বরিশালে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সাজা

শামীম আহমেদ:
বরিশাল জেলার হিজলা উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রােেম এক তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ।

 

অপরদিকে এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মান্নান ব্যাপারীকে খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত মো. সাইদুল রাড়ি একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৩ এপ্রিল আসামি সাইফুল বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকায় তার বেয়াই মান্নান ব্যাপারীর বাড়িতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে।

 

পরবর্তীতে সাইফুল ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই তরুণীর মা বাদী হয়ে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাপব্যুনালে একটি মামলা দায়ের করেন। আদালত ১০ জনের মধ্য ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক দণ্ডপ্রাপ্তের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

কৃষকদের কাছ থেকে সয়াবিন কিনবে সরকার

শামীম আহমেদ:

(বিনা) মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী বলেছেন, আমরা বাজার থেকে যে সয়াবিন তৈল ক্রয় করছি তা আদো সেই তৈল সয়াবিন কিনা তা আমাদের ভাবতে হবে।

বাজারে যে দামে সয়াবিন বিক্রি হচ্ছে তাতে করে আসল সয়াবিন পাওয়া নিয়ে যথেষ্ট সন্দ্রেহ রয়েছে।( বিনা) এখন আমরা উন্নত মানের সয়াবিন তৈল,সরিষা,বাদাম ও সূর্যমুখী চাষের ব্যবস্থা করেছি।

আমাদের কৃষকরা ইতিমধ্যে ধানের ফলনে তেমন একটা দাম না পাওয়ার কারনে অনেকটা স্থবিত হয়ে পড়েছে তাই বিনার সয়াবিন চাষের মাধ্যমে অধিক লাভবান হওয়ার পাশাপাশি সে তেল সরকার এখন কৃষকদের কাছ থেকে ক্রয় করার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন আগে আমাদের দেশের মানুষ নিজস্ব খেতের উৎপাদনের সরিষা,তিল তেল খেত সেসময়ে কয় জনের বড় ধরনের রোগ বালাই হয়েছে।

এখনতো আমরা বাজার থেকে তৈল কিনে খাচ্ছি যার ফলে হার্ড থেকে শুরু করে বিভিন্ন রোগে আমরা দিন দিন বেশী আক্রান্ত হচ্ছি।

মহাপরিচালক আরো বলেন সরকার (বিনা) পরমানু গবেষনার মাধ্যমে নতুন নতুন জাতের ফসলের বিজ উৎপাদন করার উপর গুরুত্ব দিয়েছে।

তাই আমরা যন্ত্রচালিত কৃষি চাষের ব্যবস্থা গ্রহন করেছে যাতে কৃষকদের জমিতে কাজে উপকার হয়।

আজ রবিবার (১২ই) জানুয়ারী দুপুরে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর বিনা উপকেন্দ্র প্রশিক্ষণ হলে বরিশাল অঞ্চলের চাষ উপযোগী বিনা উদ্ভাবিত ডাল ও তৈল ফসলের চাষাবাদ কৌশল শীর্ষক কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রহমতপুর বিনা উপকেন্দ্রের কর্মকর্তা ড. মোঃ বাবুল আখতারের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ সামসুল আলম ও উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন তালুকদার সহ বেশ কয়েকজন কৃষক এখানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চলানা করেন (বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা সোহেল রানা।

কৃষি প্রশিক্ষণ কর্মশালায় বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা,উজিরপুর ও গৌরনদীর মাহিলাড়ার দেড় শতাধিক কৃষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।

২০২১ সালের ইজতেমার তারিখ ঘোষনা

নিজস্ব প্রতিবেদক:

২০২১ সালেও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে। প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ১০ জানুয়ারি। দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ জানুয়ারি।

রবিবার সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে বিশ্ব তাবলিগের শীর্ষ মুরব্বিদের মাশওয়ারায় এ সিদ্ধান্ত হয়।
মাশওয়ারায় আলমি শুরার সদস্য ছাড়া কাকরাইল ও রায়বেন্ডের মুরব্বিদের পাশাপাশি শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন দেশের মারকাজের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমবয়ান শুরু করেন ভারতীয় মাওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলা। এরপর শুক্রবার বাদ ফজর আমবয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ।

১৭ থেকে ১৯ জানুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন দ্বিতীয় পর্বে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধে স্কোয়াড গঠন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে র‌্যাগিং সংস্কৃতি বন্ধে স্কোয়াড গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি র‌্যাগিং আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত প্রতিকার পাইয়ে দেয়ার জন্য অ্যান্টি-র‌্যাগিং কমিটি গঠন করতে তিন মাসের সময় বেঁধে দিয়েছেন আদালত।

একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। রুলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে র‌্যাগিং সংস্কৃতি বন্ধে কমিটি গঠন করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। রুলে শিক্ষার্থীদের জীবন ও সম্মানরক্ষায় র‌্যাগিং বন্ধে নীতিমালা করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা-ও জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে রোববার (১২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে র‌্যাগিং আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত প্রতিকার পাইয়ে দিতে অ্যান্টি-র‌্যাগিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে এ কমিটি গঠন করতে হবে। সঙ্গে সঙ্গে রুলও জারি করেছেন আদালত। রুলে শিক্ষার্থীদের জীবন ও সম্মান রক্ষায় র‌্যাগিং বন্ধে নীতিমালা করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

গত ৯ অক্টোবর র‌্যাগিং বন্ধ ও র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের বরাবর লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তায় জন্য অ্যান্টি-র‌্যাগিং কমিটি গঠন ও মনিটরিংয়ের জন্য অ্যান্টি-র‌্যাগিং স্কোয়াড গঠনে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা নোটিশে বলা হয়।

ওইসময় আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের বলেছিলেন, অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা তরুণ-তরুণীরা সিনিয়রদের র‌্যাগিংয়ের শিকার হন। সিনিয়ররা নতুনদের কান ধরে ওঠ-বস করানো, রড দিয়ে পেটানো, পানিতে চুবানো, উঁচু ভবন থেকে লাফ দেয়ানো, সিগারেটের আগুনে ছ্যাঁকা দেয়া, গাছে ওঠানো, ভবনের কার্নিশ দিয়ে হাঁটানো, এমনকি দিগম্বর পর্যন্ত করে নির্যাতন চালান। এছাড়াও গালিগালাজ করা, কুৎসা রটানো, নজরদারি করা ও নিয়মিত খবরদারির মতো নানা ধরনের মানসিক নির্যাতন করা হয় নবীন শিক্ষার্থীদের। র‌্যাগিংয়ের নামে এ ধরনের নির্যাতনের অপসংস্কৃতি বন্ধ করতে হবে।

পরে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইশরাত হাসান।

বরিশালে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। রবিরাব ১১ জানুয়ারী বিকলে সাড়ে ৪ টার দিকে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।

বরিশাল র‌্যাব সূত্র জানা গেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর গ্রামের রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোঃ নিরব হোসেন সাগর ও মোঃ পারভেজ হাওলাদারকে ইয়াবাসহ আটক করা হয়।

এদের কাছে থেকে ৪৩ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ১৭ হাজার টাকা উদ্ধার করেন। এঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া আর কনকনে ঠাণ্ডায় জবুথবু অবস্থা সাধারণ মানুষের।

গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে চার শতাধিক চরাঞ্চলে বসবাসকারী মানুষের। এমন অবস্থায় তীব্র শীতের দাপটে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষগু‌লো। অনেকে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হলেও কনকণে ঠাণ্ডায় কা‌হিল হ‌য়ে পড়ছেন।

এদিকে, দীর্ঘ সময় ধরে তাপমাত্রা নিম্নগামী থাকায় বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় বোরো আবাদ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

কু‌ড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের কৃষক আব্দুল হক জানান, বেশ কিছু‌দিন ধরে তীব্র শীতে বোরো বীজতলা বিবর্ণ হয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায়  বলেন, রোববার সকালে সারাদেশের মধ্যে সর্ব‌নিম্ন তাপমাত্রা রাজারহাটে রেকর্ড করা হয়েছে ৯ দশ‌মিক ৫ ডিগ্রি সেল‌সিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তি‌নি।

ভোলায় বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলায় দুই দল দস্যু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই দস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার দিবাগত রাতে মেঘনার বঙ্গেরচর পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রাজাপির ইউনিয়নের রামদাসপুর এলাকার বাহাদির (৩৮) ও কামাল (৩২)।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা সদস্য দেলোয়ার হোসেন জানান, গভীর রাতে মেঘনার বঙ্গেরচর পয়েন্টে দুইদল দস্যু বন্দুকযুদ্ধ করছে- এমন খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড দুই জনকে আটক করে। ঘটনাস্থল থেকে ৯টি রাম দা উদ্ধার করে। কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি অফিসার মুনায়েম অভিযানের নেতৃত্ব দিয়েছন।

হাতে ১৪ টি সেলাই নিয়েও খেলতে চান মাশরাফি

স্পোর্টস ডেস্ক:

বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় হাতের তালুতে বড় চোট পেয়েছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে না খেলার মতো অবস্থায় নেই তিনি। যদিও হাতে ১৪টি সেলাই লেগেছে তার। তবে বড় খবর হলো, এই চোট নিয়েও খেলতে চান মাশরাফি। আর মাশরাফি চাইলে বিসিবি’র মেডিক্যাল বোর্ড ব্যবস্থা করে দেবে।

রোববার (১২ জানুয়ারি) এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘উনি হাতে যে ব্যথা পেয়েছেন তা খেলার অযোগ্য নয়। ম্যাচের গুরুত্ব বিবেচনা করে উনি যদি খেলতে চান তবে আমরা ব্যবস্থা করে দেব।’

ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানিয়েছেন, এই চোট নিয়েও মাশরাফি খেলতে ইচ্ছুক। তিনি বলেন, ‘সে খেলতে ভীষণ ইচ্ছুক। আমরা বুঝতে পারছি না কী করব।’

শনিবার (১১ জানুয়ারি) খুলনার ব্যাটিং ইনিংসের ১১তম ওভারে মেহেদি হাসানের ঝুলিয়ে দেওয়া একটি বল কাভারের ওপর দিয়ে সীমানাছাড়া করার জন্য সজোরে ব্যাট চালান রাইলি রুশো। কাভারে দাঁড়িয়ে থাকা মাশরাফি বাম-দিকে ঝাঁপিয়ে পড়ে  ক্যাচটি লুফে নেয়ার চেষ্টা করেন। কিন্তু দ্রুত গতির বল মাশরাফির হাতে লেগে বেরিয়ে যায়। ম্যাশ কিছুক্ষণ মাঠে শুয়ে থাকার পর যখন উঠে দাঁড়ান তখন দেখেন হাতের তালু দিয়ে রক্ত ঝরছে।

দলের ফিজিও দৌড়ে এসে মাশরাফিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঠের বাইরে নিয়ে যান। তারপর আর মাঠে ফেরেননি তিনি।

আগামী ১৩ জানুয়ারি অ্যালিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে মাশরাফির দল ঢাকা প্লাটুন।

 

জরাজীর্ণ সাঁকোই ভরসা ১০ সহস্রাধিক মানুষের

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কালিরবাজার সংলগ্ন মানস খালের উপর নির্মিত একটি বাঁশের সাঁকোই এলাকার ১০ সহস্রাধিক মানুষের চলাচলের একমাত্র ভরসা।

সাঁকোর মাঝখানের বেশ কয়েকটি বাঁশের জাকলা (বাতা) ভেঙে যাওয়ায় সেটি এখন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তারপরও এর উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী।

এ সাঁকোর উপর দিয়ে গিদারী ও ঘাগোয়া ইউনিয়নের প্রধানের বাজার, সোনালেরভিটা, খলিসার পডল, বারটিকবী, খরিয়ার চর, ঝাকুয়ারপাড়া, বালিয়ার ছড়া, রহমাননগরসহ পার্শ্ববর্তী এলাকার প্রায় ১০টি গ্রামের ১০ সহস্রাধিক মানুষ এই সাঁকো দিয়েই আসা-যাওয়া করেন।

শুকনো মৌসুমে সাঁকোর নীচ দিয়ে যাতায়াত করা গেলেও বেশির ভাগ পথচারী ঝুঁকি সত্ত্বেও সাঁকোর উপর দিয়েই চলাচল করে। তবে বর্ষাকালে যাতায়াতের জন্য এ সাঁকো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই।

এলাকাবাসী জানায়, বাঁশের সাঁকোর আগে এই খালের উপর রংপুর জেলা বোর্ডের নির্মিত একটি সেতু ছিল। ১৯৮৮ সালের বন্যার সময় পানির তোড়ে বিধ্বস্ত হয়ে ভেসে যায় সেই সেতু। পরবর্তীকালে ওই স্থানে আর কোনো সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় জনগণ নিজেরাই যাতায়াতের সুবিধার্থে ব্রিজের জায়গায় এই বাঁশের সাঁকোটি নির্মাণ করেন। সেসময় থেকেই সাঁকোটি ভেঙে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নিজেরাই মেরামত বা পুনঃনির্মাণ করে আসছেন। বর্তমানে সেই সাঁকোটির অবস্থা খুবই জরাজীর্ণ হয়ে গেছে। যেটি এখন সংস্কারের প্রয়োজন।

গিদারী ইউনিয়নের চেয়ারম্যান হারুনর রশিদ ইদু জানান, বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদ থেকে সদর উপজেলা প্রকৌশল বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এলজিইডির গাইবান্ধা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এবং জেলা প্রশাসনকে এলাকার জনগণের দুর্ভোগের বিষয়টি অবহিত করে সেতু নির্মাণের দাবি জানানো হয়। কিন্তু দীর্ঘদিনেও এ সমস্যার সমাধান হয়নি।

এ ব্যাপারে সদর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সাঁকোর জায়গায় ৪৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের প্রস্তাবনা প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।

পরিবারের সদস্যদের নিয়ে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

পরিবারের সদস্যসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ইজতেমার মোনাজাত দেখে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন তিনি। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চারদিন বিরতি দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি।