বরিশালে কাভার্ড ভ্যানের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষ

বরিশালে কাভার্ড ভ্যানের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষ ঘটেছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে স্থানীয়ভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,চৌমাথা এলাকার ব্রিজ পার হওয়ার সময় কার্গোটিকে হঠাৎ করে একটি ব্যাটারি চালিত অটো ওভারটেক করতে চায়। এমন সময় অপর দিক থেকে আসা একটি বালীবাহি ট্রাক ব্যাটারি চালিত অটোটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে কার্গোর সাথে মুখোমোখি সংঘর্ষ হয়।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার এসআই মামুন জানান, ঢাকা মেট্রে ট ১১-৮৩৭৫ নম্বরের কার্গোর সাথে ঢাকা মেট্রে ট ১১-২১১২ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ট্রাকে অবস্থানরত মামুন,ইলিয়াস,লালচাদ নামের ৩ জনকে জিম্মায় রাখা হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাক ২টি দ্রুত রাস্তা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী জামাল। তিনি জানান,আমি খবরটি শুনে দ্রুত পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ তাদের কাজ করছে। দ্রুত রাস্তা জানজট মুক্ত হবে।

ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

আরিফুর রহমান আরিফ:: ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরে ১ মাস মেয়াদি হাঁসমুরগি পালন (১২০ তম ব্যাচ) ও মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপেয়ারিং( ১৪ তম ব্যাচ) প্রশিক্ষন কোর্সের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী ।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম এম মাহমুদ হাসান পিপিএম (বার), যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর (ভারপ্রাপ্ত)আব্দুল্লাহ আল-আমীন

বরিশালে রাজনীতি থেকে অবসরে গেলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খসরু

দীর্ঘদিন নিস্ক্রিয় থাকার পর অবশেষে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসরে গেলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খসরু। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। পদত্যাগের কপি ডাক যোগে বিএনপির মহাসচিব বরাবর পাঠানো হয়েছে।
আসাদুজ্জামান খসরু ১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত জেলা যুবদলের সভাপতি এবং ৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বরিশাল মহানগর বিএনপির ১নং সদস্য ছিলেন।

পরিচ্ছন্ন ও মেধাবী রাজনীতিবিদ হিসেবে নগরীতে সুপরিচিত আসাদুজ্জামান খসরু ক্রীড়াঙ্গনেও বেশ পরিচিত। ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে দেশ-বিদেশে সুনামের সঙ্গে সংগঠকের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান খসরু।

তবে তিনি দীর্ঘদিন পর্যন্ত বিএনপির রাজনীতি থেকে নিস্ক্রিয় ছিলেন। তার ভাই এটিএম শহিদুল্লাহ কবির বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে কাউন্সিলর নির্বাচিত হন। গতমাসে তাকে দলের পদ থেকে বাদ দেয়া হয়।

সপ্তাহে ৩ দিন শারীরিক সম্পর্কে বিপদ হতে পারে!

লাইফস্টাইল ডেস্ক:

স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্ক ধর্মীয়ভাবে বৈধ। রাষ্ট্রীয় বা সামাজিকভাবেও তাদের দাম্পত্য জীবনের বৈধতা দেওয়া হয়। তবে তা প্রতিদিনই সুখকর নয়। কিন্তু অনেকেই নিজের অজান্তে বিপদ ডেকে আনেন। ভারতীয় শাস্ত্রমতে, গর্ভধারণ বা শারীরিক সম্পর্কের জন্য সপ্তাহের সব দিন সঠিক নয়।

সূত্র জানায়, সপ্তাহে বিশেষ ৩ দিন শারীরিক সম্পর্ক হলে জীবনে চরম বিপদ ঘনিয়ে আসতে পারে। তাই সপ্তাহের এই ৩ দিন ভুলেও শারীরিক সম্পর্ক করবেন না। প্রশ্ন জাগতে পারে, কেনই বা এরকম নিয়ম মানতে হবে? জেনে নিন বিস্তারিত-

শনিবার: সপ্তাহের প্রথম দিন শনিবার। এ দিন শারীরিক সম্পর্কে সন্তানের ওপর শনিদেবের কুপ্রকোপ পড়ে। সন্তানের ভেতরে নেতিবাচক চিন্তা-ভাবনা দেখা দিতে পারে। এছাড়া জীবনে নানা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।

