আমতলীতে মিথ্যা মামলা দিয়ে হয়নারী। পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের লোকজন

আমতলী প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার পুর্ব কুকুয়া গ্রামের খলিল গাজী প্রতিবেশী জালাল খান ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার মিথ্যা মামলা ও সন্ত্রাসীদের জীবন নাশের হুমকিতে জালাল খানের পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন রবিবার এমন অভিযোগ করেন তার স্ত্রী মোসাঃ বেগম।
জানাগেছে, উপজেলার পুর্ব কুকুয়া গ্রামের খলিল গাজী ও জালাল খানের মধ্যে বাড়ীর চলাচলের পথ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত ২৯ জুলাই খলিল গাজী প্রতিবেশী জালাল খানের চলাচলের পথ বদ্ধ করে দেয়। এর প্রতিবাদ করলে খলিল গাজী প্রতিবেশী জালাল খানের স্ত্রী মোসাঃ বেগমকে মারধর করে।

জালাল খানের স্ত্রী মোসাঃ বেগম অভিযোগ করে বলেন, শুধু মারধর করেই খ্যান্ত হয়নি খলিল গাজী। তিনি আমার স্বামী জালাল খান ও আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ওই মামলায় আমার স্বামী জেল হাজতে রয়েছে। আমার স্বামী জেল হাজতে থাকার সুবাদে খলিল গাজীর সন্ত্রাসী বাহিনী আমার পরিবারের লোকজনকে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিচ্ছে। তার সন্ত্রাসী বাহিনীর হুমকিতে আমার পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন।

স্থানীয় আইউব আলী মুসুল্লী ও সালেহা বেগম বলেন, খলিল গাজী ও তার লোকজন জালাল খানের চলাচলের পধ বন্ধ করে দেয়। এর প্রতিবাদ করলে খলিল গাজী ও তার লোকজন জালাল খানের স্ত্রী মোসাঃ বেগমকে বেধরক মারধর করেছে। তারা আরো বলেন, খলিল গাজী মারধর করে উল্টো জালাল খান ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হররানী করছে। তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন।
এ বিষয়ে খলিল গাজী মিথ্যা মামলা ও জীবন নামের হুমকির কথা অস্বীকার করে বলেন, জালাল খান উল্টো আমার পরিবারের লোকজনকে মারধর করেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে আমন ধানের বীজ সংঙ্কট, দিশেহারা কৃষক, ৩৬০ টাকার ধান ১০০০ টাকায় বিক্রি!

