গৌরনদীতে মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

গৌরনদী প্রতিনিধি:
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে এগারটায় গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম শিকদার, আবুল কালাম মৃধা, শান্তিরঞ্জন কর, শাহাদাত হোসেনসহ অন্যান্যরা। শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

 

বরিশালে সাহান আরা বেগমের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী

শামীম আহমেদ ॥ বরিশালে মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মাতা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বর্ষিকী পালিত হচ্ছে।

আজ (৭ই) জুন,সোমবার থেকে তিন দিনের শোক কর্মসূচির দিনের শুরুতে আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় এবং কালো পতাকা উত্তেলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়।
সকাল ১০টায় নগরীর মুসলিম গোরস্থানে সাহান আরা বেগমের কবর স্থানে দোয়া মোনাজাত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও তার কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নগরীর বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
অপরদিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী
এ উপলক্ষে নগরীর কালিবাড়ি রোড়ের সেরনিয়াবাত ভনে প্রাঙ্গনে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

৬ দফা দিবসে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

 ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (৭ জুন) সকাল ৯টায় নগরের সদর রোডের আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামী লীগ।

পরে জেলা আওয়ামী লীগ নেতারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর ও জেলার সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটুসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত আছি: বিএমপি কমিশনার

 বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, আমরা পুলিশ, আমরা আপনাদের সুখে-দুঃখে, নানা প্রতিকূলতায় পাশে আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত আছি। সোমবার (৭ জুন) দুপুর ১১টার দিকে কাউনিয়া থানা চত্বরে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় বিএমপি কমিশনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পুলিশকে জনগণের সত্যিকারের বন্ধু হিসেবে জনগণের পাশে থাকার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানার সব অফিসার-ফোর্সদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মো. এনামুল হক আসা সর্বসাধারনের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা ও নানা অসঙ্গতির তথ্য আমাদের কাছে তুলে ধরুন, যাতে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। তবেই ‘ওপেন হাউজ ডে’ আয়োজন সার্থক হবে।

এ সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মনজুর রহমান কোমলমতি শিশু-কিশোরদের অপরাধমুক্ত, আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য ‘ওপেন হাউজ ডে’ তে আসা অভিভাবকদের সন্তানদের দায়িত্বভার যথাযথভাবে পালন করানোর জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা-লায়লা, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মাসুদ রানা, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম প্রমুখ।

বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি এস এম আক্তারুজ্জামান

বরিশাল রেঞ্জের নতুন উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিযুক্ত হয়েছেন এস এম আক্তারুজ্জামান। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এস এম আক্তারুজ্জামান রাজশাহী সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস-প্রিন্সিপাল হিসেবে সর্বোশেষ কর্মরত ছিলেন।

এর আগে তিনি বরিশাল ও পিরোজপুরের জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনারের দায়িত্ব পালন করেছেন। এদিকে ওই প্র্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটেলিয়নের উপ পুলিশ মহাপরিদর্শক মো. আজাদ মিয়া কে রাজশাহী সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস-প্রিন্সিপাল (ডিআইজি) করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন

যথাযথ সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সোমবার (৭ জুন) সকাল ১১টায় নগরের সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহানগর শাখার সভাপতি আবদুল্লাহ-আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ রেজাউল করীম, মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক, মহানগরীর সাবেক সভাপতি প্রকৌশলী এসএম ছাব্বির রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং যথাযথ বিকল্প ব্যবস্থা না নেওয়া কোনো উন্নয়নশীল দেশের জন্য সুখকর নয়। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা অনলাইন গেমস, মাদক সেবন, ইভটিজিংসহ কিশোর গ্যাংয়ের মাধ্যমে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। দীর্ঘদিন লকডাউনের বদৌলতে শিক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্ত। এমন যখন সার্বিক অবস্থা তখন নতুন করে ঘোষিত লকডাউন জনগনের কাছে মরার উপর খাঁড়ার ঘা।

তিনি বলেন, গণমাধ্যমের কল্যাণে আমরা দেখতে পেয়েছি গ্রাম গঞ্জের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান মাদকের আখড়া ও গোয়ালঘরে পরিণত হয়েছে। এগুলো প্রমাণ করে দেশের শিক্ষা ব্যবস্থা অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে।

তিনি আরও বলেন, ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী মানবেতর জীবন কাটাচ্ছেন। আবার অনেকেই এই মহান পেশা ছেড়ে জীবিকা নির্বাহের জন্য বেছে নিয়েছেন ভিন্ন পেশা। যা যেকোনো দেশের জন্য অকল্যাণকর।

মানববন্ধন শেষে তারা একই দাবিতে বরিশালের জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।

ঐতিহাসিক ছয় দফা দিবস  ও  বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা আ’লীগের পৃথক কর্মসূচী 

খবর বিজ্ঞপ্তি: ঐতিহাসিক ৭ জুন ছয় দফা দিবস  ও  পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক( মাননীয় মন্ত্রী),  বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সহধর্মিণী ও বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক   সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচী গ্রহণ করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ।
সোমবার  (৭ জুন)  সকাল নয়টায় নগরীর মুসলিম গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন এবং ঐতিহাসিক ৭জুন ছয়দফা দিবসে সকল শহীদদের স্মরণে সকাল সোয়া নয়টায় নগরীর সোহেল চত্বরে  জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয় সংলগ্ন  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।
উক্ত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বরিশাল  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকীর অন্যান্য  কর্মসূচী জেলা ও মহানগর আওয়ামী লীগ একসাথে পালন করবে। উক্ত সকল কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের  নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো গেল।

দক্ষিণাঞ্চলে খুলছে দেড় হাজার কোটি টাকার সেতু

শামীম আহমেদ:
ঢাকা-ফরিদপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পায়রা নদীর ওপর এক হাজার ৪৭০ মিটার (প্রায় দেড় কিলোমিটার) দীর্ঘ লেবুখালী সেতুর নির্মাণকাজ শেষের দিকে। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ে সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। ওপেক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে দেশে দ্বিতীয়বারের মতো নির্মিত হচ্ছে ‘এক্সট্রা ডোজ প্রি-স্ট্রেসড বক্স গার্ডার’ টাইপের এ সেতুর ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৪৭ কোটি ২৪ লাখ টাকা। এদিকে সেতুটি খুলে দেওয়া হলে ফেরি পারাপারের দুর্ভোগ ঘুচবে। আর এ সেতুর বদৌলতে পর্যটন শিল্পের অপার সম্ভাবনার দ্বারও খুলে যাবে বলছেন সংশ্লিষ্টরা। সেতুটি চালু হলে কক্সবাজারের চেয়েও কাছের দূরত্বে চলে আসবে কুয়াকাটা সমুদ্র সৈকত। ঢাকা থেকে কুয়াকাটা পৌঁছাতে সময় লাগবে মাত্র সাত ঘণ্টা। জানা যায়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান।

জুলাই মাসের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার আশ্বাসের কথা শুনিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর। সেতুর প্রকল্প পরিচালক আবদুল হালিম বলেন, কর্ণফুলী দ্বিতীয় সেতুর আদলেই নির্মাণ করা হয়েছে ফোর লেন লেবুখালী সেতু। পায়রা নদীর মূল অংশের ৬৩০ মিটার ‘বক্স গার্ডার’ চারটি স্প্যানের ওপর নির্মিত হয়েছে। যার মূল অংশ ২০০ মিটার করে দুটি স্প্যান ১৮.৩০ মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে পায়রা সমুদ্রবন্দরে উপকূলীয় পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচলের জন্য। এছাড়া সেতুর মূল অংশের দু’প্রান্তে ৮৪০ মিটার ভায়াডাক্ট-এ ৩০ মিটার করে ২৮টি স্প্যানে বর্ধিত অংশের ভার বহন করছে। লেবুখালী সেতুর ৩২টি স্প্যান এখন দাঁড়িয়ে আছে ৩১টি পিয়ারের ওপর। সেতুটির ২৮টি স্প্যানের ১২টি বরিশাল প্রান্তে এবং ১৬টি পটুয়াখালী প্রান্তে। তিনি আরও জানান, মূল সেতু ও তার ভায়াডাক্টের জন্য টেস্ট পাইল, ওয়ার্কিং পাইল, পিয়ার ক্যাপ, পিয়ার এবং ভায়াডাক্টসহ সাব-স্ট্রাকচার নির্মাণ করা হয়েছে।

ভায়াডাক্টের ওয়ার্কিং পাইলসহ পাইল ক্যাপ, অ্যাবাটমেন্ট ওয়ালও কঠোর মান নিয়ন্ত্রণে সম্পন্ন হয়। মূল সেতুটি বিভিন্ন মাপের ৫৫টি টেস্ট পাইলসহ ১০টি পিয়ার, পাইল ও পিয়ার ক্যাপের ওপর নির্মিত হয়েছে। এছাড়া ১৬৭টি বক্স গার্ডার সেগমেন্ট রয়েছে সেতুতে। যার ফলে দূর থেকে সেতুটিকে মনে হবে ঝুলে আছে। এছাড়া পায়রা নদীতে জোয়ারের সময় নদী থেকে সেতু ১৮.৩০ মিটার উঁচু থাকবে। এতে নদীতে বড় বড় জাহাজ চলাচলে কোনও সমস্যা হবে না বলে জানান তিনি। প্রকল্প পরিচালক আরও বলেন, খরস্রোতা পায়রা নদীর ভাঙন থেকে লেবুখালী সেতু রক্ষায় পটুয়াখালী প্রান্তে এক হাজার ৪৭৫ মিটার নদী শাসন কাজ চলছে। সেতুর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল প্রান্তেও নদী শাসনের প্রয়োজন।

প্রকল্পের আওতায় বরিশালে একটি প্রশাসনিক ভবনও নির্মাণ করা হচ্ছে। সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হবে লেবুখালী সেতু। এদিকে সেতুর টোল আদায়ের জন্য পটুয়াখালী প্রান্তে নির্মিত হচ্ছে টোল প্লাজা। ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় করা হবে। বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ বলেন, সেতুটি খুলে দেওয়ার পর পদ্মার এ পাড়ের ১১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন হবে। বরিশাল থেকে কুয়াকাটা যেতে সময় লাগবে মাত্র দুই থেকে আড়াই ঘণ্টা। পদ্মা সেতু খুলে দিলে পর্যটন শিল্পের প্রসার হবে। কুয়াকাটাসহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগে কোনও ফেরির প্রয়োজন হবে না। এমনকি উত্তরবঙ্গের সঙ্গেও কুয়াকাটার সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করবে এ সেতু। ঢাকা থেকে কুয়াকাটা কক্সবাজারের চেয়ে কাছে হবে। ঢাকা থেকে কুয়াকাটায় যেতে সময় লাগবে মাত্র ৭ ঘণ্টা। সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী বলেন, আর মাত্র ৫ ভাগ কাজ বাকি রয়েছে। যা শেষ করতে দ্রুতগতিতে কাজ চলছে। এতে আগামী মাসের মধ্যে সেতুর সব কাজ শেষ করে খুলে দেওয়া সম্ভব হবে। সেতু নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন করা হলে প্রধান প্রকৌশলী বলেন, বর্তমান সরকার সব অবকাঠামো টেকসই ও গুণগতমান রক্ষা এবং বজায় রাখতে জিরো টলারেন্স নীতিতে অটল। গুণগতমান রক্ষার্থে কনসালট্যান্ট ও ঠিকাদারসহ সব পর্যায়ের কর্মকর্তারা সজাগ রয়েছেন বলে জানান তিনি।

 

 

ববি’র ক্যাম্পাসে অবাধে চরছে গরু

শামীম আহমেদ:
করোনা প্রাদুর্ভাবের কারণে এক বছরেরও বেশী সময় ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে। অবাধে গরু-ছাগল ঢুকে মাঠের চারপাশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লাগানো গাছের চারা খেয়ে ফেলছে। এতে সবুজ ক্যাম্পাস ধ্বংস হচ্ছে। ক্যাম্পাসের রাস্তায় গবাদি পশুর যত্রতত্র মলমূত্রে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। ক্যাম্পাসের রাস্তায় যাতায়াতেও সমস্যায় পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা। বন্ধ ক্যাম্পাসে বেড়েছে বহিরাগতদের আড্ডাও। কর্তৃপক্ষ বলছে, ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির জন্য সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে গ্রিল বাউন্ডারি ও ৪টি গেট নির্মাণ করা হচ্ছে।

নির্মাণকারী প্রতিষ্ঠানের গাফেলতির কারণে এর সুফল বঞ্চিত হচ্ছে সবাই। ২০১১ সালে বরিশালের কীর্তনখোলা নদীর পূর্ব তীরে সদর উপজেলার কর্নকাঠী এলাকায় ৫০ একর জায়গা জুড়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যাম্পাসে রয়েছে ৪টি একাডেমিক ও প্রশাসনিক ভবন, ২টি ছাত্রাবাস, ২টি ছাত্রী নিবাস, ভিসির বাসভবন, লাইব্রেরী, মসজিদ, ক্যাফেটেরিয়া ও টিএসসি ভবন, শিক্ষক-কর্মকর্তাদের জন্য ২টি ডরমেটরি, ১টি বিদ্যুৎ সাব স্টেশন সহ ছোট কিছু স্থাপনা। গত বছরের ১৭ মার্চের পর থেকে বিশ্ববিদ্যালয়ের সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে অনলাইন শিক্ষা কার্যক্রমও শুরু করে কর্তৃপক্ষ।

ক্যাম্পাসে নিজস্ব বাসভবনে থাকেন উপাচার্য। ডরমেটরীতে থাকেন শিক্ষক ও কর্মকর্তারা। ছাত্রাবাসগুলো বন্ধ থাকলেও প্রতিদিন সকাল-বিকেল ক্যাম্পাসে গিয়ে আড্ডা দেয় আশপাশের বিভিন্ন মেসে থাকা শত শত শিক্ষার্থী। শিক্ষার্থীরা ক্যাম্পাসে গবাদি পশুর অবাধ বিচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা প্রাচীর এবং গেট নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক ড. সুব্রত কুমার দাস বলেন, ক্যাম্পাসে গ্রিল বাউন্ডারি থাকলেও গেইট নেই। ইদানীং ক্যাম্পাসে গরু-ছাগল বিচরণ বেড়ে গেছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

বরিশাল প্রতিনিধি:
বরিশালে সংরক্ষন ও মেরামতের নামে দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর শেষ সময়ে সরবরাহ লাইন থেকে শ্রমিক না নামিয়ে বিদ্যুৎ সরবরাহ চালু করায় নগরীর রূপাতলী ওজোপাডিকো কার্যালয় চত্ত্বরে বিদ্যুৎ পোস্টে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র আয়ক্ষম ব্যক্তিকে হারিয়ে বিলোপ করছেন নিহতের পরিবার। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেছেন। গত শনিবার বিকেলে বরিশাল রূপাতলী ওজোপাডিকো কার্যালয় চত্ত্বরে এ ঘটনা ঘটে। ওজোপাডিকো সূত্র জানায়, নগরীর পোর্ট রোডের কেরামতিয়া মসজিদের উপর থেকে ৩৩ হাজার কিলো ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন রয়েছে। সরকারী নির্দেশনা অনুসারে গত শনিবার দিনভর বিদ্যুৎ বিভাগ মসজিদের উপর থেকে সঞ্চালনা লাইন সরিয়ে পাশে স্থাপন করে।

অপরদিকে নগরীর সদর ফিডারে বিদ্যুৎ গ্রাহকদের বেশী চাপ পড়ায় চকবাজার এলাকার জন্য একটি আলাদা ফিডার করা হয়। এছাড়া নগরীর রূপাতলী এলাকায় ওজোপাডিকো কার্যালয় চত্ত্বরেও নতুন ফিডার স্থাপনের কাজ চলে দিনভর। এ জন্য নগরীর সদর ও সিএন্ডবি এবং মেডিকেল ফিডার সহ বেশীরভাগ এলাকায় গত শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাইকিং করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এতে চরম বেকায়দায় পড়েন লাখো নগরবাসী। বিশেষ করে বিদ্যুৎ এবং অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সব কাজ বন্ধ থাকে। বেসরকারী বড় বড় ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাগেুলো জেনারেটর চালিয়ে তাদের ব্যবসা টিকিয়ে রাখলেও দিনভর অন্ধকারাচ্ছন্ন ছিলো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে ২৪ ঘন্টা অপারেশন কার্যক্রম চললেও গত শনিবার অপারেশন সহ চিকিৎসা সেবা মারাত্মভাবে ব্যহত হয়। বিকেল ৫টায় বিদ্যুৎ সংযোগ চালুর পূর্ব ঘোষনা থাকলেও ১০ ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ চালু করা হয় সন্ধ্যার পর ৭টায়।

এর উৎস্য খুঁজতে গিয়ে জানা যায়, নগরীর রূপাতলী ওজোপাডিকো কার্যালয় চত্ত্বরে নতুন ফিডার স্থাপন কাজ শেষ করে নীচে নামার আগেই বিদ্যুৎ সংযোগ চালু করায় মো. ফয়সাল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নীচে পড়ে আরও এক শ্রমিক আহত হয়েছে। রূপাতলী এলাকায় ওজোপাডিকো’র ঠিকাদার মিজানুর রহমান জানান, ১২ জন শ্রমিক নিয়ে রূপাতলী ওজোপাডিকো অফিসের মধ্যে দিনভর কাজ করেন। বিকেল ৫ টার দিকে কাজ শেষ করে ফয়সাল সহ অপর শ্রমিক বৈদ্যুতিক খুঁটি থেকে নীচে নামচিলো। তারা নিরাপদ দূরত্বে যাওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। মুহূর্তে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফয়সালের মৃত্যু হয়। অপর শ্রমিক নীচে সিটকে পড়ে আহত হয়। রূপাতলী পাওয়ার গ্রীড কন্ট্রোল রুমে দায়িত্ব পালনকারী গোলাম ফারুক বলেন, বিকেল ৫ টা ৫ মিনিটে ফিডার ইনচার্জ শহিদ নিজে কন্ট্রোলরুমে গিয়ে ক্লিয়ারেন্স পাওয়া গেছে জানিয়ে তাকে (ফারুক) লাইন চালু করতে বলে।

সংযোগ চালুর কিছুক্ষন পরই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পান তারা। কাজ চলমান অবস্থায় ফিডার ইনচার্জ কিভাবে ক্লিয়ারেন্স পেয়েছেন তা তিনিই ভাল বলতে পারবেন। নিয়ম অনুযায়ী ফিডার ইনচার্জের নির্দেশনা পাওয়ার পরই তারা লাইন চালু করেন। বিদ্যুৎ পোস্টে একজন পুড়ে মৃত্যুর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফয়সালের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। বরিশাল সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী বলেন, বৈদ্যুতিক লাইন ঠিক করতে ওঠার পর হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ চলে আসায় মৃত্যু হয় ফয়সালের। তার বাড়ি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায়। তার ৮ বছর বয়সের একটি ছেলে রয়েছে এবং বর্তমানে তার স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনাস্থল পরিদর্শনকারী বরিশাল কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, ফয়সালের মরদেহ ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেল পর্যন্ত তার ময়না তদন্ত সম্পন্ন হয়নি। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।