যুক্তরাষ্ট্রের একটি এফ-২২ যুদ্ধবিমান আলাস্কা উপকূলে অজানা বস্তুকে গুলি করে নামায়

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আলাস্কার উপকূলে আকাশে উড়তে থাকা একটি অজানা বস্তুকে যুদ্ধবিমানের সাহায্যে গুলি করে নামাতে নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানান, বস্তুটি আকারে ছিল একটি ছোট গাড়ির সমান এবং সেটি বেসামরিক বিমান চলাচলে যুক্তিসঙ্গত হুমকি হিসেবে দেখা দিয়েছিল। তবে বস্তুটির উদ্দেশ্য আর সেটি কোথা থেকে এসেছিল সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের জলসীমায় আকাশে ভাসতে থাকা চীনা বেলুন ধ্বংসের এক সপ্তাহ পর অজানা এই বস্তু গুলি করে নামানোর ঘটনা ঘটল। ওই ঘটনায় চীনা বেলুনটি মার্কিন সামরিক বাহিনী ধ্বংস করে দেয়।

শুক্রবার হোয়াইট হাউসে কথা বলতে গিয়ে জন কিরবি জানান, গত শনিবার দক্ষিণ ক্যারোলাইনায় যে বেলুনটি গুলি করে নামানো হয়েছিল অজানা বস্তুটি আকারে তার চাইতে অনেক ছোট। ওই অজানা বস্তুটি আলাস্কার উপকূলের উত্তরে মাটি থেকে ৪০ হাজার ফুট ওপরে আকাশে উড়ছিল।

অজানা বস্তুটি ঘণ্টায় ২০ থেকে ৪০ কিলোমিটার বেগে আলাস্কার ওপর দিয়ে উড়ে গেছে এবং গুলি করে নামানোর আগে এটি উত্তর মেরুর দিকে যাচ্ছিল। বাণিজ্যিক বিমানগুলো সাধারণত ৪৫ হাজার ফুট ওপর দিয়ে চলাচল করে।

এদিকে বিউফোর্ট সাগরের বরফ জমা পানি থেকে বস্তুটির ধ্বংসাবশেষ সংগ্রহ করতে হেলিকপ্টার ও পরিবহণ বিমান মোতায়েন করা হয়েছে।

এ প্রসঙ্গে জন কিরবি বলেন, ‘আমরা জানি না কে এটার মালিক, এটা কোন দেশের, নাকি কোনো করপোরেট সংস্থার অথবা ব্যক্তি মালিকানাধীন তাও আমরা জানি না।’

এই অজানা বস্তুটিকে গত বৃহস্পতিবার রাতে শনাক্ত করা হয় তবে ঠিক কয়টায় তা জানাননি কর্মকর্তারা।

কিরবি জানান, দুটি যুদ্ধবিমান ওই বস্তুটির কাছে চলে যায় এবং তাতে কোনো মানুষ নেই তা নিশ্চিত করে আর এই তথ্যটি শুধুমাত্র প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়। এরপর বস্তুটিকে গুলি করে নামানোর সিদ্ধান্ত দেন বাইডেন।

১১৯ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচে প্রাণের প্রদীপ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :

কয়েক দশকের মধ্যে ভয়াবহতম ভূমিকম্পের ১১৯ ঘণ্টা পর তুরস্কের কাহরামানমারাশ শহরের একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে কামিল কান নামের ১৬ বছর বয়সি এক কিশোরকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তুরস্ক শাখা সিএনএন তুর্কের এক প্রতিবেদনে বলা হয়, গত প্রায় ৫ দিন ধরে ধ্বংসাবশেষের নিচে আটকা থাকার কারণে খাদ্য ও পানির অভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে কামিল, তবে সৌভাগ্যবশত শারীরিক কোনো আঘাত সে পায়নি।

ধ্বংসস্তূপের নিচ থেকে কামিলকে উদ্ধারের ঘটনাটি লাইভ দেখানো হয়েছে সিএনএন তুর্ক চ্যানেলে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে কামিলের কণ্ঠস্বর শোনার পর তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন তারা।

শারীরিক দুর্বলতা সত্ত্বেও উদ্ধারের পর হাসিমুখে দেখা গেছে কামিলকে। তার পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। প্রায় ৫ দিন পর কামিলকে জীবিত অবস্থায় দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা।

৬ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তাৎক্ষণিক এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাশ প্রদেশের গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাশ প্রদেশেরই মূল শহরের নাম কাহরামানমারশ। এই শহরেরই বাসিন্দা কামিল কান ও তার পরিবার।

ভূমিকম্পের পর ৫ দিন, কিংবা ঘণ্টার হিসেবে ১০০ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। প্রবল ঠান্ডা, খাদ্য-পানির অভাবে ধ্বংসাবশেষে আটকা পড়ে থাকা হাজার হাজার মানুষের জীবিত থাকার আশাও শেষ হয়ে আসছে।

কিন্তু তারপরও, এখনও তুরস্কের বিভিন্ন শহরে ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হচ্ছে অনেককে। শুক্রবার সকালের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ইসকেনদেরুনের একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে এক পরিবারের ৬ জন সদস্য এবং ভূমিকম্পের এপিসেন্টার কাহরামানমারাশ থেকে সহোদর ২ কিশোরীকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

তুরস্কে এক তরুণীকে জীবিত ও ৩ মরদেহ উদ্ধার করল বাংলাদেশি দল

আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরইমধ্যে তারা ১৭ বছরের এক তরুণীকে জীবিত ও তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার রাতে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে সাতদিনের জন্য গত বুধবার রাতে ফায়ার সার্ভিসের ১২ জনসহ মোট ৬০ জনের একটি উদ্ধারকারী দল সি-১৩০ বিমানে করে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রুশ হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবারের এই হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে খারকিভ ও জাপোরিঝিয়া। পশ্চিমা রাজধানীগুলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সফরের একদিন পরেই এই হামলা চালানো হলো। খবর রয়টার্সের।

কিয়েভের বিমান বাহিনী বলছে, ৭১টির মধ্যে ৬১ ক্ষেপণাস্ত্রভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। তবে, দেশটির জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলছেন, ‘ইউক্রেনের ছয়টি প্রদেশের বিদ্যুৎ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে দেশের অধিকাংশ এলাকা অন্ধকারছন্ন হয়ে পড়েছে।’

রয়টার্স বলছে, গত চার মাস ধরে বেসামরিক ও বিদ্যুৎ স্থাপনায় হামলা জোরদার করেছে রুশ বাহিনী। এতে করে লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়ছে। এমনক,  তীব্র শীতে হিটারের মাধ্যমে উষ্ণ হতে পারছে না তারা। সুপেয় পানি থেকেও বঞ্চিত হচ্ছে। তবে, বেসামরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে আসছে রাশিয়া।

এদিকে, লন্ডন, প্যারিস ও ব্রাসেলস সফর শেষে নিজ দেশে ফিরেছেন জেলেনস্কি। এই সফরে কিয়েভকে সমর্থনের কথা জানালেও কোনো পশ্চিমা দেশ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি করেনি।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিতস্কো বলেছেন, ‘শুক্রবার সকালে গোটা দেশজুড়ে আকাশ হামলার সাইরেন বেজে উঠে। শুধুমাত্র রাজধানীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’

রাশিয়ার এসব হামলাকে নির্বিচার এবং যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ইইউ ও এর সদস্যরা ইউক্রেন ও দেশটির জনগণের সঙ্গে রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ তাদের আরও সামরিক সরঞ্জাম দেওয়া হবে।’

৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে নবজাতকসহ মা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। সময়ের সঙ্গে সঙ্গে দেশ দুটিতে বাড়ছে মরদেহের সংখ্যা। গৃহহীন হয়ে পড়েছে লক্ষাধিক লোক। জীবন রক্ষার্থে ঠান্ডা ও ক্ষুধার সঙ্গে লড়াই করছে তারা। একইসঙ্গে উদ্ধারকাজ চালানো হচ্ছে। তবে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে উঠছে।

এদিকে, ভূমিকম্পের ৯০ ঘণ্টা পর তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ হাতায় ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতকসহ মাকে উদ্ধার করা হয়েছে। ১০ দিনের ওই নবজাতকের নাম ইয়াগিজ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

স্থানীয় গণমাধ্যমে ওই নবজাতককে উদ্ধারের একটি ভিডিও প্রচারিত হয়েছে। এই ঘটনাকে ‘মিরাকেল’ বলে আখ্যা দিচ্ছেন তারা। ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে এক শিশুকে যত্নসহকারে ধসে পড়া ভবনের নিচ থেকে তোলা হচ্ছে। পরে তাকে শীত থেকে রক্ষার্থে একটি কম্বলে পেছানো হচ্ছে ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

অন্যদিকে, ওই নবজাতকের মাকে একটি স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের দিকে নেওয়া হচ্ছে। ওই মা ও নবজাতকের স্বাস্থ্যের বিষয়ে তেমন কিছু জানা যায়নি।

এই নবজাতক ও মাকে উদ্ধারে কাজ করেছে ইস্তানবুলের একটি উদ্ধারকারী দল। ইস্তানবুলের মেয়র একরাম ইমামোগ্লু এক টুইট বার্তায় বলেন, ‘সামাডাগ শহর থেকে আমাদের উদ্ধারকারী দল ওই মা ও নবজাতকে উদ্ধার করেছে।’

গত সোমবার দুই দফায় তুরস্ক ও এর পার্শ্ববর্তী দেশে সিরিয়ায়  ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে দুদেশে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি মানুষ মারা গেছে, যার অধিকাংশই তুরস্কের।

এই প্রাকৃতিক দুর্যোগকে ‘শতাব্দীর সবচেয়ে বড় দুর্যোগ’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান। এই ভূমিকম্পে উদ্ধার কাজ শ্লথ গতিতে চলছে বলে অভিযোগ করছে এরদোয়ানের বিরোধীরা। তাদের দাবি, এরদোয়ান প্রশাসন ভূমিকম্পের প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছেন।

তুরস্কে ভূমিকম্পে ধসে পড়া হোটেলের নিচে পুরো ভলিবল দল

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের ফামাগুস্তা তার্কিশ মারিফ স্কুল ভলিবল দলের সদস্য (বালক ও বালিকা আলাদা দল) এবং শিক্ষকসহ সেখানে মোট ৩৯ জন ছিলেন; যারা ভূমিকম্পের সময় আদিয়ামান নগরীর ইসিয়াস হোটেলে অবস্থান করছিলেন। খবর দ্য সানের।

গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সাততলা ওই হোটেল ধসে পড়লে তাদের সবাই চাপা পড়েন। এরই মধ্যে সেখান থেকে দুই শিক্ষক এবং অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো চারজন ধ্বংসস্তূপের নিচ থেকে নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানায় বিবিসি।

গত বুধবার প্রথমে দুই শিক্ষকের মৃতদেহ উদ্ধার হয়। তারপর এক শিক্ষার্থীর লাশ মেলে। বিবিসি তুর্কি থেকে তিনটি মৃতদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে। বাকিদের সন্ধানে উদ্ধার ‍অভিযান চলছে।

আরেক নারী জানান, তার ভাতিজি ১২ বছরের নেহির তারসঙ্গে তার আদিয়ামানের বাড়িতেই থাকছিলেন। কিন্তু ভূমিকম্পের আগের রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে সে হোটেলে গিয়েছিল।

বালিকাদের ভলিবল দলের সবথেকে কনিষ্ঠ সদস্য নেহির। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

বেঁচে যাওয়া একজন শিক্ষক বলেন, যখন ভূমিকম্প শুরু হয় তারা জেগেই ছিলেন। তার মেয়েও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানান তিনি।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২১ হাজার হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২১ হাজার হয়েছে, তবে জাতিসংঘ বলেছে এই বিপর্যয়ে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়। খবর বিবিসি ও আল-জাজিরার।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারে এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছেন তবে ভূমিকম্পের আঘাত হানার পর ১০০ ঘণ্টা পার হয়ে যাওয়ায় মানুষের বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে আসছে।

আশ্রয়, পানি ও খাবার ছাড়া হাজার হাজার বেঁচে যাওয়া মানুষের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ভূমিকম্পকে শতাব্দীর সবচেয়ে বিধ্বংসী বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে, আন্তর্জাতিক ত্রাণ তৎপরতা ধীরে ধীরে গতি পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংক তুরস্কের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে তাৎক্ষণিক অর্থসহায়তা হিসেবে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার সাহয্যের অঙ্গীকার করেছে।

অন্যদিকে, যন্ত্রপাতির অভাব, পরিবহণ সঙ্কট ও ভেঙে যাওয়া রাস্তার কারণে প্রায় এক লাখ উদ্ধারকর্মী তাদের উদ্ধার কাজ করতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই দুর্যোগের পুরো চিত্র এখনও চোখে দেখা যাচ্ছে না। বিশেষ করে গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও ধারনা পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের মানবিক সহায়তার প্রথম চালানটি ইদলিবের বাব আল-হাওয়া ক্রসিং দিয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবেশ করেছে। এই ক্রসিংটি দিয়ে সিরিয়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকায় প্রবেশ করা যায়।

এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক :
ইন্দোনেশিয়ায় মাঝারি আকারের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার পাপুয়া প্রদেশে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ভূমিকম্পে এখন পর্যন্ত চারজন মারা যাওয়ার পাশাপাশি ভাসমান একটি রেস্তোরাঁ সাগরে ধসে পড়েছে।

ভূমিকম্প আঘাতে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। তখন রেস্তোরাঁটির ভেতরে আটকা পড়েন চার নারী। পরবর্তীতে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। জয়পুরা থেকে ১ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়।

