অভিধানে যুক্ত হলো ‘অনন্য’ প্রয়াত কিংবদন্তি পেলে

স্পোর্টস ডেস্ক :

‘অসাধারণ, অতুলনীয়, অনন্য’ এসব বিশেষণের সাথে আনুষ্ঠানিকভাবে অভিধানে যুক্ত হলো প্রয়াত কিংবদন্তি ফুটবলার ব্রাজিলের পেলের নাম।

সম্প্রতি অনলাইন সংস্করণে ‘পেলে’ শব্দটিকে নতুন বিশেষণে যুক্ত করেছে ব্রাজিলের জনপ্রিয় পর্তুগিজ ভাষার অভিধান মাইকেলিস ডিকশনারি।

ব্রাজিলের এই কিংবদন্তিকে সম্মান জানাতে একটি প্রচারাভিযান শুরু করে পেলের ফাউন্ডেশন ফুটবল। পেলেকে বিশেষ এই সম্মাননা দেওয়ার বিষয়ে ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করে। যার ফলে পেলের নামটি অভিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে কোলন ক্যান্সারের সাথে লড়াইয়ের মারা যান পেলে। ব্রাজিলের হয়ে রেকর্ড তিনবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০) বিশ্বকাপ জয় করেন তিনি। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে তার নাম উচ্চারিত হয়।

দুই দশকের ফুটবল ক্যারিয়ারে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস, জাতীয় দল এবং নিউইয়র্ক কসমসের হয়ে রেকর্ড ১,২৮১ গোল করেছেন পেলে। কোলন ক্যান্সারে মৃত্যুর পর সান্তোস, স্পোর্টস চ্যানেল স্পোরটিভি এবং পেলে ফাউন্ডেশন অভিধানে পেলের নাম স্বীকৃত দেয়ার কথা জানিয়েছিল।

দ্রুতই পর্তুগিজ-ভাষার অভিধানের ডিজিটাল সংস্করণ এবং পরবর্তী মুদ্রিত সংস্করণে পেলের নামটি অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে মাইকেলিস অভিধানের প্রকাশকরা।

অভিধানে পেলে শব্দের অর্থ করা হয়েছে ‘অসাধারণ, অতুলনীয় ও অনন্য’। যা ফুটবলের কিংবদন্তির মত কাউকে বা অন্য কিছুকেও ‘অসাধারণ, অতুলনীয় ও অনন্য’ হিসেবে বিশেষণ করা যাবে।

এমন উদ্যোগকে ‘রাজা’র প্রতি শ্রদ্ধা বলে মনে করছে পেলে ফাউন্ডেশন। এই অভিব্যক্তিটি ইতোমধ্যেই এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয় যে, তারা যা করে তাতে সেরা, তা অভিধানের পাতায় চিরন্তন হয়ে গেছে।

কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কুর বিয়েতে নাচবেন শাহরুখ খান!

স্পোর্টস ডেস্ক :
শাহরুখ খান সাধারণত যা করেন না, সেটাই করবেন দলের এক ক্রিকেটারের জন্য। কলকাতা নাইট রাইডার্সের এক ক্রিকেটারের বিয়েতে নাচবেন তিনি।

এমনই কথা দিয়েছেন নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার। কেকেআরের সেই ক্রিকেটারের বিয়ে অবশ্য এখনো ঠিক হয়নি। তবু শাহরুখ চেয়ে নিয়েছেন আগাম নিমন্ত্রণ।

ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগ্রাসী ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং। আমদাবাদে তার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন ম্যাচের শেষ পাঁচ বলে পর পর ৫টি ছক্কা মেরে। এবারের আইপিএলে বেশ ভালেঅ ছন্দে রয়েছেন রিঙ্কু। তার খেলায় মুগ্ধ শাহরুখও। বলিউড বাদশা এতটাই মুগ্ধ যে তিনি রিঙ্কুর বিয়েতে নাচবেন বলে কথা দিয়েছেন। কেকেআর ব্যাটার নিজেই জানিয়েছেন এ কথা।

রিঙ্কু বলেছেন, ‘‘গুজরাত ম্যাচের পর স্যার (শাহরুখ) আমাকে ফোন করেছিলেন। আমার বিয়ের কথা জানতে চাইলেন। শাহরুখ বললেন, ‘অনেকে আমাকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি কোথাও যাই না। কিন্তু আমি তোর বিয়েতে নাচতে যাব।’

২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রিঙ্কু। প্রথম দু’বছর খেলার সুযোগ পাননি। তাতে দমে যাননি ভারতের উত্তরপ্রদেশের ক্রিকেটার। দরিদ্র পরিবার থেকে উঠে আসা রিঙ্কু ক্রমশ কেকেআর কর্তৃপক্ষের আস্থা অর্জন করে নিয়েছেন নিজের পারফরম্যান্স দিয়ে। গত বছর আইপিএলে ব্যাট হাতে নজর কেড়েছিলেন। আর এবার দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। ২০১৮ সালের নিলামে রিঙ্কুকে ৮০ লাখ রুপি দিয়েছিল কেকেআর। ছেড়ে দেওয়া হলেও ২০২২ সালের নিলামে তাকে আবার ৫৫ লাখ রুপি দিয়ে কিনে নেন কেকেআর কর্তৃপক্ষ।

টি-টোয়েন্টিতে মুশফিকের রেকর্ড ভেঙে শীর্ষে কোহলি

স্পোর্টস ডেস্ক :
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে টাইগার ব্যাটার মুশফিকুর রহিমের রেকর্ড ভাঙ্গলেন ভারতের বিরাট কোহলি।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৬তম ম্যাচে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ৩৭ বলে ৫৪ রান করেন বিরাট কোহলি। এই ইনিংসের সুবাদে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান কোহলি।

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯৫ ম্যাচের ৯২ ইনিংসে এখন কোহলির রান ৩০১৫। ৩টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরি আছে কোহলির ।

এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন মুশফিক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়মে ১২৯ ম্যাচের ১২১ ইনিংসে ১৮টি হাফ-সেঞ্চুরিতে ২৯৮৯ রান করেছেন মুশফিক।

এই তালিকায় তৃতীয়স্থানে আছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলেল সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুরে ১৩৭ ম্যাচের ১৩০ ইনিংসে ২৮১৩ রান আছে মাহমুদুল্লাহর।

সৌদি থেকে বের করে দেওয়ার দাবি রোনালদোকে!

স্পোর্টস ডেস্ক :
আবারও আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার রোনালদোর ওপর বিরক্ত সমর্থকদের একাংশ। তাকে দল থেকে তো বটেই; এমনকি সৌদি আরব থেকে বিদায় করে দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে। বিশেষ করে রোনালদোর মেজাজ হারানোর সর্বশেষ ঘটনা সৌদি আরবে বেশ শোরগোল ফেলে দিয়েছে। তবে দুঃসময়ে নিজের বর্তমান ক্লাব আল নাসরকে পাশে পাচ্ছেন রোনালদো।

মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-হিলালের কাছে ২-০ গোলে হেরে গেছে আল নাসের। ম্যাচে গোল করতে না পারার হতাশায় প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ‘রেসলিং’-এর কায়দায় মাটিতে ফেলে দেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। ওই ঘটনায় তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

কিন্তু ফুটবলপ্রেমীদের একাংশের দাবি, রোনালদোর তারকা ইমেজের কারণেই ‘গুরু পাপে লঘু দণ্ড’ দেওয়া হয়েছে। তবে ম্যাচে আরও একবার মেজাজ হারান রোনালদো। মাঠ ছাড়ার আগে টানেলের কাছে কিছু সমর্থক তার উদ্দেশে ‘মেসি, মেসি’ বলে বিদ্রূপ করতে থাকে। এতে ক্ষিপ্ত তাদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেন রোনালদো।

রোনালদোর এমন আচরণ সৌদি আরবের ফুটবলে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে। বিশেষ করে মুসলিমদের পবিত্র মাস রমজানে তার এমন অশালীন আচরণ রক্ষণশীল সৌদি আরবের অনেকে মানতে পারছেন না। তাকে দেশটি থেকে বের করে দেওয়ারও দাবি তুলছেন অনেকে। এমনকি দেশটির সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহারলারীকে বের করে দাও’ স্লোগান এখন ট্রেন্ডিং।

আজ একসঙ্গে দেখা যাবে কী মুস্তাফিজ-লিটনকে?

স্পোর্টস ডেস্ক :
এবারের আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সুযোগ পেয়েছেন ওপেনার লিটন দাস ও পেসার মুস্তাফিজুর রহমান। লিটন খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর মুস্তাফিজ খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এতদিন এই দুই ক্রিকেটারকে দেখতে ভিন্ন ভিন্ন ম্যাচে দেখার অপেক্ষায় ছিল ভক্ত-সমর্থকরা। এবার সুযোগ একই ম্যাচে দুই বাংলাদেশি তারকার লড়াই দেখার।

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ৮টায় কলকাতার বিপক্ষে মাঠে নামছে দিল্লি। আর এই ম্যাচে একসঙ্গে লিটন-মুস্তাফিজকে দেখা যেতে পারে। তবে রয়েছে অনেক যদি-কিন্তুর হিসেবেনিকেশ।

চলতি আইপিএলে সবচেয়ে ব্যর্থ দল মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। এখন পর্যনন্ত ৫ ম্যাচ খেলে কোনোটিতেই জয়ের মুখ দেখতে পারেনি দিল্লি। এমন টানা ব্যর্থতায় কোচিং স্টাফের ভূমিকায় নিয়েও উঠেছে প্রশ্ন। সমস্যা সমাধানে একাদশেও একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিল্লির।

আর যদি একাদশে একাধিক পরিবর্তন আনা হয়, তাহলে একাদশে সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি মুস্তাফিজুর রহমানের। কারণ এবারের আইপিএলে মোট ৩টি ম্যাচ খেলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি মুস্তাফিজ। ৩ ম্যাচে ১২ ওভার বল করে ১৩০ রান খরচ করলেও পেয়েছেন মাত্র ১টি উইকেট। আর এমন হতাশানজক পারফরম্যান্সই হতে পারে তার বাদ পাড়ার কারণ।

অন্যদিকে ওপেনার লিটন দাসের পারফরম্যান্স মূল্যায়ন করার সুযোগই নেই। কারণ ডানহাতি এই ব্যাটারকে একাদশেই সুযোগ দিচ্ছে না কেকেআর। সাইডবেঞ্চেই বসিয়ে রাখছে ম্যাচের পর ম্যাচ। তবে লিটনের জন্য সুখবর, আফগান ব্যাটার রহমানউল্লহ গুরবাজের বাজে ফর্ম কপাল খুলে দিতে পারে লিটনের। তাই আজকের ম্যাচে অনেকেই লিটনের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখছেন। তবে খেলার জন্য মুখিয়ে থাকা লিটন সুযোগ পেলে শতভাগ নিংড়ে দেবেন, সেই ব্যাপারে নিশ্চিত ভক্ত-সমর্থকরা।

আর যদি লিটন-মুস্তাফিজের দুইজনই একাদশে সুযোগ পান, তাহলেই একসঙ্গে দেখা যাবে এই দুই ক্রিকেটারকে। বাংলাদেশে ভক্ত-সমর্থকদের সেই আশা পূরণ হয় কি না , সেটা তো সময়ই বলে দেবে। দিল্লির অনুর জেটলি স্টেডিয়ামে খেলা শুরু রাত ৮টায়।

ক্যাপশন: লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। ছবি : আইপিএলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

সৌরভের সঙ্গে হাত মেলালেন না কোহলি

স্পোর্টস ডেস্ক :
সৌরভ গাঙ্গুলি এবং বিরাট কোহলির মধ্যে মুখ দেখাদেখি যে একেবারে বন্ধ, সেটা কারও জানতে বাকি নেই। গতকাল শনিবার (১৫ এপ্রিল) সেই পুরনো ঝামেলার জেরই আরও একবার দেখা গেল। আইপিএল দিল্লি ক্যাপিটালসকে ২৩ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ শেষে গাঙ্গুলির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ করমর্দন পর্যন্ত করলেন না কোহলি।

সৌরভ গাঙ্গুলিকে দেখেও না দেখার ভান কোহলির। হু হু করে সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লির খেলোয়াড়দের সঙ্গে কোহলি হাত মেলাচ্ছেন। রিকি পন্টিংয়ের সঙ্গে হাত মিলিয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছেন কোহলি এবং তারপরই কিছুটা অন্যদিকে চোখ ঘুরিয়ে নেন। পন্টিংয়ের ঠিক পিছনেই ছিলেন সৌরভ। যিনি সেই সময় পন্টিংকে টপকে চলে যান। বিরাটও বেরিয়ে যান। যা দেখে নেটিজেনদের একাংশের দাবি, সৌরভকে উপেক্ষা করেছেন বিরাট। ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে যে বিতর্ক হয়েছিল, সেজন্যই সম্ভবত কোহলি ওই কাজটা করেছেন বলে দাবি নেটিজেনদের একাংশ।

তবে, এটাই প্রথমবার নয়। ম্যাচ চলাকালীনও একবার সৌরভ বনাম বিরাট দ্বৈরথ দেখতে পাওয়া গিয়েছিল। আসলে দিল্লির ১৮তম ওভারে বিরাট কোহলি ফিল্ডিং করার সময় একটি বল ধরে একটানা সৌরভের দিকে তাকিয়ে থাকেন। এই ব্যাপারটি নিয়েও যথেষ্ট জলঘোলা শুরু হয়েছিল।

কোহলি বনাম সৌরভ দ্বৈরথ নতুন কোনও ঘটনা নয়। ২০২১ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময় থেকেই তাঁদের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। সেই সময় বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন সৌরভ। অন্যদিকে, বিরাট কোহলি ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সেসময় সৌরভকে কার্যত মিথ্যাবাদী বলেছিলেন বিরাট। ভারতের তারকা ক্রিকেটার বলেছিলেন, ‘যখন আমি বিসিসিআইকে বলি যে আমি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চাই, তখন তা ভালোভাবে গ্রহণ করা হয়েছিল। কোনও রকম দ্বিধাবোধ ছিল না। আমায় বলা হয়, এটা সময়োপযোগী পদক্ষেপ। সেই সময় জানিয়েছিলাম, আমি একদিনের ক্রিকেট এবং টেস্টে দলকে নেতৃত্ব দিতে চাই না। আমার পক্ষ থেকে বার্তা স্পষ্ট ছিল। আমি এটাও জানিয়েছিলাম, বিসিসিআই কর্তারা এবং নির্বাচকরা যদি মনে করেন যে অন্য ফরম্যাটে আমার নেতৃত্ব দেওয়া উচিত নয়, সেটাও ঠিক আছে।’

২০২২ সালের জানুয়ারিতেই টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট। বিরাট কোহলি নাকি মনে করেন তার অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পেছনে আসল চাবিকাঠি ছিল সৌরভের হাতেই। দুই তারকার মধ্যে সেই খারাপ সম্পর্ক জোড়া লাগেনি এই ভিডিও তার প্রমাণ।

কলকাতার আজকে একাদশে থাকছেন তো লিটন?

 

স্পোর্টস ডেস্ক :
লিটন দাস কলকাতায় যোগ দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ছিল গত ১৪ এপ্রিল। বাংলাদেশি সমর্থকরা আশায় ছিল, হয়তো লিটনকে প্রথমদিনই মাঠে নামাবে কলকাতা। কিন্তু সেটি হয়নি। ঘরের মাঠ ইডেন গার্ডেনসে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লিটনবিহীন কেকেআর ম্যাচটি হারে ২৩ রানে। ব্যাট হাতে ব্যর্থ হন রহমতউল্লাহ গুরবাজ। এতে কপাল খুলতে পারে লিটনের।

