করোনাশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস নয়, শুধু পরীক্ষা হবে!

নভেল করোনাভাইরাসের কারণে দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

সভা সূত্র জানায়, করোনার কারণে ক্ষতি পুষিয়ে নিতে সরকারি, বে-সরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে বলা হয়েছে। যাদের এ সুবিধা নেই তাদেরকে দ্রুত ব্যবস্থা করতে বলা হয়েছে। আর যাদের অনলাইনে ক্লাস নেওয়ার সুবিধা আছে, তাদের অবিলম্বে সে প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের অনেক কলেজেই অনলাইনে ক্লাস নেয়া সম্ভব হবে। যেসব কলেজে এই সুযোগ-সুবিধা আছে, আমরা সেসব কলেজে অনলাইন ক্লাস চালু করব। আবার অনেক কলেজে সেটা সম্ভবও হবে না।

তিনি বলেন, ‘সেজন্য আমি বলেছি, আমরা সব কলেজে একটা নিদের্শনা দিব, যারা যারা পারে তারা যেন অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে যায়। আর অনেক শিক্ষার্থীর স্মার্টফোন বা কম্পিউটার নেই। ফলে তারা অনলাইনে ক্লাস করতে পারবে না।’

অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, ‘ছাত্রদের উদ্দেশ্যে বলব, তারা যেন বাড়িতে বসে পড়ালেখা করে। এজন্য যে, এই দুর্যোগ কাটিয়ে উঠার পর আমরা একের পর এক পরীক্ষা নিতে থাকব। আগে যেমন আমরা ক্রাশ প্রোগ্রাম করে ওভারকাম করেছি, সেই রকম মেথড এখানেও এপ্লাই করতে হবে।’

তিনি আরো বলেন, ‘করোনা নিয়ে একদিকে যেমন জীবন-মরণ প্রশ্ন; আবার অন্যদিকে শিক্ষা কার্যক্রম। তাই দুটোর মধ্যে ব্যালান্স করতে হবে। আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারিনা। এজন্য বলেছি যারা যারা (কলেজ) অনলাইনে ক্লাস চালিয়ে যেতে পারবে; তারা যেন চালিয়ে যান। করোনা শুধু বাংলাদেশের নয়, সারাবিশ্বের জন্যই নতুন সমস্যা।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারনে কতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে তা বলা যাচ্ছে না। এ জন্য দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনের আওতায় ক্লাস কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়া হয়েছে। এ ক্ষেত্রে যাদের সক্ষমতা নেই, তাদেরকেও সেই পরিবেশ তৈরি করতে বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অনলাইন কার্যক্রম চালু রাখতে হবে। ছুটি দীর্ঘায়িত হলে নতুন করে সেশনজটে না পড়তে পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতি নেয়ারও পরামর্শ দিয়েছেন দীপু মনি।

এছাড়া সৃষ্ট পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রমে শর্ত শিথিল করতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ ক্ষেত্রে অনলাইনে ক্লাস, সেমিস্টার ফাইনাল ও অন্যান্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম চালাতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায়ের ক্ষেত্রে কোনো ধরণের চাপ দিতে পারবে না। সেই সঙ্গে কোনো শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা কিংবা চাকরি সংক্রান্ত সমস্যাও সৃষ্টি করা যাবে না।

বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক নেতা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বরিশালে মৃত ব্যক্তির দাফন ও শেষকৃত্য করতে লাগবে অনুমতি

বরিশাল জেলায় অন্য জেলায় মৃতবরণ করা ব্যক্তির দাফন ও শেষকৃত্য সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের অনুমতি লাগবে।

শুক্রবার (৩১ এপ্রিল) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে জেলা প্রশাসকের স্বাক্ষরিত   এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল জেলার বাহিরে মৃত্যুবরণকারী কোনও ব্যক্তিকে বরিশাল জেলায় এনে দাফন বা শেষকৃত্য অনুষ্ঠানের ক্ষেত্রে পূর্বেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করতে হবে।

হাসপাতাল বা উপযুক্ত কর্তৃপক্ষ মৃত ব্যক্তির মৃত্যর কারণ সংক্রান্ত প্রত্যয়ন পত্র ব্যতীত দাফন বা শেষকৃত্য সম্পন্নের ক্ষেত্রে কোভিড-১৯ এর নির্দিষ্ট প্রটোকল অনুসরণ করতে হবে এবং তার সাথে আগত পরিবার পরিজনদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

