বরিশালে সড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

৪বছর মেয়াদী অনার্স কোর্সের ফাইনাল পরীক্ষার রুটিনের তারিখ পরিবর্তনের দাবিতে তৃতীয় দিনের মতো বরিশালে মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিএম কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজের প্রশাসন বিভাগের সামনে রাস্তায় গিয়ে জড়ো হয়। পরে সেখানে রাস্তায় বসে পরে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার রুটিন পরিবর্তন করার দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকে। এতে করে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরবর্তীতে কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান শিকদার, উপাধাক্ষ্য ড. গোলাম কিবরিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ারসহ প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, পরীক্ষার তারিখ সংশোধন করে ২৭তারিখের পরীক্ষা মাত্র দুই দিন পিছিয়ে দেয়া হয়েছে। কিন্তু তারা আন্দোলন করতে গিয়ে তাদের ৩/৪দিন পড়াশুনা করতে পারে নি। অতএব এই সংশোধন তারা মানে না। তাদের দাবী পরীক্ষা পিছিয়ে ২৯তারিখ নয়; অন্তত ১৫দিন পিছিয়ে দেয়া হক।

বরিশালে মা সমাবেশ অনুষ্ঠিত

শামীম আহমেদ:
বরিশালের গৌরনদী উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পলাশ সরদার, পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, শিল্পী বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গণেষ চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক হোসনেয়ারা বেগমসহ অন্যান্যরা।

থানায় জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে হবে: ডিসি খাইরুল আলম

আজ ১৮ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃ (মঙ্গলবার) বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) কর্যালয় আয়োজিত মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভা বেলা ১১:০০ ঘটিকায় জনাব মোঃ খাইরুল আলম উপ-পুলিশ কমিশনার (উত্তর)বিএমপি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

বিএমপির (উত্তর) বিভাগের মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় জনাব মোঃ খাইরুল আলম বলেন, ২০২০ সাল ‘মুজিব বর্ষ’। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই শ্লোগান ধারণ করে আমরা কাজ করছি। থানায় সব সময় জনগণকে সেবা দিতে হবে। এতে বিন্দু পরিমাণ কার্পণ্য করা যাবে না। থানার আশপাশে কোনো দালাল থাকবে না।

থানা হবে দালালমুক্ত, তাই জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। কোনো পুলিশ যদি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানুষ যাতে এই বিশ্বাস নিয়ে থানা থেকে ফিরতে পারে, সেলক্ষে আমরা কাজ করে যাবো। সাধারণ মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করবো। কাউনিয়া থানা এবং এয়ারপোর্ট থানার সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান।

সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।

অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আঃ হালিম,সহকারী পুলিশ কমিশনার (ষ্টাফ অফিসার টু পুলিশ কমিশনার এন্ড কাউনিয়া জোন) বিএমপি,জনাব মোঃ জাহিদ বিন আলম,অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা, জনাব মোঃ আজিমুল করিম অফিসার ইনচার্জ কাউনিয়া থানা,জনাব শাহ মোঃ ফয়সাল পুলিশ পরিদর্শক (তদন্ত) এয়ারপোর্ট থানা, জনাব হিরম্নয় সরকার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাউনিয়া থানা,বিএমপি সহ অন্যান্য কমর্কর্তাগণ উপস্থিত ছিলেন।

বরিশালে চার প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনা মোতাবেক নগরীর পোর্ট রোড এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান ও নিরুপম মজুমদার।

অভিযানকালে সরকার কর্তৃক নির্ধারিত পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ৪ ধারায় অপরাধ আমলে নিয়ে ১৪ ধারা মোতাবেক ৪টি প্রতিষ্ঠানকে মোট ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত অন্যান্য দোকান মালিকদের সরকার কর্তৃক নির্ধারিত পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পাট অধিদপ্তর, বরিশাল এর মূখ্য পরিদর্শক জনাব নওশের আজাদ।

আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

এক ঘরে মিলল স্বামী-স্ত্রীর লাশ

ফরিদপুরে এক ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহত স্মৃতি বণিকের ভাই নিলয় বণিক বাদী হয়ে কোতোয়ালী থানায় এ মামলাটি করেন।

নিহতরা হলেন- রাজীব বিশ্বাস (৩৪) ও স্ত্রী স্মৃতি বণিকের (২২)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেন স্বামী।

গত সোমবার রাতে শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাট এলাকার একটি ভাড়া বাড়ি হতে রাজীব ও স্মৃতির লাশ উদ্ধার করা হয়। স্মৃতির লাশ ঘরের শয্যায় শায়িত অবস্থায় এবং রাজীবের মৃতদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

স্মৃতির পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে রাজীব বাটিকামারি স্কুল এন্ড কলেজে খণ্ডকালীন শিক্ষকের চাকরি নেন। ওই স্কুলেই পড়তেন স্মৃতি। একই সঙ্গে রাজীব স্মৃতির গৃহ শিক্ষক ছিলেন। সেখান থেকেই দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে পরিবারের অমতে স্মৃতি বিয়ে করেন রাজীবকে। এর মাস ছয়েক পরে স্মৃতি তার মামাদের কাছে গিয়ে বিয়ে মেনে নিয়ে সনাতন রীতি অনুযায়ী বিয়ে দেওয়ার দাবি জানান। স্মৃতির মামারা প্রচলিত প্রথা অনুযায়ী অনুষ্ঠান করে রাজীবের সঙ্গে বিয়ে দেয়। এরপর থেকে তারা ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার শওকত সিকদারের এক তলা পাকা ভবনে ভাড়া থাকতেন। স্মৃতি মাঝে মধ্যে মা ও মামাদের কাছ থেকে টাকা চেয়ে আনলেও পারিবারিক অশান্তির কথা তাদের কাছে কখনো বলেননি।

স্মৃতির মাসী বাসনা পোদ্দার জানান, ঘটনার দিন স্মৃতির প্রতিবেশীরা তাকে প্রথমে জানায় যে, রাজীব স্মৃতিকে মারধোর করেছে। ওদের ঘর তালাবদ্ধ। এরপর তিনিসহ বাড়ির মালিক দরজা ভাঙার চেষ্টা করে না পেরে জানালা খুলে দেখতে পান রাজীব সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে, আর স্মৃতি নিথর হয়ে বিছানায় শুয়ে আছে। পরে তারা পুলিশকে জানালে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, ধারণা করা হচ্ছে, রাগারাগির এক পর্যায়ে মাথায় আঘাত করায় মারা যান স্মৃতি। স্মৃতির মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, স্মৃতির মৃত্যুর পর রাজীব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।