জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি জন্য রিলিজ স্লিপের আবেদন অনলাইনে শুরু হচ্ছে আজ। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় ভর্তি কার্যক্রম মঙ্গলবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৩ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের বিএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএড, এমএসএড, এমপিএড, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ও এলএলবি শেষ বর্ষের এ কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন এবং দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারী অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পন্ন করেছেন, সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

বরিশালে শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১১ হাজার ৪২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে সাতটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, আজকের একনেক সভায় আটটি প্রকল্প তুলে ধরা হয়। তার মধ্যে সাতটি অনুমোদন দিয়ে একটি প্রকল্প বাদ দেয়া হয়।

পরিকল্পনামন্ত্রী জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চারটি প্রকল্প যথাক্রমে ‘সিংড়া-গুরুদাসপুর-চাটমোহর সড়কের (জেড-৫২০৯) সিংড়া অংশের সড়ক বাঁধ উঁচুকরণসহ পেভমেন্ট পুনঃনির্মাণ ও প্রশস্তকরণ’ প্রকল্প; ‘পুঠিয়া-বাগমারা মহাসড়ক (জেড-৬০০৪) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প; ‘সুগন্ধা নদীর ভাঙন হতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) রক্ষার্থে ৩ দশমিক ৭৬৫ কিলোমিটার নদীতীরে স্থায়ী রক্ষাপ্রদ কাজ’ প্রকল্প এবং ‘জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন (ঢাক জোন)’ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্প; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বরিশাল স্থাপন’ প্রকল্প এবং ‘শিল্প মন্ত্রণালয়ের ‘নরসিংদী বিসিক শিল্পনগরী সম্প্রসারণ (প্রথম সংশোধিত) প্রকল্পও অনুমোদন দেয়া হয়েছে।

বরিশালে ফের লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় পল্ট্রি ফিড বহনকারী একটি বাল্কহেড ডুবে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।

বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, সোমবার সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার মিরেরহাট চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শিশির কুমার বলেন, ‘মর্নিং সান-৯’ নামে একটি যাত্রীবাহী লঞ্চ রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা নদীর মিরেরহাট এলাকা অতিক্রম করছিল।

“সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিপরীত দিক থেকে আসা নেছারাবাদগামী ‘বসুরচর’ নামে পল্ট্রি ফিড বোঝাই একটি বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়। এতে তলা ফেটে ডুবে যায় বাল্কহেডটি।”

ওসি জানান, এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য নৌযানের লোকেরা বাল্কহেডের চার শ্রমিককে উদ্ধার করেছে।

ডুবে যাওয়া বাল্কহেডে থাকা পল্ট্রি ফিডের মালিক নেছারাবাদ বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, তিনিসহ একই বাজারের ব্যবসায়ী এনায়েত হোসেন ও রেজাউল করিমের পল্ট্রি ফিড ছিল বাল্কহেডটিতে।

“৩০ লাখ টাকা মূল্যের ১৬শ বস্তা পোল্ট্রি ফিড নিয়ে রোববার ঢাকা থেকে নেছারাবাদের উদ্দেশে ছেড়ে আসে বাল্কহেডটি।”

ভোলায় গ্রাহকের দশ লাখ টাকা নিয়ে উধাও এনজিও

নিউজ ডেস্ক:

ভোলায় গ্রাহকদের আনুমানিক ১০ লক্ষ টাকা নিয়ে সকস বাংলাদেশ নামের একটি ভূয়া এনজিও উধাও হয়েছে বলে জানা যায়।

উধাও হওয়ার সংবাদ পেয়ে ভুক্তভোগী গ্রাহকরা ঐ অফিসের সামনে টাকার দাবীতে সকাল থেকে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ভোলার পরানগঞ্জ বাজার সংলগ্ন ভোলা-বরিশাল সড়কের পাশের মীর টাওয়ারের সামনে গ্রাকরা অবস্থান নেন।

গ্রাহকরা জানান, সকস বাংলাদেশ নামের একটি এনজিও এই মীর টাওয়ারের একটি ফ্লোর ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেন। এবং পূর্ব ইলিশা বাপ্তা ও পশ্চিম ইলিশার বিভিন্ন গ্রামে গিয়ে লোন/ঋণ দিবে বলে জনপ্রতি ৩ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্তু সঞ্চয়ের টাকা নিয়েছেন।

একাধিক ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার সকালে তাদেরকে লোন/ঋণ দেওয়ার কথা ছিলো। কিন্তু গ্রাহকরা লোন/ঋণ নিতে এসে দেখেন এনজিওটি তালাবদ্ধ এবং দেওয়ালে ঝুলানো সাইনবোর্ডটিও নেই।

