হাতে ১৪ টি সেলাই নিয়েও খেলতে চান মাশরাফি

স্পোর্টস ডেস্ক:

বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় হাতের তালুতে বড় চোট পেয়েছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে না খেলার মতো অবস্থায় নেই তিনি। যদিও হাতে ১৪টি সেলাই লেগেছে তার। তবে বড় খবর হলো, এই চোট নিয়েও খেলতে চান মাশরাফি। আর মাশরাফি চাইলে বিসিবি’র মেডিক্যাল বোর্ড ব্যবস্থা করে দেবে।

রোববার (১২ জানুয়ারি) এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘উনি হাতে যে ব্যথা পেয়েছেন তা খেলার অযোগ্য নয়। ম্যাচের গুরুত্ব বিবেচনা করে উনি যদি খেলতে চান তবে আমরা ব্যবস্থা করে দেব।’

ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানিয়েছেন, এই চোট নিয়েও মাশরাফি খেলতে ইচ্ছুক। তিনি বলেন, ‘সে খেলতে ভীষণ ইচ্ছুক। আমরা বুঝতে পারছি না কী করব।’

শনিবার (১১ জানুয়ারি) খুলনার ব্যাটিং ইনিংসের ১১তম ওভারে মেহেদি হাসানের ঝুলিয়ে দেওয়া একটি বল কাভারের ওপর দিয়ে সীমানাছাড়া করার জন্য সজোরে ব্যাট চালান রাইলি রুশো। কাভারে দাঁড়িয়ে থাকা মাশরাফি বাম-দিকে ঝাঁপিয়ে পড়ে  ক্যাচটি লুফে নেয়ার চেষ্টা করেন। কিন্তু দ্রুত গতির বল মাশরাফির হাতে লেগে বেরিয়ে যায়। ম্যাশ কিছুক্ষণ মাঠে শুয়ে থাকার পর যখন উঠে দাঁড়ান তখন দেখেন হাতের তালু দিয়ে রক্ত ঝরছে।

দলের ফিজিও দৌড়ে এসে মাশরাফিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঠের বাইরে নিয়ে যান। তারপর আর মাঠে ফেরেননি তিনি।

আগামী ১৩ জানুয়ারি অ্যালিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে মাশরাফির দল ঢাকা প্লাটুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *