বরিশালে মৃত ব্যক্তির দাফন ও শেষকৃত্য করতে লাগবে অনুমতি

বরিশাল জেলায় অন্য জেলায় মৃতবরণ করা ব্যক্তির দাফন ও শেষকৃত্য সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের অনুমতি লাগবে।

শুক্রবার (৩১ এপ্রিল) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে জেলা প্রশাসকের স্বাক্ষরিত   এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল জেলার বাহিরে মৃত্যুবরণকারী কোনও ব্যক্তিকে বরিশাল জেলায় এনে দাফন বা শেষকৃত্য অনুষ্ঠানের ক্ষেত্রে পূর্বেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করতে হবে।

হাসপাতাল বা উপযুক্ত কর্তৃপক্ষ মৃত ব্যক্তির মৃত্যর কারণ সংক্রান্ত প্রত্যয়ন পত্র ব্যতীত দাফন বা শেষকৃত্য সম্পন্নের ক্ষেত্রে কোভিড-১৯ এর নির্দিষ্ট প্রটোকল অনুসরণ করতে হবে এবং তার সাথে আগত পরিবার পরিজনদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

কর্তৃপক্ষকে না জানিয়ে দাফন বা শেষকৃত্য সম্পন্ন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও এই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গণবিজ্ঞপ্তির বিষয়টি বার্তা২৪.কম কে নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, দিন যতই এগোচ্ছে ততই দেশে করোনা প্রার্দুভাব বাড়ছে।

এমতাবস্থায় বরিশাল জেলায় করোনার বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান এই জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *