিতির কারনে কর্মহীন মানুষের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যাতে তারা নির্বিগ্নে রোজা রেখে ইফতার করতে পারে, তিনি আরো বলেন এটি কোন অনুগ্রহ বা অনুকম্পা না, উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বোধ মনে করি! আল্লাহ পাক আমাকে ১০ হাজার রোজাদার পরিবারের মধ্যে কাউখালী উপজেলা চেয়ারম্যানের ইফতার সামগ্রী বিতরণমানতদার হিসেবে দায়িত্ব দিয়েছেন সেটি পালন করতে চেষ্টা করি!

৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার ৪ টি ইউনিয়নের ইফতার সামগ্রী বিতরণ ইতিমধ্যে শেষ করে সর্বশেষ আজ ১ নং সয়না রঘুনাথ ইউনিয়ন এর রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন, এ সময় স্বাগতিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিসেস এলিজা সাঈদ উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন। তিনি ইতিপূর্বেও তিনি ব্যক্তিগত তহফিল থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারনে লকডাউনে থাকা ১৫ হাজার পরিবারে র জন্য খাদ্য সহায়তা প্রদান করছেন।

সৌদিতে ‘হিজরতের’ চেষ্টা : জেএমবির ১৭ সদস্য কারাগারে

তাবলিগ জামাতের নামে সৌদি আরব গিয়ে ইমাম মাহদির সঙ্গে কথিত সাক্ষাতের আশায় এক মাস আগে ‘হিজরত’ করা গ্রেফতার জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১৭ অনুসারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মে) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (৪ মে) রাতে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

জঙ্গিদের ধরতে অভিযানে নেতৃত্ব দেন সিটিটিসি ইউনিটের এডিসি তহিদুল ইসলাম। তিনি জানান, ৪ মে সন্ধ্যা সোয়া ৭টায় কাকরাইল মসজিদের বিপরীত পাশে পাবলিক হেলথ কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৯টি মোবাইল ফোন, ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৯২২ আমেরিকান ডলার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তহিদুল ইসলাম বলেন, ‘ইঞ্জিনিয়ার সৈয়দ মোস্তাক বিন আরমান বাংলাদেশ থেকে ২০১৭ সালে সৌদি আরবে যান এবং এখনও সেখানে অবস্থান করছেন। তিনি নিজেকে ইমাম মাহদির সৈনিক হিসেবে পরিচয় দিয়ে গাজওয়াতুল হিন্দ নামক স্থানে মুসলিমদের পক্ষে জিহাদ করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অডিও-ভিডিও ক্লিপ প্রকাশ করেন। গ্রেফতাররা তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে তার সঙ্গে যোগাযোগ করে ইমাম মাহদির সৈনিক হিসেবে যুদ্ধের প্রস্তুতিস্বরূপ সৌদি আরব যাওয়ার চেষ্টা করেন।’

গ্রেফতাররা জানিয়েছেন, তারা পলাতক রবিউল সৈয়দ মোস্তাক বিন আরমানের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং গত মার্চ মাসের মাঝামাঝি সময় তারা পরস্পর যোগাযোগ করে হিজরতের সিদ্ধান্ত নেন। তাবলিগ জামাতের আড়ালে সাতক্ষীরা বা বেনাপোল সীমান্ত দিয়ে তারা ভারত-কাশ্মীর সীমান্ত হয়ে সৌদি আরব পৌঁছাতে চেয়েছিলেন। তাদের বলা হয়েছিল, করোনার দুর্যোগে আকাশ থেকে এক ধরনের গজব নেমে আসবে এবং সব কিছু ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে। তখন সীমান্তে কোনো পাহারা থাকবে না-এই সময় তারা যেন চলে আসেন।

এই বিশ্বাস নিয়ে গত ১৮ মার্চ তারা প্রথমে সাতক্ষীরা ও পরে যশোর সীমান্তের কাছে বিভিন্ন মসজিদে অবস্থান করেন ভারতে যাওয়ার জন্য। তাদের আরও জানানো হয়, আগামী চল্লিশ দিন সূর্য উঠবে না, আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, কাফেররা সবাই মারা যাবে, ইমানদারদের শুধু হালকা কাঁশি হবে। ইমাম মাহদির আগমন এই রমজানে সমাগত। তাই তারা যেকোনোভাবে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেন। তারা সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়ে পার হতে না পেরে ঢাকা হয়ে সিলেট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সে মোতাবেক তারা বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসেন।

