বরিশালে রাস্তা ছেড়ে চায়ের দোকানে যাত্রীবাহি বাস

বরিশাল নগরীতে রাস্তা ছেড়ে চায়ের দোকানে উঠে গেছে যাত্রীবাহি বাস। এতে ভাগ্যক্রমে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দোকানী গুরুতর আহত হয়েছে। চায়ের কেটলির গরম পানিতে ঝলসে গেছে তার শরীরের কিছু অংশ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় বানারীপাড়া বাস টার্মিনালের সামনে এই ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিত ও বাসটির সামনের গ্লাস ভাংচুর করে। তবে পালিয়ে যায় বাসটি চালনা করা হেলপার।

প্রত্যক্ষদর্শী নতুন বাজারের ব্যবসায়ীরা জানায়, ‘বানারীপাড়াগামী আল মক্কা নামের একটি বাস নতুনবাজার বাস টার্মিনাল থেকে বের হচ্ছিলো। এসময় বাসটি চালাচ্ছিলো চালকের সহকারী (হেলপার)। দ্রুত গতিতে টার্মিনাল ভবন থেকে বের হওয়ার সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা চন্দ্রদ্বীপ টি- স্টোরে উঠিয়ে দেয়।

ঘটনাস্থল পরিদর্শন করা বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই আরাফাত রহমান হাসান বলেন, ‘ঘটনার সময় চায়ের দোকানে অন্য কেউ ছিলো না। যে কারনে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। তবে বাসের ধাক্কায় দোকানে থাকা চায়ের কেটলি’র গরম পানি দোকান মালিক অশোক মালীর গায়ে পড়ে। এতে তার পায়ের কিছু অংশ ঝলসে গেছে।

এসআই আরাফাত হাসান বলেন, ‘ঘটনার পর পরই বাসটি আটক করা হয়। কিন্তু আহত ব্যক্তি এই ঘটনায় কোন মামলা করতে অপরাগতা প্রকাশ করেছেন। তাই বাসটি বরিশাল জেলা বাস মালিক গ্রুপের জিম্মায় দেয়া হয়েছে। তাছাড়া আহত ব্যক্তিকে বাস মালিকের পক্ষ থেকে চিকিৎসা খরচ দেয়ার বিষয়ে বলা হয়েছে।

এদিকে অভিযোগ পাওয়া গেছে, ‘দুর্ঘটনার পরে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে ঘটনাস্থলে এসে আহত এবং প্রতিবাদকারীদের হুমকি ধামকি দেয়। এর ফলে দুর্ঘটনায় কেউ থানায় অভিযোগ দিতে সাহস পায়নি। তবে যে আহত হয়েছে তাকে ক্ষতিপুরন দেয়ার আশ্বাস দিয়েছে মালিক সমিতির ওই নেতা।

স্থানীয়রা আরও বলেন, ‘যেই বাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেটার কোন ফিটনেস, ট্যাক্স টোকেন নেই। তার মধ্যে চালকের পরিবর্তে হেলপার দিয়ে বাসটি চালনা করা হচ্ছিলো। পুলিশ এসব কিছু জেনেও তারা বাস বা বাস মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে মালিক পক্ষের সাথে সমঝোতা করে বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া নগরীর মূল পয়েন্টে এই ধরণের বাস টার্মিনাল থাকায় প্রতিনিয়ত সমস্যা ও ভোগান্তির কথাও জানান স্থানীয় বাসিন্দারা।

ব‌বির ৬ শিক্ষার্থী‌কে বৃত্তি প্রদান

বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রকল্যান সমিতির আয়োজনে বিভাগের ২য় বর্ষের ৬ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সা‌ড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তোমাদের নিজেদের পরিবারের প্রতি, দেশের মানুষের প্রতি এবং সর্বোপরি যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে। তোমরা যদি এ ৩টি বিষয়কে লক্ষ্য হিসেবে রেখে তোমাদের জীবনকে পরিচালনা কর তাহলে সত্যিকার অর্থেই তোমরা আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। উপাচার্য আরও বলেন তোমাদেরকে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এধরনের সহশিক্ষামূলক কার্যক্রমে আরও বেশি সক্রিয় হতে হবে। একইসাথে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও গবেষণার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমকে জোরদার এবং গতিশীল করার আহবান জানান উপাচার্য।

অনুষ্ঠানে ৬ মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ২,০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন যথাক্রমে মোঃ মাহবুবুর রহমান, মোঃ সাইফুল্লাহ, মুন্নী, সুইটি মন্ডল, মোঃ নকিবুল হাসান ও ইমরান হোসেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে লোক প্রশাসন ছাত্রকল্যান সমিতির বিদায়ী কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয় এবং নবগঠিত কমিটিকে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে লোকপ্রশাসন বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রত্যেকে পুরো এক সেমিস্টারে (৬ মাস) প্রতি মাসে ২০০০ টাকা করে মোট ১২,০০০ টাকা প্রদান করা হবে।

ঝালকাঠিতে এনআই এ্যাক্টের মামলায় শিক্ষক গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শুক্লা মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শুক্লা মন্ডল কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গামের পঙ্কজ কুমার মন্ডলের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ২০১৪ চেক জমা দিয়ে শুক্লা মন্ডল অস্ট্রেলিয়ায় নেয়ার নাম করে পটুয়াখালী জেলার মহিপুর থানার নজিবপুর গ্রামের ফারুক সিকদারসহ ৬ জনের কাছ থেকে ৩০ লাখ টাকা নেন। টাকা নেয়ার পরেও আস্ট্রেলিয়া লোক পাঠানে পারেনি শুক্লা মন্ডল। এর পরে বিভিন্ন সময় ওই ছয় জন মিলে টাকা চাইলে তা দিতে অস্বীকার করে শুক্লা। এর পরে ফারুক সিকদারের বাবা আবু সিকদার বাদি হয়ে শুক্লামন্ডলের বিরুদ্ধে এনআই এ্যাক্টে মামলা করেন। মামলাটি বর্তমানে পটুয়াখালীর আদালতে চলমান রয়েছে। এই মামলায় সাজা প্রাপ্ত আসামী শিক্ষক শুক্লা মন্ডল। ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন,‘ গ্রেফতার হওয়া শিক্ষক শুক্লা মন্ডলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমপিওর দাবীতে বরিশালে অনার্স মাস্টার শিক্ষক ফোরামের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

এমপিও নীতিমালা ২০১৮ ও জনবল কাঠামো সংশোধন করে বেসরকারি কলেজ সমূহের অনার্স–মাস্টার্স কোর্সের কর্মরত শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভূক্ত করে এমপিও ভূক্তির দাবিতে বরিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম।

বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের ব‌রিশাল জেলার সভাপ‌তি মোঃ ইউনুস শরী‌ফের সভাপ‌তি‌ত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন বরেন্য শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ, ওয়াকার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অধ্যাপক নজরুল হক নীলু, সনাক বরিশাল জেলা সভাপতি নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদা, শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বাকবিশিস আঞ্চলিক সভাপতি অধ্যক্ষ জলিলুর রহমান, জেলা সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান, বাকশিস জেলা সসভাপতি অধ্যক্ষ আমিনুর রহমানে, শিক্ষক নেতা আ ক ম মিজানুর রহমান, স্বাশিপ জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, বাসদ কেন্দ্রীয় নেতা ডা. মনিষা চক্রবর্তী,সিপিবি বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট এ কে আজাদ, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, জাকশিপ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা, অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোকলেসুর রাহমান মনি, আঞ্চলিক কমিটির সদস্য সচিব হুমায়ূন কবীর সুমন, যুব ইউনিয়ন জেলা সভাপতি রেজাউল ইসলাম খোকন, সম্পাদক অধ্যাপক বিপ্লব দাস, সভাপতি রেজাউল ইসলাম খোকন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেসরকারি কলেজ সমূহে অনার্স-মাস্টার্স কোর্স চালুর পর থেকে অধ্যবধি এই কোর্সের কর্মরত শিক্ষকেরা বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা জনবল কাঠামোতে না থাকার কারণে এমপিওভূক্ত হতে না পেরে বেতন বিহীন মানবেতর জীবন যাপন করছে।

জাতীয় শিক্ষানীতি ২০১০ এর ৮ ধারার ৩ বছর মেয়াদী ডিগ্রী পাস কোর্স তুলে দিয়ে ৪ বছর মেয়াদী অনার্স কোর্স চালু করায় নীতিনালা করলেও এই কোর্সের শিক্ষকদের জনবল কঠামে অন্তর্ভূক্ত ও এমপিওভূক্তির ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করেনি। আব্দার একই নীতিমালায় নিয়োগপ্রাপ্ত উপজেলা অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়কৃত ৩২১ টি কলেজে ২৬৮টি কলেজের ৩ হাজার ১শত অনার্স শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করলে বাকি ২৩২টি কলেজের সাড়ে ৩ হাজার শিক্ষককে এমপিও পর্যন্ত দেওয়া হচ্ছেনা।

এসময় বক্তারা এমপিও নীতিমালা ২০১৮ ও জনবল কাঠামো সংশোধন করে বেসরকারি কলেজ সমূহের অনার্স–মাস্টার্স কোর্সের কর্মরত শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভূক্ত করে এমপিও ভূক্তির দাবি জানান।

মানববন্ধন শেষে বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।