পরিবারে পাঁচ সন্তান থাকলে একটা কুলাঙ্গার হয় : আমু

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি-জামায়াতের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, একটা পরিবারে পাঁচ সন্তান থাকলে তার একটা কুলাঙ্গার হয়। এই কুলাঙ্গার সন্তান পরিবারে বা সমাজের কোথাও মর্যাদা পায় না।

আজ বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমির হোসেন আমু।
বঙ্গবন্ধু একজন ভালো শাসক ছিলেন বলে জানিয়ে তিনি আরও বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর স্বাধীনতা-পূর্ব রাজনীতি নিয়ে আলোচনা করি। কিন্তু রাষ্ট্র পরিচালনায় একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি কেমন ছিলেন, শাসক হিসেবে বঙ্গবন্ধুর ভূমিকা কেমন ছিল তা নিয়ে আমরা আলোচনা করি না। আমির হোসেন আমু বলেন, ভারতের মহাত্মা গান্ধীর জন্মশতবার্ষিকীতে বিজেপি একটি চরম মৌলবাদী দল হয়েও বিস্তারিত কর্মসূচি পালন করেছে। অথচ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিএনপি ও জামায়াতের কোনো কর্মসূচি নেই।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগ প্রেসিডিয়াস সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজ ভান্ডারি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

বরিশালে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর দক্ষিণ চকবাজারের বিউটি রোডের সড়কের জায়গা দখল করে অনুমোদনহীন ভবন নির্মান করায় বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টার দিকে বরিশাল নগরীর দক্ষিন চকবাজার এলকার বিউটি রোডে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। কর্পোরেশন সূত্রে জানা গেছে, উক্ত এলাকবাসীর আবেদনের প্রেক্ষিতে ভবনের মালিককে নোটিশ দেয়ার পরও তারা ভবন অপসারনের কোন উদ্যোগ গ্রহন না করার কারনেই এই অভিযান চালানো হয়।

সূত্রমতে প্রায় ২৩ শতাংশ জমিতে একটি বানিজ্যিক ভবন এর কাজ চলছিল। এর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি সরকারি রাস্তার স্থানীয় জনগণ, অবৈধভাবে নির্মানের বিষয়ে সিটি কর্পোরেশনে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং জনস্বার্থে ভবন মালিককে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার জন্য কয়েকবার নির্দেশ দেয়া হয়। সেটি ভবন মালিক কর্তৃপক্ষ না শোনায় বুধবার নির্মানাধীন ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দেয়া হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল বলেন, সরকারি রাস্তা দখল করে ভবনটি নির্মান করা হচ্ছিল। ভবন মালিককে নিয়ম বহির্ভুতভাবে সড়কের জায়গার ওপর ভবন নির্মাণ বন্ধ করতে নোটিশ দেয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ তা না শেনায় সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালায়।

নতুন লুকে আসিফ আকবর

বিনোদন ডেস্ক:

আসিফ আকবর। বাংলা গানের যুবরাজ তিনি। ভক্তরা তাকে এই নামেই সম্মানিত করেন। ‘ও প্রিয়া তুমি কোথায়’ গান দিয়ে বাংলা গানের ভুবনে ধূমকেতুর মতো তার আগমন। এরপর থেকে বৈচিত্র্যময় গানে সুরের জাদু দেখিয়ে চলেছেন।

আসিফ যেমন প্রেম-বিরহের গানে অনন্য তেমনি সমাজ, পরিবার, ক্রিকেটে নিয়েও তার গানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। না, এখন আর শুধু গান গানেই সীমাবদ্ধ নন তিনি, গত কয়েক বছর থেকে সমান তালে মিউজিক ভিডিতেও নানা রূপে হাজির হয়েছেন।

২০১৯ সালের শেষের দিকে নিজের অভিনীত প্রথম সিনেমা ‘গহীনের গান’ উপহার দিয়েছেন।

‘লাল টিপ’ নামের প্রকাশের মাধ্যমে শুরু করেছেন নতুন বছর। চুলের নানা স্টাইল আর নানা লুক দিয়ে প্রতি ভিডিওতে চমক দেখিয়ে গেছেন তিনি।

শুক্রবার হঠাৎ করেই নতুন লুকে দেখা দিয়েছেন আসিফ আকবর। হঠাৎ করে তাকে দেখলেই চমকে উঠবেন হয়তো তার ভক্তরা। কারণ এই ছবিতে দেখা যাচ্ছে মাথা ন্যাড়া করে করে ফেলেছেন তিনি। অনেকেই ভাবতে পারেন নতুন কোনো ভিডিওর জন্য নিজেকে বদলাচ্ছেন আসিফ। না, ঘটনা তেমনটিও নয়!

এ বিষয়ে আসিফ আকবর বলেন, ‘না, কোনো ভিডিওর জন্য নয়, বরং ভিডিও থেকে দূরে থাকতেই এই ব্যাবস্থা। প্রচুর গানের কাজ জমেছে। এই বছর অনেক গান করতে চাই। দেড় শতাধিক হামদ ও নাত গাওয়ার পরিকল্পনা নিয়েছি।

কিন্তু মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়লে এতো গান করা সম্ভব হবে না। কোনো কোনো গানের ভিডিওর জন্য তিন-চার দিন সময়ও দিতে হয়। তাই আপতত ভিডিও নয়, ৩-৪ মাস পুরো সময়টা গান গাওয়ার পেছনেই ব্যায় করতে চাই।’

বাউফলে নিয়ম বহির্ভূতভাবে প্রবাহমান নদীতে বাঁধ দিয়ে সেতু নির্মাণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌরসভা সহ পাশর্^বর্তী অন্তত ৬টি ইউনিয়নের পানি নিস্কাশনের একমাত্র ভরসা আলগী নদী এবং এবং এর শাখা খালে নিয়মবহির্ভূতভাবে বাঁধ দিয়ে সেতু নির্মাণের কারনে চরম হুমকির মুখে পড়েছে নদীটির অস্তিত্ব। একদিকে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ময়লা আবর্জনা জমে ছড়াচ্ছে উৎকট দূর্ঘন্ধ ঘটছে চরম পরিবেশ বিপর্যয় অপরদিকে দীর্ঘদিন ধরে বাঁধ দেয়ার ফলে এসব আবর্জনা জমে নদীটির নব্যতা কমে যাচ্ছে। এদিকে পানি প্রবাহ বন্ধ হওয়ায় কিছু প্রভাবশালী নতুন করে আলগী নদী দখলে সক্রিয় রয়েছে। বাউফল পৌরসভাসহ ৬টি ইউনিয়নের মানুষের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এই নদীটিতে বাঁধ দিয়ে সেতু নির্মাণের ফলে চরম হুমকির মুখে পড়েছে জীব বৈচিত্র ও ফসল উৎপাদন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউফল পৌরশহরের প্রাণ কেন্দ্রে মহিলা কলেজ সেতু, বাংলা বাজার সেতু, গার্লস স্কুল রোড সেতু নির্মাণের প্রকল্প নেয় বাউফল পৌরসভা। নিয়মানুযায়ী প্রবাহমান নদীতে বাঁধ দিয়ে এভাবে সেতু করার কোনো বিধান না থাকলেও পৌরকর্তৃপক্ষের নাকের ডগায় এভাবে নদীতে বাঁধ দিয়ে সেতু নির্মাণের বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। বাউফল পৌরসভার অভ্যন্তরে আলগী নদীর মহিলা কলেজ পয়েন্টে এবং আলগী নদীর শাখা খালের গার্লস স্কুল পয়েন্টে দেয়া হয়েছে আরো একটি বাঁধ। দীর্ঘদিন ধরে এভাবে বাঁধ দিয়ে নদীটির পানি প্রবাহ বন্ধ করে রাখলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি পৌরসভা কর্তৃপক্ষ।
বাউফল পৌর শহরের বাসিন্দা পানি উন্নয়ন বোর্ডর অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, এভাবে প্রবাহমান নদীতে বাঁধ দিয়ে সেতু করার কোনো বিধান নেই। কিন্তু কিভাবে ঠিকাদাররা এভাবে সেতু নির্মাণ করছে তা দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
বাউফল বাজারের ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি সাখায়াত হোসেন সখা বলেন, নদীটি বাঁধ দেয়ার ফলে নৌকা ও ট্রলারযোগে পন্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। বর্জ্য আবর্জনা পঁেচ দুর্গন্ধ ছড়াচ্ছে পৌর শহরে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান তিনি।
পটুয়াখালী বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞাণ বিভাগে পরিবেশ বিজ্ঞাণী পাপড়ি হাজড়া বলেন, প্রাকৃতিক খাল বা নদী বাঁধ দেয়া হলে পানি চলাচল বন্ধ হলে জীব বৈচিত্রের উপর মারাত্মক প্রভাব পড়বে। পরিবেশ বিনষ্ট হয় এমন কোন কাজ করা যাবেনা।
বাউফল পৌরসভার প্রকৌশলী মু. আতিকুল ইসলাম জানান, বাঁধ অপসারনের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হবে।##

