বাউফলে পরীক্ষা ‘নকলমুক্ত করতে প্রস্তুতি সভা

পটুয়াখালীর বাউফলে আসন্ন এস.এস.সি/ দাখিল পরীক্ষা-২০২০ সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য প্রস্তুতিমুলক সভা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।

পরীক্ষা কেন্দ্র গুলোতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে কেন্দ্রগুলো সিসি টিভি ক্যামেরার আওতায় রাখা হবে। এছাড়াও ১৪৪ধারা জারি, পরীক্ষা চলাকালিন সময় কেন্দ্র নিকটস্থ ফটোকপির দোকান বন্ধ, নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে হলে প্রবেশ’সহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, উপজেলা একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানা প্রমূখ।

এছাড়াও সভায় উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।

বরিশালে ২ যুবতীকে ৩ বছর কারাদন্ড

মাদক মামলায় ২ যুবতীকে ৩ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের জজ ওই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন নগরীর ১০ নং ওয়ার্ডের কেডিসির বালুর মাঠ এলাকার বাসিন্দা জাকির হোসেন বাবুর স্ত্রী নাজমা বেগম নাজু (৩০) এবং নজরুল ইসলাম মৃধার স্ত্রী শিল্পী বেগম (৩৫)।

রায় ঘোষণার পর পরই আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। কোতোয়ালি মডেল থানার এসআই মাইদুল হক সরদার ২০১৭ সনের ১৭ ডিসেম্বর আসামি নাজমা বেগম ওরফে নাজুর কাছ থেকে পলিথিনের মধ্যে থাকা ২৫ পিস ইয়াবা এবং শিল্পী বেগমের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করেন। তাদের কাছ থেকে মোট ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল।

এ ঘটনায় ওই দিনই মামলা হয়। ২০১৮ সালের ২৫ জুন মামলার চার্জশিট দেন কোতোয়ালি মডেল থানার এসআই রোজিনা বেগম।

আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের ৩ বছর করে সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড দন্ডিত করেন।

ঝালকাঠিতে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে আহত ১০

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যান দুইটির চালকসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে দুই চালকেরই অবস্থা গুরুতর বলে জানা গেছে। আশংকাজনক অবস্থায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত বাস চালক জামাল (৪০) নলছিটি উপজেলার লক্ষণকাঠি গ্রামের মৃত শের আলীর ছেলে। ট্রলি চালক এরশাদ (২৬) একই উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। তাদের দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অন্যান্যরা ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি বাসটার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্য আল্লাহ মহান (ঢাকা মেট্রো-ব ১১-১৫৩২) নামের যাত্রীবাহী বাসটি সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের ডান দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, বাস ও ট্রলির সংঘর্ষে আহত কয়েকজনে চিকিৎসা নিয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মাক্সবাদী জেলা আহবায়ক ও বিএম কলেজ শাখা সাধারন সম্পাদক আলিসা মুনতাজের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদারা হামলার সুষ্ট তদন্ত পূর্বক বিচারের দাবী সহ “ মন্ত্রাস- দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাস করার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থী ব্যানারে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (২১ই) জানুয়ারী দুপুর দেড়টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়।

বরিশাল বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কিশোর কুমার বালার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল সমাজতান্ত্রিক মাক্সবাদী জেলা আহবায়ক সাইদুর রহমান,গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু,বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সাধারন সম্পাদক শ্রমীক নেতা এ্যাড, একে আজাদ, বরিশাল বাসদ জেলা আহবায়ক ডাঃ মনিষা চক্রবর্তী, নবীন আহমেদ,সুজয় বিশ্বাষ, স্বম্পা দাশ,রাজিব বেপারী,রুহুল হৃদয় বিশ্বাষ,নজরুল ইসলাম ও মোজাম্মেল সাগর প্রমুখ।

বক্তরা এসময় বলেন অভিলম্বে সুজয় বিশ্বাষ ও আলিসা মুতাজের উপর বিএম কলেজ শাখার সন্ত্রাসী ছাত্রলীগের সদস্যরা হামলা করে আহত করেছে তাদের বিরুদ্ধে সুষ্ট তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা এসময় বলেন এর সুষ্ট বিচার করা না হলে শুধু বিএম কলেজ শাখার মধ্যে সিমাবদ্ধতার ভিতরে থাকবে না। এ আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে ছড়িয়ে পড়বে তখন কিন্তু এর সামাল দিতে পারবে না প্রশাসন।

এর পূর্বে বিভিন্ন বাম সংগঠনের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা বিএম কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ ও কলেজ শিক্ষক নেতৃবৃন্দের বাধার মুখে তাদের কর্মসূচি পন্ড হয়ে যায়।

উল্লেখ্য গত ১৫ই জানুয়ারী রাত আনুমানিক সাড়ে ৮ টারদিকে বিএম কলেজ শাখা ছাত্রলীগের আরিফুর রহমান নিলয়, আকাশ সহ ২৫ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী বিএম কলেজ সাংস্কৃতিক সন্ধার সামনে বসে হামলা ও মারধর করে গুরুতর আহত করে।

পরবর্তীতে সুজয় বিশ্বাষকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশালে ৬৫ মন জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে কোষ্টগার্ডের অভিযানে ৬৫ মন জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জাটকা মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

এরআগে কোষ্টগার্ডের বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম শাহজামালের নেতৃত্বে সোমবার দিবাগত রাতে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরিনিয়াবাত সেতুর ঢালের টোলপ্লাজায় চেকপোষ্ট বসানো হয়। পরে সেখানে বেপারী পরিবহনের দুটি ও অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ৬৫ মন জাটকা জব্দ করা হয়।

এসব জাটকা পটুয়াখালীর গলাচিপা, দশমিনা ও কালাইয়া থেকে ঢাকায় পাচার করা হচ্ছিলো।

মিন্নির আবেদন খারিজ!