আমতলী প্রতিনিধি।
বিরামহীন ভারী বর্ষণে আমতলী উপজেলার ৩১৮ হেক্টর আমন ধানের বীজতলা পঁচে হয়ে গেছে। এতে আমতলীতে আমন ধানের বীজের তীব্র সংঙ্কট দেখা দিয়েছে। রবিবার আমতলীতে অসাধু ব্যবসায়ী রত্তন গাজী বিএডিসির ৩৬০ টাকার ১০ কেজি বীজ ধান ৮’শ থেকে টাকায় বিক্রি করছেন। দ্রুত অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা এবং বীজ সংঙ্কট নিরসনের দাবী জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
জানাগেছে, গত ২৬ জুলাই থেকে ছয় দিনের বিরামহীন বর্ষণে আমতলীতে চরম জলাবদ্ধতা দেখা দেয়। ওই জলাবদ্ধতায় উপজেলার ৩১৮ হেক্টর জমির আমনের বীজতলা পঁচে যায়। পুনরায় কৃষকরা বীজতলা তৈরির উদ্যোগ নেয়। ওই বীজতলা তৈরিতে ১’শ ৯৫ মেট্রিক টন আমন ধানের বীজের প্রয়োজন হয়। কিন্তু এই মুহুর্তে কৃষকদের হাতে বীজ ধান নেই। কৃষকরা বিএডিসি, উপজেলা কৃষি অফিস ও বীজের দোকানে হন্য হয়ে বীজ খুঁজছেন। কিন্তু বীজ পাচ্ছেন না। বীজ না পেয়ে দিশেহারা হয়ে পরেছেন কৃষকরা। এদিকে বীজের চাহিদাকে পুঁজি করে অসাধু বীজ ব্যবসায়ী রত্তন গাজী অবৈধ পথে বিএডিসির ৮’শ কেজি ধান এনে গোপনে বেশী দামে বিক্রি করছেন। তিনি ৩৬০ টাকার ১০ কেজি ধান ৮’শ টাকায় বিক্রি করছেন। কৃষকরা নিরুপায় হয়ে বেশী দামে ওই বীজ ক্রয় করছেন। কৃষকরা অভিযোগ করেন, বীজ ব্যবসায়ী ৩৬০ টাকার ধান ৮’শ টাকায় বিক্রি করছেন। অপর দিকে বীজ ধানের সংঙ্কটকে পুঁজি করে বিভিন্ন কোম্পানীর ধান বেশী দামে বিক্রি করছেন ডিলাররা। তারা ৭০০ টাকার ধান ১০০০ টাকার বিক্রি করছেন বলে অভিযোগ করেন কৃষক আলম মিয়া।
রবিবার দুপুরে আমতলী পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তায় তালুকদার টেডার্স, আরিফ স্টোর, মামুন স্টোর, হাওলাদার টেডার্স ও ইউনুস ডিলারের দোকান ঘুরে আমন ধানের বীজ পায়নি। বীজ ধান না পেয়ে কৃষকরা খালি হাতে ফিরে গেছেন। অপরদিকে আমতলী সরকারী কলেজের সামনে গাজী বীজ ভান্ডারের মালিক রত্তন গাজী অবৈধভাবে বিএডিসির ৮০০ কেজি বীজ এনে বেশী দামে বিক্রি করছেন। তিনি ৩৬০ টাকার দশ কেজি বীজ ৮’শ টাকায় বিক্রি করছেন।
আমতলী পৌরশহরের ওয়াবদা এলাকার কৃষক জাহিদ ও আনসার মিয়া বলেন, রত্তন গাজীর দোকান থেকে ১০ কেজি বিএডিসির বিআর-২৩ ধানের বীজ ৮’শ টাকার ক্রয় করেছি।
তালতলীর কৃষক সোহরাফ হোসেন বলেন, রত্তন গাজীর দোকান থেকে ১০ বস্তা ধান ৮ হাজার টাকায় ক্রয় করেছি।
গাজী বীজ ভান্ডারের মালিক রত্তন গাজী ১০ কেজি ধান ৮’শ টাকায় বিক্রির কথা স্বীকার করে বলেন, চট্টগ্রাম থেকে ৮০০ কেজি আমনের বীজ ৫ হাজার ৬’শ টাকায় কিনে এনেছি।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, ভারী বর্ষণে ৩’শ ১৮ হেক্টর আমনের বীজতলা পঁচে গেছে। এতে বীজ ধানের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। তিনি আরো বলেন, বেশী দামে বীজ বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।

আমতলীতে মেয়ের বান্ধবীকে ধর্ষণ চেষ্টা! থানায় মামলা

আমতলী প্রতিনিধি।
মেয়ের বান্ধবীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা মোটর সাইকেল মিস্ত্রি শাহাদাত হোসেন তোতা মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে আমতলী থানায় এ মামলা হয়। পুলিশ অভিযুক্ত তোতা মিয়াকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।
জানাগেছে, যশোর জেলার কোতয়ালী থানার নাজির সংঙ্কপুর এলাকার আনোয়ার খানের ছেলে তোতা মিয়া মোটর সাইকেল মিস্ত্রি হিসেবে আমতলী উপজেলার মহিষকাটা বাসষ্ট্যান্ডে কাজ করেন। কাজের সুবাদে তিনি পরিবার পরিজন নিয়ে মহিষকাটা বাসষ্ট্যান্ডে একটি ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শ্রেনীতে অধ্যায়নরত। একই শ্রেনীতে পড়ুয়া তার মেয়ের বান্ধবী তার বাসায় আসা যাওয়া করতো।

মেয়ের বান্ধবীর প্রতি লেলুপ দৃষ্টি পড়ে বাবা তোতা মিয়ার। প্রায়ই মেয়ের বান্ধবীকে কু প্রস্তাব দিয়ে আসছে তোতা। কিন্তু মেয়ের বান্ধবী তার কু-প্রস্তাবে রাজি হয়নি। বিষয়টি বান্ধবী ও তার পরিবারের কাছে জানায় মেয়েটি। এতে ক্ষিপ্ত হয় তোতা মিয়া। গত এক মাস ধরে ওই মেয়ে তার বাসায় আসা বন্ধ করে দেয়। শুক্রবার ওই মেয়েটি তার এক আত্মীয়ের বাড়ী থেকে মহিষকাটা আসতেছিল। পথিমধ্যে ওই দিন সন্ধ্যায় রায়বালা সড়কের নির্জন স্থানে মেয়েটিকে ধরে রাস্তার পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায় তোতা। মেয়ের ডাক চিৎকারে লোকজন ছুটে এলে তোতা পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে মেয়ের নানা বাদী হয়ে আমতলী থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন।

