বরিশালের যানবাহনে এলইডি লাইটের দৌরাত্ম

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরসহ সদর উপজেলার সড়ক ও মহা-সড়কগুলোতে সন্ধ্যা নামলেই চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কারণ অটোরিক্সা, মাহিন্দ্রা, মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে এলইডি লাইটের ব্যবহার। এ লাইটের আলো এতটাই তীব্র যে বিপরীত দিক থেকে কিছুই দেখা যায়না। ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা। আর এই লাইট ব্যবহার বন্ধ করতে বরিশাল ট্রাফিক বিভাগ থেকে একাধিকবার উদ্যোগ গ্রহণ করা হলেও ধারাবাহিক অভিযান না হওয়ায় এর ব্যবহার দিন দিন বাড়ছে। চিকিৎসকদের মতে, এই আলো সরাসরি চোখে লাগলে চোখ ক্ষতিগ্রস্থ হতে পারে। এমনকি ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট। বর্তমান যুগে এসে নানা প্রকার লাইটের আলো চোখে এমন ভাবে এসে পড়ে যে সামনে কি আসছে কিছুই বুঝা যায় না। বর্তমানে যে কোন সাধারন ব্যক্তি রাতে নগরীসহ সড়ক-মহাসড়কে বের হলেই গাড়ির হেডলাইটের যন্ত্রনায় পড়বে। আর যানবাহনের হেডলাইটের এবং এলইডি লাইটের আলোর প্রভাবে রাতে চলা-চলের অনেকটা ঝুঁকি হয়ে পড়েছে। নগরীর সর্বত্র দিন দিন বৃদ্ধি পাচ্ছে নানান ধরনের যানবাহনের সংখ্যা আর সেই সাথে বেড়ে চলছে এলইডি লাইটের ব্যবহার। যানবাহনের সাথে লাগানো এলইডি লাইটের আলো চলাচলের সময় তীব্র আলো চোখে পড়ায় সাধারন মানুষের পথ চলতে নানা সমস্যার সৃষ্টি হয়। এই আলো চোখে পড়া মাত্র যেন চোখ ধাধিঁয়ে যায়। ফলে প্রতিনিয়ত মানুষ সড়ক দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এলইডি লাইটের অধিক ব্যবহারের দিকে ট্রাফিক পুলিশসহ প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই। মাঝে মধ্যে অভিযান চালালেও তার ধারাবাহিকতা না থাকায় এলইডি লাইটের ব্যবহার কমছে না। রাতে নগরের ব্যস্ততম সড়ক সদররোড, নতুন বাজার, কাকলির মোড়,লঞ্চঘাট, জেলখানার মোড়,বটতলা সড়ক,রূপাতলী, সাগরদী বাজার সড়কসহ প্রায় বিভিন্ন অলিগলি ঘুরে সরোজমিন দেখা যায় প্রতিটি অটোভ্যান, অটোরিকশা, ইজিবাইক, সিএনজি, মাহিন্দ্রা, নসিমন, করিমন, মোটরসাইকেলসহ অন্যান্য অনেক যানবাহনে এলইডি লাইটের ব্যবহার। এছাড়া অন্য লাইট ব্যাবহারকারী যানবাহনের চালকরা এই এলিডি লাইটের আলোর কারণে দাড়িয়ে যায়, কারণ একটু বেপরোয়া হলেই ঘটবে দূর্ঘটনা। অপরদিকে নগরের সড়ক ও মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক, প্রাইভেটকারসহ কোন গাড়ির হেডলাইটের উপরের অংশে এখন আর কালো রং ব্যবহার করা হয় না। যার কারণে এ সকল গাড়ির আলো সরাসরি বিপরীত দিক থেকে আসা গাড়ির চালক ও পথচারিদের চোখে ধাঁধিয়ে যায়। আর তখনই ঘটে দূর্ঘটনা। একাধিক চালক বলেন, বিপরীত দিক থেকে আসা অটোভ্যান, অটোরিক্সা বা ইজিবাইকের এলইডি লাইটের আলোর কারণে চালক এবং সাধারন মানুষের পথ চলতে চরম অসুবিধায় পড়তে হয়। সড়ক দুর্ঘটনার কারনগুলোর মধ্যে এটিও একটি অন্যতম কারন বলা চলে। যা এখনই প্রশাসনের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মতে, এলইডি লাইটের প্রভাবে মানুষের চোখে কর্নিয়া থাকে এবং এই আলো সরাসরি চোখে লাগলে চোখ ক্ষতিগ্রস্থ হতে পারে। তবে দীর্ঘদিন এভাবে আলো চোখে লাগতে থাকলে কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে। যাতে করে চোখে কম দেখা, ঝাপসা দেখাসহ আস্তে আস্তে অন্ধ হয়ে যেতে পারে। এ ব্যাপারে সার্জেন্ট কামরুল বলেন, এলইডি লাইটের ব্যবহার বন্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। তিনি বলেন, যে সকল যানবাহনে এলইডি লাইট ব্যবহার করা হয় সেগুলো আটক করে লাইট খুলে ফেলা হয়। এ ব্যাপারে বিএমপি এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল বলেন, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ট্রাফিক পুলিশের সাথে আমরাও সম্মিলিতভাবে কাজ করছি। এলইডি লাইট দুর্ঘটনার একটি অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, গড়িয়ারপার এলাকায় নিয়মিত চেকপোষ্ট এর পাশাপাশি টহল টিমকেও এ ব্যাপারে নির্দেশনা দেয়া আছে। এ ব্যাপারে বিএমপি ট্রাফিক পুলিশের টিআই-১ (প্রশাসন) শামসুল আলম বলেন, আমরা আসলে এলইডি লাইটের ব্যবহার, হাইড্রোলিক হর্ন বা অন্যান্য যে সমস্যা আছে সেগুলি আমরা নিয়ন্ত্রন করার জন্য যা যা করা উচিৎ করছি। এলইডি লাইটের ক্ষতিকর দিক এবং চালকদের সচেতনতার জন্য আমাদের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচী চালানো হয়। এছাড়া এই লাইটের ব্যবহার বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

রাজাপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ৫পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার গভীর রাতে এসআই শাহ্ আলম উপজেলার পিংড়ী এলাকায় অভিযান চালিয়ে বামনকাঠি ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার কানুনিয়া সেলিম হাওলাদরের ছেলে সেহেল হাওলাদার (২৫) ও কেওতা গ্রামের মৃত সুলতান আহম্মেদ সরদারের ছেলে রোমান (২৬)। পুলিশ জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে তাদেরকে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়।

বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে- শ্রিংলা

ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশে-ভারতের মাধ্যে সুসম্পর্কের বীজ বপন করা হয়েছিলো। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা আরও সুদৃঢ় হয়েছে। তিনি আরও বলেন বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে। সুসময়-দু:সময় ভারত বাংলাদেশের পাশেই থাকবে। বাংলাদেশের উন্নয়নেও ভাতর সহযোগিতা করবে বলে উল্লেখ করেন ভারতের এ রাষ্ট্রদূত।আজ রোববার সকালে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের কবিগুরু বরীন্দ্রনাথ ডিগ্রী কলেজ মিলনায়তনে এক সংক্ষিপ্ত সূধি সমাবেশে ভারতের হাইকমিশনার এ সব কথা বলেন।এসয়ম ভারতীয় হাই কমিশনের ফ্রাস্ট সেক্রেটারী রাজেশ উকে এবং নবনিতা চক্রবর্তীও তার সাথে ছিলেন। পিরোজপুর জেলা প্রশাসনসহ স্থানীয় সুশিল সমাজের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।সূধি সমাবেশের আগে হাইকমিশনার হর্ষবর্ধন নৌযোগে কুড়িয়ানা ও ভিমরুলির ভাসমান বাজার পরিদর্শন করেন।

 

কলাপাড়ায় চোলাইমদসহ আটক ২

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানা এলাকায় ৪৪২ লিটার চোলাই মদসহ ২ জন আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলো মহিপুর থানাধীন আমখোলা রাখাইন পাড়া এলাকার উংথাছি এর ছেলে অংছান (৪৫) ও কুয়াকাটা পঞ্চায়েত পাড়ার চোম্যায়া রাখাইনের ছেলে মংচোমিন (২২)। রোববার (০৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রোববার সকালে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সোয়েব আহমেদ খানের (সিনিয়র এএসপি) নেতৃত্বে মহিপুর থানাধীন আমখোলা রাখাইনপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অংছান ও মংচোমিনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক অংচানের বসতবাড়ি তল্লাশী করে ৪৪২ লিটার চোলাই মদ উদ্ধার করে । এ ব্যাপারে পটুয়াখালী জেলার মহিপুর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

কলাপাড়ায় বখাটের হামলার প্রতিবাদ

কলাপাড়া প্রতিনিধি: পরীক্ষা চলাকালে স্কুলের সামনে অপেক্ষমান নারী অভিভাবকের ওপর সন্ত্রাসী হামলা, গালাগাল, চেয়ার ভাংচুরের প্রতিবাদে এবং বখাটে প্রিন্স হাওলাদারের বিচারের দাবিতে শিশু শিক্ষার্থী ও অভিভাবকরা মানবন্ধন প্রতিবাদ করেছেন। রোববার দুপুরে ধানখালীর কলেজ বাজারের সড়কে মর্নিংস্টার প্রি-ক্যাডেট স্কুলের সামনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা রোববার পরীক্ষা বর্জন করেছে। এসময় বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগ সভাপতি জসিম মৃধা, বাজার ব্যবসায়ী মান্নান গাজী। বক্তারা বখাটে প্রিন্সকে গ্রেফতারের দাবি জানান। ক্ষুদে শিক্ষার্থীরা জানায়, স্কুলের সামনে মাহেন্দ্র স্ট্যান্ড করে বখাটে মাদকসেবী প্রিন্স হাওলাদার বখাটেপনা করে বেড়াচ্ছে। রোববার বেলা ১১ টার দিকে পরীক্ষা চলাকালে মহিলা অভিভাবকরা স্কুলের সামনে চেয়ারে বসে অপেক্ষা করছিলেন। এসময় প্রিন্স হাওলাদার গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে। এর প্রতিবাদ করায় দুইটি চেয়ার ভাংচুর করে। তাৎক্ষণিক স্থানীয়রা প্রিন্সকে আটকে রাখে। কিছুক্ষণ পরে তার বাবা হাবিবুর রহমান এসে উদ্ধার করে নেয়। স্থানীয়রা জানায় প্রিন্স এলাকার চিহ্নিত বখাটে। তার নামে কলাপাড়া থানায় একাধিক জিডি রয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী আহম্মেদ জানান, খোঁজ নিয়ে তিনি আইনি ব্যবস্থা নিচ্ছেন। ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, তিনি পিন্সের ব্যাপারে অভিযোগ শুনেছেন। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে বলেছেন।

স্বৈরাচারী সরকারের অধিনে কেউ নির্বাচন করবে না-সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ অসাংবিধানিকভাবে কারাগারের ভিতর আদালত স্থানন্তরের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড.মজিবর রহমান সরোয়ার বলেছেন,বাংলার মানুষ দলীয় স্বৈরাচারী সরকারের অধিনে কেহ নির্বাচন করবে না।
ভোটার বিহীন সরকার আজ দেশনেত্রী বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে ভোটের বাহিরে রাখার জন্য তারা ষড়যন্ত্রমূলকভাবে সামরিক সরকারের ন্যায় বিচার কাজ সম্পূর্ণ করতে চায়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ (৮ই সেপ্টেম্বর) শনিবার সকাল ১১টায় জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ,এ্যাড. মহসিন মন্টু,মহানগর সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন,মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীম,মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি উপদেষ্টা সাংবাদিক ও মুক্তিযুদ্বা নুরুল আলম ফরিদ,মহানগর সহ-সভাপতি রফিকুল ইসলাম রুনু সরদার,আব্বাস উদ্দিন বাবলু,সহ-সভাপতি সৈয়দ আকবর হোসেন,মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল আহসান,আলাউদ্দিন আহমেদ, সাজ্জাদ হোসেন,মারুফ আহমেদ,জাহিদ হোসেন,এ্যাড.তছলিম উদ্দিন,কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন।
বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে মহিলাদল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়।

সরোয়ার আরো বলেন সরকার নিজেকে একজন গনতান্ত্রিক সরকার দাবী করেন অথচ তারা ২০১৪ সালে অবৈধভাবে ১৫৪জন সংসদ সদস্যকে নির্বাচিত ক্ষমতা দখল করে রেখেছে।
এসরকারের অধিনে কি নির্বাচন হতে পারে তা ৩০ই জুলাই সিটি নির্বানে বরিশালবাসী ভাল করে দেখেছে।
তাই অন্য সকল মেয়র প্রার্থীরা শপথ নিয়েছে বরিশালের মেয়র কেন নিতে পারছে না?
সরোয়র আরো বলেন আমাদের এ আন্দোলন গনতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন তাই আগামীতে বিএনপি সহ সকল দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মাঠে থাকার আহবান জানান।

এর পূর্বে একই স্থানে বরিশাল দক্ষিন জেলা বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপি যৌথভাবে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে।
জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন,সহ-সভাপতি এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না,কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু,উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি আঃ মাজেদ মন্নান মাস্টার,বাখেরগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক নাসির হাওলাদার,জেলা বিএনপি দপ্তর সম্পাদক আলহাজ্ব মন্টু খান প্রমুখ।

 

আমাদের দেশকে অন্য দেশগুলো আজ অনুসরন করছে-বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেছেন,আমাদের দেশকে অন্য দেশগুলো আজ অনুসরন করছে।
আমাদের দেশের এ অগ্রযাত্রা ধরে রাখতে হবে।

এজন্য আমাদের শিশুদের সু-শিক্ষায় গড়ে তোলার মাধ্যমে গড়ে তুলতে পারলে আগামী দিনে এ প্রজন্মের শিশুরা এদেশের উন্নয়নের ধারা ধরে রেখে আরো বেশী করে বাস্তবায়ন করবে।

সরকার এলক্ষে ৬৪ জেলায় অক্ষর স্বাক্ষরতা দিবস কার্যক্রম চালু করতে যাচ্ছে।
বিভাগীয় কমিশনার আগামী প্রজন্মের শিক্ষার্থীদের দিকে সু-দৃষ্টি রাখার জন্য সকল অভিভাবকদের প্রতি আহবান জানান।

আজ শনিবার (৮ই সেপ্টেম্বর) অশ্বিনী কুমার টাউন হলে ববরিশাল জেলা প্রশাসন ও উপানুষ্ঠিক শিক্ষা ব্যুরো আয়োজিত ও বেসরকারী উন্নয়ন সংস্থার আয়োনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়।
বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক এস.এম ফারুক, জেলা শিক্ষা অবিসার আনোয়ার হোসেন, বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজ অধ্যাক্ষ মেজর ড. সিরাজুল ইসলাম উকিল,বরিশাল অতিরিক্ত মেজিষ্ট্রেট নুরুজ্জামান।
এর পূর্বে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে নগরীতে একটি র‌্যালি বেড় করা হয়।

স্কুল ছাত্রী তুলির উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ  প্রেম প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বখাটের ছুরিকাঘাতে আহত পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তুলি আক্তারের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও ছাত্র ফ্রন্ট। আজ (৬ইসেপ্টেম্বর) বৃস্পতিবার সকাল ১১ টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাইন হলের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও ছাত্র ফ্রন্ট)যৌত আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জহুরা রেখার সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন,সমাজতান্ত্রীক দল বাসদের সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তি, ছাত্র ফন্টের বদরুজ্জোহা সৈকত,শন্ত মিত্র’র সংগঠনিক সম্পাদক নিলিমা জাহান , আহত স্কুল ছাত্রী তুলি আক্তারে মা আতিয়া বেগম প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন,মোজাম্মেল হক সাগর। মানববন্ধনে বক্তরা বলেন, স্কুল ছাত্রী তুলি দরিদ্র্য পরিবারের মেয়ে। তার চিকিৎসার জন্য সবাই এগিয়ে আসুন। বখাটের হামলায় আহত তুলি এখনোও পুরোপুরি শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বখাটের প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় আজ তুলির এই অবস্থা। আমরা তুলির হামলাকারীদের বিরুদ্বে কঠোর দৃষ্টন্তমূলক বিচার ও শাস্তির দাবী জনান।