কর্তৃপক্ষকে না জানিয়ে দাফন বা শেষকৃত্য সম্পন্ন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও এই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গণবিজ্ঞপ্তির বিষয়টি বার্তা২৪.কম কে নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, দিন যতই এগোচ্ছে ততই দেশে করোনা প্রার্দুভাব বাড়ছে।

এমতাবস্থায় বরিশাল জেলায় করোনার বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান এই জেলা প্রশাসক।

বরিশালে বজ্রপাতে প্রাইভেটকার চালকের মৃত্যু

বরিশালে বজ্রপাতে সেলিম সরদার (৪৫) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাংগিলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সেলিম ওই গ্রামের মৃত আব্দুল সরব আলী সরদারের ছেলে ও ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে প্রাইভেটকার চালক পদে চাকরি করতেন। এখন করোনার কারণে বাড়িতে অবস্থান করছিলেন।

স্থানীয়ভাবে জানা গেছে, শুক্রবার দুপুরে আকাশে মেঘ দেখে বাড়ির পাশে একটি মাঠে গরু আনতে যায় সেলিম। এ সময় বজ্রপাতে মারা যান তিনি।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মো: শাহাদাত হোসেন।

কাউখালীতে দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

কাউখালী, পিরোজপুর সংবাদদাতা:
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ,সাবেক মন্ত্রী ও পিরোজপুর ২ আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কাউখালী উপজেলায় করোনা ভাইরাসের কারনে পবিত্র রমজান মাসে ঘরে থাকা বিভিন্ন পেশার কর্মহীন পরিবারের মাঝে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয়পার্টির সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু, কাউখালী উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শাহ আলম নসু,ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ ঝুমুর। এ সময় জাতীয়পার্টির(জেপি)নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগে করোনাকে হারিয়ে দিলেন ১৯ জন, মোট শনাক্ত ১১৭

বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যাদের মধ্যে দুইজন ভারতীয় নাগরিকসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, করোনার সংক্রমন প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৯ হাজার ৬৬৬ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ৯ হাজার ৩৫ জনকে, আর এরমধ্যে ৬ হাজার ৪১৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৬৩১ জন রয়েছেন এবং এ পর্যন্ত ৪৫৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ১৬৬ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং গত ২৪ ঘন্টায় বিভগের ৬ জেলায় ১৬১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের মধ্যে শুধুমাত্র পিরোজপুর ও বরগুনা জেলায় গত ২৪ ঘন্টায় মোট ১৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে, এছাড়া শুধুমাত্র বরগুনা জেলায় ১৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এরবাহিরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২০ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন এবং এরইমধ্যে ১১২

বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যাদের মধ্যে দুইজন ভারতীয় নাগরিকসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, করোনার সংক্রমন প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৯ হাজার ৬৬৬ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ৯ হাজার ৩৫ জনকে, আর এরমধ্যে ৬ হাজার ৪১৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৬৩১ জন রয়েছেন এবং এ পর্যন্ত ৪৫৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ১৬৬ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং গত ২৪ ঘন্টায় বিভগের ৬ জেলায় ১৬১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের মধ্যে শুধুমাত্র পিরোজপুর ও বরগুনা জেলায় গত ২৪ ঘন্টায় মোট ১৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে, এছাড়া শুধুমাত্র বরগুনা জেলায় ১৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এরবাহিরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২০ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন এবং এরইমধ্যে ১১২ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১২ জন, পটুয়াখালীতে ১, পিরোজপুরে ১ ও বরগুনায় ৫ জন রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার সদর উপজেলায় ১ জন, মির্জাগঞ্জে ১ ও দুমকিকে ১ জন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে ৬ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১২ জন, পটুয়াখালীতে ১, পিরোজপুরে ১ ও বরগুনায় ৫ জন রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার সদর উপজেলায় ১ জন, মির্জাগঞ্জে ১ ও দুমকিকে ১ জন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে ৬ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হলো অ্যাস্ট্রাজেনেকা

অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে হাত মিলিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। যুক্তরাজ্যের বৃহৎ এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ব্যাপক হারে ভ্যাকসিন তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কোনো মুনাফা ছাড়াই অ্যাস্ট্রাজেনেকা ব্যাপকহারে ভ্যাকসিন উৎপাদন করবে। লক্ষ্য একটাই— বিশ্বের সবর্ত্র ভ্যাকসিন পৌঁছে দেওয়া।

