সৌদি সফরে গিয়ে সমালোচনায় মেসি

স্পোর্টস ডেস্ক :
লিগ ওয়ানের ম্যাচে লরিয়েন্তের কাছে ঘরের মাঠে পরাজিত হওয়ার পর লিওনেল মেসির সৌদি আরব সফরের বিষয়টি মেনে নেয়নি তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও সতীর্থ খেলোয়াড়রা।

গত রবিবার লা লিগায় পিএসজি পরাজিত হওয়ার পর অনুমতি ছাড়া মেসির সৌদি সফরের ঘটনায় ‘বিস্মত’ তার ক্লাব সতীর্থরা।

চুক্তির কারণে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে উপসাগরীয় দেশটি সফর করতে বাধ্য হয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। রবিবারের ম্যাচের পর সাধারণত দুই দিনের ছুটি থাকে পিএসজিতে। যে কারণে কোন অনুমতি না নিয়েই সৌদি ভ্রমণে যান মেসি। কিন্তু ম্যাচে পরাজিত হওয়ার পর সোমাবার অনুশীলনের সিদ্ধান্ত নেয় পিএসজি। কিন্তু অনুশীলনে ৩৫ বছর বয়সি মেসিকে না দেখে বিষ্ময় প্রকাশ করে সতীর্থরা।

মিরর পত্রিকার এক রিপোর্ট অনুযায়ী চলতি মৌসুম শেষেই ইতি ঘটবে পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ। ফলে ক্লাব ছেড়ে চলে যাবেন তিনি। ক্লাবটিও এখন আর মেসির চুক্তি নবায়নের বিষয়টিকে খুব একটা অগ্রাধিকার দিচ্ছে না।

এল ইকুইপের রিপোর্টে বলা হয়, মেসির সৌদি আরব সফরটি ক্লাবের অনুমোদিত নয়। সফরের জন্য তিনি কোচ ক্রিস্টোফ গালটিয়ার বা পরিচালক লুইস ক্যাম্পোসের অনুমতিও নেননি।

এদিকে, সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব সোমবার মেসির ওই সফরের বেশ কিছু ছবিসহ টুইট করে লিখেছেন,‘ মেসি এবং তার পরিবারকে সৌদি আরবে স্বাগত জানাতে পেরে আমি খুশি। যেখানে তিনি যাদুকরি ও পর্যটনের অভিজ্ঞতা লাভ করেছেন। সৌদি আরবের চমৎকার ভ্রমণ এবং আতিথেয়তা উপভোগ করার জন্য আমরা সারা বিশ্বের পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছি। মেসি আপনাকেও স্বাগতম।’

এর আগে মেসি তার আসন্ন সফরের কথা জানিয়ে ইনস্টাগ্রাম একাউন্টে সৌদি আরবের ট্যুরিজম বোর্ডের অফিসিয়াল পেইজ শেয়ার করে লিখেছিলেন,‘ কে ভেবেছিল সৌদি আরব এত সবুজ? আমি যখনই সুযোগ পাই সেখানকার বিষ্ময়গুলো অন্বেষণ করতে পছন্দ করি।’

শেষ ম্যাচেও দলে নেই মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :
আইপিএলে আজ মঙ্গলবার (২ মে) মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি অনেকটা অসম লড়াই। পয়েন্ট পেবিলের শীর্ষে আছে গুজরাট, দিল্লির অবস্থান সবার শেষে। আজকের ম্যাচ শেষে দিল্লির ক্যাম্প ছাড়বেন মুস্তাফিজুর রহমান। যোগ দেবেন ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দলের সঙ্গে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের ছুটিতে যাওয়ার আগে শেষ ম্যাচটিতেও একাদশে সুযোগ পেলেন না মুস্তাফিজ।

