এক ক্লিকেই লাখ লাখ অর্থ হারালেন ব্যাংকের ৪০ গ্রাহক

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের একটি বেসরকারি ব্যাংকের অন্তত ৪০ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে গেছে লাখ লাখ অর্থ। শুধুমাত্র একটি ক্লিক করে মাত্র তিন দিনের ব্যবধানেই এই অর্থ হারিয়েছেন ওই গ্রাহকরা। আজ রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যমটি বলছে, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা বা তথ্য হাল নাগাদের জন্য গ্রাহককে জানুন (কেওয়াইসি) নামক একটি প্রক্রিয়া ব্যবহৃত হয়। প্রতিটি গ্রাহকের কাছে এরকম একটি ম্যাসেজ যায়। সেই রকম একটি ম্যাসেজে ক্লিক করেই অর্থ হারিয়েছেন ব্যাংকটির গ্রাহকরা। তিন দিনের মধ্যে অন্তত ৪০ গ্রাহকের সঙ্গে এমনটি হয়েছে। এ ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ। নাগরিকদের এরকম কোনো ম্যাসেজে ক্লিক করতে নিষেধ করছে তারা।

এনডিটিভি বলছে, হালনাগাদ তথ্যের জন্য অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে, এমন লেখা দিয়ে গ্রাহকদের কাছে ম্যাসেজ যায়। ওই ম্যাসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাংকের একটি ভুয়া ওয়েবসাইটে চলে যায় ক্লিককারীরা। এরপর গ্রাহকদের অ্যাকাউন্ট আইডি, পাসওয়ার্ড ও অন্যান্য গোপনীয় তথ্য পূরণ করতে বলা হয়। আর এভাবেই গ্রাহকদের তথ্য হাতিয়ে নেয় চক্রটি। এরকম করে ৪০ ব্যাংক গ্রাহকের তথ্য নিয়ে নেয় তারা, যার মধ্যে টিভি অভিনেত্রী সোয়েতা মেমনও রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন সোয়েতা। অভিযোগপত্রে এই অভিনেত্রী লেখেন, ‘গত বৃহস্পতিবার আমার মোবাইলে একটি ম্যাসেজ আসে। আমি ধারণা করেছিলাম, এটি আমার ব্যাংক থেকে এসেছে। সেই ম্যাসেজে ক্লিক করে আমি অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড ও ওটিপি দেয়।’

অভিযোগপত্রে এই নারী অভিনেত্রী আরও লেখেন, ‘ম্যাসেজটির বেশ খানিক সময় বাদে আমার কাছে এক নারীর ফোন আসে। ওই নারী নিজেকে ব্যাংকের কর্মকর্তা হিসেবে দাবি করেন। তিনি আমার ফোনে আসা আরেকটি ওটিপির কথা বলেন। আমি তাকে সেই ওটিপি দিয়ে দিই। এরপরেই আমার অ্যাকাউন্ট থেকে ৫৭ হাজার ৬৩৬ রুপি হাওয়া হয়ে গেছে।

ইউরোপে মূল্যস্ফীতি কিছুটা কমেছে

আন্তর্জাতিক ডেস্ক :
ইউরোপে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে খাদ্য ও জ্বালানির উচ্চমূল্যের প্রভাবে ধুঁকছে অনেক সাধারণ মানুষ। এতে সুদহার কমানোর কথা ভাবছে না ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট জানায়, গত ফেব্রুয়ারিতে ইইউ’র ভোক্তা মূল্য সূচক ছিল ৮ দশমিক ৫ শতাংশ। জানুয়ারির ৮ দশমিক ৬ শতাংশ থেকে যা কিছুটা কম। অবশ্য বিশ্লেষকদের ৮ দশমিক ৩ শতাংশ মূল্যস্ফীতি পূর্বাভাসের চেয়ে বেশি। জার্মানি, ফ্রান্স ও স্পেনের মতো অর্থনীতির উচ্চমূল্যস্ফীতিতে গত অক্টোবরে ইইউ’র মূল্যস্ফীতি ১০ দশমিক ৬ শতাংশে পৌঁছেছিল

৪০ বছরের সর্বনিম্ন জন্মহারের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক :
ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও জন্মহারে সর্বনিম্ন রেকর্ড হয়েছে পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপানে। গত ২৮ ফেব্রুয়ারি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৭ লাখ ৯৯ হাজার ৭২৮ জন শিশুর জন্ম হয়েছে, যা ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো জাপানে জনসংখ্যা বৃদ্ধি ৮ লাখের নিচে নেমে এল। ১৯৮২ সালে দেশটিতে ১৫ লাখ শিশু জন্ম নেয়। চার দশকের ব্যবধানের তা অর্ধেকে নেমেছে।

জাপানে গত বছর ১৫ লাখ ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে একটি রেকর্ড।

গত এক দশকের বেশি সময় ধরে জাপানে জন্মের হারকে ছাড়িয়ে গেছে মৃত্যু। একই সঙ্গে কমছে কর্মক্ষম জনসংখ্যা। যা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির জন্য একটি ক্রমবর্ধমান সমস্যা তৈরি করেছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, জাপানের জনসংখ্যা ১৯৮০ এর দশকের অর্থনৈতিক উত্থানের পর থেকে ক্রমাগত হ্রাস পেয়েছে। ২০২১ সালে দাঁড়ায় ১২ কোটি ৫৫ লাখে।

জাপানের স্থিতিশীল জনসংখ্যার জন্য নারী প্রতি সন্তান ধারণ সক্ষমতা ২ দশমিক ১ হলেও বর্তমানে তা ১ দশমিক ৩।

বিশ্বে সর্বোচ্চ আয়ুসম্পন্ন দেশের একটি জাপান। ২০২০ সালের পরিসংখ্যান অনুসারে, জাপানে দেড় হাজার মানুষের মধ্যে প্রায় একজনের বয়স ছিল ১০০ বা তার বেশি।

সব প্রবণতা মিলিয়ে গত জানুয়ারিতে সতর্কতা জারি করেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দেশের অর্থনীতি ও সমাজের স্থায়িত্বের কথা চিন্তা করে শিশু-পালনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হিসেবে উল্লেখ করেন তিনি।

আগামী এপ্রিলে জাপানে জন্মহার নিয়ে নতুন একটি সংস্থা কাজ করবে। শিশু-সম্পর্কিত কর্মসূচিতে ব্যয় দ্বিগুণের কথাও বলেন প্রধানমন্ত্রী।

জন্মহার কমায় ভূমিকা রাখছে বিভিন্ন সামাজিক কারণ। এর মধ্যে রয়েছে উচ্চ জীবনযাত্রার ব্যয়, আবাসনের সীমিত পরিসর ও শহর অঞ্চলে শিশুদের লালন-পালনে সহায়তার অভাব।

২০২২ সালে আর্থিক প্রতিষ্ঠান জেফরিজের গবেষণা অনুসারে, শিশু লালন-পালনে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থানগুলোর মধ্যে একটি জাপান। এ ছাড়া আয় নিয়েও দেশটিতে অসন্তুষ্টি রয়েছে।

যেভাবে রাশিয়ার উপকার করছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল আর কিনছে না জার্মানি। তারা এখন তেল নিচ্ছে বর্তমান মধ্য এশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ কাজাখস্তান থেকে। চলতি সপ্তাহেই দ্রুঝবা পাইপলাইন দিয়ে জার্মানিতে তেল পাঠিয়েছে কাজাখস্তান। তাতেও কি রাশিয়ার উপকার হবে?

এই তেল যাচ্ছে পূর্ব জার্মানির একটি প্রধান তেল শোধনাগারে। এই বছরের আগে পর্যন্ত যে শোধনাগারে শুধু রাশিয়ার থেকে আসা অপরিশোধিত তেলই পরিশোধন করা হতো।

কাজাখস্তান থেকে ২০ হাজার টন বা এক লাখ ৪৫ হাজার ব্যারেল তেল পৌঁছেছে জার্মানিতে। এভাবেই কাজাখস্তান থেকে তেল নিয়ে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে জার্মানি। কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে?

