বরিশালে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার রোধে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
বাল্য বিয়ের কুফল, মাদক, ইভটিজিং ও শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার রোধে জেলার গৌরনদী উপজেলা সদরের গালর্স হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, অধ্যক্ষ একেএম আজাদ প্রমুখ। শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বরিশালে ৮০ মণ জাটকা উদ্ধার

শামীম আহমেদ:

রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাস থেকে ৮০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এসময় পাচারের সাথে জড়িত জনৈক অপু নামে এক ব্যবসায়ী ও বাসের সুপারভাইজার ফয়সালকে আটক করে পুলিশ। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে যশোর যাওয়ার পথে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় আটক করে। পরে বাসটিতে জাটকা ইলিশের অস্থিত্ব রয়েছে বিষয়টি নিশ্চিত হয়ে থানায় পুলিশে খবর দেয়।

বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, বাসটি থেকে ৮০ মণ জাটকা উদ্ধার এবং ব্যবসায়ী ও বাসের সুপারভাইজারকে হেফাজতে নিয়েছেন। তবে বাসটিতে যাত্রী থাকার কারণে ছেড়ে দিয়েছেন। উদ্ধার জাটকা ইলিশ ও আটক দুইজনকে মৎস্য বিভাগের নির্দেশে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হবে।

এই বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন- জাটকাগুলো ভোলার চরফ্যাশন উপজেলার জনৈক ব্যবসায়ী শাহাবুদ্দিন যশোরে পাচার করছিল। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।’

বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৫ পদের নির্বাচনে ১৭জনের লড়াই

শামীম আহমেদ:
বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৫টি পদের নির্বাচনে সভাপতি,সম্পাদক,সিনিয়র সহ-সভাপতি, সাধারন সম্পাদক,যুগ্ম সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ১৭জন প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করছে।

আজ বৃহস্পতিবার (১৬ই) জানুয়ারী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা জাতীয়তবাদী আইজীবী ফোরামের সদস্যরা দুপুর ১টা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা তাদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩ জন প্রার্থীরা হচ্ছেন এ্যাড, মজিবর রহমান নান্টু, এ্যাড. মহসিন মন্টু ও এ্যাড, মোঃ শহিদ হোসেন।সিনিয়র সহ-সভাপতি পদের প্রার্থী ৪ জন এরা হচ্ছেন এ্যাড, অসিম কুমার বাড়ৈ,এ্যাড, মেহেদী হাসান শাহিন,এ্যাড, মোঃ আহসান উদ্দিন সরদার বাদশা ও কাজী এনায়েত হোসেন।

সাধারন সম্পাদক পদে প্রদিদ্বন্ধিতা করছেন ৩ জন এ্যাড, আবুল কালাম আজাদ (১),এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না ও এ্যাড,এস.এম সাদিকুর রহমান লিঙ্কন।

সিনিয়র যুগ্ম সম্পাদক পদে নির্বাচন করছেন ৪ জন এরা হচ্ছেন এ্যাড, কাজী বসির উদ্দিন,এ্যাড, মোসাম্মত সুফিয়া আক্তার,এ্যাড, আজাদ হোসেন ও এ্যাড, শাহ্ আমিনুল ইসলাম আমিন।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন এ্যাড,শেখ হুমাউন কবীর মাসুদ,এ্যাড,আবুল কালাম আজাদ ইমন ও মোঃ মাহমুদ হোসাইন আল-মামুন।

দীঘ ১৫ বছর বছর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমন্বয়কারী এ্যাড, আলী হায়দার বাবুলের অক্লান্ত পরিশ্রম ও সাংগঠনিক তৎপরতার কার্যক্রমে কেন্দ্রীয় কমিটি এ নির্বাচনের মাধ্যমে বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্বচ্ছ গণতান্ত্রিক পন্থায় কার্যকরী কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করার লক্ষে বরিশাল আইনজীবী সমিতির ইতিহাসে এই প্রথম ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটির নেতৃবৃন্দ দল পরিচালনা করবে।

নির্বাচন পরিচালনা ও সফলভাবে শেষ করতে এ্যাড, আঃ খালেক মোল্লাকে আহবায়ক করে ৫ সদস্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনাকারী কমিটির সদস্যরা হচ্ছেন এ্যাড,আঃ খালেক হাওলাদার,এ্যাড, লুৎফর রহমান মোল্লা, মোঃ মহসিন (১), ও এ্যাড, মোঃ জসিম উদ্দিন।

বরিশাল জাত’য়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচতে ২ শত ৩ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৫টি পদের প্রার্থীকে বিজয়ী করবেন।

উল্লেখ দীর্ঘদিন পর বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনকে ঘিড়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে এক প্রকার আনন্দ- উল্লাসের সৃষ্টি হয়েছে।

এদিকে বরিশাল বারের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্বচ্ছ নির্বাচন পর্যবেক্ষণ ও পরিদর্শণ করেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, নিতাই রায় চৌধুরী সহ একদল ফোরামের সদস্য।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন বরিশাল বারের সদস্য ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড, বিলকিস আক্তর শিরিন,সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম সদস্য এ্যাড, আলী হায়দার বাবুল ও এ্যাড, গাজী কমরুল ইসলাম সজল।

 

লালমোহনে আগুনে পুড়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে আগুনে পুড়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। বুধবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লালমোহন ও তজুমদ্দিন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের লালমোহন ইউনিটের ষ্টেশন অফিসার মিজানুর রহমান। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে ব্যবসায়ীদের দাবী ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষ টাকার মত। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো: ৩ টি মুদি দোকান, কসমেটিক্সের দোকান ১ টি, পার্টস স্টোর ১ টি, গ্যারেজ ১ টি, ফার্ণিচারের দোকান ১ টি, চায়ের দোকান ১ টি, ক্লাব ১ টি ও ওর্য়াকশপের দোকান ১ টি।
এদিকে সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ইউএনও হাবিবুল হাসান রুমি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।
পরিদর্শন শেষে ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। আশা করছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে শিগগিরই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতা পাওয়া যাবে।

কাজে বিন্ধু মাত্র কাজের শিথিলতা বরদাস্ত করব না-রওনক মাহমুদ

শামীম আহমেদ:

মৎস্য ও প্রাাণী সম্পদ মন্ত্রালয়ের সচিব রওনক মাহমুদ বলেছেন, যদি জাতির পিতা বঙ্গবন্ধু এদেশে নাহত তাহলে আমরা আপনারা এ স্বাধীন দেশ পেতাম কিন্ তানিয়ে সন্দেহ থেকে যেত।

আজ জাতী সংঘ আমাদের বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে তারাও মুজিব বর্ষ পালন করতে যাজেচ্ছ। তিনি আরো বলেন আমার সময়ে আপনাদের কোন কাজে আমি বিন্দু মাত্র কাজে শিতলতা দেখতে চাই না তাহলে আমি কোন বরদাস্ত করব না।

আপনারা যে যার দায়ীত্ব পালন করছেন তারা মুজিব বর্ষ উপলক্ষে কাজ চ্যালেঞ্জ হিসাবে গ্রহন করে উন্নয়নমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত রাখবেন।
এসময় তিনি আরো বলেন আইন বিধি বিধানের মত কাজ করলে হবে না। আমরা প্রত্যোকটা টাকা হালাল করে নেব সেই সাথে আপনারা কাজের মাধ্যমে হালাল করে নেবেন।

যে ভাল কাজ করবেন তিনি ভথাকবেন নতুবা আমার সময়ে তিনি চলে যাবেন। তিনি এসময়ে বলেন প্রধানমন্ত্রী আমাকে বরিশাল উন্নয়ন অগ্রাধিকার দিয়ে কাজ করতে বলেছেন।

আমি আপনাদের সমস্যার কথা শুনেছি আমার পক্ষে আপনাদের অবকাঠামো,যান-বাহন যে সমস্যা রয়েছে সে ব্যাপারে আমি কোন প্রতিশ্র“তি দেব না।