প্রশান্ত মহাসাগরের দেশ ইন্দোনেশিয়া ‘রিং অব ফায়ারের’ কাছে অবস্থিত। বিস্তৃত এ অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। পুরো বিশ্বের মধ্যে এই অঞ্চলটিতেই আগ্নেয়গিরিতে সবচেয়ে বেশি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

গত সোমবার আঘাত হানা সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। বহু লোক প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এতে শেষ পর্যন্ত নিহতের সংখ্যা অনেক বাড়তে পারে

আবারও কেঁপে উঠল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের মধ্যাঞ্চলে ফের শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তুরস্কের গোলবাসি শহরের কাছে মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ৩টা ১৩ মিনিটে ভূমিকম্পটি হয়েছে। নতুন এই ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ বা তার ওপরে।

তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহর গোলবাসি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দাবি, তুরস্কের গোলবাসি শহরের কাছে ছিল ভূমিকম্পটির কেন্দ্র এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ। যদিও ফ্রান্স-ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের দাবি, ভূপৃষ্ঠের ২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল এবং ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক ৬।

এর আগে সোমবার সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সংস্থার পক্ষ থেকে আজ মঙ্গলবার জানানো হয়, দেশটিতে নিহত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে দুই হাজার ৯২১ জন। আহত ১৫ হাজার ৮৩৪ জন।

অন্যদিকে, সিরিয়ায় এখন পর্যন্ত এক হাজার ৪৪৪ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত তিন হাজার ৪১১ জন।

সে হিসেবে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৩৬৫ জনে

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৩০০

আন্তর্জাতিক ডেস্ক :

দুই দফায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক। দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এই সংখ্যা কোথায় গিয়ে থামবে, তা জানা নেই। ইতোমধ্যে তুরস্কে এক হাজার ৪৯৮ মৃত্যুর তথ্য জানা গেছে। অন্যদিকে, সিরিয়ায় এখন পর্যন্ত ৮১০ জন নিহতের খবর এসেছে। খবর আল-জাজিরার।

সোমবার ভোর ও দুপুরে ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। রিক্টার স্কেলে এর পরিমাণ ছিল যথাক্রমে সাত দশমিক ৮ ও সাত দশমিক পাঁচ। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল।

দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ওরান তাতার বলেছেন, ‘তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৯৮। ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের টিম পৌঁছেছে। উদ্ধার কাজ চলছে।’

ওরান তাতার আরও বলেন, ‘ভূমিকম্পে এখন পর্যন্ত আহত হয়েছেন আট হাজার ৫৩৩ জন। শুধুমাত্র দক্ষিণ-পূর্বাঞ্চলে দুই হাজার ৮৩৪টি ভবন ধ্বংস হয়ে গেছে।’

ভূমিকম্পের জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তুরস্কের শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, সিরিয়ার আসাদ সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে ৪৩০ জন মারা গেছেন। আহত হয়েছে এক হাজার ৩১৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, বিদ্রোহীদের দখলকৃত অঞ্চলে ৩৮০ জনের মৃত্যুর খবর জানা গেছে। এক হাজারেরও বেশি আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা দ্য হোয়াইট হেলমেটস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য মতে, বিদ্রোহীদের দখলকৃত অঞ্চলের ১৩৩টি ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্তের শিকার ২৭২ ভবন।

ক্ষতিগ্রস্ত ভবনের শতাধিক পরিবার আটকে রয়েছে বলেও জানিয়েছে দ্য হোয়াইট হেলমেটস।

আল-জাজিরা বলছে, তুরস্কে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো—কাহরামানমারাস, গাজিয়ানতেপ, সানলিউরফা, দিয়ারবাকির, আদানা, আদিয়ামান, মালত্য, ওসমানিয়ে, হাতায় ও  কিলিস। আর সিরিয়ার আলেপ্পো, ইদলিব, হামা ও লাতাকিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক ৮। তুরস্কের রাজধানী আঙ্কারাসহ দেশটির অন্যান্য শহরে এবং পার্শ্ববর্তী সিরিয়াসহ প্রতিবেশী দেশ লেবানন, সাইপ্রাস, ইসরায়েলেও এই ভূকম্পন অনুভূত হয়। পরে স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে কাহরামানমারাস প্রদেশের এলবিস্তানে সাত দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।

তুরস্কে জরুরি সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে ১০টি টিম পাঠিয়েছে। বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, গ্রিস ও নেদারল্যান্ডস, পোল্যান্ড ও রোমানিয়া থেকে প্রাথমিক উদ্ধারকাজে এই দলগুলোকে পাঠানো হয়। ইতালি ও হাঙ্গেরিও সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া রাশিয়া, কাতার, ইউক্রেন, ভারত, চীনও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আর ভয়াবহ ভূমিকম্পের জন্য জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার আগে নীরবতা পালন করা হয়।