রাশিয়া থেকে পাইপলাইনে তেল আনার ক্ষেত্রে ইইউ’র কোনও নিষেধাজ্ঞা ছিল না। তা সত্ত্বেও জার্মানি সিদ্ধান্ত নেয়, তারা রাশিয়ার থেকে তেল কিনবে না। কাজাখস্তান এ বছর জার্মানিকে ১২ লাখ টন তেল দেবে। কাজাখস্তান আবার রাশিয়ারও বন্ধু দেশ। তাদের পাইপলাইন অপারেটর কাজট্রানসঅয়েল ইতোমধ্যেই আগামী তিন মাসে তিন লাখ টন তেল পাঠানোর জন্য রাশিয়ার সংস্থা ট্রানসনেফট-এর অনুমোদন পেয়ে গেছে।

কেন কাজাখস্তান থেকে তেল কিনছে জার্মানি?

কাজাখস্তান থেকে তেল আসছে বার্লিনের ১২০ কিলোমটার উত্তরপূর্বে পিসিকে শোধনাগারে। এই শোধনাগারটি তুলনামূলকভাবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এলাকায় এবং প্রচুর মানুষ এখানে কাজ করেন। বার্লিনের প্রয়োজনের ৯০ শতাংশ জ্বালানি এখান থেকে যায়। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়ার পর এই শোধনাগারের অবস্থা খারাপ হয়ে যায়।

ইউক্রেন যুদ্ধের আগে জার্মানির এক-তৃতীয়াংশ তেল আসত রাশিয়া থেকে। ২০২১ সালের নভেম্বরে প্রতিদিন ছয় লাখ ৮৭ হাজার ব্যারেল তেল রাশিয়া থেকে এসেছে। যে শোধনাগারে রাশিয়া থেকে তেল আসত বা এখন কাজাখস্তান থেকে আসবে, তা পশ্চিম জার্মানির পাইপলাইনের সঙ্গে যুক্ত নয়। তাই এই শোধনাগারটি তার ক্ষমতার তুলনায় মাত্র ৬০ শতাংশ কাজ করতে পারছিল।

কাজাখস্তানের তেল আসার পর এই শোধনাগার পুরো ক্ষমতা নিয়ে কাজ করতে পারবে এবং লাভজনকও হবে।

যেভাবে সুবিধা পাচ্ছে রাশিয়া

যে পাইপলাইন দিয়ে কাজাখস্তান থেকে তেল আসবে তা রাশিয়ার মধ্যে দিয়ে গেছে। ফলে এখান থেকে তেল আনা হলে রাশিয়াও অর্থ পাবে। পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে তেল কেনার ওপর প্রচুর বিধিনিষেধ আরোপ করেছে। দামের সীমাও বেঁধে দিয়েছে। এই অবস্থায় অর্থ তাদের কাছে খুবই জরুরি।

এই তেল রাশিয়ার মধ্যে থাকা কয়েক হাজার কিলোমিটার পাইপলাইনের মধ্যে দিয়ে আসবে। ফলে বলা যায়, রাশিয়ার সম্মতি ও ইচ্ছার ওপর এই তেলের জার্মানিতে আসা নির্ভর করছে। কিন্তু তার থেকেও বড় কথা, কাজাখস্তান থেকে তেল প্রথমে রাশিয়ায় আসবে। সেখানে রাশিয়ার তেলও তার সঙ্গে মিশবে। তারপর তা জার্মানিতে আসবে। এই ব্লেন্ডিং বন্ধ করা সম্ভব নয়।

জার্মানির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার কিছু তেলও জার্মানিতে এসে পৌঁছাবে। সেটা ঠেকানো যাবে না। কিন্তু বড় কথা হলো, কোনও অর্থ সরাসরি রাশিয়াকে দেওয়া হচ্ছে না। তেল কাজাখস্তান থেকে কেনা হচ্ছে, অর্থও তারাই পাচ্ছে।

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল ৬৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক :

সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি এক লাখ ৮৪ হাজার ৪৭৯ জনে পৌঁছেছে। এ ছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৮ লাখ ১ হাজার ৬০৪ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৯৯২ জন এবং মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৪৬ হাজার ১৪২ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ৬১১ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৭২ জনে।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৫৬ জন এবং মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৯৮৮ জন।

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার দক্ষিণের দু’টি অঞ্চলে ড্রোন হামলার চেষ্টার অভিযোগ করেছে মস্কো। তবে এ দাবি অস্বীকার করেছে ইউক্রেন।

মঙ্গলবার মস্কো থেকে ১০০ কিলোমিটার দূরে রাশিয়ার সেনা একটি ড্রোনকে গুলি করে নামায়। যে অঞ্চলে ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে, তার পাশেই আছে রাশিয়ার তেল এবং গ্যাস সরবরাহকারী সংস্থা গ্যাসপ্রমের একটি ডিপো।

তবে রাশিয়ার সংবাদসংস্থাকে গ্যাসপ্রম জানিয়েছে, তাদের ডিপোয় কোনো ক্ষতি হয়নি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। তবে তা ব্যর্থ হয়েছে। মস্কোর এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, ড্রোনটি ইউক্রেনের। কোলামনা অঞ্চলে গ্যাসপ্রমের ডিপো এবং একটি বেসামরিক কাঠামো ধ্বংস করার জন্যই ড্রোনটি পাঠানো হয়েছিল বলে তার দাবি। তবে তার আগেই রাশিয়ার সেনা ড্রোনটিকে গুলি করে নামিয়ে নেয়।

রাশিয়ার ভিতর কোনো আক্রমণই এখনো পর্যন্ত স্বীকার করেনি ইউক্রেন। এর আগে সীমান্ত অঞ্চলে সেনাঘাঁটিতে ড্রোন আক্রমণ হয়েছে। তার দায়ও ইউক্রেন স্বীকার করেনি। স্বাভাবিকভাবেই এদিনের ঘটনা নিয়েও ইউক্রেন কোনো মন্তব্য করেনি।

রাশিয়া অবশ্য ড্রোনটির মডেল এবং নম্বর প্রকাশ করে দিয়েছে। ইউজে-২২ এয়ারবর্ন মেকের ড্রোনটি মূলত ইউক্রেনই ব্যবহার করছে বলে রাশিয়ার দাবি। ইউক্রেনের উকারজেট সংস্থা এই ড্রোনগুলি তৈরি করে।

ইউক্রেন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা অবশ্য সামাজিক মাধ্যমে লিখেছেন, রাশিয়ার ভিতর প্রায় ৫০০ কিলোমিটার দূর পৌঁছে গেছিল ড্রোনটি। এরপর পুতিন নিশ্চয় ঘর থেকে বার হতে ভয় পাবেন। যে কোনো সময় তার সামনে ড্রোন পৌঁছে যেতে পারে।

রাশিয়ার সেনা দাবি করেছে, একটি নয়, দুইটি ড্রোনকে দক্ষিণ রাশিয়ায় গুলি করে নামানো হয়েছে। অন্য ড্রোনটির তথ্য অবশ্য এখনো দেওয়া হয়নি। প্রথম ড্রোনটির একটি ছবি প্রকাশ করেছে রাশিয়া। সেখানে দেখা যাচ্ছে, বরফ ঢাকা রাস্তায় ড্রোনটি পড়ে আছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেন দুইপক্ষই ড্রোন ব্যবহার করছে। এর আগে রাশিয়ার একাধিক ড্রোন গুলি করে নামিয়েছে ইউক্রেন।

চাকরি হারালেন আরও ২০০ টুইটার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক :
আবারও কর্মী ছাঁটাই করল মাইক্রোব্লগিং সাইট ‘টুইটার’। এবার অষ্টম দফায় কমপক্ষে ২০০ কর্মীকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি, যা বর্তমানে সংস্থাটিতে কর্মরত মোট কর্মীর ১০ শতাংশ।

ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নেওয়ার পর থেকে সংস্থাটিতে নিয়মিত ছাঁটাই চলছে। গত বছরের অক্টোবরের শেষে মালিকানা হাতে নেওয়ার পর থেকে এর আগে আরও সাত দফা ছাঁটাই দেখেছে টুইটার।