সফল মিসাইল ফায়ার বঙ্গোপসাগরে

স্টাফ রিপোর্টার:

দুপুর সাড়ে ১২টা। কাউন্ট ডাউন শুরু। ৫, ৪, ৩, ২, ১। সবার চোখ তিনটি জাহাজের দিকে। হঠাৎ আগুনের ঝলকানি বঙ্গোপসাগরে। সাদা ধোঁয়ার কুণ্ডলি উড়িয়ে ছুটে গেলো বানৌজা দুর্জয়ের দূরপাল্লার সারফেস টু সারফেস মিসাইল।

বুধবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়ার চূড়ান্ত দিনের চিত্র এটি।

এ মহড়ার মূল প্রতিপাদ্য- সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের হেফাজত, সমুদ্রপথের নিরাপত্তা বিধানসহ চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমুদ্র এলাকার প্রহরা নিশ্চিতকরণ।

বুধবার (১৫ জানুয়ারি) ‘এক্সারসাইজ সেফ গার্ড ২০১৯’ শীর্ষক এ মহড়ায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি ‘বানৌজা বঙ্গবন্ধু’ থেকে সমাপনী দিবসের মহড়া প্রত্যক্ষ করেন।

এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বানৌজা বঙ্গবন্ধুর অধিনায়ক ক্যাপ্টেন কেইউএম আমানত উল্লাহ উপস্থিত ছিলেন।

১৮ দিনব্যাপী মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট, মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে। এ ছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড, সেনা ও বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছে।

চার ধাপে অনুষ্ঠিত মহড়ার বিশেষ দিকগুলো হচ্ছে-  নৌবহরের বিভিন্ন কলাকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিস্টিক অপারেশন, ল্যান্ডিং অপারেশন, উপকূলীয় এলাকার নৌ স্থাপনাগুলোর মহড়া ইত্যাদি।

চূড়ান্ত দিনের মহড়ায় ছিলো বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ, শোল্ডার লাঞ্চড স্যাম ফায়ারিং, অ্যান্টি এয়ার রেপিড ওপেন ফায়ার, আরডিসি ফায়ার, ডিবিএসএস/ নৌকমান্ডো মহড়া ও নৌযুদ্ধের কলাকৌশল।

মিন্নির জামিন বাতিলের শুনানি ২৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

রিফাত হত্যা মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিনে থাকা আসামি রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিল আবেদনের আদেশের শুনানি আগামী ২৬ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে জামিন বাতিল না কারার কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিল করেন মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম।

একই দিন রিফাত হত্যা মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। এরা হলেন, নিহত রিফাতের বন্ধু মঞ্জুরুল আলম জন, জাকারিয়া বাবু ও আনোয়ার হোসেন। এ নিয়ে এ মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানান, মিন্নির জামিন কেন বাতিল হবে না, এ মর্মে আদালতের দেওয়া শোকজের জবাব আদালতে দাখিল করেছি। উভয়পক্ষের আইনজীবীদের আবেদনের জন্য শোকজের জবাব শুনানি আগামী ২৬ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

এছাড়া মিন্নি জামিনে থাকা অবস্থায় কোনো প্রকার জামিনের শর্ত ভঙ্গ করেনি। মিন্নিকে হয়রানি করার জন্য জামিন বাতিলের আবেদন করা হয়েছে। একটি মেয়ে অপরিচিত পাঁচজন যুবক নিয়ে দূরে সাক্ষীদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে এটা বিশ্বাসযোগ্য নয়।

আবারও ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী বাংলাদেশের টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক:

আবারও ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী হিসেবে নিযুক্ত হ‌য়ে‌ছেন বঙ্গবন্ধুর নাত‌নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। বি‌রোধীদল লেবার পা‌র্টির ছায়ামন্ত্রিসভায় ‘শ্যা‌ডো আর্লি ইয়ার্স মি‌নিস্টার’ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। এর আগেও এ পদে দায়িত্ব পালন করেছেন টিউলিপ।

লন্ড‌নে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়‌সে লেবার পার্টির সদস্য হিসেবে ব্রি‌টিশ রাজনী‌তি‌তে যুক্ত হন। এম‌পি নির্বা‌চিত হওয়ার আগে তিনি ক্যাম‌ডেন কাউন্সিলের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ‌তি‌নিই ছিলেন ক্যাম‌ডেন কাউন্সিলের প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর।

টিউলিপ সিদ্দিক ড. শ‌ফিক সি‌দ্দিক এবং শেখ রেহানা দম্প‌তির তিন সন্তা‌নের ম‌ধ্যে দ্বিতীয়। ব্রি‌টে‌নের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনী‌তির অধ্যাপক তার বাবা।

ছেলেকে কো চেয়ারম্যানসহ ১৬ জনকে পদোন্নতি দিলেন রওশন এরশাদ

নিউজ ডেস্ক:

পার্টির কাউন্সিলের অর্পিত দায়িত্ব ও ক্ষমতাবলে সংগঠনের কার্যক্রম গতিশীল করার স্বার্থে ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদসহ ১৬ জনকে পদোন্নতি দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক (চিফ পেট্রন) বেগম রওশন এরশাদ।

গত সোমবার জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দুইজনকে কো চেয়ারম্যান এবং ১০ জনকে প্রেসিডিয়াম সদস্য, দুইজনকে ভাইস চেয়ারম্যান এবং দুইজনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে।

নতুন করে কো চেয়ারম্যান হলেন রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি ও আলহাজ এম এ সাত্তার।

নতুন করে প্রেসিডিয়াম সদস্য হলেন অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, নূরে হাসনা লিপি চৌধুরী, অধ্যাপক রওশন আরা মান্নান এমপি, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুন, মাহজাবিন মুর্শেদ, নুরুল ইসলাম নুরু, নুরুল ইসলাম ওমর, আরিফুর রহমান খান।

এছাড়া পদোন্নতি পেয়ে ভাইস-চেয়ারম্যানরা হলেন আমানত হোসেন আমানত ও মো. ইয়াহিয়া। যুগ্ম-মহাসচিবরা পদে পদোন্নতি পেলেন মো. জসিম উদ্দীন ভূইয়া ও রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মনোনয়ন ও সাংগঠনিক নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

আবহাওয়া ডেস্ক:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতে বিপাকে পড়েছে জেলার সর্বস্তরের মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে জেলার গৃহপালিত পশু-পাখি ও খেটে খাওয়া মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সোমবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ২ ডিগ্রি। এরপর মঙ্গলবার তাপমাত্রা একই ছিল। তবে বুধবার তাপমাত্রা বেড়েছে।

এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক:
সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। কেমো শেষ করে ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা থাকলেও তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে গেছে।

এন্ড্রু কিশোর বর্তমানে নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যানসারে আক্রান্ত। গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যান। গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা ধরা পড়ে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি ধাপে ২৪টি কেমো দিতে হবে। ইতিমধ্যে ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম ধাপে প্রথম কেমোথেরাপির প্রস্তুতি চলছিল। তবে তা শুরু করা যায়নি। এখনো ৭টি কেমো দেওয়া বাকি।