পুলিশ অভিযুক্ত তোতাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন বলে জানান ওসি শাহ আলম হাওলাদার।
ধর্ষণ চেষ্টার শিকার মেয়েটির নানা বলেন, তোতার মেয়ে মীম ও আমার নানতি ১০ শ্রেনীতে চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন। লেখাপড়ার সুবাদে আমার নাতনি বান্ধবীর সাথে তার বাসায় যেত। ওই সুযোগে আমার নাতনিকে তোতা মিয়া কু-প্রস্তাব দেয়। কিন্তু আমার নাতনি তার প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে আমার নাতনিকে তোতা ধর্ষণ চেষ্টা চালিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত তোতা মিয়াকে গ্রেফতার চেষ্টা চলছে।

আমতলীতে উৎসব মুখর পরিবেশে গণ টিকা কার্যক্রম

আমতলী প্রতিনিধি।
উৎসব মুখর পরিবেশে বরগুনার আমতলী উপজেলায় গ্রামাঞ্চলের মানুষকে প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে। শনিবার মানুষ বৃষ্টি উপেক্ষা করে টিকা গ্রহন করেছেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণ থেকে মানুষকে রক্ষায় সরকার গণ টিকার আয়োজন করেন। শরিবার সকালে আমতলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ। উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ২৪ টি বুথে এ টিকার দেয়া হয়। মানুষ উৎসব মুখর পরিবেশ কেন্দ্রে এসে মানুষ টিকা গ্রহন করেছেন। সাতটি ইউনিয়নে চার হাজার ২’শ এবং পৌরসভায় ২ হাজার ৫ ’শ মানুষ টিকা নিয়েছেন।
শনিবার উপজেলার কুকুয়া, চাওড়া ও আমতলী সদর ইউনিয়ন পরিষদ ঘুরে দেখা গেছে, বৃষ্টি উপেক্ষা করে মানুষ উৎসব মুখর পরিবেশে মানুষ টিকা গ্রহন করছেন।
হরিমৃত্যুঞ্জয় গ্রামের বৃদ্ধ জব্বার হাওলাদার (৮০) বলেন, টিকা নিয়েছি। ভালোই লাগছে। সেকান্দারখালী গ্রামের আবদুল আলী (৯০) বলেন, মুই টিহা দিছি। মোর ভালোই লাগছে। মুই যে কয়দিন বাচমু ভালোই থাকমু।
আমতলী ইউনিয়র পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, গ্রামে ঈদের আনন্দ চলছে। মানুষ উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে এসে টিকা নিচ্ছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ বলেন, উপজেলায় সাতটি ইউনিয়ন ও পৌরসভায় ৬ হাজার ৭০০ মানুষ টিকা নিয়েছেন। টিকা নিতে মানুষের বেশ আগ্রহ রয়েছে। তিনি আরো বলেন, টিকা কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে চলছে।