কলাপাড়ায় নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধিঃ নির্যাতন নিপীড়ন পাশবিকতা রুখে দাড়াও-বিবেক জাগ্রত করুন মানুষরুপী দানবদের প্রতিরোধ করুন- এই শ্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় নির্যাতন নিপীড়ন পাশবিক হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ইভাকে ধর্ষন শেষে হত্যা ও ধূলাসার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তুলিকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার প্রতিবাদে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কলাপাড়া মহিলা ক্লাব, মানিকমালা খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ ও প্রগতি পাঠাগার । এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। নাগরিক কমিটি কলাপাড়া শাখার আহবায়ক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলাপাড়া মহিলা ক্লাব সভাপতি নমিতা দত্ত, পৌর সভার কাউন্সিলর মনোয়ারা বেগম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট আকন, প্রভাষক নিজাম উদ্দিন, ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি নীল রতন কুন্ড প্রমূখ। সমাবেশে বক্তরা ইভা’র হত্যাকারীদের ও তুলিকে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে মাদকসেবী বখাটে নাঈমের ছুরিকাঘাতে । অপরদিকে গত ১৪ আগস্ট মঙ্গলবার রাত ১০টায় মহিপুর থানার সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামে মাকে ঘরে বেঁধে রেখে কাঠ মিস্ত্রি ইসমাইল হোসেনের মেয়ে ষষ্ঠ শ্রেণীতে ছাত্রী ইভাকে ধর্ষনের

আমতলীতে ধানের দাম কম, দিশেহারা কৃষক

আমতলী প্রতিনিধিঃ “কত কষ্ট হইর‌্যা এই বচ্ছর আউশ ধান দিছি, ধান ভালোই অইছে কিন্তু আডে ধানের দাম কোম। কি হরমু অনেক টাহা লোকসান দিতে অইবে। ধার হইর‌্যা জমি চইছি, কিদ্ধা হেই ধার টাহা দিমু কইতে পারি না”। এ কথাগুলো বলেছেন আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের কৃষক বসির ও আবদুস কুদ্দুস।
বরগুনার আমতলীতে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হওয়ায় আশাবাদী হলোও বাজারে ধানের দাম কম থাকায় দুচিন্তায় কৃষকরা। কৃষকরা জানান, ধানের দাম কম থাকায় লাভবান হওয়ায় সম্ভবনা নেই। একর প্রতি উৎপাদন খবর ২২-২৫ হাজার টাকা। ওই জমিতে উৎপাদিত ফসলের বিক্রয় মূল্য ১৫-২০ হাজার টাকা। একর প্রতি কৃৃষকের লোকসান ৫ থেকে ৭ হাজার টাকা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, এ বছর আমতলীতে আউশ ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়ছিল ১০ হাজার ৫০০ হেক্টর। ওই লক্ষমাত্রা ছাড়িয়ে ১২ হাজার হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়। লক্ষমাত্রার চেয়ে ২ হাজার হেক্টর জমিতে বেশী আউশ চাষাবাদ হয়েছে। আউশ ধান চাষের উপযুক্ত সময় মধ্য বৈশাখ মাস থেকে শুরু করে ভাদ্র মাসের মাঝামাঝি পর্যন্ত। বীজতলা থেকে শুরু করে পাঁচ মাসের মধ্যে উচ্চ ফলনশীল ধানের ফলন আসে। শ্রাবন মাসের শেষ দিকে কৃষকরা ধান কাটা শুরু করেছে। উচ্চ ফলনশীল জাতের বিরি-৪৮, বিরি-২৭, বিআর-২৬ ও বাউ- ৬৩ ধান চাষ করছে কৃষকরা।একর প্রতি উৎপাদন লক্ষমাত্রা দের মেট্রিক টন। এ সময় কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আউশের বাম্পার ফলন হলেও বাজারে ধানের দাম কম থাকায় একর প্রতি ৫ থেকে ৭ হাজার টাকা লোকসান গুনতে হবে কৃষকদের। বাজারে প্রতিমণ ধান ৪০০ থেকে ৫০০ টাকা বিক্রি হচ্ছে। বাজারে ধানের দাম কম থাকায় দুচিন্তায় কৃষকরা। কৃষকরা জানান, জমির বর্গামূল্য, চাষাবাদ, রোপন, কীটনাশক নিড়ানি, বীজের মূল্য ও ধান কাটায় এক একর প্রতি জমির উৎপাদন খরচ ২২-২৫ হাজার টাকা। ওই জমিতে ধান উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩২-৩৫ মণ। বাজারে প্রতিমণ ধান ৪০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে ওই জমিতে আয় হবে ১৫-২০ হাজার টাকা। এতে একর প্রতি ৫ থেকে ৭ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। কৃষকরা আরও জানান, টাকা ও শ্রম বিনিয়োগ করে যা আয় হবে তা দিয়ে পোষায় না। উত্তরাঞ্চলের মিল ও দক্ষিণাঞ্চলের অটো রাইস মিল মালিকরা ধান ক্রয় না করায় বাজারে ধানের দাম কমে গেছে। এদিকে আমতলী খাদ্য গুদামের বোরো সংগ্রহে অভিযানে ১ হাজার ৪০ টাকা মণ ধরে ৬৫০ মেট্রিক টন ধান ক্রয়ের বরাদ্দ রয়েছে। তারা এরমধ্যে ৩০০ মেট্রিক টন শুকনা ধান ক্রয় করেছে। কিন্তু সরকারী মূল্যে ধান ক্রয়ের প্রভাব বাজারে পরছে না।
বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, উপজেলার গুলিশাখালী, আঠারোগাছিয়া, কুকুয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে আউশ ধান কাটছে কৃষকরা।
চাওড়া কাউনিয়া গ্রামের জিয়া উদ্দিন জুয়েল জানান, এ বছর ৫০ শতাংশ জমিতে বিরি-৪৮ জাতের আউশ ধানের চাষ করেছিলাম। উৎপাদন খবর হয়েছে ১২ হাজার টাকা। ওই জমিতে ১৬ মণ ধান পেয়েছি। বাজারে ৪৫০ টাকা মণ ধরে ৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করেছি। তিনি আরও জানান বাজারে ধানের দাম কম থাকায় এ লোকসান গুনতে হলো। বাজারে ধানের দাম বেশী হলে তেমন লোকসান হতো না।
একই গ্রামের আলতাফ মুন্সি জানান, ৭৩ হাজার টাকা ব্যয়ে তিন একর জমিতে আউশ ধানের আবাদ করেছিলাম। ওই জমিতে ১০৫ মণ ধান পেয়েছি। বাজারে ধানের দাম কম থাকায় ওই ধান ৫৮ হাজার টাকা বিক্রি করেছি। এতে লাভতো দুরের কথা ১৫ হাজার টাকা লোকসান হয়েছে।
গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আবদুল হক ঘরামী জানান, ফলন ভালো হয়েছে। বাজারে প্রতিমণ ধান ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের লোকসান হবে।
মাষ্টার এন্টার প্রাইজ আড়তের ম্যানেজার মিঠু মিত্র বলেন, উত্তরাঞ্চলের মিল মালিকরা ধান ক্রয় না করায় বাজারে ধানের দাম কমে গেছে।
ধান-চাল আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ বশির হাওলাদার বলেন, বাজারে দুই ধরনের ধান রয়েছে। প্রকার ভেদে ওই ধানের মণ ৪০০-৫০০ টাকা। বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের লোকসান হবে। তিনি আরও বলেন, কুষ্টিয়া, ফরিদপুর, চাদপুর, দিনাজপুর, গাছুরিয়া মিল ও দক্ষিনাঞ্চলের পাঁচটি অটো রাইস মিল মালিকরা ধান ক্রয় করতো। এখন তারা ধান ক্রয় না করায় বাজারে ধানের দাম কমে গেছে।
আমতলী খাদ্যগুদাম কর্মকর্তা রবীন্দ্র নাথ বলেন, বোরো সংগ্রহ অভিযানে ১ হাজার ৪০ টাকা মণ দরে শুকনো ৬৫০ মেট্রিক টন ধান ক্রয়ের বরাদ্দ পেয়েছি। এরমধ্যে ৩০০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে।
আমতলী উপজেলা কৃষি অফিসার এসএম বদরুল আলম বলেন, এ বছর আউশ ধানের ফলন ভালো। লক্ষ্যমাত্রা চেয়ে ২ হাজার হেক্টর জমিতে আবাদ বেশী হয়েছে। তিনি আরও বলেন বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের লোকসান গুনতে হবে।