জানা যায়, এখান থেকে এই পর্যন্তু প্রায় দুইশো গ্রাহক লোনের আশায় অগ্রিম সঞ্চয়ের টাকা দিয়েছেন এই ভূয়া এনজিওকে।

তবে বাড়ীর মালিক মীর মোঃ আনোয়ার হোসেন জানান, তাদের সাথে চুক্তিপত্র হওয়ার আগেই তারা পালিয়ে গেছেন।

এদিকে খবর পেয়ে ভোলা সদর মডেল থানার এস আই মোঃ রফিকুল ইসলাম ফিরোজ সরেজমিন ঘুরে দেখে ভুক্তভোগীদের সাথে কথা বলেন। এবং ভূয়া ঐ এনজিও খোঁজ করে গ্রাহকদের টাকা ফিরিয়ে পাওয়ার আশ্বাস দেন তিনি।

বরিশালের দোয়ারিকা সেতু রক্ষায় প্রায় ২৮৪ কোটি টাকার প্রকল্পের অনুমোদন

নিউজ ডেস্ক:

সেতুর আশপাশে বালু উত্তোলন বা বালুমহাল করা যাবে না। এতে পিলারের সাপোর্ট নষ্ট হয়ে সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

‘সুগন্ধা নদীর ভাঙন হতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) রক্ষার্থে ৩.৭৬৫ কি.মি. নদী তীরে স্থায়ী রক্ষাপ্রদ কাজ’ প্রকল্পটি অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। ২৮৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে চলতি সময় থেকে ২০২২ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সেতু সংলগ্ন সুগন্ধা নদীর বাম তীর ২ কি.মি., সেতু সংলগ্ন সুগন্ধা নদীর ডান তীর ১ দশমিক ৭৬৫ কি. মি. ও নদীর উত্তর পাশে সৃষ্ট চরে ০ দশমিক ৬২৫ কি. মি. ড্রেজিং কাজ করা হবে। একইসঙ্গে নির্মাণকালীন সেতু ও অ্যাপ্রোচ সড়ক রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সুগন্ধা নদীর ভাঙন থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) ও সেতু অ্যাপ্রোচ সড়ক রক্ষাসহ উন্নত ও নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনসহ প্রকল্প এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।

একনেক সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সেতুর আশপাশে নদীতে নাব্যতা রক্ষা করতে হবে। নদীর নাব্যতা ঠিক করতে ড্রেজিং করতে হবে। আবার এমনভাবে ড্রেজিং করা যাবে না যাতে নদীর পাড় ভাঙে।’

সড়কের দুইপাশে ফাঁকা জায়গা থাকলে সেখানে গাছ লাগানোরও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

হাসানাত আব্দুল্লাহকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের শুভেচ্ছা

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

আজ রবিবার (৬জুন) বরিশাল সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা জানায়।

এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, ইসমাইল হোসেন নেগাবান, কাজী মেহেরুন্নেছা বেগম সহ নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ।

বরিশালে দূর্ঘটনার কবলে সুরভী ৯

নিউজ ডেস্ক:
প্রায় দুই সহস্রাধিক যাত্রী নিয়ে কীতর্নখোলায় ভাষছে ঢাকা-বরিশাল নৌ-রুটের বিলাশবহুল লঞ্চ সুরভী-৯। সোমবার রাত ৯টায় লঞ্চ ছাড়ার পর নদীর অপর প্রান্তে চরকাউয়ায় ব্লকের সাথে ধাক্কা লেগে লঞ্চের পাখা, সেড ও আইল(ডানে-বামে ঘোরানো যন্ত্র) ভেঙে যায়।

এর পর থেকে লঞ্চটি আর ঢাকার উদ্যোশে রওনা দিতে পারে নি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০.৫৫) লঞ্চটি চরকাউয়া ঘাটে ছিল। এদিকে ঢাকা যেতে পারা না পারা নিয়ে যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছিল।

এবিষয়ে লঞ্চের ০১৭১১৯৮৩৫৩৪ নম্বরে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

লঞ্চের যাত্রীরা জানান, পারাবাত ৯ বরিশাল ঘাট থেকে ছেড়ে ঢাকার উদ্যোশে রওনা দেয়। কিন্তু সুরভী ৯ ওই লঞ্চের আগে যেতে চাইলে তারা উল্টে ঘুড়তে গিয়ে চরকাউয়া ঘাটে লেগে এই দুঘটনা ঘটে।