চলতি আসরে ভরাডুবির মধ্য দিয়ে গেছে মুস্তাফিজের দল দিল্লি। প্রথম ম্যাচেই দেখেছিল হারের মুখ। পরবর্তীতে টানা দুই ম্যাচ জিতলেও সর্বশেষ ম্যাচে আবার হেরেছে তারা। দলের সবাইকে মোটামুটি ব্যর্থ বলা চলে। সেই দলে আছেন মুস্তাফিজও। দলের ক্রমাগত ব্যর্থতায় মুস্তাফিজকে একাদশে সুযোগ দিয়েছিল দিল্লি কর্তৃপক্ষ। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি।

টানা দুই ম্যাচে সুযোগ পেয়েও বল হাতে ব্যর্থতার পরিচয় দেন বাঁহাতি এই পেসার। দিল্লির ব্যর্থতার দায় তাই বর্তায় তার ওপরেও। দুই ম্যাচ পর আর একাদশে সুযোগ দেওয়া হয়নি তাকে। আজকের ম্যাচেও রইলেন উপক্ষিত।

সৌদিতে কী করছেন মেসি?

স্পোর্টস ডেস্ক :
ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সৌদি আরবের কোনো ক্লাবে যোগ দেবেন লিওনেল মেসি নাকি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন? গত কয়েকদিন ধরে এই আলোচনা চলছে ফুটবল অঙ্গনে। বিশেষ করে সম্প্রতি সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে করা মেসির পোস্ট জল্পনা আরও বাড়ায়।

সেই পোস্টের পর এবার পরিবারসহ সৌদিতে হাজির মেসি। এমন দাবি বেশ কয়েকটি গণমাধ্যমের। গতকাল সোমবার (১ মে) করা আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সৌদিতে পরিবারসহ দেখা গেছে মেসিকে। এই বিষয়টি নিশ্চিত করেছেন, দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রী আহমেদ আল খাতিব।

নিজের টুইটারে পরিবারসহ মেসির কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূত মেসি ও তার পরিবারকে দ্বিতীয়বারের মতো সৌদিতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত’।

পরিবারসহ মেসির সেই ছবিগুলো ইতোমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্টটি নতুন করে মেসির সৌদির ক্লাবে যাওয়ার বিষয়টি উসকে দিয়েছে। তবে ঠিক কবে মেসি সৌদিতে পরিবারসহ গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।  এর আগে ২০২২ সালেও একবার সৌদিতে গিয়েছিলেন আর্জেন্টাইন তারকা।

পরিবার নিয়ে সৌদিতে গেলেও এখনও মেসির চুক্তির বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। পিএসজি বা মেসি কেউই এখনও চুক্তি নবায়নের বিষয়ে মুখ খোলেননি। তাই সমর্থকদের মনে প্রশ্ন— তবে কি নতুন ঠিকানা খুঁজছেন আর্জেন্টাইন সুপারস্টার?

ইংল্যান্ডের উদ্দেশে টাইগাররা

স্পোর্টস ডেস্ক :
ঘরের মাঠে গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি ছাড়া বাকি ম্যাচগুলোয় ব্যাটে-বলে শাসন করা বাংলাদেশ এবার বিদেশ সফরে যাচ্ছে আইরিশদের বিপক্ষেই খেলতে। তাদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল, খেলা হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে রবিবার মধ্যরাতে পাঁচ ক্রিকেটারসহ ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন কোচিং স্টাফরা। আর দ্বিতীয় ধাপে সোমবার সকালে ফ্লাইট ধরেছেন বাকি সদস্যরা। তবে আইপিএল খেলা দুই ক্রিকেটার লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান দলের সঙ্গে যাচ্ছেন না।

ইতিমধ্যেই পারিবারিক প্রয়োজনে আইপিএল ফেলে দেশে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক ম্যাচ খেলা লিটন দাস। অন্যদিকে মুস্তাফিজুর রহমান এখনো ভারতে আছেন। যদিও দুই ম্যাচ খারাপ খেলার পর একাদশে তার জায়গা হচ্ছে না।

বিসিবি সূত্রে জানা গেছে, লিটন কুমার দাস ইংল্যান্ডে যাবেন ২ মে। একই দিনে দলের সঙ্গে যোগ দিতে ভারত থেকে উড়াল দেবেন মুস্তাফিজ। আর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দেবেন দলের সঙ্গে।

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। তবুও বিশ্বকাপের বছরে প্রতিটি সিরিজকেই গুরুত্বের সঙ্গে নিচ্ছে হাথুরুসিংহের দল।

তবে এই সিরিজ নিয়ে খুব সিরিয়াস আইরিশরা। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে সুপার লিগ টেবিলের শীর্ষ আটে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা তৈরি হবে তাদের। লন্ডনে পৌঁছে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল।

সিঙ্গাপুরকে হেসেখেলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
ফুটবকে বাংলাদেশের মেয়েদের উন্নতি চোখে পড়ছে অনেকদিন ধরে। একটু একটু করে নিজেদের এগিয়ে নিচ্ছে তরুণীরা। অনুর্ধ্ব ১৭ এফএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরকে ৩-০ গোলে দ্বিতীয় ধাপে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। একই প্রতিপক্ষকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল সিঙ্গাপুর। গোল উৎসব সেরে আজ রোববার (৩০ এপ্রিল) সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও স্বাগতিক দল। তবে, স্বাগতিকদের হেসেখেলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে বাংলাদেশ।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে বাংলার মেয়েরা। সিঙ্গাপুরের রক্ষণকে রীতিমতো চাপে ফেলে তারা। মাঝে মধ্যে সিঙ্গাপুর কিছু বিচ্ছিন্ন আক্রমণের চেষ্টা করলেও তা মাথাব্যথা হতে পারেনি বাংলাদেশের জন্য।

ম্যাচের ২১ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন সুরভী আকন্দ প্রীতি। প্রথম ম্যাচেও পেনাল্টি থেকে গোল পেয়েছিলেন এই ফরোয়ার্ড। বিরতির আগে আর গোল না হলেও সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে, সুযোগকে কাজে লাগাতে পারেনি তারা।

বিরতি থেকে ফিরে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ৫৫ মিনিটে আবারও পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন প্রীতি। আর বাংলাদেশ শিবিরে তৃতীয়বার উল্লাস এনে দেন সুলতানা আক্তার। ম্যাচের ৬২ মিনিটে দুর্দান্ত এক গোল করেন তিনি।

ম্যাচের বাকি অংশে আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। তবে, টানা দুই ম্যাচ জিতে গ্রুপসেরা হয়েই পা রাখেন এফএফসি এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ধাপে।

আজ রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
সিলেটে তিনদিনের প্রস্তুতি ক্যাম্প শেষে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ঢাকায় পৌঁছে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না মুশফিক-শান্তরা। কেননা আজ (রোববার) দিবাগত রাতেই যাচ্ছেন ইংল্যান্ডে। একসঙ্গে নয় ক্রিকেটাররা দেশ ছাড়ছেন দুই ভাগে বিভক্ত হয়ে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আজ রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে জাতীয় দলের প্রথম বহর। আর দ্বিতীয় ভাগ যাবে পরের দিন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারত যাওয়া লিটন দাস ঢাকায় এসে পৌঁছেছেন। জানা গেছে, লিটন দাস দলের সঙ্গে দ্বিতীয় বহরে লন্ডনে যাবেন।  তবে পেসার মোস্তাফিজ কবে, কখন দলের সঙ্গে যোগ দেবেন বিসিবি থেকে তা পরিষ্কার করে তা জানানো হয়নি।

এদিকে স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই এই অলরাউন্ডার দলের সঙ্গে সরাসরি চেমসফোর্ডে যোগ দেবেন। লন্ডনে পৌঁছে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল :  তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

অভিধানে যুক্ত হলো ‘অনন্য’ প্রয়াত কিংবদন্তি পেলে

স্পোর্টস ডেস্ক :

‘অসাধারণ, অতুলনীয়, অনন্য’ এসব বিশেষণের সাথে আনুষ্ঠানিকভাবে অভিধানে যুক্ত হলো প্রয়াত কিংবদন্তি ফুটবলার ব্রাজিলের পেলের নাম।

সম্প্রতি অনলাইন সংস্করণে ‘পেলে’ শব্দটিকে নতুন বিশেষণে যুক্ত করেছে ব্রাজিলের জনপ্রিয় পর্তুগিজ ভাষার অভিধান মাইকেলিস ডিকশনারি।

ব্রাজিলের এই কিংবদন্তিকে সম্মান জানাতে একটি প্রচারাভিযান শুরু করে পেলের ফাউন্ডেশন ফুটবল। পেলেকে বিশেষ এই সম্মাননা দেওয়ার বিষয়ে ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করে। যার ফলে পেলের নামটি অভিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে কোলন ক্যান্সারের সাথে লড়াইয়ের মারা যান পেলে। ব্রাজিলের হয়ে রেকর্ড তিনবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০) বিশ্বকাপ জয় করেন তিনি। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে তার নাম উচ্চারিত হয়।

দুই দশকের ফুটবল ক্যারিয়ারে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস, জাতীয় দল এবং নিউইয়র্ক কসমসের হয়ে রেকর্ড ১,২৮১ গোল করেছেন পেলে। কোলন ক্যান্সারে মৃত্যুর পর সান্তোস, স্পোর্টস চ্যানেল স্পোরটিভি এবং পেলে ফাউন্ডেশন অভিধানে পেলের নাম স্বীকৃত দেয়ার কথা জানিয়েছিল।

দ্রুতই পর্তুগিজ-ভাষার অভিধানের ডিজিটাল সংস্করণ এবং পরবর্তী মুদ্রিত সংস্করণে পেলের নামটি অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে মাইকেলিস অভিধানের প্রকাশকরা।

অভিধানে পেলে শব্দের অর্থ করা হয়েছে ‘অসাধারণ, অতুলনীয় ও অনন্য’। যা ফুটবলের কিংবদন্তির মত কাউকে বা অন্য কিছুকেও ‘অসাধারণ, অতুলনীয় ও অনন্য’ হিসেবে বিশেষণ করা যাবে।

এমন উদ্যোগকে ‘রাজা’র প্রতি শ্রদ্ধা বলে মনে করছে পেলে ফাউন্ডেশন। এই অভিব্যক্তিটি ইতোমধ্যেই এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয় যে, তারা যা করে তাতে সেরা, তা অভিধানের পাতায় চিরন্তন হয়ে গেছে।

কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কুর বিয়েতে নাচবেন শাহরুখ খান!

স্পোর্টস ডেস্ক :
শাহরুখ খান সাধারণত যা করেন না, সেটাই করবেন দলের এক ক্রিকেটারের জন্য। কলকাতা নাইট রাইডার্সের এক ক্রিকেটারের বিয়েতে নাচবেন তিনি।

এমনই কথা দিয়েছেন নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার। কেকেআরের সেই ক্রিকেটারের বিয়ে অবশ্য এখনো ঠিক হয়নি। তবু শাহরুখ চেয়ে নিয়েছেন আগাম নিমন্ত্রণ।

ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগ্রাসী ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং। আমদাবাদে তার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন ম্যাচের শেষ পাঁচ বলে পর পর ৫টি ছক্কা মেরে। এবারের আইপিএলে বেশ ভালেঅ ছন্দে রয়েছেন রিঙ্কু। তার খেলায় মুগ্ধ শাহরুখও। বলিউড বাদশা এতটাই মুগ্ধ যে তিনি রিঙ্কুর বিয়েতে নাচবেন বলে কথা দিয়েছেন। কেকেআর ব্যাটার নিজেই জানিয়েছেন এ কথা।

রিঙ্কু বলেছেন, ‘‘গুজরাত ম্যাচের পর স্যার (শাহরুখ) আমাকে ফোন করেছিলেন। আমার বিয়ের কথা জানতে চাইলেন। শাহরুখ বললেন, ‘অনেকে আমাকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি কোথাও যাই না। কিন্তু আমি তোর বিয়েতে নাচতে যাব।’

২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রিঙ্কু। প্রথম দু’বছর খেলার সুযোগ পাননি। তাতে দমে যাননি ভারতের উত্তরপ্রদেশের ক্রিকেটার। দরিদ্র পরিবার থেকে উঠে আসা রিঙ্কু ক্রমশ কেকেআর কর্তৃপক্ষের আস্থা অর্জন করে নিয়েছেন নিজের পারফরম্যান্স দিয়ে। গত বছর আইপিএলে ব্যাট হাতে নজর কেড়েছিলেন। আর এবার দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। ২০১৮ সালের নিলামে রিঙ্কুকে ৮০ লাখ রুপি দিয়েছিল কেকেআর। ছেড়ে দেওয়া হলেও ২০২২ সালের নিলামে তাকে আবার ৫৫ লাখ রুপি দিয়ে কিনে নেন কেকেআর কর্তৃপক্ষ।

টি-টোয়েন্টিতে মুশফিকের রেকর্ড ভেঙে শীর্ষে কোহলি

স্পোর্টস ডেস্ক :
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে টাইগার ব্যাটার মুশফিকুর রহিমের রেকর্ড ভাঙ্গলেন ভারতের বিরাট কোহলি।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৬তম ম্যাচে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ৩৭ বলে ৫৪ রান করেন বিরাট কোহলি। এই ইনিংসের সুবাদে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান কোহলি।

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯৫ ম্যাচের ৯২ ইনিংসে এখন কোহলির রান ৩০১৫। ৩টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরি আছে কোহলির ।

এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন মুশফিক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়মে ১২৯ ম্যাচের ১২১ ইনিংসে ১৮টি হাফ-সেঞ্চুরিতে ২৯৮৯ রান করেছেন মুশফিক।

এই তালিকায় তৃতীয়স্থানে আছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলেল সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুরে ১৩৭ ম্যাচের ১৩০ ইনিংসে ২৮১৩ রান আছে মাহমুদুল্লাহর।

সৌদি থেকে বের করে দেওয়ার দাবি রোনালদোকে!

স্পোর্টস ডেস্ক :
আবারও আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার রোনালদোর ওপর বিরক্ত সমর্থকদের একাংশ। তাকে দল থেকে তো বটেই; এমনকি সৌদি আরব থেকে বিদায় করে দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে। বিশেষ করে রোনালদোর মেজাজ হারানোর সর্বশেষ ঘটনা সৌদি আরবে বেশ শোরগোল ফেলে দিয়েছে। তবে দুঃসময়ে নিজের বর্তমান ক্লাব আল নাসরকে পাশে পাচ্ছেন রোনালদো।

মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-হিলালের কাছে ২-০ গোলে হেরে গেছে আল নাসের। ম্যাচে গোল করতে না পারার হতাশায় প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ‘রেসলিং’-এর কায়দায় মাটিতে ফেলে দেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। ওই ঘটনায় তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

কিন্তু ফুটবলপ্রেমীদের একাংশের দাবি, রোনালদোর তারকা ইমেজের কারণেই ‘গুরু পাপে লঘু দণ্ড’ দেওয়া হয়েছে। তবে ম্যাচে আরও একবার মেজাজ হারান রোনালদো। মাঠ ছাড়ার আগে টানেলের কাছে কিছু সমর্থক তার উদ্দেশে ‘মেসি, মেসি’ বলে বিদ্রূপ করতে থাকে। এতে ক্ষিপ্ত তাদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেন রোনালদো।

রোনালদোর এমন আচরণ সৌদি আরবের ফুটবলে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে। বিশেষ করে মুসলিমদের পবিত্র মাস রমজানে তার এমন অশালীন আচরণ রক্ষণশীল সৌদি আরবের অনেকে মানতে পারছেন না। তাকে দেশটি থেকে বের করে দেওয়ারও দাবি তুলছেন অনেকে। এমনকি দেশটির সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহারলারীকে বের করে দাও’ স্লোগান এখন ট্রেন্ডিং।