বিভিন্ন আন্তর্তাজিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠৈ এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষের দিকে ইলন মাস্ক টুইটারের মালিকানা হাতে নেওয়ার পর সর্বশেষ অষ্টম দফায় কয়েক ডজন কর্মচারীকে ছাঁটাই কারার খবরটি সামনে এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান প্রযুক্তি শিল্প-কেন্দ্রিক ব্যবসা প্রকাশনা দ্য ইনফরমেশন।

এতে বলা হয়েছে, ইলন মাস্কের টুইটার থেকে শনিবার এই ছাঁটাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে মার্কিন প্রযুক্তি-কেন্দ্রিক প্রকাশনার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের এই চাকরি ছাঁটাই টুইটারের একাধিক ইঞ্জিনিয়ারিং দলকে প্রভাবিত করেছে। যার মধ্যে বিজ্ঞাপন প্রযুক্তি, প্রধান টুইটার অ্যাপ, সেইসাথে টুইটারের সিস্টেমগুলোকে চালু রাখার জন্য প্রযুক্তিগত অবকাঠামোসহ অন্য বিভাগও রয়েছে।

টুইটার অবশ্য তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরের শেষের দিকে রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর নানা বিতর্কিত সিদ্ধান্ত এবং টুইটারে আমূল পরিবর্তনের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন এই ধনকুবের।

মূলত টুইটার কেনার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই নভেম্বরের শুরুতে মাস্কের প্রথম কয়েকটি সিদ্ধান্তের একটি ছিল টুইটারের সাড়ে ৭ হাজার কর্মী মধ্যে ৫০ শতাংশকে বরখাস্ত করা। খরচ কমানোর অজুহাতে সেসময় তিনি ৩৭০০ কর্মীকে ছাঁটাই করেছিলেন।

টুইটারের মালিক সেসময় বলেন, সংস্থার রাজস্ব কমে গেছে। অন্যদিকে বেড়েছে খরচ। এই দুইয়ের মধ্যে সমন্বয় দরকার। দরকার ভারসাম্য বজায় রাখার। প্রথম দফায় এক সঙ্গে এতজনের চাকরি যাওয়ায় একটা ধারণা তৈরি হয়েছিল, আপাতত আর কর্মী সংকোচনের পথে হাঁটবেন না ইলন মাস্ক। তবে কিছুদিনের মধ্যে সেই ধারণা ভুল প্রমাণিত হয়।

ফেব্রুয়ারিতে মার্কিন এই ধনকুবের টুইটারের বিজ্ঞাপন ও মার্কেটিং বিভাগে কর্মী ছাঁটাই করেন। সে দফায় চাকরি গিয়েছিল ৮০০ জনের। সেসময় কার্যত দু’টি দফতর ফাঁকা হয়ে যায়। আর এবার শনিবার হল নতুন করে কর্মী ছাঁটাই।

তুরস্কে ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ তুরস্কে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) আবারও পাঁচ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, তিন সপ্তাহ আগের বিপর্যযের পর ফের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কিছু ভবন ধসে পড়েছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালতয়া প্রদেশের ইয়েসিলিউর্ট শহরে। ইয়েসিলিউর্টের মেয়র মেহমেত সিনার হ্যাবারতুর্ক টেলিভিশনকে বলেছেন, শহরের কয়েকটি ভবন ধসে পড়েছে।

মালতয়া ছিল তুর্কি প্রদেশের ১১টি প্রদেশের মধ্যে একটি, যেগুলো গত ৬ ফেব্রুয়ারি সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এই ভূমিকম্পের ফলে তুরস্ক ও সিরিয়ার ৪৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি তুরস্কের এক লাখ ৭৩ হাজারেরও বেশি ভবন ধসে পড়েছে বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি থেকে প্রায় ১০ হাজারটি আফটার শক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এ অঞ্চলে আঘাত হেনেছে।

ইতালির পূর্ব উপকূলে অভিবাসন প্রত্যাশীদের জাহাডুবির ঘটনায় নিহত বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

ইতালির পূর্ব উপকূলে অভিবাসন প্রত্যাশীদের জাহাডুবির ঘটনায় নিহত বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। ইতালির স্থানীয় রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে বৈরি আবহাওয়ায় পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে দেশটির উপকূলে ছোট কাঠের নৌকাটি ডুবে যায়। ইতালি সরকারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সাম্প্রতিক সময়ে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা মানবাধিকার সংগঠনগুলো নিয়ে কঠোর হচ্ছে ইতালি সরকার। যার সমালোচনা করছে জাতিসংঘসহ অন্যান্যরা। এরই মধ্যে ইতালির উপকূলে অভিবাসন প্রত্যোশীদের নৌযান ডুবির ঘটনা ঘটল। এর ফলে ইউরোপ ও ইতালির অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

রয়টার্স জানায়, ইতালির পূর্বাঞ্চলীয় ক্যালাব্রিয়ার উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। অঞ্চলটির স্থানীয় সরকারের ঊধ্বর্তন কর্মকর্তা ম্যানুয়েলা কুরা বলেন, ‘এখন পর্যন্ত ৫৮ জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৮১ জনকে। এর মধ্যে ২০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজন আইসিউতে রয়েছে।’

বৈরি আবহাওয়ার মধ্যেও জরুরি পরিষেবার সদস্যরা উপকূল ও সাগরে নিখোঁজ অভিবাসন প্রত্যাশীদের খুঁজছেন বলেও জানিয়েছে এই কর্মকর্তা। তিনি বলেন, ‘নৌকাটিতে ১৪০ থেকে ১৫০ ছিল। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন।’

ডুবে যাওয়া নৌকাটিতে আফগানিস্তান, ইরানসহ কয়েকটি দেশের নাগরিক ছিল। ইতালির ক্রোটন প্রদেশের সমুদ্র তীরবর্তী স্টেকাতো ডি কুট্রোর রিসোর্টের কাছের সমুদ্রে এটি ডুবে যায়।

ইতালির পুলিশ কর্তৃপক্ষ বলছে, অভিবাসন প্রত্যাশীদের নৌকাটি চার দিন আগে তুরস্কের ইজমির উপকূল থেকে ছেড়ে আসে। গতকাল শনিবার ইতালি উপকূলের ৭৪ কিলোমিটার দূরে প্রথম নৌকাটিকে শনাক্ত করা হয়। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান এটিকে শনাক্ত করে।

পুলিশ আরও জানিয়েছে, নৌকাটি যেন ইতালির উপকূলে না আসতে পারে সেজন্য কয়েকটি টহল নৌকা জড়ো করা হয়। তবে, বৈরি আবহাওয়ায় সেগুলোকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়।

ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, সমুদ্র সৈকতে প্রথমে কয়েক মাসের এক শিশুর মরদেহ ভেসে আসে। কুট্রোর মেয়র অ্যন্তনিও ক্রেসা বলেন, ‘নিহতদের তালিকায় নারীসহ বেশ কয়েকজন শিশু রয়েছে।’ তবে, কতজন নারী ও শিশু রয়েছে সে ব্যাপারে স্পষ্ট করেননি তিনি।

জাপানে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক :

জাপানে আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর পূর্ব অংশে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী ভূমিকম্প হলেও সুনামির সতর্কতা জারি করা হয়নি।

জাপানের জাতীয় ভূবিজ্ঞান গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (এনআইইডি) তথ্য মতে, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ৬১ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।

তাৎক্ষণিভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

হোক্কাইডোর দুটি পৌরসভায় ভূমিকম্পটির মাত্রা জাপানের ৭ পয়েন্টের রিক্টার স্কেলে ৫ এর নিচে ছিল বলে জানিয়েছে এনআইইডি। জাপানের আবহাওয়া সংস্থার মতে, সাধারণত এমন মাত্রার ভূমিকম্পে তাক থেকে আসবাবপত্র ও সরঞ্জাম পড়ে যায়।