অক্সফোর্ডের তৈরি এ ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে ChAdOx1 nCoV-19। গত সপ্তাহে মানব শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক ট্রায়াল শুরু হয়েছে। ভ্যাকসিন কার্যকার কি না, তা জুন মাসেই জানা যাবে। কার্যকর প্রমাণিত হলেই যত দ্রুত সম্ভব এর অনুমোদন দেবে যুক্তরাজ্যে সরকার।

এ দুই প্রতিষ্ঠানের চুক্তির বিষয়ে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেন, আগামী সপ্তাহেই এই চুক্তি চূড়ান্ত হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, এই উদ্যোগে তারা কোনো লাভ করবে না। শুধুমাত্র উৎপাদন ও বন্টনের খরচ নেবে।

এদিকে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা আসছে জুনেই মানব শরীরে অন্য আরেকটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে।

দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৫৭১, মৃত্যু ২ জনের

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৭১ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৮২৩১ জন।

শুক্রবার (০১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৯৫৮টি। নমুনা সংগ্রহের হার বেড়েছে ৫ দশমিক ৯০ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ১২ দশমিক ২৫ শতাংশ।

তিনি বলেন, যে ২ জন মারা গেছেন তাদের মধ্যে ৬০ বছর বয়সের ঊর্ধ্বে একজন, ৫১-৬০ বছরের মধ্যে একজন। এর মধ্যে একজন ঢাকার, বাকি একজন অন্য জেলার। একজন নারী ও একজন পুরুষ।

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৭৪ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সাভারে অভিনেতা অনন্ত জলিলের প্রতিষ্ঠানের শ্রমিকদের বিক্ষোভ

মহান মে দিবসেও শ্রমিকদের কাজে যেতে বাধ্য করার অভিযোগ এনেছেন অভিনেতা অনন্ত জলিলের এজেআই গ্রুপের প্রতিষ্ঠানের শ্রমিকরা। প্রতিবাদে কয়েক হাজার শ্রমিক ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ সময় সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।

শ্রমিকদের অভিযোগ, তিনদিন হাজিরা কাটা হবে এমন ভয় দেখিয়ে তাদের সরকারি ছুটির দিনেও কারখানায় আসতে বাধ্য করা হয়েছে।

শ্রমিকরা বিষয়টি গণমাধ্যমকে জানালে সাংবাদিকরা কারখানায় যায়। সাংবাদিকদের সামনে শ্রমিকরা কর্মস্থল ছেড়ে একযোগে বের হয়ে সড়কে অবস্থান নেন। এ সময় মালিকের বিরুদ্ধে শ্রমিকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করলে লাঠি হাতে তেড়ে আসেন আরেকদল শ্রমিক। শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকও লাঞ্ছিত হন।


একাধিক শ্রমিক অভিযোগ করেন, শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা খোলার আগেই ২১ এপ্রিল অভিনেতা অন্তত জলিলের হেমায়েতপুর এলাকার এজেআই গ্রুপের কারখানা খুলে দেয়া হয়। সেখানে তাদের স্বাস্থ্যকর মাস্কও দেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। আমাদের এখানে সাবান নয়, হুইল পাউডারের পানি দিয়ে হাত ধোয়ানো হয়। বাইরে থেকে কেউ যাতে বুঝতে না পারে সেজন্যে পেছনের ফটক দিয়ে শ্রমিকদের কারখানায় ঢোকানো হয়।

মে দিবসেও কারখানা খুলে দেবার বিষয়টি নিশ্চিত করেন শিল্প পুলিশ সাভার জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আরিফ।

তিনি জানান, কেবল এজেআই গ্রুপই নয়, এদিন এই শিল্পাঞ্চলে আরো ৫টি কারখানা খোলা রাখা হয়েছে।

এজেআই গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেন নি।


তার পক্ষে গ্রুপের প্রধান মানব সম্পদ কর্মকর্তা জাহিদুল হাসান মীর জানান, করোনাভাইরাসে ব্যক্তিগত সুরক্ষা সামগ্র (পিপিই) তৈরির জন্য শ্রমিকদের কারখানায় আনা হয়েছিলো। শ্রমিকরা কাজ করতে ইচ্ছুক নন এটা বোঝার সাথে সাথেই তারা কারখানায় ছুটি ঘোষণা করেছেন।

তবে জাহিদুল হাসান মীরের এমন বক্তব্য মিথ্যা বলে দাবি করেছেন শ্রমিকরা। শ্রমিকরা বলেন, সব মিথ্যা কথা। কারখানার ভেতরে যান, দেখেন আমাদের দিয়ে পিপিই নয়, গেঞ্জি ও প্যান্ট বানানো হচ্ছিলো।

এ বিষয়ে সরেজমিনে দেখার জন্যে ফ্যাক্টরির ভেতরে যেতে চাইলেও পরে তিনি আর কথা বাড়ান নি।

খবর পেয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে ক্রমাগত করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সাভার ও আশুলিয়ায় সকল কারখানা বন্ধের সুপারিশ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে শ্রমিকদের জটলা এড়াতে  সাভারে বাতিল করা হয়েছে মে দিবসের সকল কর্মসূচি। তা সত্ত্বেও মহান মে দিবসে শ্রমিকদের জোর করে কাজে যোগদান এবং সামাজিক দূরত্ব এছাড়াও স্বাস্থ্য বিধি না মেনে বিক্ষোভ করায় সংক্রমণের ঝুঁকির মধ্যে পড়েছে অসংখ্য শ্রমিক।

ঝালকাঠিতে মধ্যরাতেও অসহায়ের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে জেলা প্রশাসন

আরিফুর রহমান আরিফ ॥ কভিড ১৯ নভেল করোনা ভাইরাস স্থবির করে দিয়েছে মানুষের কর্মস্থল। সরকার, সেচ্ছাসেবী সংগঠন এবং ব্যাক্তি উদ্দোগে ত্রান দেয়া হচ্ছে বিভিন্ন শ্রেনীর মানুষকে। এর পরেও ত্রানথেকে বঞ্চিত হচ্ছেন মধ্যবিত্ত একশ্রেনীর মানুষ। শত কষ্টের মধ্যেও তারা তাদের হাড়ির খবর প্রকাশ করেন না কখনো। কিন্ত প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন যার কোন বলার যায়গা নেই তার জন্য রয়েছে সরকারের একটি নম্বর ৩৩৩। জরুরী তথ্য সেবা’র ৩৩৩ হটলাইন টেলিফোন নম্বরে কল করে অনেকেই যানাচ্ছেন ঘরের খাবার সংকটের কথা। আর সেসব মানুষের ঘরে মধ্যরাতেও খাবার নিয়ে ছুটছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে ঝালকাঠির বিভিন্ন পাড়া মহল্লায় দেখা গেছে ব্যাতিক্রম এক দৃশ্য। ৩৩৩ নম্বরে কল করা এসব মানুষের কাছে খাদ্য সামগ্রী নিয়ে নিরবে হাজির হচ্ছেন ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (NDC)#আহম্মেদ_হাসান। সরকারের এমন সেবা পেয়ে অনেকেই ছেড়ে দিচ্ছেন চোখের জল। কেউবা আবার ভুলে যাচ্ছিলো কথা বলার ভাষাটুকুও। এনডিসি আহম্মেদ হাসান বলেন, ‘যেহেতু কষ্টচেপে রেখে কাউকে খাদ্য সংকটের কথা না বলে জাতীয় জরুরী সেবা’র হটলাইন টেলিফোন নম্বরের আশ্রয় নিয়েছে, সে কারনেই জেলা প্রশাসক মো. জোহর আলী স্যারের নির্দেশ ক্রমে আমরা গোপনীয়তা রক্ষাকরে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার সরুপ এই খাদ্য সহায়তা রাতের বেলায়ই করে থাকি।

খুলে দেয়া হলো মসজিদুল হারাম ও নববী

ধর্ম ডেস্ক:প্রায় এক মাস ১০ দিন পর খুলে দেয়া হয়েছে সৌদি-আরবের সবচেয়ে বড় দুই মসজিদ মক্কার মসজিদ-আল-হারাম ও মদিনার মসজিদ-আল-নববী। শুক্রবার থেকে মসজিদ দুটি খুলে দেওয়ার ঘোষণা দেয় সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। এর ফলে আবার মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করবেন।

মসজিদ খুলে দেওয়া হলেও মুসল্লিদের কিছু নিয়ম-কানুন বেঁধে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদে প্রত্যেক মুসল্লিকে নিজ নিজ জায়নামাজ সঙ্গে করে নিয়ে আসতে হবে। সবাইকে অবশ্যই মুখে মাস্ক পড়ে আসতে হবে। মসজিদে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালো করে পরিষ্কার করতে হবে এবং অবশ্যই শারীরিক দূরত্ব বজার রাখতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য এই মসজিদ দু’টি বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।