কলাপাড়ায় ১৩ জনকে জরিমানা

মহামারি করোনা পরিস্থতিতে লকডাউনের দ্বিতীয় দিনে পটুয়াখালীর কলাপাড়ায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে সেনাবাহিনী। বিনা কারণে বাইরে বের হলে করা হচ্ছে জরিমানা আদায়।স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার সকালে ১৩ জনকে জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পৌর শহর ও কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। মোট ৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, করোনা পরিস্থিতিতে কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কাটার মামলায় গ্রেফতার-১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি হাসান গাজী (৩৫) কে বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কেটে দেয়ার মামলায় তিন নম্বন আসামী মো: জহিরুলকে গ্রেফতার করেছে।
বুধবার রাতে কলাপাড়া থানা পুলিশ তাকে মহিপুর থেকে গ্রেফতার করে। এ ঘটনায় রোববার (২৭ জুন) টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমুকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ করে হাসান গাজীর বাবা মো. আ. খালেক গাজী মামলা কলাপাড়া থানায় মামলা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে (২৪ জুন) চাকামইয়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি হাসান গাজীকে (৩৫) বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কেটে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা। কলাপাড়া বাস স্ট্যান্ডের চৌরাস্তায় হাসানকে তার বাবার সামনেই বেধড়ক কোপানো হয়েছে। হাসান তার বাবার সঙ্গে পূর্ব চাকামইয়া গ্রামের বাড়িতে যাচ্ছিল। স্থানীয়রা তাকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে সে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কলাপাড়ায় লকডাউনে সড়ক ফাঁকা, নিষেধাজ্ঞা অমান্য করায় ২২ জনকে জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
লকডাউনের প্রথম দিন পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ব্যস্ত সড়কগুলো ছিলো জনমানবশূণ্য। সড়কে ছিলো না কোন যানবাহন। তবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন বাজারে দোকানপাট খুলতে শুরু করে ব্যবসায়ীরা।
সকাল নয়টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শহরে ভ্রাম্যমান আতালতের টহল শুরু হয়। এ মময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় পাঁচজনকে তিন হাজার তিনশ টাকা জরিমানা করা হয়।
এছাড়া দুপুরে মহিপুরে বাজারে নিষেধাজ্ঞা উপেক্ষা করায় ১৭ মামলায় ১৭ জনকে ১৭ হাজার ৭৩০ টাকা করেছে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
এদিকে কলাপাড়ার মহিপুরে আজ সাপ্তাহিক হাটের দিন সকালে দোকানপাট কিছুটা খুললেও প্রশাসনের টহল শুরু হওয়ায় মুহুর্তের মধ্যে তা বন্ধ হয়ে যায়। বাজারে বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ করতে সড়ক আটকে দেয়া হয়েছে। সড়িয়ে নেয়া হয়েছে ভ্রাম্যমান দোকানগুলো।
কলাপাড়াসহ উপজেলার বিভিন্ন স্থানে সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হওয়ায় লকডাউন আরও নতুন রূপ পেয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, কলাপাড়ায় দৃই প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি ও পুলিশের টহল থাকবে। লকডাউন সফল করতে প্রথম দিন সতর্ক করে দেয়া হলেও কাল থেকে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে।
এদিকে কলাপাড়ায় ক্রমশ করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় মানুষও এ লকডাউনকে ইতিবাচক হিসেবে দেখছে। বুধবারও কলাপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চারদিনে তিনজনের মৃত্যু হয়েছে। গত সাত দিনে ৮৫ জনের পরীক্ষায় করোনা সনাক্ত হয় ৫৩ জনের। আক্রান্তের হার ৬২ দশমিক ৩৫ ভাগ।

২৪ ঘণ্টায় করোনায় এতো মৃত্যু দেখেনি বাংলাদেশ

দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ জুন দেশে ১১৯ জনের মৃত্যু হয়েছিল। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৪৬ জনে। নতুন করে শনাক্ত  হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।

আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০  শতাংশ। এর আগে গতকাল বুধবার করোনায় ১১৫ জনের মৃত্যু হয়। করোনার ইতিহাসে সেদিন সর্বোচ্চ ৮৮২২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

অপহরনের ২৭ দিন পর তরুণী উদ্ধার ।। আসামি গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
অপহরনের ২৭ দিন পর বরগুনার পোটলাখালী থেকে দশম শ্রেণির শিক্ষার্থী কলাপাড়ার শামীমা আক্তার পাখীকে (১৭) পুলিশ উদ্ধার করেছে। রোববার রাতে এ তরুণীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কথিত প্রেমিক সজিব আকনকে (২২) পুলিশ গ্রেফতার করেছে। কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামের শামীমা আক্তার পাখী ৩০ মে বাড়ি থেকে কলাপাড়া যাচ্ছিল। তাকে আসামিরা মোটরসাইকেলে তুলে নিয়ে যায় বলে তার বাবা কলাপাড়া থানায় মামলা করেন। পুলিশ কৌশলে প্রায় এক মাস পরে ভিকটিমকে উদ্ধার করে এবং প্রধান আসামি বরগুনার পোটলাখালী খারাকান্দা কলোনী গ্রামের গনি আকনের ছেলে সজিব আকনকে গ্রেফতার করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল জানান, গোপন সূত্রে প্রাপ্ত খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার পদক্ষেপ নেয়া হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সালিশে কিশোরীকে বিয়ে; চেয়ারম্যানসহ ছয় জনের নামে মামলা

পটুয়াখালীর বাউফলে প্রেমের সম্পর্কের ঘটনায় সালিশে কিশোরীকে জোর পূর্বক বিয়ে, তালাক দেয়া এবং প্রেমিক যুবককে বিষ খাইয়ে মারধরে ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে অভিযুক্ত কনকদিয়া ইউপি চেয়ারম্যানসহ ছয়জনের নাম উল্লেখ করে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আমলী আদালতে মামলা দায়ের করা হয়।
প্রেমিক যুবক রমজান হাওলাদারের বড় ভাই হাফেজ মো. আল ইমরান বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ বিচারক মো. জামাল হোসেন মামলাটি গ্রহণ করে আগামী ৩০ দিনের মধ্যে জেলা পিবিআই প্রধানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায় ও আইনজীবী মো. আল-আমিন জানান, কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ এলাকার বাসিন্দা সুলতান হাওলাদারের ছেলে মো. রমজান হাওলাদারের (১৭) সাথে একই গ্রামের দুলাল হাওলাদরের মেয়ে নাজমিন আক্তারের (১৩) প্রেমের সর্ম্পক চলছিল। যেহেতু কন্যা নাবালিকা তাই প্রাপ্ত বয়স্ক হইলে তাদের দু’জন বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে মর্মে পারিবারিক ভাবে সিদ্ধান্ত হয়।

কিন্তু গত শনিবার রাত ৮টার দিকে চুনারপোল এলাকার নাজমিনের বাড়িতে বসে জোর পূর্বক নাজমিনকে বিবাহ করেন চেয়ারম্যান শাহিন হাওলাদার।

আইনজীবী জানান, অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার ক্ষমতার অপব্যবহার করেছেন। প্রথমত তিনি কন্যা নাবালিকা জেনেও জোর পূর্বক তাকে বিয়ে করেন এবং রমজান হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে মারধর করে এবং বিষ খাইয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে তালাকনামা সৃষ্টি করেন।

এ ঘটনায় চেয়ারম্যানসহ তার ৫ সহযোগী এবং নিকাহ রেজিস্ট্রার ও কাজী মাওলানা মো. আইয়ুবকে আসামি করা হয়েছে।

আদালতে কিশোরী কন্যা নাজমিন আক্তারের জন্ম সনদ এবং রমজান হাওলাদারের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করা হয়েছে।

প্রেমের সালিশে কিশোরীকে ৬০ বছরের চেয়ারম্যানের বিয়ের ঘটনা তদন্তের নির্দেশ

প্রেমের টানে বাড়ি ছেড়েছিলেন পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের এক তরুণ ও কিশোরী। ঘটনাটির সুরাহায় ডাকা সালিশে গিয়ে কিশোরীকে দেখে পছন্দ হওয়ায় বিয়ে করেন ফেলেন খোদ চেয়ারম্যানই। পরে অবশ্য ৬০ বছর বয়সী সেই চেয়ারম্যানকে তালাক দেন কিশোরী নসিমন বেগম। তবে এ ঘটনায় পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন হাওলাদার ক্ষমতার অপব্যবহার করেছে কিনা, তা তদন্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে ‘বাল্য বিবাহ’ হয়েছে কিনা, তাও তদন্ত করতে জেলা নিবন্ধককে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ফৌজদারী অপরাধ ঘটেছে কিনা তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে বলেছেন আদালত। এসবের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে হাই কোর্টের আদেশে। আগামী ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। আর সেই কিশোরী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে পটুয়াখালীর পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম ও একরামুল হক টুটুল পটুয়াখালীর এই ঘটনা নজরে আনলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ আজ রবিবার স্বঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেয়।

 

এর আগে, গত শুক্রবার দুপুরে কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন হাওলাদার পাঁচ লাখ টাকা দেনমোহরে ওই কিশোরীকে বিয়ে করেছিলেন। জানা যায়, কনকদিয়া ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে নসিমনের সঙ্গে একই ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের রমজান নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার রাতে তারা দু’জন পালিয়ে যায়। বিষয়টি কিশোরীর বাবা কনকদিয়ার ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে জানান।

এরপরে চেয়ারম্যান শাহিন হাওলাদার আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়ার কথা বলে শুক্রবার কনকদিয়া ইউপি কার্যালয়ে ছেলে ও মেয়ের পরিবারকে যেতে বলেন। সেই অনুযায়ী শুক্রবার সকাল ৯টার দিকে দুই পরিবারের সদস্যরা ইউপি কার্যালয়ে যান। সেখানে মেয়েটিকে দেখে পছন্দ হয়ে যায় চেয়ারম্যানের। তিনি মেয়েটিকে বিয়ে করার আগ্রহ দেখান। শুক্রবার দুপর ১টায় স্থানীয় কাজী মো. আবু সাদেককে বাড়িতে ডেকে পাঁচ লাখ টাকা দেনমোহরে ওই কিশোরীকে বিয়ে করেন চেয়ারম্যান।

এদিকে এই বিয়ের পর তা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। শনিবার ওই একই কাজীর মাধ্যমেই তালাক সম্পন্ন হয়। ইউনিয়ন চেয়ারম্যান শাহিন হাওলাদার জানান, ওই মেয়ে তাকে স্বামী হিসেবে মেনে না নেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়েটিকে তার বাবার সঙ্গে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

দুমকির মুরাদিয়া ইউনিয়নের পুনরায় নির্বাচন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ- দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুই সদস্য (মেম্বার) প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনরায় ওই ওয়ার্ডের ঐ দুই প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হইবে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাগেছে, মুরাদিয়া ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে ৯নং ওয়ার্ডের মোঃ মশিউর রহমান (তালা) মোঃ মাসুম বিল্লাহ (ফুটবল) মীর সাখাওয়াত হোসেন (মোরগ) মোঃ হুমায়ুন কবির খান (আপেল) সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সন্তোষদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩৭৮ জন ভোটারের মধ্যে ৯৮৭ জন ভোট দেন। গণনা শেষে মোঃ মাসুম বিল্লাহ (ফুটবল) মোঃ মশিউর রহমান (তালা)উভয়ে ৩২৭ ভোট পান। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিন শরিফ জানান, দুই প্রার্থীর সমান ভোটের বিষয়ে নির্বাচন কমিশনে বিবরণী পাঠানো হয়েছে নির্দেশনা পেলে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কুয়াকাটায় ধসে পরলো নির্মাণাধীন ব্রীজ: কর্তৃপক্ষের গাফিলতি

কুয়াকাটা প্রতিনিধি :
কুয়াকাটায় ভেঙে পড়লো নির্মাণাধীন সেতু। কুয়াকাটার দোভাষী পাড়া খালের উপর নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙে পড়েছে।
আজ রবিবার ২৭ জুন সকাল ৯ ঘটিকায় এ ঘটনা ঘটেছে।এলজিডির আঞ্চলিক সেতু নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ২ কোটি ৭০ লাখ টাকায় এই সেতু তৈরি করা হচ্ছিলো।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ করায় এমনটি হয়েছে। এলাকাবাসীরা জানান, সকাল ৯ ঘটিকার দিকে আমরা সেতু এলাকায় বিকট শব্দ শুনতে পাই। তখন গ্রামের সবাই মিলে গিয়ে দেখি পুরো সেতু ভেঙে খালে পড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনী।
গ্রামের বাসিন্দা আলাউদ্দিন বলেন, পুরো সেতুর মধ্যভাগে কোনও পিলার নেই। তাই ভেঙে পড়েছে বলে তাদের ধারণা । নির্মাণ শেষ হওয়ার আগেই সেতু ভেঙে পড়ায় এর পুরো কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।
স্থানীয় বাসিন্দা ওমর আল সাদ্দাম মাল জানান, নিম্নমানের রট , নিম্মমানের বালু , নিম্নমানের সিমেন্ট ব্যবহার করার ফলে এই সেতুটি ধসে পড়েছে। সেতুটি কাজ যে ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে তার কাজ খুব ধীরগতি ও নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করেছে বলেই সেতুটি ভেঙে গেছে। সরকারের উচিত এদের বিচারের মধ্যে নিয়ে আসা। সরকারের কোটি কোটি টাকা খরচ করা উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না । কর্তৃপক্ষের গাফিলতির কারণে এমন হয়েছে। এ ঘটনায় দায়ীদের শাস্তি চাই ।
ঠিকাদারি প্রতিষ্ঠান খান ট্রেডার্স এর পরিচালক আল মামুন জানান ,গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। কাজে কোনো ধরনের অনিময় হয়নি বলে দাবি করেন তিনি। পৌর মেয়র বলেন তদন্ত করে কোন অনিয়ম পাওয়া গেলে ব্যাবস্থা নেখয়া হবে।

বাউফলে মানব পাচারকারী নারী আসামি গ্রেফতার

পটুয়াখালীর বাউফল থানা পুলিশ রুনা আকতার (৩০) নামের এক ওয়ারেন্টভুক্ত মানব পাচারকারী মামলার আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (২৬ জুন) সকাল ৭টায় রুনার মামাবাড়ি বাউফল উপজেলার মান্দারবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, রুনা মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য। সে বাউফল উপজেলার কাছিপাড়া ইউপির কারখানা গ্রামের আনোয়ার চৌকিদারের কন্যা। রুনাকে ঢাকার পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে। এ মামলায় দীর্ঘসময় তিনি পলাতক ছিলেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বাউফল থানার এ এস আই শামীম হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি রুনাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।