ছাত্রলীগের পরিচিতিপর্বে বলা হয়নি শোভন-রাব্বানীর নাম

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটি আগের সব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উচ্চারিত হলেও বলা হয়নি বিভিন্ন অপকর্মের দায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীর নাম।

শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ওই অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পরিচিতি পর্বে সবার নাম বললেও উচ্চারণ করেননি শোভন-রাব্বানীর নাম।
এর আগে, বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়নি শোভন-রাব্বানীকে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কিন্তু সবশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠার পর তাদের পদ থেকে অপসারিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *