বাউফলে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

বাউফলে জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, কুইজ ও বঙ্গবন্ধুর জীবনীর উপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে তার কার্যালয়ে এ পুরুস্কার বিতরণ করেন।
চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) পুরুস্কারপ্রাপ্তরা হলো, আ. রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের মো. নোমান (প্রথম), একই বিদ্যালয়ের মাহিন মুনতাসির(দ্বিতীয়) এবং বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তানজিম রহমান (তৃতীয়)। বঙ্গবন্ধুর জীবনীর উপর উপস্থিত বক্তৃতায় (নবম থেকে দশম শ্রেণি) আ. রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের হাবিবা সুলতানা দিবা (প্রথম), বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নাজমুন নাহার নিশা (দ্বিতীয়) এবং একই বিদ্যালয়ের রাফিয়া সুলতানা মিসফা (তৃতীয়) হয়েছে।
পুরুস্কারপ্রাপ্তদের প্রত্যেককে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া ও বিভিন্ন চিত্রকর্ম বিষয়ক বই উপহার দেয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, সিনিয়র সাংবাদিক অতুল পাল, সাংবাদিক আরেফিন সহিদ এবং সাংবাদিক নাজিম উদ্দিনসহ অন্যান্য বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পিরোজপুরে তিন পলাতক আসামী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধিঃ মঠবাড়িয়া থানা পুলিশ পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে হত্যা, ডাকাতি, অস্্র, জননিরাপত্তা আইনে দায়ের করা মামলার পলাতক দুর্ধর্ষ তিন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার আঙুলকাটা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে আলম মোলাø ওরফে আলমগীর(৩২), উত্তর মিরুখালী গ্রামের চাঁন মিয়া হাওলাদার ছেলে মনির হাওলাদার (২৮) এবং উত্তর গিলাবাদ গ্রামের আব্দুল ছত্তার আকনের ছেলে আলমগীর হোসেন (৪৫)।
থানা সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত আলম মোলাøর বিরুদ্ধে ১টি হত্যা, ৩টি ডাকাতি ও ১টি অ¯্র মামলা, মনির হাওলাদারের বিরুদ্ধে ২টি ডাকাতি ও ১টি চুরি এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে ১টি জন নিরাপত্তা, ১টি অ¯্র, ১টি ডাকাতি ও ১টি দস্যুতার মামলা রয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, গ্রেফতারকৃত দুর্ধর্ষ তিন আসামি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদেও ভিত্তিতে তাদেও গ্রেফতার করে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।

কুয়াকাটায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা

কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে ‘স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম’র সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় মহিপুর থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল মো. জালাল উদ্দিন আহমেদ, মহিপুর থানার অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এসআই হাফিজুর রহমানসহ শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চুরি, ডাকাতি বলে যে গুজব ছড়ানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সারা রাত পুলিশের টহল থাকার পরও এমন ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তিনি শিক্ষার্থীদের ইয়াবা চালান, চুরি-ডাকাতি, জঙ্গী তৎপরতার তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতার আহ্বান জানান। জনমনে যে আতঙ্ক রয়েছে তা দূর করতে পুলিশ বাহিনী সদা তৎপর রয়েছে বলে তিনি শিক্ষার্থীদের আশ্বস্থ করেন। মাহফুজুর রহমান আরো বলেন,পুলিশ ইভা ধর্ষণ পরবর্তী হত্যার তদন্ত কাজ দ্রুত এগিয়ে চলছে,অচিরেই সত্য বেরিয়ে আসবে।

ঈদে বরিশালে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদকঃ ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারনে বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের প্রায় চার কিলোমিটার সড়ক সংস্কার না করায় ঈদুল আযহার যাত্রীদের যানবাহনে চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সারা পথ গাড়ীতে যাত্রীরা ভাল আসলেও ওই চার কিলোমিটার সড়কে তাদের ঈদ যাত্রা ম্লান করে দিয়েছে। রাতের অন্ধ্যাকারে চলতে গিয়ে ঘটছে দূর্ঘটনা। মাঝে মধ্যে বৃষ্টি হওয়ায় গর্ত আরো বড় আকার ধারন করছে। কিছু গর্তে ঠিকাদার প্রতিষ্ঠান ইট দিয়ে চলাচলের উপযোগী করলেও তা পর্যাপ্ত নয়।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়ক খানাখন্দ ও গর্ত হয়ে লোকজন, যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ কারনে বরিশাল সড়ক ও জনপথ বিভাগ থেকে ১৬ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২০১৮ সালের প্রথম দিকে ২৩ কোটি টাকা ব্যয়ে টেন্ডার আহবান করেন। টেন্ডারে বরিশালের ঠিকাদার প্রতিষ্ঠান এম খান গ্রুপ নামে প্রতিষ্ঠান কাজটি পায়। ঠিকাদার প্রতিষ্ঠান বাইপাসের চার কিলোমিটার বাদে ১২কিলোমিটার সড়কের সংস্কার কাজ শেষ করে। দীর্ঘদিনেও বাইপাসের চার কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত হয়ে যানবাহন চলাচল বন্ধের পথে রয়েছে। ঈদুল আযহা উপলক্ষে যাত্রীরা গাড়ীতে করে সারা পথ ভাল আসলেও ওই চার কিলোমিটার সড়কে তাদের সারা পথের যাত্রা ম্লান করে দেয়। অনেক সময় গাড়ীর যন্ত্রাংশ ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাতের অন্ধ্যাকারে চলতে গিয়ে ঘটছে অহরহ দূর্ঘটনা। ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারনে এই চার কিলোমিটার সড়ক সংস্কার কাজ করা হয়নি দীর্ঘদিনেও। ঠিকাদার প্রতিষ্ঠান ওই সড়কের চার কিলোমিটারে বড় গর্তে ইট দিয়ে কোন রকমে চলাচলের ব্যবস্থা করলেও তা পর্যাপ্ত নয়। এ ব্যাপারে সওজ উপ-সহকারী প্রকৌশলী এম এ হানিফ বলেন, বৃষ্টির মৌসুম শেষ হলে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করবেন। বর্তমানে গাড়ী ও লোকজনের চলাচলের জন্য ঠিকাদার বালু ও ইট দিয়ে গর্ত ভরে দিয়েছেন।

 

