ঈদুল ফিতর উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সীমিত পরিসরে দোকান-শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তা বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে।

সোমবার (৪ মে) উপ-সচিব মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে। তবে বেচা-কেনার ক্ষেত্রে পারস্পরিক নিরাপদ দূরত্ব (অন্তত তিন ফুট) বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আসা যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। দোকানপাট এবং শপিংমলগুলো অবশ্যই বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে।

এতে বলা হয়, সাধারণ ছুটি চলাকালে এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জনপ্রশাসন-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে। করোনা রোধে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অত্যন্ত জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় বেচা-কেনা, ওষুধ কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) ছাড়া কোনোভাবেই বাইরে আসা যাবে না।

বরিশালবাসীর স্বপ্নের পদ্মাসেতুতে বসলো ২৯তম স্প্যান, দৃশ্যমান ৪.৩৫ কিলোমিটার

নিজস্ব প্রতিবেদক:

২৩ দিনের ব্যবধানে পদ্মা সেতুর ওপর বসেছে আরও একটি স্প্যান।

সোমবার (৪ মে ) সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১৯ ও ২০ নম্বর পিলারের ওপর বসল ২৯তম স্প্যান এবং এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৪.৩৫ কিলোমিটার।

এদিকে, ৪১টি স্প্যানের মধ্যে ২৯তমটি বসানো হলো। বাকি রয়েছে আর ১২টি স্প্যান। চলতি মাসের মধ্যে আরো একটি স্প্যান বসনো হতে পারে।

সোমবার সকালে স্প্যান বসানোর বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১১টা ১২ মিনিটে ২৯তম স্প্যান বসানোর কাজ শেষ হয়।

এদিকে প্রকল্প সূত্রে জানা যায়, পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। সবগুলো পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। এ দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই সেতু নির্মিত হচ্ছে। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। স্প্যানের অংশগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়


তাছাড়া, পুরো সেতুতে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি।

মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

দ্বিতল পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে। মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। যার মধ্যে আজ দৃশ্যমান হলো ৪.৩৫ কিলোমিটার।

২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল পদ্মা সেতুর নির্মাণ কাজ। যা আগামী বছরের জুন মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তারপরেই পদ্মা সেতুতে যান চলাচল করবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি ৩২ এবং ৩৩ নম্বর পিলারের ওপর বসেছে ২১তম স্প্যান এবং ২৩ জানুয়ারি ৫ এবং ৬ নম্বর পিলারের ওপর বসেছে ২২তম স্প্যান এবং ফেব্রুয়ারি মাসের ২ তারিখে বসেছে ২৩তম স্প্যান, ১১ ফেব্রুয়ারি বসেছে ২৪তম স্প্যান এবং ২১ ফেব্রুয়ারি বসেছে ২৫তম স্প্যান। ১০ মার্চ বসেছে ২৬তম এবং ২৮ মার্চ বসেছে ২৭তম স্প্যান আর ১১ এপ্রিল বসেছে ২৮তম স্প্যান।

কর্মহীনদের নগদ অর্থ সহায়তা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে যাদের আয় উপার্জনের পথ নাই তাদের জন্য কিছু নগদ আর্থিক সহায়তা আমরা ঈদের আগে দিতে চাই। অন্তত পক্ষে রোজার ঈদের সময় তারা যেন কিছু সহযোগিতা পায়। সেই ব্যবস্থাটা আমরা করব।

সোমবার (৪ মে) সকাল ১১টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অদৃশ্য এই ভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশের মতো আমাদের দেশেও অর্থনৈতিক স্থবিরতা নেমে এসেছে। এই ভাইরাসের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের ঈদের আগে কিছু আর্থিক সহায়তা আমরা দিতে চাই। যাতে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। সরকারের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা যেমন করেছি বা সহযোগিতা করেছি, বেসরকারি খাতেও অনেকে এগিয়ে এসেছেন। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদ সদস্যরা অনেকেই সহযোগিতা করছেন।

তিনি আরও বলেন, নিজেকে সুরক্ষা করতে এবং অন্যকে সুরক্ষা রাখতে সব সময় মাস্ক ব্যবহার করতে হবে। রমজান মাসে যেন কেনাকাটা করতে পারে এজন্য দোকানপাট খোলা ও চালু রাখার নির্দেশ দিয়েছি। প্রতিটি জেলায় ছোট খাট শিল্প চালু রাখাসহ মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতিকে চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ছয় দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৫৬টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন।