এসব সমস্যা পুরনে যতটুকু সম্ভব আমি তি পুরন করে দেয়ার কাজ করব।

আজ বৃহস্পতিবার (১৬ই) জানুয়ারী সকাল সাড়ে ১০টায় বরিশাল সার্কিট হাউজ ধাঁনসিড়ি সভা কক্ষে প্রধান অতিথির বক্তব্যতে বরিশাল বিভাগের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তাদের উর্দেশ্যে তিনি এথাগুলো বলেন।

বরিশাল মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. নুরুল আলমের সঞ্চলনায় ও বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর আওতধীন জেলা প্রর্যায়ের অফিস প্রধানদের সাথে বরিশাল বিভাগীয় কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি আরো বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আঃ জব্বার সিকদার।

মতবিনিময় সভায় উন্নয়ন ও সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় প্রাণী সম্পদ ইপ-পরিচালক কানাই লাল স্বর্ণকার,মৎস্য উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান।
এসময় মৎস্য উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান সচিব রওনক মাহমুদকে অবহিত করে বলেন দেশে শতভাগ ইলিশ অহরহনের মধে একমাত্র বরিশাল বিভাগ থেকে ৬৬% পার্সেন্ট ইলিশ সরবরাহ করা হয়ে থাকে।

বর্তমানে বঙ্গোপ সাগর সংলগ্ন রামনাবাদ এলাকায় ভারী শিল্প প্রতিষ্ঠান হওয়ার কারনে আমাদের এখানে ইলেশের প্রবেশ বন্ধ হয়ে যাবার সম্ভবনা রয়েছে।

তাই ইলিশ সম্পদ রক্ষা করতে হলে চরমোন্তাজ এলাকার ঘাষির হাট এলাকার ১২ কিলোমিটার নদী খনন করার জন্য সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সেই সাথে ইলিশ সম্পদ রক্ষার অভিযানে তারা মৎস্য বিভাগকে আইনী ক্ষমতা দেয়র জন্য দাবী জানান। তিনি আরো বলেন এখানে জলাশয়ের অভাবে দেশীয় মৎস্য দিন দিন হারিয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি কুয়াকাটা ালোকায় একটি ল্যাব স্থাপনের দাবী জনান।
এসময় সচিব প্রাণী সম্পদ বিভাগের মাঠ প্রর্যায়ের সকল কর্মকর্তাদের প্রাণী সম্পদ বৃদ্ধি ও লাভ জনক অবস্থানে নিয়ে আসার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বের কাজ করার আহবানের পাশাপাশি তার দপ্তরে যোগাযোগ রাখারও আহবান জানান।

শামীম আহমেদ
বরিশাল
১৬-০১-২০২০ইং।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠিতে চাঁদাবাজি ও অস্ত্র মামলায় রিমান্ডে থাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলনের (৩৬) কাছ থেকে এবারে ২টি ওয়ানশ্যুটারগান (পাইপগান) ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, গত মঙ্গলবার দিনগত মধ্যরাতে একটি মামলায় আসামি গ্রেফতার করতে অভিযান চালানো হয়। সে সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ মিলনকে ৫ সহযোগী এবং দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়।

অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া শেষে বুধবার (১৫ জানুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়।  এদিন সৈয়দ মিলনকে তিনদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন। মিলনের বাকি সহযোগীদের জেলহাজতে পাঠানো হয়।

পরে রিমান্ডে মিলনের দেয়া তথ্য অনুযায়ী বুধবার দিনগত মধ্যরাতে তার বসতঘরের বাথরুমের ওপরের স্টোর থেকে ২ টি ওয়ানশ্যুটার গান (পাইপ গান) ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সেরা দেশের তালিকায় নেই বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

বিশ্বের সেরা দেশের তালিকায় টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ড। ৭৩টি দেশের এ তালিকায় মিয়ানমারের স্থান হলেও জায়গা হয়নি বাংলাদেশের।