গ্রীষ্মকালীন তরমুজ মধুমালা চাষে চমক, শুরুতেই সাফল্য

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
গ্রীষ্মকালীন তরমুজ মধুমালা চাষ করে চকম সৃষ্টি করেছেন কৃষক মোঃ রুহুল আমিন বিশ^াস। ওপরে হদলে ভিতরে টকটকে লাল রংয়ের মধুমালা তরমুজ ঝুলছে মাচায়। অপরুপ সৌন্দর্যে সোভিত তার ক্ষেত। সুস্বাদু তরমুজের রয়েছে প্রচুর চাহিদা। সখের বসে চাষ করে শুরুতেই সফলতা পেয়েছেন চাষী রুহুল আমিন। প্রতিদিন মানুষ ক্রয় এবং দেখতে আসছেন তার মধুমালা তরমুজ ক্ষেত। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামে।
জানাগেছে, আমতলী পৌরসভার সহকারী কর আদায়কারী আড়পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা কৃষক রুহুল আমিন বিশ^াস। চাকুরীর পাশাপাশি দীর্ঘদিন ধরে মৎস্য ও সবজি চাষ করে আসছেন। মৎস্য ও সবজি চাষে বেশ সফলতা পেয়েছেন তিনি। তার সফলতাকে আরো প্রসারিত করতে উদ্যোগ নেন গ্রীষ্মকালীন তরমুজ চাষে। উপজেলার কৃষি অফিসের পরামর্শে মধুমালা তরমুজ চাষ করেন। দ্বিধাদ্বন্ধে সখের বসত ১০ হাজার টাকা ব্যয়ে এ বছর জুন মাসের শুরুতে ২’শ মাধায় (জার) তরমুজের বীজ বপন করেন। মাঁচা তৈরি করে এ তরমুজ চাষ করা হয়। শুরুতেই যতার্থ পরিচর্যা করা হয়। অদম্য পরিশ্রম করে বীজ থেকে চারায় রুপান্তিত হয়। দুই মাসের মাথায় গাছে ফল ধরেছে। খুশিতে আত্মহারা চাষী রুহুল আমিন। শুরুতে ব্যঙ্গ বিদ্রুপ থাকলে ভয়কে জয় করেই তার এ তরমুজ চাষ। তার অদম্য শ্রমকে কিছুটা ব্যঘাত ঘটিয়েছেন বিরামহীন বর্ষণ। কিন্তু তেমন সমস্যা হয়নি। বর্তমানে তার গাছের তরমুজ বড় হয়েছে। থোকায় থোকায় মাঁচায় তরমুজ ঝুলছে। ওপরে হলদে ভেতরে টকটকে লাল সুস্বাদু তরমুজ। দেখলে অপরুপ সৌন্দর্যে সোভিত তার ক্ষেত। ইতিমধ্যে তিনি ৫০ টি তরমুজ বিক্রি করছেন। দামও বেশ ভালো। ধরন ভেদে ২’শ টাকা থেকে ৪’শ টাকায় একটি তরমুজ বিক্রি করছেন চাষী রুহুল আমিন। কিন্তু চাহিদামত তরমুজ ক্রেতাকে দিতে পারছেন না। ক্রেতাদের কাছে মুল্য বিবেচ্য বিষয় না তরমুজ পেলেই খুশি। ক্রেতাদের চাহিদামত তরমুজ দিতে না পারায় বিপাকে চাষী রুহুল আমিন। তরমুজ নিয়ে ক্রেতাদের মাঝে পরেছে যথারীতি হুরুস্তুল। ইতিমধ্যে চাষি রুহুল আমিন ১০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। গাছে আরো বেশ তরমুজ রয়েছে। পরীক্ষামুলক হলেও শুরুতেই তিনি চমক সৃষ্টি করেছেন। আশা করছেন এ বছর অন্তত আরো ৪০ হাজার টাকার তরমুজ বিক্রি করতে পারবেন। প্রতিদিন তার মধুমালা তরমুজ ক্ষেত দেখলে লোক এসে ভীড় করছেন।
তরমুজ ক্ষেত দেখতে আসা জাফর ও নজরুল ইসলাম বলেন, অসময়ের তরমুজ। দেখতে খুবই সুন্দর। গাছে থোকায় থোকায় হলদে রংয়ের তরমুজ ঝুলে আছে। এ যেন প্রকৃতির দেয়া অপরুপ সৌন্দর্য। তারা আরো বলেন, চেয়েছিলাম তরমুজ কিনতে কিন্তু পারিনি।
মধুমালা তরমুজ চাষী মোঃ রুহুল আমিন বিশ^াস বলেন, ছাত্রজীবন থেকেই মাছ ও সবজি চাষ করে আসছি। চাকুরী নেয়ার পরেও চাষাবাদ থেকে নিজেকে গুটিয়ে নিতে পারিনি। চাকুরীর ফাঁকে ফাঁকে মাছ ও সবজি চাষ করছি। কিন্তু দীর্ঘদিন ধরে নুতন কিছু চাষের উৎসাহ মাথায় ঘুরপাক খাচ্ছিল। তাই এ বছর জুন মাসে গ্রীষ্মকালীন তরমুজ চাষের উদ্যোগ নেই। পরীক্ষামুলক হলেও বেশ সফলতা পেয়েছি। সখের বসত হলেও এখন বেশ লাভবান হবো বলে আশা করছি। তিনি আরো বলেন, অসময়ের তরমুজ। চাহিদা অনেক কিন্তু ক্রেতাদের দিতে পারছি না। এখন পর্যন্ত ১০ হাজার টাকা বিক্রি করেছি। গাছে যে তরমুজ আছে তাতে আরো ৪০ হাজার টাকা বিক্রি করতে পারবো। আমার দেখাদেখি অনেকে এ তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করেছেন।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, মধুমালা তরমুজ গ্রীষ্মকালীন ফল। এ ফল চাষে বেশ লাভবান হওয়া যায়। তরমুজ চাষী রুহুল আমিন বিশ^াস এই প্রথম উপজেলায় মধুমালা তরমুজ চাষ করেছেন। বেশ সফলতা পেয়েছেন তিনি। তার দেখাদেখি অনেক কৃষক এ তরমুজ চাষে আগ্রহী হয়েছেন। তিনি আরো বলেন, গ্রীষ্মকালীন তরমুজ চাষে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো রিকসা চালক নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরজামান নামের এক অটোরিকসা চালক নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে উপজেলার পুর্ব কুকুয়া গ্রামে।
জানাগেছে, উপজেলার পুর্ব কুকুয়া গ্রামের সিরাজুল হকের ছেলে অটো রিকসা চালক নুরজামান মঙ্গলবার রাতে নিজের ঘরে অটো রিকসার ব্যাটারী চার্জে লাগিয়ে দেয়। বুধবার সকালে তিনি ওই গাড়ীর ব্যাটারীর চার্জার খুলতে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার ডাক চিৎকার শুনে তার স্ত্রী তাসলিমা বেগম বিদ্যুতের মুল সুইচ বন্ধ করে দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক হিমাদ্রী রায় তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত অটো রিকসা চালকের স্ত্রী তাসলিমা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, গাড়ীর ব্যাটারীর চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আমার স্বামী মারা গেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হিমাদ্রী রায় বলেন, নুরজামানকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পবিরারের দাবীর প্রেক্ষিতে নরজামানের মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমতলীতে এক মাস পাঁচ দিনের শিশু কন্যার মরদেহ উদ্ধার

আমতলী প্রতিনিধি ।
এক মাস পাঁচ দিনের শিশু কন্যা সারামনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুকন্যার বাবা শাহ আলম বাদী হয়ে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনা ঘটেছে উপজেলার পুর্ব সোনাখালী গ্রামে সোমবার রাতে।
জানাগেছে, উপজেলার পুর্ব সোনাখালী গ্রামের শাহ আলম ও রোজিনা দম্পতির গত ২৮ জুন সারামনি নামের এক শিশু কন্যার সন্তান জন্ম হয়। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ১৯ মাসের শিশু কন্যা শাকিলা ও ৩৫ দিনের শিশু কন্যা সারামনিকে ঘরে রেখে মা রোজিনা বেগম পায়খানায় যান। রোজিনা পায়খানা থেকে এসে শিশু সারামনিকে ঘরে খুঁজে পায়নি। শিশুটিকে না পেয়ে মা রোজিনা বেগম ডাকচিৎকার দেন। তার ডাক চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এসে শিশুটি খুঁজতে থাকে। ঘন্টাখানেক পরে শিশু কন্যার মরদেহ ঘরের পাশে একটি ঢোবায় স্বজনরা দেখতে পায়। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ ঢোবা থেকে তুলে পুলিশে খবর দেয়। মঙ্গলবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় শিশুর বাবা শাহ আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
শিশুর মা রোজিনা রেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোরা এইরহম সর্বনাশ কে হরলো?। মোর ময়নারে মোর কোলে ফিরাইয়্যা দে।
শিশুর বাবা শাহ আলম বলেন, আমার স্ত্রী শিশু কন্যা শাকিলা ও সারামনিকে ঘরে রেখে পায়খানায় যায়। ওই সময় ঘরে আমার প্যারালাইষ্ট মা ছাড়া কেউ ছিল না। আমি ও আমার বাবা দিন মজুরীর কাছে চরমোন্তাজ ছিলাম। ফাঁকা ঘরে কেউ আমার শিশু কন্যাকে তুলে নিয়ে ঢোবায় ফেলে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশু কন্যার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজে জাল সার্টিফিকেট দিয়ে অধ্যক্ষ! অবৈধভাবে কমিটি গঠন তদন্ত শুরু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
ডিগ্রী পাসের ভূয়া সনদ দেখিয়ে বকুলনেছা মহিলা কলেজের অধ্যক্ষে হিসেবে নিয়োগ নেন মোঃ ফোরকান মিয়া। জাল সনদ ধরা পরায় স্বেচ্ছায় অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন। ৮ বছর পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে কলেজের এডহক কমিটি গঠন করে পুনঃরায় কলেজের অধ্যক্ষের পদ দখল করেন। এ ঘটনায় বরগুনা জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেছেন। মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শুভ্রা দাশ তার কার্যালয়ে তদন্ত শুরু করেছেন।
জানাগেছে, আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজে ১৯৯৯ সালে মোঃ ফোরকান মিয়া বিএ (পাস) জাল সার্টিফিকেট গোপন রেখে ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক পদে চাকুরী নেন। ২০১০ সালে তিনি জাল জালিয়াতির মাধ্যমে ওই কলেজের অধ্যক্ষ পদে আসীন হন। অধ্যক্ষ পদে আসীন হওয়ার তিন বছরের মাথায় ২০১৩ সালে দুর্ণীতি, অর্থ আত্মসাৎ ও সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে কলেজের ব্যবস্থাপনা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেন। সাময়িক বরখাস্তের পরেই ডিগ্রী পাসের জাল সার্টিফিকেটের তথ্য বেড়িয়ে আসে।