রোববার: সপ্তাহের দ্বিতীয় দিন রোববার। কোন কিছুর সূচনার জন্য রোববারকে ‘অশুভ দিন’ বলে মানা হয়। এ দিন শারীরিক সম্পর্কে সন্তানের ওপর রবির অশুভ প্রভাব পড়ে। শিশু অতিরিক্ত রাগি হয়ে উঠতে পারে। এছাড়া হৃদরোগ সংক্রান্ত কোনো অসুখে ভোগার আশঙ্কাও রয়েছে।

মঙ্গলবার: সপ্তাহের চতুর্থ দিন মঙ্গলবার। এ দিন শারীরিক সম্পর্কে মঙ্গলের উপর কুপ্রভাব পড়ে। যার ফলে ভবিষ্যতে সন্তানের প্রতি নিষ্ঠুর নিয়তি দেখা দিতে পারে। সন্তান অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়ার আশঙ্কাও থেকে যায়।

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলে মন্ত্রিসভার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বহুল সমালোচিত ও বিতর্কিত ‘নাগরিকত্ব সংশোধনী বিল’ অবশেষে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। বুধবার দেশটির মন্ত্রিসভায় অনুমোদিত এই আইন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দিতে চায়। তবে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমানো মুসলিম শরণার্থীদের ব্যাপারে এই বিলে কিছুই বলা হয়নি।

নাগরিকত্ব সংশোধনী বিল-২০১৬ গত লোকসভায় পাস করাতে ব্যর্থ হয় দেশটির ক্ষমতাসীন সরকার। পরে সংসদের একটি যৌথ কমিটি দ্বারা বিলটির তদন্ত হয়েছিল। এনডিটিভি বলছে, দেশটির মন্ত্রিসভায় বিলটি অনুমোদন পাওয়ায় আগামী সপ্তাহে তা সংসদে উঠতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ভারতের বিতর্কিত এই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আসামসহ দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। কিন্তু দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল এটির বাস্তবায়ন।

বিলটি সংসদের উচ্চকক্ষে পাস হলে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পাড়ি জমানো হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিষ্টানরা ভারতীয় নাগরিকত্বের পথ প্রশস্ত হবে। সংসদে এই আইন পাস হলে এসব শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের জন্য দেশটির ১৯৯৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করা হবে।

একদিন আগে ঝাড়খণ্ডে নির্বাচনী এক প্রচারে অংশ নিয়ে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে জাতীয় নাগরিক পঞ্জিকা (এনআরসি) বাস্তবায়ন করে সব অনুপ্রবেশকারীকে ভারত থেকে তাড়িয়ে দেয়া হবে।

প্রথমবারের মতো অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়িয়ে দেয়ার সময়সীমা উল্লেখ করে অমিত শাহ বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই সারা দেশেই জাতীয় নাগরিক পঞ্জিকার বাস্তবায়ন হবে।

আসামে বিতর্কিত জাতীয় নাগরিক পঞ্জিকা বাস্তবায়ন করে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার সেখানকার ১৯ লাখ মানুষকে নাগরিকত্ব তালিকা থেকে বাদ দিয়েছে। এই বাদ পড়াদের অধিকাংশ বাংলা ভাষাভাষি মুসলিম এবং অনেকেই বাংলাদেশি। তবে অন্য ধর্মেরও অনেক অনুসারী এই তালিকায় ঠাঁই পাননি।

আসামের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অ-মুসলিমদের মধ্যে দেশ ছাড়া হওয়ার আশঙ্কা দূর করতে নাগরিকত্ব সংশোধনী বিলটি আগে পাশ করাতে চায় বিজেপি সরকার। এই বিলে বলা হয়েছে, আফগানিস্তান পাকিস্তান, বাংলাদেশ থেকে যে অ-মুসলিমেরা (হিন্দু, পার্সি, শিখ, খ্রিষ্টান) ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাদের নাগরিকত্ব দেবে সরকার।

তবে বিলে প্রতিবেশী বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমানো মুসলিমদের ব্যাপারে কোনও কিছুই উল্লেখ করা হয়নি।

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা:
বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ ৩ ডিসেম্বর বিকেল ৫ টার দিকে বরিশাল নগরীর আমতলা মোড় এলাকায় কয়েকটি মিষ্টির দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন বরিশাল মোঃ সাইফুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। অভিযান পরিচালনাকালে নিউ গৌরনদী মাতৃ ভান্ডার নামক মিষ্টির দোকানে মিষ্টি এবং দধির মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সুপ্রিয় গৌরনদী মিষ্টান্ন ভান্ডারে নিম্নমানের মিষ্টি ও দধি বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট দুইটি দোকানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক বিবেচনা করে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।