ওয়াশিংটনভিত্তিক একটি সংস্থার জরিপে এমন তথ্য জানা গেছে। ‘ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট’ এর করা ‘বেস্ট কান্ট্রিস ২০২০’ তালিকায় এশিয়ার মধ্যে ১৫তম স্থানে রয়েছে চীন। আর ভারতের স্থান ২৫তম। এদিকে আন্তর্জাতিক চাপে থাকা মিয়ানমার রয়েছে ৫৭তম স্থানে।

এছাড়া সেরাদেশের তালিকায় তৃতীয়স্থানে জাপান, চতুর্থস্থানে জার্মানি। পঞ্চম ও ষষ্ঠস্থানে আছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। আর সপ্তমস্থানে যুক্তরাষ্ট্র। অষ্টম, নবম ও দশমস্থানে আছে সুইডেন, নেদারল্যান্ডস ও নরওয়ে।

আমেরিকা, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৩৬টি দেশের ২০ হাজারেরও বেশি মানুষের ওপর এ জরিপ চালানো হয়। অর্থনৈতিক, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নাগরিক জীবনযাপন, পর্যটনসহ ৬৫টি নিয়ামকের ওপর ভিত্তি করে সেরা দেশের তালিকাটি করা হয়েছে।

আবরার মৃত্যুর ঘটনায় প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক:

কিশোর সাময়িকী ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠানে ছাত্র নাইমুল আবরার রাহাতের (১৫) মৃত্যুর ঘটনার মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাময়িকীটির সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে নাইমুল আবরার নিহত হওয়ায় কিশোর আলো কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ।

মামলাটির তদন্ত কর্মকর্তা রাজধানীর মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম এ প্রতিবেদন দাখিল করেন।

এরপর প্রতিবেদন আমলে নিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ এ তথ্য নিশ্চিত করেন।

ঢাবি ছাত্রী ধর্ষণের স্বীকারোক্তি দিচ্ছেন মজনু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ধর্ষক মজনু ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের খাস কামড়ায় বেলা আড়াইটার দিকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মজনুর জবানবন্দি রেকর্ড করছেন।

আশ্বাসে সড়ক ছাড়লেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক:

বিজিএমইএর আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর রাজধানীর শ্যামলী সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। এদিকে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

এর আগে সকাল ১০টার দিকে বকেয়া বেতন-ভাতা ও নতুন বছরের ইনক্রিমেন্ট ও ছুটি বাবদ টাকার দাবিতে শ্যামলীর সড়ক অবরোধ করেন ডায়নামিক ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। কল্যাণপুর ও শ্যামলীর মাঝামাঝি সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে সড়কের দুই লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানে তাদের তিন মাসের বেতন বাকি। নতুন বছরে ইনক্রিমেন্টও দেয়া হচ্ছে না। বকেয়ার দাবি জানালেই ছাঁটাইয়ের হুমকি দেয়া হচ্ছে। এ বিষয়ে মালিকের সঙ্গে বসতে চাইলেও মালিক রাজি হননি। উল্টো ডিসেম্বর মাসের বেতনও আটকে দিয়েছেন। এর ফলে বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন।

এর পরিপ্রেক্ষিতে দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা শ্রমিকদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলেও শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন।

পরে দুপুর ২টার মধ্যে শ্রমিক প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে মালিক সংগঠন ও গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের ঘোষণা এবং দাবি-দাওয়া পূরণের আশ্বাসে সড়ক ছেড়ে দেন শ্রমিকরা। এর ফলে দুপুর সোয়া ১২টার দিকে সড়কে যান চলাচল শুরু হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহিদুজ্জামান জানান, গার্মেন্টস শ্রমিকরা সড়কে অবস্থান নেবার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য দ্রুত বিজিএমইএ কর্তৃপক্ষকে জানানো হলে তাদের প্রতিনিধিদল শ্রমিক কারখানার দুই মালিকের সঙ্গে কথা বলেন। দুপুরে উভয়পক্ষের বৈঠক হবে এমন আশ্বাসে সড়ক ছেড়ে দেন শ্রমিকরা। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।