মোঃ ফোরকান মিয়া আমতলী সরকারী কলেজে ১৯৯০-৯১ শিক্ষা বর্ষে বিএ শ্রেনীতে ভর্তি হন। ১৯৯২ সালের ডিগ্রী পাস (অনুষ্ঠিত ১৯৯৩ সালে) নিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষায় অংশ গ্রহন করেন। তার রেজিষ্ট্রশন নম্বর- ৫৩৭৫০ ও রোল নং- ৬৫৮। তিনি ওই বছর পরীক্ষায় অংশগ্রহন করলেও তার ফলাফল স্থগিত থাকে। কিন্তু তিনি জালিয়াতি করে ওই বছরই বিএ পাস সার্টিফিকেট সংগ্রহ করেন এবং ওই সার্টিফিকেট দিয়েই বকুলনেছা মহিলা কলেজে চাকুরী নেন। কিন্তু আমতলী সরকারী কলেজ থেকে তিনি বিএ পাস পরীক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ণ হয়নি মর্মে ওই কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান প্রত্যয়ন পত্র দেন। এ ঘটনার পর তিনি স্বেচ্ছায় বকুলনেছা মহিলা কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন। এরপরও তার সার্টিফিকেটের যাচাই বাছাইয়ের জন্য কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রনব কুমার সরকার ঢাকা বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবরে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রী শেখর চক্রবতী মোঃ ফোরকান মিয়ার ডিগ্রী (পাস) ১৯৯২ সনদ জাল মর্মে প্রত্যয়ন দেন। তার বিএ পাস জাল সার্টিফিকেটের বিষয়ে ২০১৩ সালে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। আদালতে ফোরকান মিয়া তার আমতলী কলেজের ডিগ্রী পাসের সনদ অস্বীকার করে প্রিমিয়াম ইউনিভার্সিটি অব টেকনোলজি নামক শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রী পাসের সনদ দাখিল করেন। কিন্তু বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনে উক্ত সনদপত্রের সত্যতা যাচাই করতে গেলে, বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক জেসমিন পারভীন স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে জানান, প্রিমিয়াম ইউনিভার্সিটি অব টেকনোলজি নামক তথাকথিত প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত নয় এবং অননুমোদিত প্রতিষ্ঠান কর্তৃক ডিগ্রী গ্রহণযোগ্য নয়।

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেন ব্যবস্থাপনা কমিটি। কিন্তু মোঃ ফোরকান মিয়া ওই সময় মহামান্য হাইকোর্টে পদ, বেতন ভাতা ফিরে পাওয়া ও নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধে হাইকোর্টে রীট পিটিশন দাখিল করেন। মহামান্য হাইকোর্টের বিচারক অধ্যক্ষ পদে নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেন। কিন্তু তার অধ্যক্ষ পদ পুনর্বহাল এবং বেতন ভাতার বিষয়ে কোন আদেশ দেয়নি।
এদিকে গত ১২ জুলাই পদত্যাগকৃত অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবুর রহমানের স্বাক্ষর জাল করে ফরোয়াডিং দিয়ে অবৈধভাবে জাতীয় বিশ^বিদ্যালয় থেকে এডহক কমিটির গঠন করেন। ওই কমিটি মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে গত ১৯ জুলাই মোঃ ফোরকান মিয়াকে অবৈধভাবে অধ্যক্ষের চেয়ারে বসিয়ে দেন। এ নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে নড়েচড়ে বসে প্রশাসন। এ ঘটনায় বরগুনা জেলা প্রশাসক মোঃহাবিবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শুভ্রা দাশকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শুভ্রা দাশ তার কার্যালয়ে তদন্ত শুরু করেছেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে বর্তমান এডহক কমিটি জাল সার্টিফিকেটধারী মোঃ ফোরকান মিয়াকে অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন। যা হাইকোর্টের আদেশ অবমাননার শামিল। তিনি আরো বলেন, ফোরকান আমার স্বাক্ষর জাল করে জাতীয় বিশ^বিদ্যালয় এডহক কমিটি পরিবর্তনের আবেদন করেছেন। তদন্ত কমিটির সম্মুখ্যে আমি লিখিতভাবে সব কিছু জানিয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত পদত্যাগকৃত অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া তদন্ত কমিটিতে উপস্থিত হওয়ার কথা স্বীকার করে বলেন, ২০১৩ সালে তৎকালীন ব্যবস্থাপনা কমিটি জোরপূর্বক আমার কাছ থেকে পদত্যাগপত্র নিয়েছেন। আমি তখন স্বেচ্ছায় পদত্যাগপত্র দেইনি। জাল সার্টিফিকেটের বিষয়ে ফোরকান মিয়া বলেন, আমতলী কলেজের ডিগ্রী পাসের সার্টিফিকেট আমার না, ওটা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমার নামে বানিয়েছে। কিন্তু প্রিমিয়াম ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি কর্তৃক দেয়া ডিগ্রীর সনদপত্র বৈধ বলে তিনি দাবি করেন।

বরগুনা জেলা প্রশাসক (শিক্ষা) শুভ্রা দাশ বলেন, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের তদন্ত শুরু হয়েছে। যথাসময়ে প্রতিবেদন দেয়া হবে।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, নতুন এডহক কমিটি গঠন এবং পদত্যাগকৃত অধ্যক্ষকে দায়িত্ব দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে বিশেষ ওএমএস বিতরনে ওজনে কম দেয়ার অভিযোগ

আমতলী প্রতিনিধি।
বরগুনার আমতলী পৌরসভার বিশেষ ওএমএস খাদ্য বিতরনে ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওজনে কম দেয়ায় এসিল্যান্ড মোঃ নাজমুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়াও খাদ্য বিতরনে নেই সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়াই নিচ্ছেন খাদ্য। স্বাস্থ্যবিধি রক্ষায় খাদ্য বিতরন কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না। এতে গরিবরা চাল ও আটার সাথে টাকা দিয়ে করোনা কিনছেন। ওজনে কম দেয়া এবং কালো বাজারে বেশী দামে বিক্রির অভিযোগ রয়েছে। দশ কেজির পরিবর্তে ৯ কেজি ৮’শ গ্রাম দিচ্ছে বলে অভিযোগ করেন সুবিধাভোগীরা। দ্রুত এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে হতদরিদ্র মানুষের খাদ্যে সঙ্কট লাঘবে সরকার আমতলী পৌরসভায় গত ২৫ জুলাই বিশেষ ওএমএস খাদ্য বিতরন কার্যক্রম শুরু করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ খাদ্য বিতরনে পৌরসভায় চারজন ডিলার নিয়োগ দিয়েছেন। প্রত্যেক পরিবার প্রতিদিন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে ৫ কেজি আটা নিতে পারবেন। ডিলারদের নির্দেশ রয়েছে প্রতিদিন তিন’শ পরিবারকে এ খাদ্য প্রদান করতে হবে। ওই হিসেবে পৌর শহরে প্রতিদিন এক হাজার ২’শ পরিবার কম মুল্যে খাদ্য পাচ্ছেন। গত ৯ দিনে ১০ হাজার ৮’শ পরিবার কম মুল্যে এ খাদ্য নিয়েছেন। কিন্তু অভিযোগ রয়েছে ডিলাররা ওজনে কম দিচ্ছেন। পাঁচ কেজি চালের বিপরীতে দিচ্ছেন ৪ কেজি ৮’শ গ্রাম চাল এবং একই পরিমান আটা দিচ্ছেন। এতে টাকা দিয়ে কিনতে আসা হত দরিদ্ররা চার’শ গ্রাম খাদ্য কম নিচ্ছেন। খাদ্য ওজনে কম দেয়ার অভিযোগে খাদ্য গুদাম এলাকার ডিলার আনিসুর রহমানকে এসিল্যান্ড মোঃ নাজমুল ইসলাম ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযোগ রয়েছে ডিলাররা উপকারভোগীদের খাদ্য না দিয়ে বেশী দামে কালো বাজারে বিক্রি করছেন।

এদিকে ওএমএস চাল বিতরন কার্যক্রমে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মাস্ক ছাড়া ঠাসাঠাসি করে লাইনে দাড়িয়ে উপকারভোগীরা খাদ্য নিচ্ছেন । এতে গরিবরা টাকা দিয়ে চাল ও আটার সাথে প্রাণঘাতী করোনা ভাইরাস কিনে নিচ্ছেন। স্বাস্থ্যবিধি রক্ষায় ওএমএস বিতরন কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না এমন অভিযোগ সচেতন মহলের। এতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণ দ্রুত ছড়িয়ে পরার আশঙ্কা করেছে সচেতন নাগরিকরা।
সোমবার দুপুরে পৌর শহরের খাদ্য গুদাম, আখড়া বাড়ী, একে স্কুল চৌরাস্তা ও ছুরিকাটা এলাকা ঘুরে দেখাগেছে, মানুষ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে মাস্ক ছাড়া লাইনে দাড়িয়ে খাদ্য নিতে অপেক্ষা করছেন। কিন্তু স্বাস্থ্যবিধি রক্ষায় ওএমএস খাদ্য বিতরন কর্তপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছেন না। আখড়া বাড়ীর সামনে ডিলার শাহজাহান মিয়া ওজনে কম দিচ্ছেন। ৫ কেজির চালের পরিবর্তে দিচ্ছেন ৪ কেজি ৮’শ গ্রাম। একই পরিমানে আটা দিচ্ছেন।