নিজস্ব প্রতিবেদক:
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ এবং মামলা বাতিলে নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ও অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।
গত ১ জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান এ অভিযোগ গঠন করেন। পরে এই অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মিন্নি।
গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজে নেয়ার পর মারা যান। এই মামলায় মিন্নি বর্তমানে হাইকোর্টের আদেশে জামিনে রয়েছেন।

বরিশালে পিএসসি এবং জেএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলেন ছাত্রফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক:

ছাত্রফ্রন্টের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে ছাত্র সমাবেশ, র‍্যালি, কমিটি পরিচিতি ও পিএসসি এবং জেএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বরিশাল জেলা শাখার সভাপতি সন্তু মিত্র এবং সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বরিশাল জেলার সাধারণ সম্পাদক মুজাম্মেল হক সাগর।

সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নীলিমা জাহান , মহানগরের নেতা প্রতিভা রায় ,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বি এম কলেজ শাখার সহ-সভাপতি সাগর দাস আকাশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক তরিকুল ইসলাম ইশাদ, পলিটেকনিক কলেজ শাখার সংগঠক কৌশিক ব্যাপারী ও সিটি কলেজের আহ্বায়ক মো. সুজন।

এসময় বক্তারা বলেন, শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষার ব্যায়ভার সরকারকে নিতে হবে, এবং শিক্ষা খাতে বাজেটের পরিমাণ বাড়াতে হবে। সারাদেশে সন্ত্রাস, দখলদারিত্ব, ধর্ষণ, গুম, খুন বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ তৈরির দাবি জানান বক্তারা।

আলোচনা সভা শেষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নবনির্বাচিত জেলা ও মহানগর কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

গত ১৪ ও ১৫ জানুয়ারি কাউন্সিলের মধ্য দিয়ে সাগর দাস আকাশকে সভাপতি ও অন্বেষা দাস প্রমিকে সদস্য সচিব করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৬ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা কমিটি ও প্রতিভা রায়কে সভাপতি, হাফিজুর রহমান রাকিবকে সহ-সভাপতি ও মন্দিরা পাত্রকে সাধারণ সম্পাদক করে প্রথমবারের মতো ১৮ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়।

কমিটি পরিচিতি শেষে পিএসসি ও জেএসসি উত্তীর্ণ প্রায় দুইশ’ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

পটুয়াখালীতে জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের নির্যাতন এবং যৌন হয়রানি, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে পটুয়াখালীতে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারী) পটুয়াখালীর সদরের ইটবাড়িয়া ইউ সি কে মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে ব্র্যাক এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)।

এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সহকারী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান এবং সভাপতিত্ব করেন ইটবাড়িয়া ইউ সি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সজীব চন্দ্র শীল বিশেষ অতিথি মো: সেলিম মোল্লা, ব্র্যাক।

অবসরপ্রাপ্ত প্রথান শিক্ষক মো; সুলতান আহম্মেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন ব্রেডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো: জাহিদ পারভেজ।

শিক্ষার্থীদের পরে তথ্য চিত্র এবং ছোট ছোট ১২ টি ভিডিও চিত্রের মাধ্যমে নির্যাতনের বিভিন্ন দিক নিয়ে সচেতন করানো হয় এবং এ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

একটি যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন ও শপথ গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীরা যৌন হয়রানী মুক্ত পরিবেশ সৃষ্টির জন্য অঙ্গিকারবদ্ধ হয়। বিভিন্ন শ্রেনির ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন।

যশোর-৬ আসনের সাংসদের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় সংসদের যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দু’টি পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, নারীর ক্ষমতায়নে ইসমাত আরা সাদেক প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হলো।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরেক শোক বার্তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বরগুনায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বরগুনা প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে সম্মিলিত বিশেষ অভিযানের দ্বিতীয় ধাপের প্রথমদিনে ভ্রাম্যমান আদালত ৪ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় বিষখালী নদীর সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া এলাকায় এ অভিযান চলাকালে জালগুলো আটক করা হয়। পরে দুপুর দুইটায় উপজেলা পরিষদের সম্মুখে জালগুলো পোড়ানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজীব আহসানের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীব, বেতাগী থানার এএসআই মোঃ জাহিদুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: সুমন হাওলাদার, পৌর আনসার দলনেতা সুকদেব হাওলাদার ও উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আব্দুর রব সিকদার।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।