বরিশালে ৭ দফা দাবিতে কোয়াবের বিভাগীয় সমাবেশ

‘ক্যাবল টে‌লি‌ভিশন প‌রিচালনা আইন-২০০৬ এবং কেবল টে‌লি‌ভিশন বি‌ধিমালা-২০১০’-এর সং‌শো‌ধিত আইন এবং বি‌ধিমালা অতি দ্রুত বাস্তবায়‌নসহ ৭ দফা দাবিতে ব‌রিশা‌লে বিভাগীয় সমা‌বেশ ক‌রে‌ছে ক্যাবল অপা‌রেটরস এসোসিয়েশন অব বাংলা‌দেশ (কোয়াব)। আজ রবিবার বেলা সা‌ড়ে ১২টায় নগরীর মহিলা ক্লাব মিলনায়তনে এই সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

৭ দফা দাবির অন্যগুলো হ‌চ্ছে- ক্যাবল টে‌লি‌ভিশন নেটওয়ার্ক‌কে শিল্প হিসে‌বে ঘোষনা করা, ক্যাবল অপারেটরদের স্বল্প সু‌দে ব্যাংক ঋণ প্রদান, দ্রুত সময়ের মধ্যে কোয়া‌বের নির্বাচন অনুষ্ঠান, পে-চ্যা‌নে‌লের মূল্য যখন তখন বৃ‌দ্ধি না করা, ক্যাবল অপারেটরদের অনুকূলে স্থানীয় একটি কমিউনিটি চ্যানেলের অনুমতি প্রদান এবং বৈধ ক্যাবল অপা‌রেটর‌দের ব্যবসা জোড়পূর্বক হরন না করা।

সমাবেশে প্রধান অতিথি ছি‌লেন কোয়া‌বের প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি এসএম আ‌নোয়ার পার‌ভেজ। কোয়াব বরিশাল বিভাগের সমন্বয়কারী মঞ্জুরুল আলম খানের সভাপতিত্বে সমাবেশে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন সংগঠনের সা‌বেক মহাস‌চিব নিজাম উ‌দ্দিন মাসুদ, সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক এ‌বিএম সাইফুল হো‌সেন সো‌হেল, বাংলা‌দেশ ডিজিটাল নেটওয়ার্ক লি‌মি‌টে‌ডের চেয়ারম্যান লায়ন মো. ফি‌রোজুল ইসলাম, কোয়া‌বের সা‌বেক অর্থ সম্পাদক সেলিম স‌রোয়ার এবং ব‌রিশাল বিভাগের অপর সমন্বয়কারী মাসুদ রানা পলাশ।

সমাবেশে বক্তারা ব‌লেন, ক্যা‌বেল টি‌ভি ব্যবসার দু‌র্দিন চল‌ছে। প্রায় ৫ লাখ লোক এই ব্যবসার সা‌থে কোন না কোনভা‌বে জ‌ড়িত। এ‌ত সংখ্যক লো‌কের রু‌টি রু‌জি রক্ষায় ৭ দফা দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর সুদৃস্টি এবং হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

বরিশাল সরকারী বিএম কলেজ মাঠে তিনদিন ব্যাপি জীবনান্দ মেলার উদ্ধোধন

শামীম আহমেদ ॥

তোমরা স্বপ্নের ঘরে চলে এসো-এখানে মুছিয়া যাবে হৃদয়ের ব্যথা” জীবনা নন্দ দাশের এ কবিতার বানি নিয়ে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে তিনদিন ব্যাপি জীবনান্দ মেলা ২০২০ জীবন এক জেমিতি নামের বইয়ের মড়ক উম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।

আজ রবিবার (১৬ই) ফেব্রয়ারী সকাল ১১ টায় এ মেলার প্রধান অতিথি উপস্থিত থেকে উদ্ধোধন করেন বিএম কলেজ উপাধাক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া।

সরকারী ব্রজমোহন কলেজ সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সভাপতি মোঃ জুবায়ের হোসেন শাহেদের সভাপতিত্বে মেলা ও বই উম্মোচন আলোচনা সভা অনুষ্ঠানের বক্তব্য রাখেন সরকারী বিএম কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আলআমিন শাহরিয়ার,বরিশাল উদীচী সভাপতি সাংবাদিক সাইফুর রহমান মিরন, বিএম কলেজ ইংরাজি বিভাগের প্রভাষক সংগিতা, শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক কাজী রুফকুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তব্য রাখেন কবি নাজমুল হোসেন আকাশ। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক মোঃ শাকিল আহমেদ।

পরে সরকারী বিএম কলেজ ইংরেজি বিভাগের প্রভাষক সংগিতার লেখা জীবন এক জেমিতি নামের বইয়ের মড়ক উম্মোচন করা হয়।

সন্ধায় দ্বিতীয় পর্বে রয়েছে প্রদীপ প্রজ্জলন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মো. সাদেকুল আরেফিন, বিশেষ অতিথি ছিলেন শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সভাপতি এ্যাড, মানবেন্দ্র বটব্যাল,বরিশাল মহিলা পরিষদ সহ-সভাপতি অধ্যাপিকা(অবঃ) শাহ সাজেদা, বাংলাদেশ গ্র“প থিয়েটারের সভাপতি মন্ডলির সদস্য শুভংকর চক্রবর্তী,বিএম কলেজ শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক আবদুর রহিম সরদার।

এসময় আলোচক হিসাবে বক্তব্য জীবনান্দ গবেষক (কবি) অধ্যক্ষ তপংকর চক্রবর্তী। পরে কবিতা আবৃতি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ রহমত আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক:

প্রবীণ আওয়ামী লীগ নেতা, গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর রহমত আলী রবিবার সকাল সাড়ে ৭টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত ৫ বার গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। তিনি ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসী একাদশ জাতীয় সংসদে ১৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অ্যাডভোকেট রহমত আলীর জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার গ্রামের বাড়ি গাজীপুরে তার শেষ জানাজা ও দাফন সম্পন্ন হবে। বাসস

 

 

তালতলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলা মানববন্ধন অনুষ্ঠিত

আবু হানিফ নয়ন তালতলী প্রতিনিধি::বরগুনার তালতলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আবদুর রহমান (হিসাব বিজ্ঞান স্যার) এর বাসায় আজ রবিবার রাত ২ টার দিকে সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় ভারপ্রাপ্ত অধ্যাক্ষর মাথা গলা ও কানের দিকে এলোপাথারি কোপানো হয় তার শরিরে প্রচন্ড রক্তক্ষরন হয়। রাতেই তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং জ্ঞান ফিরে আসে।
গভীর রাতে এমন হামলার কারন জানতে চাইলে পরিবার সূত্রে জানা যায় পূর্বপরিকল্পিত ভাবে কেউ ওত পেতে ছিলো সুযোগ পেয়ে বাসায় ঢুকে এমন সন্ত্রাসী তান্ডব চালিয়েছে।
তালতলী থানা পুলিশ (ওসি তদন্ত) এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেকৃবৃন্দ স্যারের বাসা পরিদর্শন করেছেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোন ভাবে সন্ত্রাসীদের আক্রমনের কারন বা কারা এমন ঘটনা ঘটিয়েছে সেটি উৎঘটন করা হবে।
একজন পরিচ্ছন্ন শিক্ষকের উপর হামলার কারনে তালতলী সরকারী কলেজ কর্তৃপক্ষ মানববন্ধন করেছে আজ রবিবার সকাল ১০ টায় শুরু হয়ে ১১.৩০ টা প্রর্যন্ত চলছে কলেজের প্রতিষ্ঠাতা কামরুজ্জামন খালেক সাবেক অধ্যাক্ষ হারুন অর রশিদ এবং এম এ জব্বার সহ সকল ছাত্র শিক্ষক কর্মচারী ও নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত থেকে প্রিয় স্যারের উপর সন্ত্রাসী হামলার কঠোর বিচার চেয়েছেন।

বিএম কলেজে সংস্কৃতি পরিষদের আয়োজনে বসন্ত উৎসবের উদ্বোধন

বরিশাল বিএম কলেজে সংস্কৃতি পরিষদের আয়োজনে বসন্ত উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে বসন্ত উৎসব ১৪২৬ এর উদ্ধোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি পরিষদের সভাপতি খায়রুল হাসান সৈকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ গোলাম কিবরিয়া, কলেজের সাবেক অধ্যক্ষ ও সুধীজন স ম ইমানুল হাকিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক অলক কুমার সাহা,

কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শীতের জরাজীর্ণতাকে পেছনে ফেলে মানবমনের নতুনকে বরণ করার উৎসব হচ্ছে বসন্ত। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে সারা দেশে আয়োজন করা হচ্ছে বসন্ত উৎসব।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সৃজনশীল বাংলাদেশ বিনির্মাণে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ব্রজমোহন কলেজের সংস্কৃতি পরিষদ বাঙ্গালি সংস্কৃতির বিকাশে এ ধরণের আয়োজন অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে সংস্কৃতি পরিষদের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।