হায়দরাবাদের বিপক্ষে ২২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার প্রয়োজন ছিল উড়ন্ত সূচনা। ৩ বলে ০ রানে আউট হয়ে উল্টো দলকে বিপদে ফেলেন গুরবাজ। ৪ ম্যাচ খেলে গুরবাজের রান মাত্র ৯৪। একটি অর্ধশতক থাকলেও এরপর আর দলে আবদান রাখার মতো ইনিংস নেই। আফগানিস্তানের এই উইকেটরক্ষক ওপেনার ও লিটনের পজিশন একই হওয়াতে তাদের একসঙ্গে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় শূণ্যের কোঠায়। তাই, গুরবাজের ব্যর্থতা লিটনের জন্য খুলে দিতে পারে একাদশে সুযোগ পাওয়ার দরজা। আজ রোববার (১৬ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়েই হয়তো আইপিএলে অভিষিক্ত হতে পারেন তিনি।

বর্তমানে দারুণ ছন্দে আছেন লিটন। ব্যাটে বসন্ত চলছে। ক্যালেন্ডারে বসন্ত শেষ করে বৈশাখ এসেছে। তাই একাদশে জায়গা পেলে লিটনও নিশ্চয়ই চাইবেন ব্যাটে কালবৈশাখী ঝড় তুলে প্রতিপক্ষকে তছনছ করতে। নিজের ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী লিটন দেশ ছাড়ার আগে বলেছিলেন, ‘একজন ওপেনার হিসেবে সবসময়ই আত্মবিশ্বাসী থাকতে হবে। আমি আগে কখনও বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলিনি। এটি সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। দল যদি আমাকে খেলায়, আমি চেষ্টা করব ভালো খেলার। শুধু ওপেনিংয়ে নয়, তারা যে পজিশনেই সুযোগ দেবে, আমি ভালো খেলার চেষ্টা করব।’

ওপেনিং পজিশনে লিটনের আরেকজন প্রতিদ্বন্দ্বী ইংলিশ ব্যাটার জেসন রয়। তবে, লিটন উইকেটরক্ষক ব্যাটার হওয়ায় এবং গুরবাজের ব্যর্থতা সুযোগ পাওয়ার ক্ষেত্রে তাকে কিছুটা হলেও এগিয়ে রাখবে রয়ের চেয়ে।

আইপিএলে কাগিসো রাবাদার দ্রুততম ‘১০০’

স্পোর্টস ডেস্ক :
এ সময়ের অন্যতম সেরা পেসার কাগিসো রাবাদা। ২৭ বছর বয়সী এই প্রোটিয়া গতিতারকা এবার নতুন এক রেকর্ডে নাম লেখালেন।

আইপিএলে দ্রুততম ১০০ উইকেটের মালিক হলেন রাবাদা। এবারের আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন এই প্রোটিয়া তারকা। বৃহস্পতিবার তিনি নাম লিখিয়েছেন ইতিহাসে।

গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে আইপিএলের ইতিহাসে দ্রুততম ১০০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন রাবাদা। নিজের আইপিএল ক্যারিয়ারের মাত্র ৬৪তম ম্যাচে এই কীর্তি তার।

মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ গুজরাট টাইটান্সের ব্যাটিংয়ের সময়ে এই রেকর্ড গড়েন রাবাদা। গুজরাটের ইনিংসের পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহার উইকেটটি তুলে নিয়ে ‘১০০’ পূর্ণ করেন ডানহাতি এই পেসার।

ইউরোপ থেকে ৫০ ফুটবলার নিতে চায় সৌদি

 

স্পোর্টস ডেস্ক :

 

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসেরে যাওয়ার পর বদলে গিয়েছে সৌদি ফুটবলের চেহারা। সৌদি প্রো লিগের নাম জানে না, এমন ফুটবলভক্ত এখন খুঁজে পাওয়া যাবে না।

রোনালদোকে আল নাসের কেনার পর মেসির দিকে পাখির চোখ করেছে আল-হিলাল ক্লাব। রেকর্ড দামে মেসিকে কিনতে চায় ক্লাবটি। শুধু মেসি বা রোনালদোই নন, সৌদি ফুটবলের বড়কর্তাদের ভাবনা আরও বিস্তৃত। প্রথম সারির অন্তত ৫০ জন ফুটবলারকে নিজেদের লিগে আনতে চায় তারা।

গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ইএসপিএনের একটি প্রতিবেদনের বরাতে জানা যায়, ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে বিড করবে সৌদি আরব। এর আগে মরুর দেশটিতে ফুটবলকে জনপ্রিয় করে তুলতে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। মনোযোগ দিয়েছে লিগের মান উন্নয়নের দিকে। আগামী মৌসুমে তারা নিজেদের লিগে ভেড়াতে চায় করিম বেনজেমা, লুকা মদ্রিচ, রবার্তো ফিরমিনোর মতো নামকরা তারকাদের।

মধ্যপ্রাচ্যে ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে, যাতে দেশগুলোর লিগে ভালোমানের খেলোয়াড়রা খেলতে আগ্রহী হন; সে দিকে বাড়তি জোর দিচ্ছে তারা। ২০২২ সালের ডিসেম্বরে প্রথমবার ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করে সৌদি আরব। তাদের লক্ষ্য সূদুরপ্রসারী। ২০৩০ বিশ্বকাপকে পাখির চোখ করেছেন তারা।

অনেকে ভাবছেন, তবে কি চাইনিজ লিগের মতো হয়ে যাবে সৌদি লিগ? ক্যারিয়ারের শেষবেলায় টাকার জন্য সৌদিতে পাড়ি জমাবেন নামি ফুটবলাররা! কিন্তু, বিষয়টি অন্যরকম। সৌদি ফুটবল কর্তৃপক্ষ জানায়, ‘আমরা চাইনিজদের মতো অনেক টাকা দিয়ে সবাইকে নেব না। সৌদির ফুটবল এখন একটি বড় পরির্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কাতার বিশ্বকাপে আমরা সাধারণ জনগণের বিশাল অংশগ্রহণ দেখেছি। আমাদের লক্ষ্য হচ্ছে সৌদি প্রো লিগকে মধ্যপ্রাচ্যের সেরা হিসেবে দাঁড় করানো।’

চলতি বছরের জানুয়ারিতে সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গ্যারি কুককে। কুক এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন।

আজ মাঠে নামবেন লিটন?

স্পোর্টস ডেস্ক :
লতি আইপিএলে কলকাতা এখনও পর্যন্ত আসরে ম্যাচ খেলেছে মোট তিনটি। যেখানে ৫জন বিদেশী ক্রিকেটারকে খেলিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের মধ্যে একজন ওপেনার, দুইজন অলরাউন্ডার আর বাকি দুইজন পেসার। এই পাঁচজন ছাড়াও জেসন রয় ও লিটন দাসকে একাদশের ভাবনায় রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সবমিলিয়ে বিদেশীদের মধ্যে প্রথম সারির এই সাত জনের মধ্যেই একাদশের লড়াইটা হবে।

তবে লিটিনের মূল লড়াইটা মূলত রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়ের সঙ্গে হবে। গুরবাজ ইতোমধ্যেই আসরে তিন ম্যাচ খেলে ফেলেছেন। যেখানে এক ফিফটিসহ ৩১.৩৩ গড়ে মোট সংগ্রহ ৯৪ রান। স্ট্রাইক রেট ছিল ১৩০ এর কাছাকাছি। এমন পরিসংখ্যান তাকে খুব বেশি এগিয়ে না রাখলেও, দলের বাকিদের সঙ্গে তুলনা করলে ব্যর্থ বলারও সুযোগ নেই।

একাদশে জায়গা পেতে লিটনের আরেক প্রতিদ্বন্দী রয়। আইপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা রয় এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৩ ম্যাচ। ২৯.৯১ গড় ও ১২৯.০২ স্ট্রাইক রেটে রান করেছেন ৩২৯।

এই দুইজনের সঙ্গে জায়গা পাওয়ার লড়াইয়ে লিটনের বড় শক্তির জায়গা হতে পারে তার সাম্প্রতিক ফর্ম। ঘরের মাঠে সর্বশেষ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। আইপিএলে ব্যাটারদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া একটি ফিচার হল স্ট্রাইকরেট, আর এখানটায় বাকি দুইজনের চেয়ে বেশ এগিয়ে লিটন।

বাংলাদেশ সময় আজ রাত ৮ টায় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আসরে এটি তাদের চতুর্থ ম্যাচ।