বরিশালে কোরবানির পশু জবাইয়ের জন্য ১৩৫ স্থান নির্ধারণ

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদ উল আজহায় বরিশাল সিটি কর্পোরেশনের(বিসিসি) ৩০টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ১৩৫ টি স্থান নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের নির্ধারিত স্থানের থেকে ৩৯ টি কম। তবে এতে পশু কোরবানি দিতে সাধারণ মানুষকে কোন ভোগান্তি হবে না বলে দাবী করছেন বিসিসি কর্তৃপক্ষ। বিসিসি সূত্র জানায়, পরিবেশ দুষণরোধে নির্দিস্ট স্থানে পশু কোরবানী করার বিষয়ে মন্ত্রনালয় থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছিলো। এর ধারাবাহিকতায় গত ৩ বছর ধরে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে কোরবানীর পশু জবাইয়ের জন্য প্রতিটি ওয়ার্ডে স্থান নির্ধারন করা হয়। এবারেও সেইভাবে স্থান নির্ধারন করা হয়েছে। তবে পশু কোরবানীর হার বেড়ে যাওয়ায় এবারে গত বছর নির্ধারিত স্থানের সংখ্যা বাড়ানো হলেও সবজায়গাতে পশু কোরবানি হয়নি। তাই এ বছর যাচাই-বাছাই করে গত বছরের থেকে ৩৯ টি কমিয়ে ১৩৫ টি স্থান নির্ধারন করা হয়েছে। ইতিমধ্যে এই তথ্য জনগণকে জানানোর জন্য সংশ্লিস্ট ওয়ার্ড কাউন্সিলরদের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি হ্যান্ডবিল, মাইকিং করার প্রস্তুতিও হাতে নেয়া হয়েছে। এদিকে বিগত সময়ের মতো এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য নগরের ৩০টি ওয়ার্ডে কাউন্সিলরকে সভাপতি ও সংরক্ষিত আসনের কাউন্সিলরকে সহ-সভাপতি করে ৩০টি কমিটি গঠন করা হয়েছে। কমিটি গুলোতে সর্বোনিম্ন ৮ জন করে সদস্য রয়েছে। তবে এবারে কোন নির্ধারিত স্থান নয়, কাউন্সিলরা চাইলে যে কোন নির্ধারিত পশু কোরবানির স্থানতে সাজ-সজ্জায় সজ্জিত করতে পারবেন বলে জানিয়ে বরিশাল সিটি করপোরেশনের ভেটেরেনারী সার্জন ডা. রবিউল ইসলাম বলেন, দিনে দিনে নির্ধারিত স্থানে পশু কোরবানীর হার বাড়ছে। তবে গতবছর কিছু জায়গায় পশু কোরবানি না হওয়ায় এবার নির্ধারিত স্থানের পরিমান কিছুটা কমেছে। তবে এতে কোন ধরণের ভোগান্তি হওয়ার সুযোগ নেই। তিনি বলেন, এবারেও নির্ধারিত স্থান ঘিরে বর্জ্য অপসারন ব্যবস্থায় বস্তা ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হবে। পাশাপাশি পশু কোরবানি দেয়ার স্থলের কার্যক্রমের ভিডিও ধারণ করা হবে। তিনি বলেন, নির্ধারিত স্থানের বাহিরে যেমন নিজের বাড়ির আঙিনায় কিংবা মাঠে পশু কোরবানী দেয়ার ওপরে কোন নিষেধ নেই। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট পশু কোরবানী দাতাদের নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করতে হবে। আবার তারা বর্জ্য ব্যাগ ভরে নির্ধারিত স্থানে রাখলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তা নিয়ে যাবে। নয়তো বর্জ্য ফেলে রেখে পরিবেশ দূষন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। নির্দিষ্টস্থানে পশু জবাই করা হলে বিসিসির কর্মীরা দ্রুত ও অল্প সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে পরিবেশ সুন্দর এবং দুষণমুক্ত রাখতে পারবে বলে দাবী করেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা দীপক লাল মৃধা। উল্লেখ্য বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের ঘোষিত ওয়ার্ড ভিত্তিক কোরবানীর পশু জবাইয়ের এসব নির্ধারিত স্থানের মধ্যে, সর্বোনিম্ন ১, ২ ও ৫ নম্বর ওয়ার্ডে ২ টি করে এবং সর্বোচ্চ ২১ নম্বর ওয়ার্ডে ৯ টি স্থান নির্ধারন করা হয়েছে। বিসিসি’র হিসেবে অনুযায়ী বরিশাল সিটি করপোরেশন এলাকায় ২০১৫ সালে ৬১ টি, ২০১৬ সালে ১৪০টি এবং ২০১৭ সালে ১৭৪ টি স্থান কোরবানীর পশু জবাইয়ের নির্ধারণ করা হয়। প্রথম বছরে নির্ধারিত স্থানে ২০ শতাংশ কোরবানীর পশু জবাই হলেও দ্বিতীয় বছরে তা বেড়ে ৬০ শতাংশে গিয়ে দাড়ায় এবং পরের বছর নির্ধারিত স্থানে পশু জবাইয়ের হাড় আরো বেড়ে যায়।

জেনে নিন বরিশালে কখন কোথায় ঈদের নামাজ

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহা’র নামাযের জামাত বরিশাল জেলার সহস্ত্রাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। যারমধ্যে বরিশাল নগরে কোরবানির ঈদের দিন প্রধান জামাত সকাল ৮ টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পাশাপাশি নগরের বেশ কয়েকটি মসজিদে দুটি করে ঈদুল আজহার নামাযের জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নগরে সর্বোপ্রথম সকাল সাড়ে ৭ টায় জেল গেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে নগরের বান্দরোডস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইতোমধ্যে ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এখানে প্রতিবছরের ন্যায় বরিশালের বিভিন্ন আসানের বর্তমান ও সাবেক সাংসদ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বরিশাল সিটি করপোরেশনের মেয়রসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। এদিকে জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখা সূত্রে জানা গেছে, নগররে বেশ কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যারমধ্যে কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম ঈদের জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় ঈদের জামাত সকাল সাড়ে ৯টায়, জামে এবাদুল্লাহ মসজিদে প্রথম ঈদের জামাত সকাল ৮টা ও দ্বিতীয় ঈদের জামাত সকাল সাড়ে ৯টায়, জামে বায়তুল মোকাররম মসজিদে প্রথম ঈদের জামাত সকাল ৮টা ও দ্বিতীয় ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। অপরদিকে নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, কালিজিরা কেন্দ্রীয় জামে মসজিদ, ওয়াপদ জামে মসজিদ, আঞ্জুমান হেমায়তে ইসলাম গোরস্তান ঈদগাহ ময়দান, ল-কলেজ জামে মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, পাওয়ার হাউস জামে মসজিদ এবং মেডিকেল কলেজ জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পোর্ট রোড জামে মসজিদ ও ফকির বাড়ি জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পুলিশ লাইন জামে মসজিদে সকাল পৌনে ১০ টায় নগরের সর্বোশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী আব্দুল মান্নান জানান, এর বাহিরে বরিশাল মহনগরে সাড়ে ৪ শত মসজিদ রয়েছে। যার মধ্যে ৩ শতাধিক মসজিদে ঈদের জামাত সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়া বরিশাল সদর উপজলোর চরমোনাই দরবার শরিফে সকাল ৯টায়, গুঠিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় এবং ঝালকাঠির কায়েদ ছাহেব হুজুরের দরবার শরিফ ও পটুয়াখালীর মির্জাগঞ্জের ইয়ার উদ্দনি খলফিা ছাহেব (রঃ) দরবার শরিফে সকাল সাড়ে ৮টা থেকে ৯ টার মধ্যে ঈদের বৃহত্তর জামাত অনুষ্ঠতি হবে। ঈদের জামাত ও পশু কোরবানিকে ঘিরে স্থানীয় প্রশাসন নিজস্ব কৌশলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে।

বরিশালে ঈদের আনন্দ থেকে বঞ্চিত শতাধিক এতিম শিশু!

শামীম আহমেদঃ আর মাত্র দুই দিন বাকি কোরবানী ঈদের। সবাই মার্কেটে ভীড় করছে ছেলে মেয়েদের নতুন পোষাক কিনে ঈদে পড়ার জন্য। এতিম শিশু নাঈম কান্না জড়িত কন্ঠে বলেন,আমার মা-বাবা কেউ বেঁচে নেই। আমি এতিম। তাই কেউ আমার মত এতিমকে একটি নতুন পোষাকও কিনে দেন না। ছেড়া কাপড়ই আমাদের নতুন পোষাক। ডাল-ভাত এটাই আমাদের ঈদের খাবার। এই কথা গুলো বলেন বরিশাল নগরের পলাশপুর ৫ নং ওয়াড ৭ নং আর্দশ গুচ্ছগ্রাম মধ্য কালভার্ট সংলগ্ন রহমানিয়া কেরাতুল কোরআন হাফিজি ও মাদ্রাসা লিল্লাহ বোডিংটি শতাধিক এতিম শিশুরা। অর্থের সহযোগীতা না পাওয়ায় ছাত্রদের নিয়ে পথে পথে কেঁদে বেড়াচ্ছে মাদ্রাসার পরিচালক। অন্য দিকে এতিম শিশুরা কেঁদে কেঁদে বলেন, আমাদের কেউর মা নেই। আবার কেউর বাবা নেই। তাই আমরা ঈদ কোরবানীর নতুন পোষাকের মূখ দেখতে পাচ্ছিনা। আমাদের নতুন পোষাক দেওয়ার মত কেউ নেই। কোন সহযোগীতারও পাচ্ছিনা আমাদের মাদ্রাসায়। ঈদ কোরবানী থেকে বঞ্চিত ছাড়া কিছুই জুটেনা আমাদের কপালে। সরজমিনে গিয়ে দেখা গেছে,প্রায় শতাধিক এতিম গরীব রয়েছে এই মাদ্সায় কিন্তু তারা কোন সরকারী বেসকারী প্রতিষ্ঠান থেকে অর্থের সহযোগীতা না পাওয়ার কারনে কোরবানীতে পোষাক ও খাবার থেকে বঞ্চিত হচ্ছে বলে জানায় স্থানীয়রা। এতিম ছাত্ররা আরো জানায়, আমরা গরীব ঘরের ছাত্র দেখে আমাদের স্থান হয়েছে এতিম খানায়। আর যারা ধনি বংশে জম্ম নিয়েছে তারা চলে গাড়িতে খাচ্ছে তিন বেলাই পোলাউ মাংস বিরানী। আমাদের এতিম খানায় এতিমের খোঁজ রাখেনা কেউ। ঈদ যায় কোরবানী যায় কিন্তু আমাদের গায়ে থাকে পুরান জামা। যার বাবা মা আছে তারা একটা না একটা নতুন পোষাক পরে। আমাদের বাবা ও মা না থাকার কারনে আমাদের গায়ে উঠেনা নতুন পোষাক। মাদ্রাসায় কেউ যদি মাছ ও মাংস অথবা টাকা পায়সা দান করে তাথলে আমাদের এতিমদের কপালে ভালো কিছু ভাগে পরে। মাদ্রারায় গিয়ে জানা গেছে, কয়েক জন এতিম শিশুর জীবন কাহিনীর গল্প। দেখা গেছে কি ভাবে তাদের জীবন কাটাচ্ছে মাদ্রারায়। এতিম শিশু নাঈম,মানিক,রুম্মানসহ এতিমরা জানায়, আমার বাবা মা কেউই এই পৃথিবীতে বেঁচে নেই, শুধু রয়েছে নানু তাই আমার ঠিকানা হয়েছে এতিম খানায়। মা-বাবা বেঁচে থাকলে নতুন পোষাক ও ভালো খাবার দিতেন আমাকে এনে। নেই বলে তিন বেলার খাবারও জুটেনা আমার মত আনেক এতিমের। মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম ফিরোজী জানায়, মাদ্রাসায় জায়গা কম ছাত্রদের থাকতে হচ্ছে কস্টে এবং কি গোসল পানিও নেই সংকট। মাদ্রাসার কাজ চলছে। অর্থের অভাবে কাজ শেষ করতে পারছিনা। দ্বীন দরদী ভাই বোনদের খেদমতে এই যে মাদ্রাসায় চাল,কাপর,অর্থ, যাকাত, ফিৎরা,মান্নত, কোরবানীর চামরা দান করলে ছাত্রদের নিয়ে মাদ্রাসাটি চলাতে বেশি একটা সমস্যা হয়ে দারাতো না। কিন্তু কোন ব্যাক্তি এই এতিম শিশু গুলোর দিকে একটু নজর অথবা অর্থের সহযোগীতা করছেনা। তিনি আরো জানায়,দানশীল ব্যক্তিরা এই মাদ্রাসার এতিম গরীব ছাত্রদের মুখে দিকে তাকিয়ে একটু দান করেন। কোরবানীতে এতিম ছাত্রদের খাবার ,কাপড়, অর্থ দিয়ে সকলের সহযোগীতা একান্ত ভাবে কাম্য। সহযোগীতা করার জন্য যোগাযোগ করুন মাদ্রাসার পরিচালকের মোবাইল নাম্বার: ০১৭৬২-১০০৫৩১ ।

জনগন এই সরকারকে বিশ্বাস করে না- সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশে সর্বত্র দূর্নীতিতে ভরে যাওয়ার কারনেই বাংলাদেশ ব্যাংকের ভোল্টের সোনা তামা হয়ে যাচ্ছে।
দেশ থেকে উদাও হয়ে যাচ্ছে ইট বালু থেকে শুরু কয়লা,পাথর সহ গুম, খুন হচ্ছে বিরোধী দলের নেতা কর্মী।
এই অবৈধ ভোটার বিহীন সরকার নতুন করে দেশে ওয়ান এলেভেনের গন্ধ পাচ্ছে তারাতো গন্ধ পাবে কারন ওয়ান এলেভেন সরকার বর্তমান অবৈধ সরকারের সৃষ্টি সেই কারনেই তারা মসনদ হারাবার ভয়ে ওয়ান এলভেনের গন্ধ পাচ্ছে।
সরোয়ার আরো বলেন আজ দেশে জনগনের ভোটের সরকার নেই বলেই দেশে আইনের শাসন নেই। জনগন এই সরকারকে বিশ্বাষ করে না। ভোটার বিহীন আওয়ামীলীগ সরকার জনগনকে বিশ্বাষ করে না বলেই তারা প্রশাসনের ভোটের উপর নির্ভরশীল হয়ে পড়ার কারনে কয়দিন পরপরই তাদের বেতন-ভাতা বাড়ছে দিচ্ছে তাদের পদোন্নতি।
এতে করে সরকারের শেষ রক্ষা হবেনা। তারা এখন দেশ থেকে পালিয়ে যাবার চিন্তা ভাবনা করছেন কোথায় পালাবেন গুম,খুন সহজনগনের টাকা,সোনা, কয়লা ও পাথর কোথায় গেছে তার হিসাব না দিয়ে বাংলার মাটি থেকে পালিয়ে যাবার কোন সুযোগ এই অবৈধ সরকার পাবে না।

আজ রোববার (১৯ই আগস্ট) বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলের আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, সাবেক সংসদ ও বরিশাল উত্তর জেলা সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ,দক্ষিন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন,মহানগর,স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির,মহানগর স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু,সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ,জেলা জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ্ সাদি,বাকসু সাবেক পরিবহন সম্পাদক রবিউল আউয়াল শাহিন, বাকসু সাবেক সদস্য মতিউর রহমান মিঠু। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মামুন ভূইয়া,জেলা যুগ্ম সম্পাদক খান মোঃ আনোয়ার ও বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মানিক হাওলাদার প্রমুখ।

প্রধান অতিথি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার আরো বলেন,আজ দেশে আওয়ামী অবৈধ সরকারের হাতে গনতন্ত্র অবরুদ্ব হয়ে পড়েছে।

তাই আগামী দিনগুলোতে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অবৈধ সরকারকে হটিয়ে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
একারনেই স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্বভাবে আন্দোলনে রাজ পথে থাকার আহবান জানান।
তিনি আরো বলেন দেশের নির্বাচন কমিশনার এখনই যদি বলেন সংসদ নির্বাচনে সুষ্ট পরিবেশের নিশ্চয়তা দেয়া সম্ভব না তাহলে এই নির্বাচন কমিশনারের অধিনে কোনভাবেই নির্বাচন করা সম্ভব হবে না। এই জন্য নিরপক্ষ সহায়ক সরকার ছাড়া এদেশে সংসদ নির্বাচন হবেনা।

সরোয়ার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা থেকে দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদার বিরুদ্বে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মক্তি সহ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জে.এম আমিনুল ইসলাম লিপনের মুক্তির দাবী জানান।

এর পর্বে প্রধান অতিথি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার দলীয় নেতা-কর্মীদের নিয়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন

 

বাউফলে ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম.এ হান্নান, বাউফলঃ পটুয়াখালীর বাউফলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ও র‌্যালীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
রবিবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে বাউফল মুক্তিযোদ্ধা অডিটরিয়মে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।

সমাবেশে বাউফল উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম ইমাম উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল এম. হাছিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , পটুয়াখালী জেলা ইশা ছাত্র আন্দোলনের সেক্রেটারী আর.আউ.এম অহিদুজ্জামান, বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও পটুয়াখালী-০২ ( বাউফল ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাও. নজরুল ইসলাম।
এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ইমা আন্দোলনের সভাপতি কে.এম ইউনুছ আলী।
এছাড়া আরো বক্ত্য রাখেন মাও. মুহাম্মাদ সিরাজুর ইসলাম, আলহাজ্ব মাও. আবদুর রহমান, মাও. মো: জাকির হোসেন জিহাদী , মু. ওমর ফারুক তাওহীদ, অলি আহম্মেদ , মুফতি হারুন আর রশিদ ও মু. ইলিয়াস হাসান।
সমাবেশ ও র‌্যালীতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালীর বাউফলে দুস্থদের মাঝে চাল বিতরণ

এম.এ হান্নান,বাউফল: পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের গরীব অসহায় দুস্থ এবং সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে কালাইয়া খাদ্য গুদাম চত্ত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাউফল উপজেলা সমাজসেবা অফিসার ও দায়িত্বরত ট্যাগ অফিসার মো: মনিরুজ্জামান ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন কালাইয়া ইউপি প্যানেল চেয়ারম্যান, ০২ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: ফিরোজ হাওলাদার।
প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওরাদার বলেন, আমার ০২নং ওয়ার্ডের প্রায় ৫৫০জন গরীব অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাউল আমি নিজে উপস্থিত থেকে বিতরণ করেছি। বরাদ্ধ কম থাকায় প্রায় ৬০-৭০জন মানুষকে চাউল না দিতে পারায় ব্যক্তিগত ভাবে ২০০টাকা জন প্রতি দিয়েছি।
চাউল বিতরণ কালে ইউপি সদস্য ও মহিলা সদস্যবৃন্দ উস্থিত ছিলেন।
কালাইয়া ইউপি সচিব আবু বকর সিদ্দিক জানায়, কালাইয়া ইউনিয়নের ৩হাজার ৫’শ ১৩জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৭০.২৫০ টন চাউল বিতরণ করা হয়েছে।
বাউফল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, সরকারি বরাদ্ধের চাউল যেনো প্রকৃত গরীব অসহায় ও দুস্থদের মাঝে সঠিক ভাবে বিতরণ করা হয় সেই লক্ষে আমি নিজে উপস্থিত থেকে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছি ।