পিরোজপুরে প্রথম স্ত্রীর মামলায় ছাত্রদল নেতা আটক

পিরোজপুরে প্রথম স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান রুবেলকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে পিরোজপুর সদর থানার হুলারহাট লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা রুবেল পৌর শহরের মধ্যরাস্তা এলাকার আসলাম শেখের ছেলে।

রুবেলের প্রথম স্ত্রী শেখ সাজিয়া আফরিন শাম্মী জানান, ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি পারিবারিকভাবে তাদের বিয়ের হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্বামী রুবেলসহ তার মা জাকিয়া বেগম যৌতুকের জন্য চাপ দিয়ে আসছে। তাই তার পরিবার তাকে (রুবেল) যৌতুক হিসাবে মোটরসাইকেলসহ সংসারের বিভিন্ন আসবাবপত্র দিয়েছেন।

সাজিয়া আফরিন শাম্মী বলেন, এরপরও স্বামী রুবেলসহ তার মা সম্প্রতি ২৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ টাকা না এনে দেয়ায় আমাকে তারা শাররীক ও মানসিকভাবে চাপ সৃষ্টিসহ নির্যাতন করে আসছে। এমনকি ওই টাকার জন্য তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তারা (রুবেলের পরিবার) সেটা মেনে নেয়নি। তাই তিনি নিজে বাদী হয়ে চলতি বছরের ১৫ জুলাই খুলনা আদালতে স্বামী ও শাশুড়িকে আসামি করে যৌতুক ও নির্যাতনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। তাদের দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

তিনি আরো জানান, তিনি জানতে পারেন যে, তার স্বামী রুবেল সম্প্রতি স্ত্রী-সন্তানের তথ্য গোপন করে তার বিনা অনুমতিতে যশোরে আরো একটি বিয়ে করেছেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভান্ডারিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ভান্ডারিয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্থানীয় পৈকখালী বাজারের পশ্চিম দিকে হামেদ ডিলারের বাড়ি লাগোয়া খালে

বিবস্ত্র মস্তক বিহিন আনুমানিক (৪০) বছরের অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। স্থানীয় চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরি জানান, লাশের বাম হাতের রগ কাটা, মাথা নেই এবং বিবস্ত্র। স্থানীয়রা লাশ খালে ভাসতে দেখে থানা পুলিশে খবর দিলে দুপুর দেরটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বাহিরের কোন সন্ত্রাসীরা লাশটি এখানে উদ্ধেশ্য প্রনোদিত ভাবে ফেলে রেখে গিয়ে থাকতে পারে। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান,ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া-মঠবাড়িয়া) সার্কেল মো. হাসান মোস্তফা স্বপন।

এবিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান,লাশের সুরাহতাল শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে। এবং হত্যা মামলা প্রক্রিয়াধিন।

সাবেক এমপি আউয়াল ও তাঁর স্ত্রীর জামিন বাতিলে রুল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।

পিরোজপুরে করোনা আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান (৭০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদের পুত্র।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর উত্তরায় অবস্থিত হাইকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে তাজুল ইসলাম মনির ।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান গত ২৬ আগস্ট করোনা পজিটিভ হন। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

মোস্তাফিজুর রহমান পিরোজপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি ছিলেন। তার পিতা আব্দুল মাজেদও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সম্মুখযুদ্ধে শহীদ হন।

নেছারাবাদে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. মেহেদি হাসান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামে নিজ বাড়ির পেছনে আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মেহেদি ওই গ্রামের মো. হান্নান শেখের ছেলে।

জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে মাছ ধরতে বাড়ি থেকে বের হন মেহেদি। পরে আর বাড়ি ফিরে আসেনি। শনিবার সকালে বাড়ির পেছনের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঠবাড়িয়ায় নারীকে গাছের সাথে বেঁধে মারধরের ঘটনায় মামলা,গ্রেফতার ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুতের লাইন নেয়ার নামে গাছ কাটায় বাঁধা দেয়ায় এক “নারী কে গাছের সাথে বেঁধে মারধরের অভিযোগ” শিরোনাম বিভিন্ন পত্রিকায় ছাপা হলে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। আহত ওই নারীর স্বামী আঃ রব আকন বাদি হয়ে জাকির আকনকে প্রধান আসামী করে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় ৮ জন নামীয় ও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এঘটনায় জড়িত ও এজাহার ভুক্ত আসামী এনামুলকে পুলিশ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছেন।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার ফুলঝুড়ি গ্রামের মৃত আফেজ উদ্দিন আকনের ছেলে রব আকনের ভোগ দখলীয় জমির ওপর থেকে বিদ্যুতের লাইন নেয়ার জন্য গত ৬ সেপ্টেম্বর রোববার সকালে প্রতিপক্ষরা গাছ কাটার পায়তার চালায়। এসময় তার স্ত্রী ফরিদা বেগম বাঁধা দিতে গেলে প্রতিবেশী জাকির, এনামুল, ইউনুস আকন এর নেতৃত্বে সন্ত্রাসীরা ওই নারীর ওপর হামলা চালায়। এসময় ওই নারীর স্বর্ণালংঙ্কার ছিনিয়ে নেয় ও শ্লীলতাহানি ঘটায়। পরে তাদের বিভিন্ন প্রজাতির গাছ কেঁটে নেয়। এসময় রব আকন তার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে তার ওপরও হামলা চালায়।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, এজাহার নামিয় আসামী এনামুলকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুওে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভান্ডারিয়ায় সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এবং পৌর শহরের ১নম্বর লক্ষীপুরা গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান বিশ্বাস(৭০) মঙ্গলবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী,৩ ছেলে , ৩ মেয়ে ,নাতী-নাতনীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার সকাল ১০টায় ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফনন সম্পন্ন করা হয়।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয়-পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জাতীয়-পার্টি জেপি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য,দৈনিক ইত্তেফাক সম্পাদক এবং সাবেক এমপি তাসমিমা হোসেন,দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন।

এছাড়াও শোক প্রকাশ এবং সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, জেপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জাতীয়-পার্টি জেপি’র ভান্ডারিয়া উপজেলা আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ডিমরাজুল ইসলাম মিরাজ, জেপি’র উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম,আব্দুল আজিজ সিকদার,তৈয়বুর রহমান প্রমুখ।

স্বরূপকাঠিতে সবজি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার

পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠির উপজেলা নির্মল চন্দ্র মিস্ত্রী (৭০) নামের এক সবজি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করেছে নেছারাবাদ স্বরূপকাঠি থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার মাদ্রা মন্দির সংলগ্ন ব্রিজ এলাকা থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে শুক্রবার (২০ আগষ্ট) পুলিশ লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নির্মল নৌকায় করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সবজি বিক্রি করতো। সে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের মৃত ক্ষিরোদ মিস্ত্রীর ছেলে ।

এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানাগেছে, ওই দিন বিকেলে স্থানীয়রা ঐস্থানে ভাসমান লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্য মোঃ কামরুজ্জামান তালুকদার জানান সে মৃগীরোগী ছিল। অপমৃত্যু মামলা দায়ের শেষে শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কেটে নেয়ার ঘটনায় মামলা, আটক-২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ শর্মার হাতের কব্জি কেটে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস পুত্র কামরুল আহমেদ রছি সহ ১৮ জন এজাহারনামীয় এবং ১৫/২০ জন অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় এজাহারনামীয় রাব্বি (২২) ও মৃদুল (২১) নামের দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জোয়ারের পানিতে প্লাবিত পিরোজপুরের ৭৫ গ্রাম

পিরোজপুরে জোয়ারের অতিরিক্ত পানিতে ৭৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, কাঁচা-পাকা রাস্তা, মাছের ঘের, অধিকাংশ বাড়ির আঙিনাসহ সবজি ক্ষেত ও বাগান তলিয়ে গেছে।

জানা গেছে, জেলার মধ্য থেকে বয়ে কালিগঙ্গা, তালতলা, মধুমতি, কচা, সন্ধ্যা ও বলেশ্বর নদীতে স্বাভাবিকের থেকে জোয়ারের পানি দুই ফুট বেশি হয়েছে। ফলে নদী তীরবর্তী গ্রামগুলোতে জোয়ারের অতিরিক্ত পানি এসে ইতোমধ্যে প্লাবিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ইন্দুরকানী উপজেলার প্রায় নয়টি, কাউখালী উপজেলার প্রায় ৩০ গ্রাম, মঠবাড়িয়া উপজেলার দুই থেকে তিন গ্রাম, ভান্ডারিয়া উপজেলার আট, সদর উপজেলার চার, নাজিরপুরে ১৫, নেছারাবাদ উপজেলার ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, যেকোনো ক্ষতি বা পানিবন্দি পরিবারকে সব রকম খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া আমার ব্যক্তিগত তহবিল থেকেও ছোট খাট সাহায্য দিতে প্রস্তুত আছি।

জেলার ইন্দুরকানী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমীন জানান, ওই উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলো জোয়ারের অতিরিক্ত পানিতে প্লাবিত হয়েছে। এর মধ্যে কালাইয়া, পূর্ব ইন্দুরকানী, খোলপতুয়া, ট্যাংরাখালী, চন্ডিপুর, সাউদখালী, চরবলেশ্বর, পাড়েরহাটের আবাসন এলাকা, চরখালী ফেরিঘাট এলাকা প্লাবিত হয়েছে। ওই সব এলাকার অধিকাংশ বাড়ি প্লাবিত হয়ে কোনো কোনো ঘরে পানি উঠেছে বা পানি ছুঁই ছুঁই অবস্থা বিরাজ করছে।

জেলার কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু জানান, ওই উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এতে সবজি ক্ষেতসহ মাছের ঘেরের বেশ ক্ষতির আশঙ্কা রয়েছে। ওই উপজেলার বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ খসরুর নিজস্ব উদ্যোগে বুধবার উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্দি অসহায় পরিবারকে খাবার পৌঁছে দেন বলে স্থানীয়রা জানান।

মঠবড়িয়া পৌর এলাকার বাসিন্দা মো. শাহাদাৎ হোসেন খান বাবু জানান, পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড প্লাবিত হয়েছে। এছাড়া স্থানীয় বলেশ্বর নদীর তীরবর্তী কয়েকটি গ্রামে জোয়ারের পানি উঠলেও ভাটার সময় তা নেমে যায়। তিনি আর জানান, আর একটু পানি বাড়লেই তার ঘরে পানি উঠবে।

ভান্ডারিয়া পৌর এলাকার মো. সফিকুল ইসলাম মিলন জানান, উপজেলার তেলিখালী, হরিনপালা, বোতলা, ঝুনিয়া, নদমুলা,হ্যাতালিয়া, দারুল হুদা গ্রামের অধিকাংশ বাড়িতে পানি উঠেছে। এছাড়া পৌর এলাকার প্রায় অর্ধশত পরিবার ইতোপূর্বে পানিবন্দি হয়ে পড়েছে।

সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কলাখালী গ্রাম, হুলারহাট ও বেকুটিয়ার নদী তীরবর্তী এলাকা, জুজখোলা গ্রামের কিছু অংশ পানিতে প্লাবিত হয়েছে।

নাজিরপুর উপজেলার দেউলবাড়ি ইউপি চেয়ারম্যান মাস্টার মো. অলিউল্লাহ জানান, তার ইউনিয়নের মনোহরপুর, পদ্মডুবি, দেউলবাড়ি, সোনাপুর, উত্তর গাওখালী, উত্তর পাকুরিয়াসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

উপজেলার কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান মো. হাসানাত ডালিম জানান, ওই ইউনিয়নের খলনি, কাশ্মির, মুনিরাবাদ, পাতাখালীসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার কিছু কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ওই উপজেলার সাচীয়া, ঝনঝনিয়া, শ্রীরামকাঠীর ইউনিয়নের পূর্বকালিকাঠী মধুরাবাদ, কাছিচিড়া এলাকা পানিতে প্লাবিত হয়েছে।

জেলার নেছারাবাদ উপজেলা আ. হক জানান, উপজেলার আরামকাঠী, কামারকাঠী, জগন্নাৎকাঠী, সদর, জলাবাড়ি, আটঘর কুরিয়ানার কিছু অংশসহ নয়-১০টি গ্রামে জোয়ারের পানিতে প্লাবিত হয়। তবে এসব এলাকায় জলাবদ্ধতা হয় না। ফলে স্থানীয়দের খুব বেশি ভোগান্তি হচ্ছে না।

জেলার নাজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল জানান, পানি বাড়তে পারে এমন আশঙ্কা করে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মৎস্য চাষিদের তাদের ঘেরের মাছ রক্ষার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। এ বিষয়ে মৎস্য চাষিদের সার্বিক খোঁজ-খবর নেওয়াসহ তদারকি করা হচ্ছে।