আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত আছি: বিএমপি কমিশনার

 বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, আমরা পুলিশ, আমরা আপনাদের সুখে-দুঃখে, নানা প্রতিকূলতায় পাশে আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত আছি। সোমবার (৭ জুন) দুপুর ১১টার দিকে কাউনিয়া থানা চত্বরে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় বিএমপি কমিশনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পুলিশকে জনগণের সত্যিকারের বন্ধু হিসেবে জনগণের পাশে থাকার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানার সব অফিসার-ফোর্সদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মো. এনামুল হক আসা সর্বসাধারনের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা ও নানা অসঙ্গতির তথ্য আমাদের কাছে তুলে ধরুন, যাতে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। তবেই ‘ওপেন হাউজ ডে’ আয়োজন সার্থক হবে।

এ সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মনজুর রহমান কোমলমতি শিশু-কিশোরদের অপরাধমুক্ত, আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য ‘ওপেন হাউজ ডে’ তে আসা অভিভাবকদের সন্তানদের দায়িত্বভার যথাযথভাবে পালন করানোর জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা-লায়লা, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মাসুদ রানা, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *