মুস্তাফিজকে না খেলানোয় ‘ক্ষেপেছেন’ ওমর সানী

স্পোর্টস ডেস্ক :
চলতি আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। হেরেছে তিন ম্যাচের সবকটিতে। বোলাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রতি ম্যাচেই। তবুও মুস্তাফিজকে মাঠে নামানোর ব্যাপারে নিরব দিল্লি। সেই দিল্লিই আবার ফেসবুকে সরব মুস্তাফিজকে নিয়ে। প্রায় প্রতিদিনই পোস্ট করছে তার ছবি দিয়ে। অদ্ভুত এক নাটকের মঞ্চায়ন করছে যেন তারা!

মুস্তাফিজকে না খেলানোয় বাংলাদেশি ভক্তরা একই সঙ্গে হতাশ এবং ক্ষুব্ধ। মুস্তাফিজকে নিয়ে করা দিল্লির পোস্টগুলোতে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে দেখা যায় প্রায়ই। এবার মুস্তাফিজকে বসিয়ে রাখায় ক্ষোভ প্রকাশ করলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল অভিনেতা ওমর সানী।

গতকাল সোমবার(১০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন ওমর সানী। তিনি লিখেন, ‘পৃথিবীর এক নাম্বার ব্যাটসম্যান হন আর বোলার হন কোন লাভ নেই। আইপিএলে তোমাকে বসায় রাখবে ৯০% । এটা ওদের অহংকার যে বাঙ্গালীদের আমরা বসায় রাখছি, নিজের দল হারবে তারপরও আমাদের প্লেয়ার নামাবে না। আজকের থেকে তো আর খেলা দেখি না। সেই ইমরান খান, জাবেদ মিয়াঁদাদ, সুনীল গাভাস্কার, কাপিল দেব, অ্যালান বর্ডার, মার্শাল, লারা, শচীন টেন্ডুলকার, আরো অনেক।’

শেষে দুই শব্দে লিখেন ‘ক্ষুদ্র অভিজ্ঞতা।’

কারও নাম উল্লেখ না করলেও মুস্তাফিজকে নিয়েই যে তিনি এটি লিখেছেন তাতে কোনো সন্দেহ নেই। কারণ, চলতি আসরের শুরু থেকেই দিল্লির সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ। কিন্তু এখনও এক ম্যাচও খেলার সুযোগ পাননি কাটার মাস্টার।

এবার লিটনকে ঘিরে কলকাতার উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক :
এবারের আইপিএলে দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। একজন সাকিব আল হাসান, আরেকজন লিটন দাস। দলে নেওয়ার পর থেকেই দুজনকে নিয়ে উচ্ছ্বসিত ছিল ওপার বাংলার দলটি। কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। কিন্তু লিটন দাসকে ঠিকই পেয়েছে কলকাতা। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশি তারকাকে পেয়ে উচ্ছ্বাসে ভাসছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএল খেলতে গতকাল রোববার (৯ এপ্রিল) দেশ ছাড়েন বাংলাদেশি ওপেনার লিটন দাস। এটি তাঁর প্রথম আইপিএল যাত্রা। কিন্তু গিয়েই সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারেননি। কারণ দল ছিল তখন আহমেদাবাদে। সেখানেই রিঙ্কু সিংহের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ইতিহাস রচনা হয় কেকেআরের।

ওমন ম্যাচের ঘোর কাটিয়ে এবার লিটনের যোগ দেওয়ার ভক্তদের দিল কলকাতা। আজ সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশি তারকার কয়েকটি ছবি পোস্ট করে দলটি লিখেছে, ‘পৌঁছে গেছেন লিটন দা’। সঙ্গে জুড়ে দিয়েছে লাভ ইমোজি। ছবিতে কলকাতার জার্সিতে হাসিমুখে দেখা যায় বাংলাদেশি তারকাকে।

২৪ দিনের জন্য আইপিএল খেলার ছাড়পত্র পেয়েছেন লিটন। তার পজিশনটা ওপেনিং। পাশাপাশি সামলান উইকেটের পেছনটাও। এই উইকেটরক্ষক ব্যাটারের মতোই আরেকজন বিদেশি আছেন কলকাতায়। রহমতউল্লাহ গুরবাজ ব্যাট হাতে প্রথম দুই ম্যাচে মোটামুটি আলো ছড়িয়েছেন। সাকিব আল হাসানের পরিবর্তে কলকাতা কিনেছে হার্ডহিটার জেসন রয়কে।

রহমতউল্লাহ ও রয়ের মতো দুইজন ওপেনার থাকতে বিদেশি হিসেবে ওপেনিংয়ে নিজের সম্ভাবনা কতটুকু দেখছেন এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘একজন ওপেনার হিসেবে সবসময়ই আত্মবিশ্বাসী থাকতে হবে। আমি আগে কখনও বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলিনি। এটি সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। দল যদি আমাকে খেলায়, আমি চেষ্টা করব ভালো খেলার। শুধু ওপেনিংয়ে নয়, তারা যে পজিশনেই সুযোগ দেবে, আমি ভালো খেলার চেষ্টা করব।’

লিটনের যাওয়ার পর কলকাতার প্রথম ম্যাচ আগামী ১৪ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

মেসিকে পেতে মরিয়া বার্সা

স্পোর্টস ডেস্ক :
চলতি বছরই ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। ফরাসি ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি না করায় গুঞ্জন রয়েছে পুনরায় বার্সেলোনায় যোগ দিতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এদিকে, আর্জেন্টিনার তারকা এই ফুটবলারকে পেতে মরিয়া বার্সাও। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে পেতে বর্তমান দলের তিন ফুটবলারকে ছেড়ে দিতেও রাজি স্প্যানিশ ক্লাবটি।

মেসিকে বার্সায় ফেরাতে রাফিনহা, ফেরান তোরেস ও আনসু ফাতিকে বিক্রি করার পরিকল্পনা রয়েছে স্প্যানিশ ক্লাবটির। একই সঙ্গে জোয়াও কানসালোকে ধারে অন্য ক্লাবে পাঠানোর কথাও ভাবছে বার্সেলোনা। পাশাপাশি তারা নতুন কিছু খেলোয়াড়কেও দলভুক্ত করবে, যেখানে প্রথম অগ্রাধিকার হিসেবে রয়েছেন মেসি। স্প্যানিশ ক্লাবটি অতি দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিবে মেসিকে।

শোনা যাচ্ছে, আনসু ফাতিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের একাধিক ক্লাব। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনার এই ফুটবলারকে দলে পেতে আগ্রহী। এদিকে, রাফিনহাকে দলে নিতে আগ্রহী চেলসি। গত মৌসুমেই তাকে দলে পেতে চেয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে সেবার লিডস ইউনাইটেড থেকে রাফিনহা চেলসির পরিবর্তে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। বার্সেলোনার আরেক ফুটবলার ফেরান তোরেসকে দলে নিতে আগ্রহী অ্যাটলেটিকো মাদ্রিদ। বিশ্বকাপজয়ী মেসিকে পুনরায় পেতেই বার্সেলোনার এমন পরিকল্পনা বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।

কলকাতার একাদশে নিজের জায়গা নিয়ে যা বললেন লিটন

স্পোর্টস ডেস্ক :
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আজ রোববার (৯ এপ্রিল) দেশ ছেড়েছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। লিটনের এটি প্রথম আইপিএল যাত্রা। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন লিটন, কথা বলেছেন কলকাতার একাদশে নিজের জায়গা পাওয়া ও অন্যান্য বিষয় নিয়ে।

২৪ দিনের জন্য আইপিএল খেলার ছাড়পত্র পেয়েছেন লিটন। তার পজিশনটা ওপেনিং। পাশাপাশি সামলান উইকেটের পেছনটাও। এই উইকেটরক্ষক ব্যাটারের মতোই আরেকজন বিদেশি আছেন কলকাতায়। রহমতউল্লাহ গুরবাজ ব্যাট হাতে প্রথম দুই ম্যাচে আলো ছড়িয়েছেন। সাকিব আল হাসানের পরিবর্তে কলকাতা কিনেছে হার্ডহিটার জেসন রয়কে।

রহমতউল্লাহ ও রয়ের মতো দুইজন ওপেনার থাকতে বিদেশি হিসেবে ওপেনিংয়ে নিজের সম্ভাবনা কতটুকু দেখছেন এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘একজন ওপেনার হিসেবে সবসময়ই আত্মবিশ্বাসী থাকতে হবে। আমি আগে কখনও বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলিনি। এটি সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। দল যদি আমাকে খেলায়, আমি চেষ্টা করব ভালো খেলার। শুধু ওপেনিংয়ে নয়, তারা যে পজিশনেই সুযোগ দেবে, আমি ভালো খেলার চেষ্টা করব।’

সাকিব ও লিটন একসঙ্গে খেলার কথা থাকলেও সাকিবের আইপিএলেই যাওয়া হচ্ছে না। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিটন যাচ্ছেন অবশেষে। সাকিব প্রসঙ্গে এই ওপেনার বলেন, ‘একসঙ্গে খেলতে পারলে অবশ্যই ভালো লাগতো। দেশের পাশাপাশি বাইরেও একই ড্রেসিংরুম শেয়ার করা যেত। কিন্তু হয়তো কোনো কারণে তিনি যাচ্ছেন না। তবে সব ঠিকঠাক আছে।’

আয়ারল্যান্ড সিরিজে লিটনের ব্যাটিং টি-টোয়েন্টি স্টাইলেই হয়েছে। আসন্ন ক্রিকেট বিশ্বকাপও অনুষ্ঠিত হবে ভারতে। দুইয়ে দুইয়ে চার মিলে প্রথম আইপিএল যাত্রা লিটনের জন্য বেশ ভালো কিছু বয়ে আনতে পারে। সুযোগ পেলে তা কাজে লাগাবেন লিটন, এটিই সবার প্রত্যাশা।

লিটনের যাওয়ার পর কলকাতার প্রথম ম্যাচ আগামী ১৪ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত এক সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে প্রতি ম্যাচেই রেকর্ডের পর রেকর্ড করেছে বাংলাদেশ। আগামী মাসে আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজের জন্য আজ রোববার (৯ এপ্রিল) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইংল্যান্ড ও আয়ারল্যন্ড সিরিজের মতো তারুণ্যনির্ভর দলই পাঠাবে বোর্ড। সঙ্গে অভিজ্ঞ সাকিব আল হাসান-তামিম ইকবালরা আছেন। তবে চোটের কারণে দলে নেই তাসকিন আহমেদ। ইংল্যান্ডের গতিময় পিচে বর্তমানে বাংলাদেশের সেরা পেসারের থাকাটা জরুরি হলেও চোট তাকে আপাতত ছিটকে দিয়েছে দল থেকে। তাসকিনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরি।

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়,  ইয়াসির আলী, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরি।

মুস্তাফিজবিহীন দিল্লি আবারও হারলো

স্পোর্টস ডেস্ক :
আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৫৭ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। এ নিয়ে টানা তিন ম্যাচ হারলো মুস্তাফিজবিহীন দিল্লি।

আইপিএল রেখে বিয়ে করতে যাচ্ছেন মিচেল মার্শ

স্পোর্টস ডেস্ক :
ভারতের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল কোটিপতি লিগ হিসেবে বেশ পরিচিত। বর্তমান সময়ের অনেক উঠতি ক্রিকেটারের লক্ষ্যই হলো আইপিএল খেলা। অথচ ভারতের এই কোটিপতি লিগে খেলার সুবর্ণ সুযোগ পেয়েও টুর্নামেন্টে মাত্র দুই ম্যাচ খেলে আইপিএল ছেড়ে দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার মিচেল মার্শ।

লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন মার্শ। দিল্লির বোলিং কোচ জেমস হোপস বলেছেন, মার্শকে আমরা পরের কয়েকটা ম্যাচে পাব না। ও বিয়ে করতে দেশে ফিরছে। অস্ট্রেলিয়ান তারকাকে জীবনের নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছে দিল্লি।

সাড়ে ছয় কোটি টাকায় কেনা এই তারকা ক্রিকেটার আগামী কয়েকটি ম্যাচে দিল্লির হয়ে খেলতে পারবেন না।

মুম্বাই শিবিরে শচীন

স্পোর্টস ডেস্ক :
আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। তারকা ক্রিকেটারদের নিয়ে প্রতিবারই ফেভারিটদের তালিকায় থাকে মুম্বাইয়ের নাম। সেই মুম্বাই কি না এবারের আসর শুরু করেছে হার দিয়ে। গেল আসরও ভালো কাটেনি তাদের। দলের এই পরিস্থিতি দুই বছর বাদে মুম্বাই শিবিরে ফিরেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। রোহিতদের চাঙ্গা রাখতে গতকাল শুক্রবারই মুম্বাই শিবিরে যোগ দিয়েছেন শচীন।

আজ শনিবার (৮ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই। ধোনির দলের বিপক্ষে স্বাভাবিকভাবেই অনেক কঠিন পরীক্ষা দিতে হবে মুম্বাইকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, শেষবার শচীনকে দেখা গিয়েছিল ২০১৯ আইপিএল ফাইনালে।ফের মুম্বাই শিবিরে দেখা গেল ভারতীয় ব্যাটিং গ্রেটকে।

এদিকে মুম্বাইয়ের ব্যাটিং কোচের ভূমিকায় থাকা কায়রন পোলার্ড বলেছেন, ‘আমাদের দলে ব্যাটসম্যান প্রচুর রয়েছে। সকলকেই প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠতে হবে। বিশেষ কোনো এক ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে মাথা ঘামানো উচিত নয়। তবে সবে আইপিএল শুরু হয়েছে। এই ছন্দহীনতা দল কাটিয়ে উঠবে।’

টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের দিকে মুখিয়ে থাকে সবাই। কিন্তু সেই সূর্যকুমার এখন ধারাবাহিক রানের খরায় ভুগছেন। এ ব্যাপারে পোলার্ড বলেছেন, ‘সকলের জীবনেই ভাল এবং খারাপ, দুই ধরনের দিনই আসে। সূর্যকে নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার কারণ দেখছি না। শেষ আঠারো মাসে সূর্য কী ক্রিকেট খেলেছে, সেটাও কিন্তু সকলের মনে রাখা দরকার।’

আইপিএলে বসে থাকার চেয়ে দেশের হয়ে খেলা ভালো

স্পোর্টস ডেস্ক :
বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা আইপিএল খেলার জন্য মুখিয়ে থাকে। বাংলাদেশের ক্রিকেটাররাও এর ব্যতিক্রম না। জাতীয় দলের খেলা চলাকালে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অনাপত্তিপত্র বা এনওসি না দেওয়ায় নানা আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

সাকিব-লিটনদের আইপিএল ইস্যু নিয়ে ফের একবার গণমাধ্যমে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘টেস্টে ক্যাপ্টেন-ভাইস ক্যাপ্টেন দুজনকেই ছেড়ে দিবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি একটা কথা বলেছিলাম আপনাদের। খেলাবে তো? না খেলে ওখানে গিয়ে বসে থাকা, এর চেয়ে দেশের জন্য খেলাটা কি ভালো না?’

পাপন আরও বলেন, ‘লিটন-সাকিব তো ছাড়া আছেই। ছাড়লাম না কখন?  আমি আবার বলছি। আইপিএল শুরুর তিন মাস আগে আইপিএল থেকে আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের কাছে কয়জন খেলোয়াড় চেয়েছে। জিজ্ঞেস করেছে কখন এভেইলএবল। আমরা তারিখ দিয়ে বলে দিয়েছি কে কখন এভেইলএবল। সাকিব ও লিটন পাঁচ ম্যাচ মিস করবে। এটা জেনেই তাদের দলে নিয়েছে। এই পাঁচ ম্যাচসহ নিলে ওদের মূল্য আরও বাড়তেও পারত। এখনও তা-ই আছে।’

নিলামের আগে কোন ক্রিকেটার কবে ফ্রি থাকবেন, আইপিএল কর্তৃপক্ষ বিসিবির কাছে সেই তথ্যও জানতে চায়। আইপিএল কর্তৃপক্ষের আগ্রহের এ তালিকায় ছিল সাকিব-লিটন ছাড়াও নাকি আরও বেশ কয়েকজনের নাম। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।

সাকিবের না থাকা কেকেআরকে ভোগাবে

স্পোর্টস ডেস্ক :
আইপিএলের এবারের আসরেও বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু জাতীয় দলের ব্যস্তসূচির কারণে আইপিএল খেলতে যেতে পারেননি সাকিব।

কেকেআরের প্রস্তাবে সায় দিয়ে নাম প্রত্যাহার করে নেন সাকিব। তার পরিবর্তে ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়কে দলে নিয়েছে কেকেআর।

শুধু সাকিবই নন, চোটের কারণে আইপিএলের এবারের আসরে কেকেআরের হয়ে খেলা হচ্ছে না ভারতীয় তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের।

তবে সাকিবের অনুপস্থিতি কেকেআরের জন্য বড় ক্ষতি বলছেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার ইউসুফ পাঠান। ফ্র্যাঞ্চাইজির শিরোপাজয়ী কেকেআরের অন্যতম সদস্য ছিলেন ইউসুফ পাঠানও।

ইএসপিএন ক্রিকইনফোর টি-টোয়েন্টি টাইম আউট অনুষ্ঠানে ইউসুফ পাঠান কথা বলেছেন এক সময়ের সতীর্থ সাকিব আল হাসানকে নিয়ে। তিনি বলেন, সাকিব অনেক বড়মাপের ক্রিকেটার। তিন-চার নম্বরে ব্যাট করার পাশাপাশি চার ওভার বোলিংও করতে পারে। কলকাতার যে ব্যাটিং লাইনআপ, তাতে শ্রেয়াস আইয়ারের পর সাকিবের না থাকা কলকাতার ব্যাটিংকে ভোগাবে।