এডিসি তহিদ বলেন, ‘সৈয়দ মোস্তাক বিন আরমানের প্ররোচনায় এবং তার সঙ্গে যোগাযোগ করে ইতোমধ্যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র গত জানুয়ারি মাসে ওমরা পালনের উদ্দেশে সৌদি গমন করে আর ফিরে আসেননি। এছাড়া বিভিন্ন সময় সা’দ, কাউসার, শরীফ, তোফাজ্জল, গিয়াসউদ্দিন, আলী আজম এবং রাশেদ নামে আরও সাতজন ইমাম মাহাদির সৈনিক হিসেবে যোগদানের উদ্দেশ্যে সৈাদি আরব হিজরত করেছেন বলে গ্রেফতারকৃতরা জানান।’

গ্রেফতারকৃতরা হলেন- হায়দার আলী (৪৪), মাহমুদুল হাসান ওরফে মাসুম, জামিরুল ইসলাম (২৪), বিল্লাল হোসেন (৩৮), শেখ আরাফাত ওরফে জনি (৪৮), ইমরুল হাসান ওরফে ইমন (২৫), সাইফুল ইসলাম (২৫), মোজাম্মেল হক (৩৩), শাহজালাল (৩৪), আক্তারুজ্জামান (৩০), মাহমুদুল হাসান ওরফে সাব্বির (২৩), আবিদ উল মাহমুদ ওরফে আবিদ (২২), সোহাইল সরদার (৩৩), ওবায়দুল ইসলাম ওরফে সুমন (৩০), মাহমুদ হাসান ওরফে শরীফ (১৮), মাজেদুল ইসলাম ওরফে মুকুল (২৮) ও সোহাগ হাসান (২০)।

বরিশালে ৩৪ হাজার জেলে পাচ্ছে বিশেষ ভিজিএফ চাল

নিষিদ্ধ সময়ে জাটকা শিকারে বিরত থাকা বরিশালের ৩৪ হাজার ৭১৫ জন জেলে পাচ্ছে সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তার বিশেষ ভিজিএফ চাল। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা শিকারে বিরত থাকা প্রত্যেক জেলেকে মাসে ৪০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

বরিশাল জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গেল মাসের ২৬ এপ্রিল থেকে শুরু করে চলতি মাসের ৮ মে পর্যন্ত বরিশাল জেলার মোট নিবন্ধিত জেলেদের মধ্যে ৩৪ হাজার ৭১৫ জনকে এপ্রিল ও মে দুই মাসে ৮০ কেজি করে চাল বিতরণ করা হবে।

আরো জানা গেছে, বরিশাল জেলায় মোট ৭৫ হাজার ৬৯১ জন নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে আবার ৪৯ হাজার ৪৯ জন জেলে জাটকা শিকারে বিরত থাকে। এদের মধ্যে হত-দরিদ্র অনুযায়ী বিশেষ বিবেচনায় ৩৪ হাজার ৭১৫ জন জেলেকে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

জেলে ও চাল বিতরণের বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মৎস্য বান্ধব সরকার। এই সরকারের আমলে আগের তুলনায় ইলিশের উৎপাদন বেড়েছে কয়েকগুণ।

কেননা এই সরকার ইলিশের প্রজন্ম মৌসুম এবং নিষিদ্ধ সময়ে জাটকা শিকারে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তার বিশেষ ভিজিএফ চালসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সহায়তা করছে ।

জেলেদের মাঝে চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম ও আত্মসাতের ঘটনা ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান এই মৎস্য কর্মকর্তা।

বিএনপি সমালোচনার ভাইরাসে আক্রান্ত: কাদের

করোনা সংকটকালে রাজনৈতিক দলগুলোর প্রয়োজন জনগণের পাশে দাঁড়ানো। নিজেরা সচেতন হওয়ার মাধ্যমে অন্যদেরও সচেতন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনার করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপি’র রাজনীতি।

তিনি বলেন, এ সংকটে পৃথিবীর কোথাও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে ঐক্যর কোনো প্রয়োজন দেখা যায়নি। এ সংকটে প্রয়োজন চিকিৎসা ব্যবস্থা এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগেুলোর মাঝে সমন্বয় গড়ে অভিজ্ঞদের নিয়ে অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করা। কেননা আমরা সকলেই করোনার অভিন্ন টার্গেট।

মঙ্গলবার (৫ মে) আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সরকারি বাসভবনে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি বলেন, এই সংকটে কথার চাতুরিতা ছাড়া জনগণকে কি দিতে পেরেছেন?

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগর এই করোনা সংকটকালেও কথায় কথায় সরকারের ব্যর্থতার বিষয় নিয়ে বিষোধগার করছে। অথচ তারা কখনই জনগণের রাজনীতি করেননি। দুর্যোগের সময়ও তারা সত্যিকারের অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেননি বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, এই দুর্যোগের সময় তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে করোনা মোকাবেলায় কিছুই কি দিতে পেরেছেন! পাশের দেশেও কংগ্রেস তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারকে জনগণের পাশাপাশি জীবিকাকেও দেখতে হচ্ছে। মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনীতির চাকাকেও সচল করে রাখতে হবে। তাই সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।

করোনা মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে বলেন, বর্তমানে ৩১টি প্রতিষ্ঠানে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ পিপিই সংগ্রহ করা হয়েছে তারমধ্যে বিতরণ করা হয়েছে ১৫ লাখের মতো। হাতে প্রায় ৪ লাখ আছে। তাছাড়া পিপিই সংগ্রহ প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ঈদের আগে হত-দরিদ্র কর্মহীন মানুষের আর্থিক সহায়তা দেবেন। এরিমধ্যে ৬৪ জেলায় শিশু খাদ্যসহ ৬৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ১ লাখ ২৪ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সারাদেশে জেলা উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ৬০১টি প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তাৎক্ষণিক সেবা দেয়া যাবে ৩০ হাজার ৬৩০ জনকে।

তিনি আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা সরকারের সমালোচনা করছেন, কিন্তু আজকে আন্তর্জাতিক বিভিন্ন মর্যাদাশীল সাময়িকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা হয়েছে এবং সাফল্যের বিষয়টি দেশে বিদেশে সমাদৃত হয়েছে। করোনা সংকট মোকাবেলায় তার নেতৃত্ব এবং গৃহীত ব্যবস্থার প্রশংসা সর্বত্রই রয়েছে।

পিরোজপুরে ডিসির হাতে মাটির ব্যাংকের টাকা তুলে দিল ৫ শিশু

করোনা প্রাদুর্ভাবে অসহায় মানুষের কষ্ট-দুর্দশার কথা চিন্তা করে মাটির ব্যাংকে নিজেদের সঞ্চিত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলো পিরোজপুরের পাঁচ শিশু শিক্ষার্থী। জেলা প্রশাসক ছোট্ট সোনামনিদের এ ধরনের মহানুভবতা দেখে আবেগ-আপ্লুত হন।

পৌরসভার হুলারহাট মরিচাল গ্রামের মিনা শিশু নিকেতনের পাঁচ থেকে সাত বছরের ওই পাঁচ শিশু মাটির ব্যাংকে জমানো ১ হাজার, ৪২২ টাকার এই অর্থ সোমবার জেলা প্রশাসকের হাতে তুলে দিল।

এসব শিশুরা হল মাশরাফি ইমরান আরিয়ান, বুশরা আক্তার, রেজভি হোসেন, সিনথিয়া ইসলাম ও শামীম মিনা।

করোনা দুর্গতদের প্রতি শিশুদের এই ভালবাসা মহানুভবতা ও সহানুভূতি প্রশংসা জুড়িয়েছে পুরো জেলা শহরে।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, এদের কাছ থেকে সমাজের প্রতিটি মানুষের শিক্ষা নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এখন। এই দুঃসময় শিশুরাও যে অসহায়দের পাশে এসে দাড়াতে পারে তা আজ এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকল।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মাজেদ বলেন, শিশুদের জমানো অর্থের সঙ্গে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আরও ১৪ হাজার ১০০ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দান করেছেন। যা শিশুদের এই মহানুভবতাকে অনুপ্রেরণা যোগাবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা: নতুন শনাক্ত ৭৮৬ জন

নিজস্ব প্রতিবেদক:
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭৮৬ জন।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল সোমবার ৫ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ৬৮৮ জন। গতকালকের তুলনায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ৬৮৮।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১১৮৩ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১০৯২৯ জন।

মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আজকে ৩৩ টি ল্যাবের ফলাফল ঘোষণা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ১৮২টি। যে একজন মারা গেছেন তার বয়স ২১-৩০ বছরের মধ্যে। তিনি পুরুষ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ।