১৮৮৮ তে যোগ দিলেন আব্দুল খালেক মৃধা

নিজস্ব প্রতিবেদকঃ পাউবো শ্রমিক কর্মচারী লীগ (রেজি নং বি ১৮৮৭) সংগঠনের আঞ্চলিক কমিটির উপদেষ্টা পদ হতে পদত্যাগ করে রেজি পাউবো শ্রমিক কর্মচারী লীগ ( রেজি নং বি ১৮৮৮) এর আঞ্চলিক পরিষদে যোগ দেন শ্রমিক নেতা আব্দুল খালেক মৃধা।

সোমবার (৯ জুলাই) তিনি এ পদত্যাগ পত্র জমা দেন এবং ঐদিনই পাউবো শ্রমিক কর্মচারী লীগ ( রেজি নং বি ১৮৮৮) তে যোগ দেন। পদত্যাগ পত্রে তিনি শারীরিক কারণে পদত্যাগ করার কথা উল্লেখ করলেও খোজ নিয়ে জানা যায় রেজি নং বি ১৮৮৭ বিএনপি জামায়াত থেকে আশা ব্যক্তিদের কারণে মুজিব আদর্শ বিবর্জিত হয়ে ওঠায় পদত্যাগ করে রেজি নং বি ১৮৮৮ তে যোগ দেন।। তার এই যোগদান অনুষ্ঠানে ১৮৮৮ এর সবাইকে জাতির জনকের আদর্শে নিজেদের গড়ার এবং আসন্ন বিসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কে জয়যুক্ত করার লক্ষ্যে কাজ করার আহবান করেন সংগঠনটির নেতারা।

পটুয়াখালীতে হাজারো রহস্যঘেরা বৃক্ষ!

এম.এ হান্নান, বাউফলঃ প্রায় ৫’শ বছর দাঁড়িয়ে আছে বৃক্ষটি। চারদিকে ছড়িয়ে আছে শাখা-প্রশাখা। আজও তাজা, তরুণ আর চিরসবুজ। বৃক্ষটির বার্ধকের ছাপও পড়েনি। মনে হয় এখন তার যৌবন কাল।
জন শ্রুতি রয়েছে, বৃক্ষটির ডাল-পালা কাটলে রক্ত বের হয়। ৭০ সালের প্রলয়নকারী ঝড়, ৭ সালের সিডর,আয়লা সহ ছোট বড় কোনো ঝড়ে বৃক্ষটির পাতা বা ডাল ভেঙ্গে পড়তে দেখেনি কেউ।
এতদিন দাঁড়িয়ে থাকা বৃক্ষটি ঘিরে হাজারো রহস্যময় কাহিনী রহেছে।
এই রহস্যময় শিমুল (তুলা গাছ) বৃক্ষটির পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শেষ সিমান্ত দশমিনা উপজেলার পাশে বগী  বাশবাঁড়িয়া খালের পাশে প্রাচীন ঐতিহ্যের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
তবে বৃক্ষটির বয়স নিয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রবীন ব্যক্তিরা বলেন, তাদের বাপ দাদার মুখ থেকে এই তুলা গাছটির গল্প শুনে আসছে। তারা (বাপ-দাদা) যেরকম বলেছেন এখন সেরকমই আছে। তারা মনে করেন গাছটির বয়স ৫’শ বছরের বেশি হবে।
গাছটির নাম অনুসারে এই জায়গাটি তুলাতলা হিসাবে পরিচিতি পায়।

বৃক্ষটিকে ঘিরে রয়েছে হাজারো অজানা রহস্য। স্থানীয় বাসিন্দা খায়ের হাওলাদার জানায়, আমার দাদার মুখ থেকে অনেক রহস্যময় গল্প শুনেছি গাছটি সর্ম্পকে।
তিনি বলেন ৭ বছর আগে এই গাছটিকে নিয়ে একটা রহস্যজনক ঘটনা ঘটে।
সেই ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, ‘গাছটি কাটার জন্য বিভিন্ন সময় অনেক গাছের ব্যাপারীরা আসছে গাছটি কাটার জন্য কিন্তু কেঊ কাটতে পারেনি।
গত ৭বছর আগে আমার বোন জামাই গাছটি কাটার জন্য শ্রমিক নিয়ে কাটতে যায়। শ্রমিকরা গাছটি কাটার জন্য দু- একটা কোপ দিয়ে গাছ কাটতে অসম্মতি জানায়। শ্রমিকরা জানায় গাছে কোপ দিলে তাদের মাথা ঘুরায়। পরক্ষণে আমার বোন জামাই খলিল গাছটি কাটার জন্য গাছে উঠে । একটি ডাল কেটে নেমে যায়।
দুই ঘন্টা ব্যবধানে তার রহস্যজনক ভাবে মৃত্যু হয়’।
স্থানীয় জেলেরা জানান, ‘আমরা নদীতে মাছ ধরি। অনকে রাতে গাছের দিয়ে চলাচল করি। বিভিন্ন সময় এই গাছটির নিচে সাদা শাড়ি পড়ে কেউ একজন বসে আছে এমনটা দেখতে পাই।
আবার কখনো কখনো গাছের উপরে বসে কেউ কান্না করে। তবে কখনো আমাদের ক্ষতি করে না’।
স্থানীয় আরেক বাসিন্দা লাভু জানান, ‘আমি আমার বাবার কাছে শুনছি, অনেক বছর আগে নেদারল্যান্ড থেকে একটি জাহাজ এসে গাছটির পাশে নোঙ্গর করে। সে সময় জাহাজের আঙ্গিনার সাথে ধাক্কা লেগে গাছের ছাল উঠে যায়। সেই রাতে জাহাজের চালকে স্বপ্নে বলা হয় যাবার আগে গাছের নামে মিলাদ দিতে হবে কিন্তু তারা মিলাদ দেয়নি। পরের দিন রওনা হলে জাহাজের ইঞ্জিন চালু হয়না। জাহাজের মিস্ত্রী ইঞ্জিনে কোনো সমস্যা ধরতে পারেনি।
সেদিন রাতে আবার জাহাজের চালককে স্বপ্নে বলা হয় মিলাদ পড়াতে অন্যথায় বড় ধরনের সমস্যা হবে।
পরের দিন গাছের নামে মিলাদ পড়ানো হলে জাহাজের ইঞ্জিন চালু হয়।
এছাড়াও অনেক অলৌকিক ঘটনা রয়েছে বৃক্ষটি ঘিরে।
কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ জানান, ‘তুলা গাছটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দুর-দুরান্ত থেকে অনেকে গাছটি দেখতে আসেন। গাছটির বয়স সর্ম্পকে আমার সুস্পষ্ট ধারনা নাই, আনুমানিক ৫’শ বছর হবে গাছটির বয়স’।

বাউফলে জলাবদ্ধতা: সপ্তাহে ক্ষতি লক্ষাধিক টাকা

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়া বন্দরে দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার কারনে হাট-বাজার ইজারাদারের প্রতি সপ্তাহে ক্ষতি হচ্ছে প্রায় দুই লক্ষ্য টাকা এমনটাই জানিয়েছেন কালাইয়া হাট-বাজার অ ইজারা আদায় সংশ্লষ্টরা।
তারা জানায়, হাটে পানি জমে থাকায় স্থানীয় এবং নোয়াখালী, শরীয়াতপুর সহ দুরের ব্যবসায়ীরা কেনা-বেচা করতে আসছে না। বেচা -কেনা কম হওয়ায় প্রতি সপ্তাহে দুই লক্ষ্য টাকার মত ক্ষতি হচ্ছে। দিনদিন ব্যবসায়ীরা হাটে আসা বন্ধ করে দিয়েছেন।
সোমবার (৯জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বৃহত্তম গরু- ছাগল- মহিষ হাটের এক-তৃতীয়াংশ পানির নিচে। পানি নিষ্কাষন ব্যবস্থা না থাকায় দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার কারনে কচুরিপানায় ভরে গেছে।
জমে থাকা পানির মধ্যে গরু মহিষ কেনা বেচা হচ্ছে।
হাটের এই অবস্থা থাকায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানায়,গত বছর হাটের দক্ষিণ পাশ্বে কালাইয়া – শৌলা সড়কের উপর কালাইয়া বান্দরের পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য কালর্ভাট আটকিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আলম (জাপান ফিরোজ) তার নিজস্ব জমি ভরাট করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
কালর্ভাট বন্ধ হওয়ায় গনি প্যাদা রোড, কাঠপট্টি রোড, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ, আলী আকবর স্কুলের মাঠ, হল পট্টি এবং গোরস্থান এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নাম মাত্র বৃষ্টি হলেই দুর্ভোগে পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয়রা আরো জানায়, জমির মালিকের সাথে ইজারাদার ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে টানাপোড়া চলে আসছে, যার জন্যই হয়তো তরিগড়ি করে পানি চলাচলের কালর্ভাট বন্ধ করে জমি ভরাট করা হয়েছে।

কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ জলাবদ্ধতার জন্য দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, অতি দ্রুত বিকল্প ড্রেন ব্যবস্থা করার জন্য আবেদন করা হয়েছে।
এব্যাপারে বাঊফল উপজেলা হাট  বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঊপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

কলাপাড়ায় অবৈধ স্থাপনা অপসারণে মতবিনিময় সভা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর খালের অবৈধ স্থাপনা অপসারণের জন্য এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তানভীর রহমানের সভাপতিত্বে রহমতপুর খালের দুই পাড়ের বসবাসকারী নাগরিকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় বক্তারা ভূমি অফিসের তালিকায় রহমতপুর খালের দুই পাড়ে বসবাসকারী ও অবৈধ দখলদারী প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো.তানভীর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খালের দুই পাড়ে অবৈধভাবে দখলদারীদের তালিকা করার এবং একসনা বন্দোবস্ত দেয়া বাতিল করার নির্দেশ দেন।

ঝালকাঠিতে জরাজীর্ন ভবনে চলছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের দুটি কমিউনিটি ক্লিনিক ভবনের জড়াজির্ন অবস্থা হওয়ার কারনে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। উপজেলার পুটিয়াখালি গ্রামের খায়েরহাট এলাকার কমিউনিটি ক্লিনিক ভবন ও উত্তর তারাবুনিয়া গ্রামের শরীফ বাড়ি এলাকার কমিউনিটি ক্লিনিক ভবনের ছাদ থেকে ভিতরে বৃষ্টির পানি পরায় চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।

খায়েরহাট এলাকার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রাসেল জানান, বৃষ্টি হলেই ক্লিনিকের ছাদ দিয়ে প্রচুর পানি ভিতরে পরায় প্রয়োজনিয় কাগজ পত্র নষ্ট হয়ে যাচ্ছে। তাই গত সপ্তাহে ছাদের উপরে পলিথিন কাগজ দিয়ে ঢেকে দিয়েছি। অপরদিকে ছাদ ভেঙে যে কোন সময় জিবন নাশের ঘটনাও ঘটতে পারে। শরীফ বাড়ি এলাকার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রফিকুল ইসলাম জানান, বৃষ্টি হলেই ক্লিনিকের ছাদ দিয়ে প্রচুর পানি ভিতরে পরায় প্রয়োজনিয় কাগজ পত্র নষ্ট হয়ে যাচ্ছে।

ভিতরের অগভির নলকুপটিও নষ্ট হয়ে গেছে। ভবনের সামনের রাস্তার চেয়ে ফ্লোর নিচু হওয়ায় সাধারন বন্যার পানি ভিতরে ঢুকে। যে কোন সময় ছাদ ভেঙে পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মাহাবুবুর রহমান জানান, কোন কমিউনিটি ক্লিনিক ভবনের ছাদ থেকে বৃষ্টির পানি ভিতরে পরার ঘটনা আমার জানা নেই এবং আমাকে কেউ জানায়নি।

রাজাপুরে ১৯টি কমিউনিটি ক্লিনিক ভবন রয়েছে। এগুলো পুরানো হয়ে যাওয়ায় সরকার প্রতি অর্থ বছরে তিনটি করে পুর্ননির্মান করার সিদ্ধান্ত নিয়েছেন। গত ২০১৭-১৮ অর্থ বছরে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে তিনটি নতুন ভবন পুর্ননির্মান করা হয়েছে। পর্যায় ক্রমে সব ভবনগুলো পুর্ননির্মান করা হবে।

জনবল ও ঔষধ সংকটের কথা স্বীকার কঝোলকাঠি সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার জানান,
অধিকাংশ কমিউনিটি ক্লিনিকের ভবন ঝুকিপূর্ণ, তার মধ্যে জেলার ২৩টির অবস্থা খুবই খারাপ। ইতোমধ্যে ৮টি ক্লিনিক সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সবগুলোই সংস্কার করা হবে।

বিজ্ঞপ্তি দিয়ে এমপি হারুনের সভা সমাবেশ বর্জন করলো যুবলীগ!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য বিএইচ হারুনের সকল সভা সমাবেশ বর্জন করেছে উপজেলা যুবলীগ। ৯ জুলাই সোমবার দুপুরে উপজেলা যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খানের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত ৭ জুলাই উপজেলা আ’লীগ অডিটোরিয়ামে সহযোগী সংগঠনের সমন্বয়ে এক সভার আয়োজন করলে এমপি বজলুল হক হারুনের বিগত সাড়ে ৯ বছরে বিভিন্ন কর্মকান্ডে অসন্তোষ, জামাত বিএনপিরসহ নব্য দলবাজিদের দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রেখে দল পরিচালনায় ত্যাগি নেতাকর্মীদের অবমূল্যায়ন, দুই একজনের কথামত দলীয় নেতাকর্মীদের বাদ দিয়ে বিপুল অর্থের বিনিময়ে বিএনপি, জামাত নেতাকর্মীদের চাকুরি, গভীর নলকূপ, ঘাটলা, রাস্তা দেয়া, স্পর্শকাতর বিএনপি জোটের থানায় হামলা মামলায় কারো পরামর্শে সন্ত্রাসীদের আড়াল করতে মামলার তদবির না করে সন্ত্রাসীদের মদদ দেয়া।

সাতুরিয়ার কদুতলায় উপজেলা নির্বাচনে যুবলীগ নেতা রিপন হত্যা মামলায় মূল আসামীদের আড়াল করে বিচার না পাওয়া। নব্য আ’লীগের উস্কানীতে ওয়ার্ড যুবলীগ নেতার বাড়িতে হামলার মামলা না নেওয়াসহ অসংখ্য অভিযোগের প্রতিবাদে ৫ জুলাই উপজেলা যুবলীগ ইউনিয়ন যুবলীগের যৌথসভার সিদ্ধান্ত মোতাবেক এমপি হারুনের সভা বর্জন করা হয়।

কিন্তু এসব বিষয়ে পরবর্তীতে তিনি কোন সমাধানের কথা না বলে বরং ক্ষিপ্ত হয়ে প্রকাশে ৭ জুলাইয়ের সভায় এমপি বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমার রাজাপুর উপজেলা যুবলীগের কোন প্রয়োজন নেই ও যুবলীগের সিনিয়র নেতাদের নাম নিয়ে বিভিন্ন কটুক্তি করা হয় যা আমাদের দৃষ্টি গোচর হলে এ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় যুবলীগ। প্রস বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে এ জাতীয় অসাংগঠনিক ও অরাজনৈতিক বক্তব্য থেকে বিরত থাকার জন্যও বলা হয়।

 

সাগরে নেই ইলিশ: হতাশায় পটুয়াখালীর জেলেরা

এম এ হান্নানঃ প্রতিবছর বর্ষা মওসুম এলেই জেলে পল্লী গুলোতে ফুঁটে ওঠে খুশির ঝলক। তাঁজা ইলিশের গন্ধে মুখরিত হয়ে উঠে গোটা সাগরকূলীয় চরাঞ্চল। পাল্টে যায় জেলে পরিবারের দূর্দশার চিত্র। স্বচ্ছলতা ফিরে আসে জেলে পরিবার গুলোতে।

কিন্তু এ বছর জেলে পল্লীতে ভিন্নরূপ দেখা গেছে। চলমান বর্ষা তথা ইলিশ মওসুমে সাগর থেকে শুন্যহাতে ফিরছে জেলেরা। ইলিশের বদলে দাদনের দায় নিয়ে তীরে ফিরছে একাধিক জেলে। ফলে উপকূলের জেলে পল্লী গুলোতে নেমে এসেছে হতাশার কালো আবাস।

চলমান বর্ষা মৌসুম পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালী, দশমিনাসহ বঙ্গোপসাগর ঘিরে কয়েক হাজার জেলের বসবাস। অন্যান্য পেশার তুলনায় এই অঞ্চলে জেলে, জেলে শ্রমিক তথা মৎস্য ব্যবসায় মানুষ প্রসারিত হয়। বলতে গেলে এই অঞ্চলটি ইলিশ তথা মৎস্য ভান্ডার হিসেবে পরিচিত। প্রতিবছর কোটি কোটি টাকার ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ এই উপজেলা থেকে রপ্তানী হয়ে থাকে দেশের বিভিন্ন এলাকায়।

গোটা ইলিশ মওসুমে উপজেলার বেশ কয়েকটি মৎস্য পয়েন্টে চলে ইলিশ কেনা-বেচার কর্মযজ্ঞ। সাধারন মানুষ অন্যন্য কাজকর্ম বাদ দিয়ে এই কাজে নিয়োজিত হয়ে থাকে। প্রতিবছরের মত এবার তেমনটাই হয়েছে। কিন্তু জেলেদের আশা নিরাস করে দিয়েছে ইলিশ শূন্য সাগর।

জেলেরা মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নিয়ে মাছ শিকারের আশায় সাগরে গমন করলেও মাছ না নিয়ে ফিরছে তারা। ইলিশ মওসুমে ইলিশের আকাল জেলেদেরকে হতাশ করে দিয়েছে। একদিকে মহাজনের কাছ থেকে নেয়া দাদন টাকা পরিশোধের চিন্তা আরেক দিকে পরিবারকে দেখভাল করা প্রয়াস।

এই দুই দুঃচিন্তা জেলে পল্লীতে অশনীর আবাস নিয়ে এসেছে। এই মওসুমে জেলে পল্লী গুলোতে ইলিশ নিয়ে মহাকর্মযজ্ঞের রূপ এবার ভিন্ন রূপে পরিনত হয়েছে। এমনটাই জানায় রাঙ্গাবালী উপজেলার একাধিক জেলেরা। এপ্রসঙ্গে কথা হয় রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইসঘাট এলাকার জেলে আইয়ুব দফাদারের সাথে। তিনি জানান, জাটকা নিধন বন্ধ করার জন্য সরকার অবরোধ ঘোষণা করে।

কিন্তু অবরোধের সময় মৎস অফিস ও কোষ্টগার্ডের লোকদের টাকা দিয়া জাটকা শিকার করছে প্রভাবশালীরা। যার ফলে এবছর জেলেরা সাগরে গিয়ে ইলিশ পচ্ছেনা। আগামী দিন গুলোতেও পর্যাপ্ত মাছের আসা করা যাচ্ছেনা। তিনি আরো বলেন, মহাজনের কাছ থেকে ১০ লাখ টাকা দাদন এনে জালের সাবার করেছি। জালে মাছ না পরলে ঋণের টাকা পরিশোধ করবো কি করে! উপজেলার কোড়ালিয়া এলাকার মৎস্য ব্যবসায়ী কাওছার মৃধা জানান, বর্তমানে ইলিশের ভরা মৌসুমে সাগরে ইলিশের আকাল চলছে।

জেলেরা সাগর থেকে পর্যাপ্ত পরিমাণ মাছ নিয়ে ফিরতে পারছেনা। প্রতিদিনই তাদের লোকসান গুনতে হচ্ছে। যার ফলে আমাদের ব্যবসায়ও ভাঁটা পারছে। গত ৯/১০ দিন ধরে গদিতে পর্যাপ্ত পরিমাণ মাছও আসেনি। তাই গদি ফেলে ঘোরা ফোরা করছি। ঋণ নিয়ে জেলেদের দাদন দেয়া হয়েছে। সাগরে জেলেদের জালে মাছ না পরায় ঋণের বোঝা বইতে হবে। এমনকি পেশা ছাড়তে বাধ্য হবে অনেক জেলে।

রাঙ্গাবালী উপজেলার গঙ্গীপাড়া এলাকার জেলে জসিম কাজী জানান, ১৫ লাখ টাকা ব্যায় করে ইলিশের সাবার করছি। এরমধ্যে ১০ লাখ টাকা আমার নিজের ছিল, বাকি ৫ লাখ টাকা ঢাকার এক দাদনদারের কাছ থেকে ঋণ নিয়ে ইলিশের বোট সাগরে নামাইছি। ভাবছিলাম মৌসুমের শুরুতে সাগরে অনেক মাছ পরবে।

সে আশায় ট্রলার নিয়ে সাগরে জাল ফেলে, যে মাছ পেয়েছি তাতে ট্রলারের খরচই উঠেনি। সাগরে তিন-চারদিন ব্যপি একটি খেও দিতে ৬০ হাজার টাকার মত খরচ হয়, অথচ ২০ হাজার টাকার মাছ নিয়েও ঘাঁটে আসা যায়না। এভাবে আর কয়েক দিন চলতে থাকলে সাগরে একটা জেলেকেও খুঁজে পাওয়া যাবেনা। নয়াচর এলাকার আলমগীর মাঝি বলেন মোরা মহাজনের কাছে গোনে দাদন আইন্না জালসহ মাছ ধরার বিভিন্ন মাল সামানা কিন্না নদীতে ইলিশ মাছ ধরি।

জলদস্যু আইয়া আমাগো টাহা-পয়সা হগোল লইয়া যায়। এ্যাহন সাগরে এমনেতেই মাছ পরেনা, এর মধ্যে যদি জলদস্যুগোরে টাহা-পয়সা দেওয়া লাগে হ্যালে ক্যামন করমু।

রাঙ্গাবালী উপজেলা মৎস কর্মকর্তা মো: মোসলেম উদ্দিন খাঁন জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশের মওসুম পাল্টিয়েছে। তাই এখন সাগরে মাছ কম পরছে। আসা করছি আগমী মাসের শুরুর দিকেই ইলিশের দেখা মিলবে।

 

বরিশাল সিটিতে সাদিককে বিজয়ী করতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র মতবিনিময়

রবিবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কে বিজয়ী করার লক্ষে বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর মতবিনিময় সভা বরিশাল মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয়।সংগঠনের আহবায়ক ফারুক মল্লিক এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব মোঃ মারুফ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোকলেসুর রহমান,প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা কমিটির আহবায়ক হাসান মাহামুদ বাবু,বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সদস্য সচিব শাহারিয়ার কবির রিজন,বিশেষ আলোচক হিসেবে আরো ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ,বাকেরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার কুদ্দুস মোল্লা,রবুল হক,এছাড়া বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক হাং,আলতাফ খান প্রমুখ,জেলা জাসদের সভাপতি জনাব মিরন।সভায় উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে বীর মুক্তিযোদ্ধার সন্তানগন অংশ নেয়।সভা শেষে সন্তানদের নিয়ে ২ টি ওয়ার্কিং কমিটি করা হয় এবং সবাই নৌকা মার্কার পক্ষে একযোগে কাজ করতে সম্মত হয়।

বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের স্মৃতি এ্যালবাম “স্পন্দন’র” মোড়ক উম্মোচন

আকিব মাহমুদঃ সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের (২০১৩-১৪শিক্ষাবর্ষ) স্মৃতি এ্যালবাম “স্পন্দন’র” মোড়ক উম্মোচন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সরকারি ব্রজমোহন কলেজের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে স্মৃতি এ্যালবাম “স্পন্দন’র” মোড়ক উম্মোচন করা হয়।

সকাল ১১টায় জাকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথী, বিশেষ অতিথীরা মোড়ক উম্মোচন করেন। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান খান মোঃ গাউস মোসাদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথী প্রফেসর শফিকুর রহমান শিকদার, অধ্যক্ষ, সরকারি বিএম কলেজ, বিশেষ অতিথী স্বপন কুমার পাল,উপাধ্যাক্ষ,  সরকারি বিএম কলেজ, বিশেষ অতিথী এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ, সম্পাদক, শিক্ষক পরিষদ, প্রফেসর ড.মেথিউ সরোজ বিশ্বাস, সাবেক বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,সরকারি বিএম কলেজ। আকতার উদ্দিন চৌধুরী, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এম.এম তারিকুজ্জামান, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

এছাড়াও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, মোকলেসুর রাহমান মনি, বিএম কলেজ ছাত্রলীগ নেতা খাইরুল হাসান সৈকত।

বক্তব্য পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীসহ , সংস্কৃতি পরিষদ ও স্বদেশ ব্যান্ডের সদস্যরা নাচেগানে মাতিয়ে তোলেন মঞ্চ।

বরগুনার আমতলীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা

আমতলী প্রতিনিধিঃ  বরগুনার আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজে রবিবার স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক সম্পর্কে পুলিশিং সভায় ছাত্রীদের অবহিত করা হয়।
বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান। বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য ছাত্রীদের অবহিত করে বক্তব্য রাখেন, ওসি মোঃ আলাউদ্দিন মিলন, যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, কলেজের সহকারী অধ্যাপক মোসাঃ ফেরদৌসি আক্তার, প্রভাষক বশির আহমেদ, মোঃ কবির হোসেন , মোঃ জয়নুল আবেদীন, ছাত্রী মিম আক্তার ও তৃষা।