বরিশালে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

শামীম আহমেদ:
বরিশাল নগরের কাউনিয়াস্থ মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দেড়শত জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত শীতবস্ত্র হিসেবে পাওয়া কম্বল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আবদুর রকির, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগম, বিদ্যুৎসাহী সদস্য ম্যানেজিং কমিটি মফিজুল ইসলামসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের অভিভাবক-এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্র লীগের অভিভাবকের দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

সারাদেশে ছাত্র লীগকে সু-সংগঠিত করে রেখেছেন প্রধানমন্ত্রী। সুশৃঙ্খল ছাত্রলীগ সারাদেশে শান্তির পতাকা বয়ে বেড়াচ্ছে। শনিবার সকালে বাংলাদেশ ছাত্র লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা ছাত্র লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসারপর বাংলাদেশ ছাত্রলীগকে সু-সংগঠিত করেছেন।

সকাল ১১ টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে লালমোহন উপজেলা ছাত্রলীগের এক বর্নাঢ্য র‌্যালী পৌর শহর প্রদক্ষিণ করে থানার মোড় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেকে কেটে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকির বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম ফরাজীর সঞ্চালনায় এসময় লালমোহনের বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিবাহিত নারীকে নিয়ে পালাল যুবক, থানায় হাজির মা

অনলাইন ডেস্ক:

কুমিল্লার লাকসামে নিজের মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ওমর ফারুক (৩৬) নামক এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মোরশিদা বেগম নামের এক নারী। অভিযুক্ত ফারুক উপজেলার গোবিন্দপুর ইউপির দক্ষিণ চাঁদপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।

অভিযোগকারী মোরশিদা বেগম জানান, আমার মেয়ের স্বামী প্রবাসে থাকার সুযোগে এক সন্তানের জনক ফারুক তার সাথে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে। ফারুকের প্রলোভনে গত ২৫ ডিসেম্বর রাত ২টার দিকে সে নগদ ২ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়ি লাকসাম উপজেলার কোমড্ডা গ্রাম থেকে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। মোবাইল ফোনের মাধ্যমে ফারুকের নিকট এ বিষয়ে জানতে চাইলে সে আমাদেরকে হত্যার হুমকি দেয়। কোন উপায়ন্তর না দেখে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। মেয়েকে উদ্ধারে আমি প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।
ওই নারীর অভিযোগের বিষয়ে চেষ্টা করেও অভিযুক্ত ফারুকের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। লাকসাম থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তাদের সন্ধান নিশ্চিতের চেষ্টা চলছে।

ছাত্রলীগের পরিচিতিপর্বে বলা হয়নি শোভন-রাব্বানীর নাম

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটি আগের সব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উচ্চারিত হলেও বলা হয়নি বিভিন্ন অপকর্মের দায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীর নাম।

শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ওই অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পরিচিতি পর্বে সবার নাম বললেও উচ্চারণ করেননি শোভন-রাব্বানীর নাম।
এর আগে, বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়নি শোভন-রাব্বানীকে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কিন্তু সবশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠার পর তাদের পদ থেকে অপসারিত করা হয়।

বরিশালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারে মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে শনিবার এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বোয়ালিয়া বাজারের জনতা বস্ত্রালয়, রিপন হোটেল, অরূন স্টোর্স, বশির স্টোর্সসহ কয়েকটি দোকান থেকে মানহীন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। এ সময় নগদ ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।
একই সাথে জনসচেতনতা সৃষ্টির লক্ষে স্থানীয়দের মাঝে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া।

স্বর্নের ভরি ৬০ হাজার

নিজস্ব প্রতিবেদক:
১৫ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম হবে ৬০ হাজার ৩৬১ টাকা।

শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল রবিবার থেকে নতুন দামে অলংকার তৈরির এই মূল্যবান ধাতু বিক্রি হবে।
এর আগে, গেল বছরের ১৮ ডিসেম্বর স্বর্ণের দাম বেড়েছিল। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৫৩ হাজার ১৩ টাকা। এখন দাম রয়েছে ৫১ হাজার ৮৪৬ টাকা।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৩৯ হাজার ৭৪ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ২৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।

এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আর্ন্তজাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

মাঠ থেকে ছিটকে পরলেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক:

ইনজুরির কারণে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান ও সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। চলমান বঙ্গবন্ধু বিপিএলে অবশ্য নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ৮ ম্যাচে এক হাফসেঞ্চুরিতে ১৯০ রান করেন মোসদ্দেক। তবে নিজেকে প্রমাণের আর সুযোগ থাকছে না তার সামনে। কেননা ইনজ্যুরির জন্য বিপিএলের পরবর্তী ম্যাচগুলো আর খেলা হবে না তার। আগামী একমাস মাঠের বাইরে থাকতে হবে ডান হাতি ব্যাটসম্যানকে।

গত সোমবার রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ঘাড়ের নিচের দিকে ব্যথা পেয়েছিলেন মোসাদ্দেক। সেই ব্যথা নিয়েই দলের সঙ্গে সিলেট আসনে। কিন্তু খেলা হয়নি। ঢাকায় ফিরে স্ক্যান করার পর ধরা পড়ে তার ইনজ্যুরি ‘গ্রেড টু টিয়ার।’ এজন্য তাকে মাঠের বাইে চলে আসতে হলো। খেলতে পারবেন না পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও।

ছাত্রলীগ সভাপতি হলেন বরিশালের সন্তান জয়, সম্পাদক লেখক

নিজস্ব প্রতিবেদক: 
বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকের পদ দুটি অবশেষে ‘ভারমুক্ত’ হলো। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাদের ভারপ্রাপ্ত পদ ভারমুক্ত করেন। এখন থেকে পদ দুটি সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে বিবেচিত হবে।

শনিবার (৪ জানুয়ারি) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে এমন ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সর্বোচ্চ পদ সভাপতি-সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত। এ বিষয়টি ছাত্রলীগের জন্য কেমন কেমন জানি লাগে। তিনি ছাত্রলীগের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদটি ভারমুক্ত করার অনুরোধ জানান।

ওবায়দুল কাদেরের অনুরোধের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সভাপতি তাদের ভারপ্রাপ্ত পদকে ভারমুক্ত করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ করেছেন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদকে ভারমুক্ত করতে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগকে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত ঘোষণা করলাম। বাংলাদেশ ছাত্রলীগ এখন ভারমুক্ত।

গত বছরের ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে নানা অপকর্ম ও দুর্নীতির দায়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তখন বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। সেই থেকে ছাত্রলীগের শীর্ষপদ দুটি ভারপ্রাপ্ত অবস্থায় ছিল।

শনিবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ছাত্রলীগের ইতিহাসের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচিতি পর্বে উচ্চারিত হয়নি বিভিন্ন অপকর্মের দায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীর নাম।

এদিন বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পরিচিতি পর্বে সবার নাম ঘোষণা করেন।

বেলা আড়াইটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজনস্থলে আসেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরীয় পরিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাসিনাকে বরণ করে নেন ছাত্রলীগের নেতারা। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এরপর বাজানো হয় দেশাত্মবোধক গান।

জানা গেছে, ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানেও দাওয়াত দেয়া হয়নি শোভন-রাব্বানীকে।

তালতলী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আঃমুতালিব, সম্পাদক হারুন অর রশিদ

গতকাল ০৩ রা জানুয়ারী বরগুনার তালতলীতে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে প্রেসক্লাবের সদস্যরা ভোট প্রদান করেন রাত ৮ টার দিকে ভোট শুরু হয় এবং কয়েক ঘন্টার ব্যবধানে ভোট গননা করে ফলাফল ঘোষনা করা হয় । তালতলী প্রেসক্লাবের উপদেষ্টা ছোটবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু এর উপস্থিতিতে মোট ১৩ জন সদস্যর মধ্য ১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে টানা ২য় বারের মত ১ ভোট বেশি পেয়ে সভাপতি মোঃআবদুল মুতালিব ( যুগান্তর ) ও ১ ভোট কম পেয়ে সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ ( দক্ষিনঅঞ্চর ) নির্বাচিত হয়েছেন । ২০২০ সালের শুরু থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় মেয়াদ শেষ হওয়া প্রেসক্লাব বা সংবাদ সংস্থা গুলোতে নির্বাচন হয়েছে এবং হচ্ছে তারই ধারাবাহিকতায় সুষ্ঠ ভাবে তালতলী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হলো। নতুন কমিটিকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে দেশ ও জাতীর সার্থে তারা নিরপেক্ষ সংবাদ প্রচার ও প্রকাশ করবে এমনটাই আশা সুশিল সমাজের।
মোট জন সদস্য ভোট দিয়েছেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাইফুল্লাহ আল মামুন গোলাম বিবরিয়া ২০১৯ সালের  কমিটির দায়িত্ব পালন করেছেন মোঃআবদুল   মুতালিব ও মোঃগোলাম কিবরিয়া।

পূর্ণ দায়িত্ব পেলেন জয় ও লেখক

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারমুক্ত করে পূর্ণ দায়িত্ব দেয়া হলো।
আজ শনিবার দেশের ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাদের পূর্ণ দায়িত্ব অর্পণের ঘোষণা দেন।

নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। এরপরই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে লেখক ভট্টাচার্য দায়িত্ব পান।

প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “দেশের সকল আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা ছিলো। ছাত্রলীগের বহু নেতাকর্মী দেশের জন্য জীবন দিয়েছেন। কাজেই ইতিহাসের কথা মাথায় রেখে নেতাকর্মীদের কাজ করে যেতে হবে যেন দেশের মানুষ এই সংগঠনের প্রতি আস্থা পায়।