৩রা মে মুক্ত গণমাধ্যম দিবস

আজ ৩ মে, মুক্ত গণমাধ্যম দিবস, প্রতিবছর এ দিনটিতে বরিশাল রিপোর্টার্স ইউনিটি আয়োজন করে নানা আয়োজন। এ বছর করোনা পরিস্থিতির কারনে এ ধরনের আয়োজন সম্ভব হচ্ছে না। তবে করোনার সময়ে মুক্ত সাংবাদিকতা, এমন কি সাংবাদিকদের পেশা নিয়ে বেচে থাকাই এখন দুরুহ অবস্থায় দাড়িয়েছে। বর্তমানে ৪৫ জনের বেশি সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছে। একজন সিনিয়র সাংবাদিক সহ ২ জন সাংবাদিক ইতোমধ্যে দু:খজনক ভাবে মারা গেছে।

অধিকাংশ পত্রিকার প্রিন্ট কপি বন্ধ রয়েছে। করোনার সময়েও বিভিন্ন পত্রিকা বন্ধ করা হচ্ছে, অনেক ক্ষেত্রে চাকুরী চ্যুতির ঘটনা ঘটেছে। ত্রাণ নিয়ে রিপোর্টিং এর কারনে ভোলা সহ সারাদেশে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। নংরসিংদী সহ বিভিন্ন জেলায় ডিজিটাল সিকিরুটি এ্যাক্ট এর আইনে মামলা দায়ের করা হচ্ছে। সব মিলিয়ে এক অসহনীয়, দুর্বিপাক, অস্বাভাবিক পরিস্থিতি, সেই সাথে করোনার ছোবল, গণমাধ্যমে চাকুরীর অনিশ্চিয়তা, বেতন বকেয়া থাকা বা বন্ধ হয়ে যাওয়া, এক অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি করেছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটি এই দিবস কে সামনে রেখে সাংবাদিকদের যেমন সুস্থতা কামনা করছে, সেই সাথে তার নিয়মিত বেতন ভাতা, ও চাকুরীর নিশ্চয়তার আহবান জানাচ্ছে।

সম্প্রতি প্রধাণমন্ত্রীর প্রণেদনায় মুক্ত সাংবাদিকতা অব্যাহত রেখেই সাংবাদিকদের কল্যানণ একটি অংশ ব্যায় করার দাবী জানাচ্ছে।সাংবাদিকদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হলে তার উপযুক্ত ব্যায়ভার কতৃপক্ষ বা রাস্ট্রকে বহন করার দাবী জানাচ্ছে। কারো মৃত্যু হলে কতৃপক্ষ বা সরকারকে ঐ পরিবারের পাশে থেকে আর্থিক সহায়তা প্রদানের দাবী জানাচ্ছে। সম্প্রতি সাংবাদিকতার সূচকে এক ধাপ নেমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটি মনে করে, দেশের এই পরিস্থিতিতে মুক্ত সাংবাদিকতাই পারে সকল পর্যায়ে সমস্যা নিরসনে আলোক বর্তিকা হয়ে পথ দেখাতে।সাংবাদিকতার স্বাধীনতার মাধ্যমে দূর করা সম্ভব, সামাজিক অন্যায়, অবিচার দূনির্তী, আর সবলের অত্যাচার। মুক্ত গণমাধ্যম দিবসে সকলকে আবারো শুভেচ্ছা।

সুশান্ত ঘোষ সভাপতি,
বরিশাল রিপোর্টার্স ইউনিটি
মিথুন সাহা সম্পাদক,
বরিশাল রিপোর্টার্স ইউনিটি ৩ মে,২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজে অনলাইন ক্লাস চালুর নির্দেশ

চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ সিদ্ধান্তের আলোকে লকডাউন চলাকালীন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অধিভুক্ত প্রায় ২ হাজার ২৬০টি কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। একই সঙ্গে সাথে সংশ্লিষ্ট সবাইকে বেশ কিছু দিক-নির্দেশনা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

নির্দেশনার মধ্যে রয়েছে—
১। যে সব কলেজের অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা রয়েছে তারা জরুরি ভিত্তিতে অনলাইন ক্লাস চালু করবে। যেসব কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের অন-লাইন ক্লাস সুবিধা নেই, তাদেরকেও দ্রুত এই সুবিধার আওতায় আসতে নির্দেশ দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৈরি করা মোবাইল অ্যাপস কিংবা জুম সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন-লাইন ক্লাসে যুক্ত হতে বলা হচ্ছে। ইতোমধ্যে রাজশাহী কলেজসহ বেশ কয়েকটি কলেজ/প্রফেশনাল প্রতিষ্ঠান অনলাইন ক্লাস শুরু করেছে।

২। কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পূর্ব পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে কোনো সেশনজট ছিল না। সেই ধারাবাহিকতা বহাল রাখতে লকডাউন শেষে পরীক্ষা অনুষ্ঠানের নিমিত্তে প্রতিটি শিক্ষার্থীদের নিজ নিজ ঘরে বসে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিতে বলা হচ্ছে। এই দুর্যোগ কাটিয়ে উঠার পর যেন একের পর এক পরীক্ষা নেয়া যায় তার সকল প্রস্তুতি কলেজ ও শিক্ষার্থীদের থাকতে হবে। এ ক্ষেত্রে সেশনজট নিরসনে আগে যেমন আমরা ক্রাশ প্রোগ্রাম করে সফল হয়েছি। সেভাবে মেথড এখানেও এপ্লাই করতে হবে।

৩। শিক্ষার্থীদের মনে রাখা উচিত কলেজ/বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সিংহভাগ কারিকুলাম শিক্ষার্থীকে তার নিজ উদ্যোগে সম্পন্ন করতে হয়। এই মহামারি চলাকালীন শিক্ষার্থীদের ধৈয্য ও দ্বায়িত্বশীল আচরণ করতে হবে এবং নিজ নিজ বাড়িতে বসে তার কারিকুলাম অনুযায়ী পাঠগ্রহণ করে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।

৪। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অনলাইন কার্যক্রম চালু রাখতে হবে। ছুটি দীর্ঘায়িত হলে নতুন করে সেশনজটে না পড়তে পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতি নেয়ার জন্যে শিক্ষকদের কাজ করে যেতে হবে।

৫। সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের উপরোক্ত নির্দেশনা বাস্তবায়নে বিশেষ সহযোগিতা কামনা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনলাইনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাববুব হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত এই সভা চলে।

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৬৫, মারা গেছেন ২ জন

নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৬৫ জন।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল শনিবার ৫ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ৫৫২ জন। গতকালের তুলনায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এর আগে একদিনে ৬৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৯৪৫৫ জন।

রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

রাজধানীতে করোনায় আক্রান্ত ৪৪৯ জন পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের ৮৫৪ সদস্য আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৪৪৯ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য।

রোববার (৩ মে) দুপুরে পুলিশ সদর দফতরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৪৪৯ জন। প্রাতিষ্ঠানিক কোরেন্টাইনে আছেন ১ হাজার ৫০ জন। আইসোলেশনে রয়েছেন ৩১৫ জন। সুস্থ হয়েছেন ৫৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন মোট ৫ জন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, করোনা সংক্রমণের শুরু থেকেই মাঠ পর্যায়ে নানা ধরনের দায়িত্ব পালন করছেন পুলিশ। রোগীদের হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে মানুষের সঙ্গরোধ নিশ্চিত করা, করোনা আক্রান্ত অলিগলিতে টহল ডিউটি, রাস্তায় জীবাণুনাশক ছিটানো, ত্রাণ বিতরণ, ত্রাণ বিতরণে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা, আক্রান্ত রোগীর দাফনেও সক্রিয় ভূমিকা রাখতে হচ্ছে। তাই পুলিশের সংক্রমণের ঝুঁকি বেশি থাকবেই

নলছিটিতে সরকারি চাল মজুদ রাখায় যুবলীগ নেতার জরিমানা, দণ্ড

নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডি’র চাল অসত্য তথ্য দিয়ে সংগ্রহ ও মজুদ রাখার অপরাধে আব্দুর রহিম হাওলাদার নামে এক যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার কুশঙ্গল গ্রামের আব্দুর রহিম হাওলাদার তার বাড়িতে সরকারি চাল মজুদ রেখেছেন এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২ মে) বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৪ বস্তা চালসহ তাকে আটক করে প্রশাসন। পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম হাওলাদার ওই গ্রামের আ. বারেক হাওলাদারের ছেলে। সে কুশঙ্গল ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
নলছিটি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন জানান, অসত্য তথ্য দিয়ে বিভিন্ন সময় সরকারি চাল সংগ্রহ করার কথা স্বীকার করলে আব্দুর রহিম হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত চালগুলো উপকারভোগীদের মাঝে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অসহায় ও দুঃস্থদের জন্য সরকারের ভিজিডি কার্ড স্থানীয় একজন জনপ্রতিনিধির সহযোগিতায় নিজের স্বজনদের নামে করেন আব্দুর রহিম। ওই কার্ড দেখিয়ে প্রতি মাসে সরকারি বরাদ্দের চাল উঠিয়ে নিতেন তিনি। সেই চালই তার ঘরে মজুদ ছিল।
স্থানীয়দের প্রশ্ন, অন্য নামে বরাদ্দ হওয়া চাল তিনি কিভাবে উঠালেন? আর ইউনিয়ন পরিষদে থাকা মাস্টাররোলে স্বাক্ষর/টিপসই কে দিলো? সঠিক কার্ডধারীদের চাল দিতে ইউনিয়নে ট্যাগ অফিসার থাকা সত্বেও এমন ঘটনা কিভাবে ঘটলো?
প্রশাসনের কাছে এ অনিয়মের বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

করোনায় বেশি কষ্টে আছেন মধ্যবিত্ত পরিবারের অসহায় মানুষগুলো-দানিসুর রহমান লিমন

ডেস্ক রিপোর্ট:
দানিসুর রহমান লিমন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন বলেছেন, করোনা ভাইরাস সংকট প্রায় তিন মাস যাবত প্রকট আকার ধারণ হয়েছে। যে কারনে সবচেয়ে বেশি কষ্টে দিনযাপন করতে হচ্ছে সমাজেট মধ্যবিক্ত পরিবারকে। তারা সহজে না পারছেন কারো কাছে কিছু চাইতে, আবার মানসম্মানের কথা চিন্তা করে খেয়ে না খেয়ে কোনরকমে নীরবে জীবনযাপন করছেন।

বোবা কান্না ছাড়া তাদের আর কিছুই করার নেই। এদের কয়েকজন খবর নিয়ে মনে হাজারোও প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। এমনতো হওয়ার কথা ছিলোনা। মহান আল্লাহর কঠিন গজব (কোভিড ১৯) করোনা সংকট মোকাবেলা করতে সরকার প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে করোণা যোদ্ধা সাংবাদিকদের জন্য সরকারের কোন প্রনোদনা ঘোষণা নেই। পৃথিবীর বাস্তবতার আসল রূপ মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই বেশি দেখতে পায়। আর তাই এই করোনায় বেশী বিপাকে পড়েছেন কাজ হারানো ও কর্মহীন সেই মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো।

সরকারি, বেসরকারি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হলেও, অপ্রতুল খাদ্য সামগ্রী পাচ্ছেন মধ্যবিত্ত পরিবারগুলো। অন্যদিকে নিম্ন মধ্যবিত্ত অসহায় পরিবারগুলো সবার দেয়া সহযোগিতা পাচ্ছেন।

মধ্যবিত্ত অসহায় পরিবারগুলো লোকচক্ষুর লজ্জায় তাঁরা কোথাও না ত্রাণ আনতে যেতে পারছেন, না বলতেও পারছেন। আত্মসম্মানবোধ তাদের জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এক বুক জ্বালা আর ব্যথা নিয়েই জীবনের বাস্তবতার মোকাবেলা করছেন তারা। তাই সরকারি-বেসরকারি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নিকট অনুরোধ যে কোন ত্রাণ সামগ্রী বিতরণের সময় যেন মধ্যবিত্ত পরিবারের কথা বিবেচনা করে তাদের মাঝে স্ব-উদ্যোগে বিতরণ করা হয়। পরিস্থিতি এমনও যদি হয় করোনার তাণ্ডবে দীর্ঘ লকডাউনে জীবন বাস্তবতার মোকাবেলায় এই শ্রেণীর মানুষগুলোর খাদ্য সংকট তীব্র হবে। যদিও একদিন এই সমস্যা কেটে যাবে ইনশাআল্লাহ। মাহে রমজানের উছিলায় হলেও যেন মহান আল্লাহতালা করোনা ভাইরাসের মহামারী দূর করে দেয়। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাহিরে বের হবেন না।

সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন নিরাপদ থাকুন। লেখকঃ দানিসুর রহমান লিমন সভাপতি, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি। দপ্তর সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাকেরগঞ্জ উপজেলা শাখা। সম্পাদক ও প্রকাশক, আলোকিত বাকেরগঞ্জ।