উপকারভোগী শাহিনা বেগম, আলেয়া, রুমা ও কল্পনা বলেন, বেইন্নাহালে চাউলের লইগ্যা বইয়্যা রইছি এহোন পোর্যন্ত পাইনাই। কোন সোমায় পাই কইতে পারি না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপকারভোগী বলেন, খাদ্য ওজনে কম দিচ্ছে। ১০ কেজি খাদ্যে চাল আটা মিলে ৪’শ গ্রাম কম দিচ্ছেন। ডিলাররা প্রভাবশালী হওয়ায় এর প্রতিবাদ করা যাচ্ছে না।
ডিলার শাহজাহান মিয়া চাল ওজনে কম দেয়ার কথা অস্বীকার করে বলেন, নিয়মমাফিক খাদ্য বিতরন করা হচ্ছে।
ডিলার আনিসুর রহমান ও বশির উদ্দিন বলেন, স্বাস্থ্য বিধি মেনেই খাদ্য বিতরন করছি। কিন্তু মানুষ নিয়ন্ত্রন করা খুবই কষ্টসাধ্য। খাদ্য নিয়ন্ত্রন অফিস ও প্রশাসনের লোকজন তদারকি করলে স্বাস্থ্যবিধি রক্ষা করা যেত।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা সমির কুমার রায় খাদ্য ওজনে চাল কম দেয়ার ও কালো বাজারে বিক্রির কথা অস্বীকার করে বলেন, স্বাস্থ্যবিধি রক্ষায় চেষ্টা করেও পারছি না। মানুষ প্রচন্ড ভীড় করে দাড়িয়ে থাকেন।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম বলেন, বিশেষ ্ওএমএস চাল সঠিকভাবে বিতরন কার্যক্রমে কঠোর নজরদারী রয়েছে। খাদ্য ওজনে কম দেয়ায় এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই চাল বিতরনে নির্দেশ দিয়েছি। তিনি আরো বলেন, মাস্ক পরিহিত ছাড়া কাউকে চাল দেয়া যাবে না।

আমতলীতে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে মারধর!

আমতলী প্রতিনিধি:
ছাগলে সবজি গাছ খাওয়াকে কেন্দ্র করে ৮৫ বছর বয়সি আব্দুল মান্নান মৃধাকে প্রতিবেশী কিশোর হাসিব হাওলাদার মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত বৃদ্ধকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে।
জানাগেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামের বৃদ্ধ আবদুল মান্নান মৃধার বাড়ীতে প্রতিবেশী স্বজল হাওলাদারের তিনটি ছাগল প্রায়ই ঢুকে সবজি গাছ খেয়ে ফেলে। সোমবার ওই ছাগল তিনটি তার বাড়ীতে প্রবেশ করলেই বৃদ্ধ মান্নান মৃধা একটি ছাগল ধরে বাড়ীতে আনার চেষ্টা করে। এমন মুহুর্তে ছাগল মালিক স্বজল হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও তার ফুফু মিনি বৃদ্ধের কাছ থেকে ছাগল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে হাসিব ও তার ফুফু মিনি বৃদ্ধকে কিল,ঘুসি ও লাথি মারে। এতে বৃদ্ধ জ্ঞান হারিয়ে ফেলে এবং তার হাত ও মুখমন্ডরে জখম হয়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
বৃদ্ধ আব্দুল মান্নান মৃধা বলেন, মুই বুড়া মানু, মোরে হাসিব ও তার ফুফু মিনি মারধর হরছে। মুই এইয়্যার বিচার চাই।
অভিযুক্ত হাসিব হাওলাদার বৃদ্ধকে মারধরের কথা স্বীকার করে বলেন, আমার গলা টিপে ধরায় তার সাথে ধস্তাধস্তি হয়েছে। কিন্তু বুড়ো মানুষ জ্ঞান হারিয়ে ফেলেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।