দেশে মার্চ মাসের ৮ তারিখ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন।

বরিশাল শেবাচিমের করোনা ইউনিটে যুবকের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টার দিকে মারা যায় সে। ওই যুবকের বাড়ি নগরীর পলাশপুর এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ওই যুবক গত এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার রাতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের করোনার উপসর্গ দেখা দিলে পরদিন শনিবার তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। রবিবার সকাল থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। রাত ৮টার দিকে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই যুবক করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান পরিচালক ডা. মো. বাকির হোসেন।

বরিশালে মেয়াদ উত্তীর্ন ঔষধ, ৪৮ হাজার টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা:
বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ৪ মে সোমবার সকাল থেকে বরিশাল মহানগরীতে ১ টি মোবাইল কোর্ট টিম মাঠে অভিযান পরিচালনা করেন এসময় চৌমাথা মোড়, নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, কাঠপট্টি বেটতলা বাজার, তাল তলি বাজার এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ বাজার মনিটরিং, জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি মেয়াদ উত্তির্ন ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধ পতিহত করার লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৬ টি প্রতিষ্ঠান কে মোট ৪৮ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়। নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ জিয়াউর রহমান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাজার মনিটরিং করা হয় এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। অভিযান পরিচালনাকালে নগরীর কাঠপট্টি এলাকায় জাকির মেডিকেল হল ও জিৎ মেডিকেল হল নামক দুইটি ফার্মেসিকে বিপুল পরিমানণে Physician’s Sample ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে ড্রাগ এক্ট ১৯৪০ এর ২৭ ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, জিৎ মেডিকেল নামক আরো একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখার অপরাধে একই আইনে আরো ৫ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়। এসময় বিপুল পরিমাণে Physician’s Sample ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

পাশাপাশি নগরীর তালতলী ও বেলতলা এলাকায় এলাকার ৩টি দোকানকে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে একই পণ্য বিভিন্ন দামে বিক্রি করায় অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩ হাজাট টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ঔষধ প্রশাসন বরিশালের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা ও বরিশাল সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষা সহযোগিতা বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

২৪ ঘন্টায় শনাক্ত ৬৮৮, মৃত্যু ৫ জনের

নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। দেশে একদিনে এটাই সর্বোচ্চ শনাক্তের হার।

সারা দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১০১৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৮২ জনের প্রাণহানি হলো।

সোমবার (৪ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বাউফলে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে কাছিপাড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে বাউফল থানার কাছিপাড়া ইউনিয়নের গরীব,অসহায় মানুষের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিয়েছে  কাছিপাড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন। গত সোমবার সংগঠনটির সৌজন্যে কাছিপাড়া ইউনিয়নের অসহায়, দু:স্থ  ৯০ পরিবারের মাঝে ছোলা, চিড়া, মুড়ি, চিনি, তেল, পিয়াজ বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা প্রত্যেকের বাসায় গিয়ে তাদের পণ্য সামগ্রী পৌছে দেন।

সংগঠনটি ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে সুবিধাবঞ্চিত, অসহায়,মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্যের পাশাপাশি একাডেমিক বিভিন্ন উপকরণ সরবরাহ ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।  কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি ২০০৫ ব্যাচ ও তৎপরবর্তী ব্যাচগুলোর সমন্বয়ে গঠিত সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় সংগঠনটি তাদের মানবিক লক্ষ্য বাস্তবায়নে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।

ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এমনটাই আশাবাদ সংগঠনটির সদস্য ও উপদেষ্টামন্ডলীদের। ইতিমধ্যে সংগঠনটি তাদের ইতিবাচক সামাজিক জনকল্যাণমুখী কাজের দ্বারা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাউফল  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মরিয়ম আক্তার নিশু। এসময় স্থানীয় জনপ্রতিনিধি বিশেষত ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম তালুকদার চলমান সংকট পরিস্থিতিতে নেয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের কার্যক্রম যেন অব্যাহত থাকে সে বিষয়ে সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

বাজারের ব্যাগে দুই নবজাতের মৃতদেহ

রাজধানীর প্রগতি সরণির কোকাকোলা মোড়ের পাশে ফুটপাতে বাজারের ব্যাগের ভেতর থেকে যমজ দুই মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপর মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বারিধারার কোকাকোলা মোড়ের ঠিক ১০০ গজ দক্ষিণে ফুটপাতের এই দেয়ালের পাশেই দুই নবজাতকের মৃতদেহ ফেলে রাখা হয়। এরপর পথচারীরা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

একটি বাজারের ব্যাগের ভিতর রক্তমাখা কাপড়ে মোড়ানো ছিল মৃতদেহ দুটি। তবে কে বা কারা ফেলে রেখে গেছে তা দেখেননি কেউই।

পৃথিবীতে জন্ম নেয়াই কি দুর্ভাগ্য, নাকি দুর্ভাগ্য নিয়েই পৃথিবীতে এসেছিল ফুটফুটে শিশু দুটি? পুলিশ বলছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে লাশ ঢাকা মেডিকেলে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি নমুনা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গুলশান থাকানর উপ-পরিদর্শক মো. মেলাল হোসেন জানান, ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।

এক সপ্তাহ আগে মিরপুরে ৩শ’ টাকার বিনিময়ে দুই নবজাতকে পলিথিনে মুড়ে হত্যা করা হয়।

বরিশালে ভ্রাম্যমান আদালতকে চ্যালেঞ্জ করে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীকে নোটিশ

মোবাইল কোর্টের ‘ক্ষমতা অপব্যবহার’ করে আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে দেয়া ৭ দিনের কারাদণ্ডের আদেশ নির্বাহী আদেশে স্থগিত করে শিগগিরই মুক্তি প্রদান এবং মোবাইল কোর্টের ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে লিগ্যাল নোটিশ দিয়েছেন একজন আইনজীবী।

আজ রোববার ইমেল ও কুরিয়ারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে এ নোটিশ পাঠিয়েছেন আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

নোটিশ বলা হয়েছে, বরিশাল আইনজীবী সমিতির সদস্য এডভোকেট রবিউল ইসলাম রিপনকে বরিশাল জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে ৭দিনের সাজা দিয়ে পুলিশের মাধ্যমে প্রকাশ্যে হাতকড়া পরিয়ে অসম্মানজনকভাবে জেলহাজতে প্রেরণ করেছেন। গণমাধ্যমের সংবাদ থেকে জানা গেছে, বরিশালে টিসিবি’র পণ্য বিক্রিতে বাধা প্রদান ও ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করায় এক আইনজীবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা শনিবার (২ মে) বিকেলে নগরীর ডেফুলিয়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে ৭দিনের বিনাশ্রম দণ্ডাদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেছেন, টিসিবি’র এক পণ্য বিক্রয়কারী ডিলার ট্রাকে ডেফুলিয়া এলাকায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছিলো। এ সময় রবিউল ইসলাম রিপন নামে নামে এক ব্যক্তি সেখানে যেতে টিসিবি’র বিরুদ্ধে অকারণে নানা অভিযোগ করে। বিষয়টি উপস্থিত ট্যাগ অফিসার সুবোধ মজুমদার মুঠোফোনে টিসিবি কর্মকর্তাকে জানাচ্ছিলেন। এ সময় তার কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করেন অভিযুক্ত রিপন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত হাজির হয়ে সরকারি কাজে বাধাদান এবং সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে রবিউল ইসলাম রিপনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশ কার্যকর করার জন্য তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

নোটিশে দাবি করা হয়, মোবাইল কোর্ট আইনের আলোকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, যথাযথ আইনের বিধান মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতার অপব্যবহার করে এডভোকেট রবিউল ইসলাম রিপনকে সাজা প্রদান করা হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে আপনাদের নির্বাহী ক্ষমতা বলে দেশের একজন আইনজীবীর মানবাধিকার রক্ষায়, ন্যায় বিচারের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুল হুদা কর্তৃক গত ২ মে তারিখে প্রদত্ত ৭দিনের বিনাশ্রম মোবাইল কোর্টের সাজা অবিলম্বে স্থগিত করে সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অতিমাত্রায় মোবাইল কোর্টের ক্ষমতা অপপ্রয়োগের বিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ক্ষমতার অপপ্রয়োগকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণ করার আবেদন জানান ওই আইনজীবী।