দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৬৫, মারা গেছেন ২ জন

নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৬৫ জন।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল শনিবার ৫ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ৫৫২ জন। গতকালের তুলনায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এর আগে একদিনে ৬৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৯৪৫৫ জন।

রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *