বরিশাল রেঞ্জর শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

নিজস্ব প্রতিবেদক: বরিশাল রেঞ্জর জুন মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

বৃহস্পতিবার (১৫ জুলাই)সকাল ১০ টায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জাধীন সকল ইউনিটের কর্মদক্ষতা ও পুলিশি কার্যক্রমের সাফল্যের বিবেচনায় পাঁচটি ক্যাটাগরিতে পুরুষ্কার প্রদান করা হয়, যার মধ্যে ভোলা জেলা পুলিশ চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে ভোলা জেলার মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম, অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রন ও স্বাভবিক রাখা, সকল শ্রেনী পেশার জনসাধারনকে সম্পৃক্ত করে সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত ও জনসাধারনের আস্থা নিয়ে আইনী কার্যক্রমকে গতিশীল করা ও সকলের কাছে গ্রহণযোগ্য করা, জেলা পুলিশের সকল সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে একটি টিম হিসেবে সুষ্ঠু ও সুন্দর ভাবে সকল ধরনের পুলিশি কার্যক্রম পরিচালনা ও সম্পাদনে বিশেষ নেতৃত্বদান সহ বিভিন্ন সূচকে কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শণ এবং আইন শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়াও ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন আল ফারুককে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার, ভোলা ট্রাফিক বিভাগকে রেঞ্জের শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ এবং ভোলা সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিনকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। তাদের এ সফলতায় সকলের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ সহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বরিশাল শেবাচিমে করোনায় বাড়ছে লাশের সারি

শামীম আহমেদ ॥ গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০জন এবং করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে শুধুমাত্র পিরোজপুরে তিনজন করোনা রোগী মারা গেছে। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৬৮ জনে দাঁড়িয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে পাঁচশ’ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৯৬ জন। এরআগের দিন (বুধবার) শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় শুধুমাত্র শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত দুইজন মারা গেছেন। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২৩৫ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬৩৯ জনের মধ্যে ৪৯ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।
সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৮ জন ও করোনা ওয়ার্ডে ২৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১০৩জন করোনা ওয়ার্ডে এবং ১৭৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-১০

শামীম আহমেদ ॥ বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে আজজ বৃহস্পতিবার সকালে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনার পর যাত্রী পরিবহন বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহামুদ এবং শ্রমিক নেতা পরিমল চন্দ্র দাসের সমর্থকদের মধ্যে রূপাতলী বাসস্ট্যান্ডে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসস্ট্যান্ডে উত্তেজনা ছড়িয়ের পরার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও শ্রমিকরা প্রায় ৫ ঘন্টা বাস চলাচল বন্ধ রেখেছে।

পরবর্তীতে কয়েকদফা পথসভা করাসহ আগামী কাল শুক্রবার সকাল ৮টার মধ্যে শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক সুলতান মাহমুদ সহ তার সঙ্গিদের গ্রেফতার করা নাহলে পুনরায় বাস চালচল বন্ধ করার আলটিমেটাম দিয়ে আজকের মত বাস চলাচল চালু করে পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাউছার হোসেন সিপন ও বর্তমান শ্রমিক ইউনিয়ন সভাপতি পরিমল চন্দ্র দাস ও সাধারন সম্পাদক আবু শাহরিয়ার বাবু ঘোসনা দেন।

এসময় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাস স্টান্ডে পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করে।
একই সময় বর্তমান কমিটির বিক্ষুব্দ শ্রমিক নেতাদের শান্তনা দিয়ে বলেন রাতের মধ্যে হামলাকারী শ্রমিক নেতা সুলতান সহ তার সঙ্গিদের গ্রেফতার করা আশ্বাষ দিলে পরিস্থিতি শান্ত হয়।উল্লেখ্য, রূপাতলী শ্রমিক ইউনিয়নের একটি কমিটি থাকলেও সম্প্রতি শ্রমিকলীগ নেতা পরিমল চন্দ্র দাসকে সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবু শাহারিয়ার বাবুকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা দেওয়া হয়। শ্রমিকদের একাংশ এ কমিটিকে অবৈধ দাবি করে আসলেও তারা (পাল্টা কমিটির নেতৃবৃন্দরা) বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে।
সুলতান মাহামুদ জানান, শ্রমিকরা কথিত কমিটিকে মেনে নেয়নি। তারপরেও তারা জোরপূর্বক বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ করতে চাইছে। তারই ধারাবাহিকতায় শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন শ্রমিক আহত হয়।
তবে পরিমল চন্দ্র দাস হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকরা যাত্রী পরিবহনে নিয়োজিত থাকা অবস্থায় হঠাৎ করে সুলতান মাহামুদের লোকজনে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে বাস মালিক সমিতির সহসভাপতি নাসির মৃধাসহ তাদের পাঁচ শ্রমিক আহত হয়েছেন। কোতয়ালি মডেল থানার ওসি মোঃ নূরুল ইসলাম পিপিএম জানান, বাসস্ট্যান্ডে এখন পরিবেশ শান্ত রয়েছে। উভয়পক্ষের সাথে আলোচনা করে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত যাত্রী পরিবহনের জন্য চেষ্ঠা চলছে।

বরিশালে মধ্যরাতে অসহায় পরিবারের দ্বারে পৌঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী

শামীম আহমেদ ॥
করোনায় কর্মহীন হয়ে পরা নগরীর খেটে খাওয়া পরিবারের দ্বারে দ্বারে মধ্যরাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
করোনা মহামারীতে কর্মহীন হয়ে পরা এসব মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এ কাজটি করছেন মেয়র নিজেই। এ কাজে তাকে সহযোগিতা করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গত ১১ জুলাই থেকে শুরু করা এ কার্যক্রম বুধবার রাতেও চলমান ছিলো। প্রতিদিন রাতে দুইটি করে ওয়ার্ডের দুই হাজার পাঁচশ’ কর্মহীন পরিবারের ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। মেয়রের কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে বিতরণকৃত খাদ্য সামগ্রী প্যাকেটজাত করা হয়। প্রতি প্যাকেটে প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি আলু ও এক কেজি সয়াবিন তেল বরাদ্দ করা হয়। মধ্যরাতে কর্মহীনদের ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ইতোমধ্যে নগরবাসীর কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

বরিশালে অনলাইন পশুর হাটে সাড়া নেই, জেলা ও মহানগরীতে বসেছে ২২ হাট

বরিশালে অনলাইন গুরুর হাটে ক্রেতাদের সাড়া নেই। ১০ হাজার পশুর ছবি ও বিক্রেতার নাম ঠিকানা আপলোড করা হয় গত ২৫ জুন। কিন্তু ১৯ দিনে বিক্রি হয়নি কোন পশু। এই কয়েক দিনে ৭টি গরু কেনা বেচার কথা হয়েছে মাত্র। এদিকে বরিশালে করোনার মধ্যেও সশরীরে হাটে উপস্থিত হয়ে পশু কেনায় আগ্রহ রয়েছে ক্রেতাদের।

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম জানান, সরকারি নির্দেশনা অনুসারে জেলা প্রাণিসম্পদ দপ্তর ‘অনলাইন কোরবানির হাট বরিশাল’ নামে একটি অনলাইন পশুর হাট চালু করে গত ২৫ জুন। গত ১৯ দিনে এই হাটে মোট ১০ হাজার গরু ও ছাগলের ছবি ও বিক্রেতার নাম আপলোড করা হয়। কিন্তু বুধবার বিকেল পর্যন্ত একটিও পশুও বিক্রি হয়নি।
ডা. নুরুল আলম আরও জানান, বরিশালে কোরবানীর পশু ক্রেতার মূলত সশরীরে হাটে উপস্থিত হয়ে দেখে শুনে দরদাম করে পশু কিনতে আগ্রহী। এ কারণে অনলাইনে পশু বিক্রিতে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। ক্রেতারা মূলত হাটের জন্য অপেক্ষা করছেন।

এদিকে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার জানান, সদর উপজেলা থেকে সরকারি অনলাইন হাটে ১ হাজার ৮৫৭টি গরু ও ২৪৩টি ছাগলের ছবি আপলোড করা হয়। কয়েকজন মানুষ অনলাইনে আলাপ আলোচনা করে কেনার জন্য পশু নির্বাচন করে রেখেছেন। লেনদেন হয়নি এখনও।

এ ব্যাপারে আলাপকালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, করোনাকালে সরকারি নির্দেশনা অনুসারে অনলাইনে পশুর হাট শুরু হয়েছিলো বেশ কিছু দিন আগেই। অনলাইনে সাড়া তুলনামূলক কম। তিনি করোনা সংক্রমণ রোধে ক্রেতাদের সরকারি অনলাইন পশুর হাট থেকে পশু নেতার আহ্বান জানান।

অপরদিকে বুধবার বিকেল পর্যন্ত বরিশাল মহানগরী এবং জেলায় মোট ২২টি গরুর হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে মহানগরীতে করোনার কারণে মাত্র দুটি হাটের অনুমোদন দেয়া হয়েছে। একটি নগরীর কাউনিয়া বিসিক রোডের বটতলা এলাকায় এবং অপরটি নগরীর রূপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে। অপর ২০টি হাট বসছে জেলার ১০ উপজেলায়।

বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম জানান, এবার করোনার কারনে যাচাই বাছাই করে পশুর হাটের অনুমোদন দেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চাহিদাপত্র অনুযায়ী জেলা প্রশাসন থেকে পশুর হাটের অনুমোদন দেয়া হয়।

জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানায়, জেলায় ৪ হাজার ২২৬টি বড়-ছোট পশুর খামার রয়েছে। এতে পশু মজুদ রয়েছে ৪৬ হাজার ৬১৯টি। এর মধ্যেও ৩৮ হাজার ৩৯৫টি গরু এবং ছাগল রয়েছে ৮ হাজার ২২৪টি।

বরিশালে জেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগে ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেন জেলা প্রশাসক

দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন। এতে করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জীবন যাপন করা কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে। পাশাপাশি চেয়ে খাওয়া মানুষের খাবারের কষ্টোটা বহুগুণে বেড়ে যায়। এমন পরিস্থিতিতে বরিশাল শহরের ৯ টি স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিদিন ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে রান্না করা উন্নত মানের দুপুরের খাবার বিতরণ করে আসছে। তাদের এই সমন্বিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তাদের পাশে এসে দাঁড়ান বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

তিনি এই উদ্যোগের জন্য গত এক সপ্তায় ১০০ কেজি চাল প্রদান করেন। আজ ১৪ জুলাই বুধবার দুপুর ২ টায় কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ৩০ গোডাউন বধ্যভূমি নদীর পারে ৩০০ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, এসএনডিসির উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরাসহ ৯ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন। বরিশালের ৯ টি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ তরুণরা এবার একত্রিত হয়ে কাজ শুরু করেছি নগরীর বিভিন্ন স্থানের অভুক্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণে। আজ ৮ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। লকডাউন চলা পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যাবো তারা। তাদের সমন্বিত উদ্যোগের নাম ‘ইয়ূথ ফর কোভিড রেসপন্স, বরিশাল’।

তাদের এমন উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে আছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। আয়োজক সংগঠনগুলো হচ্ছে-এসএনডিসি, লাল সবুজ সোসাইটি, বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব, হাসিমুখ পরিবার, মানবী, ইয়ূথ প্ল্যান ফর সোসাইটি, সহচরী, উচ্ছ্বাস, অসহায় মানুষের পাশে এবং যুক্ত আছেন বেশ কিছু সাধারণ তরুণ। এ সকল তরুণরা ঐক্যবদ্ধভাবে অর্থ সংগ্রহ করে এ কার্যক্রমটি চালায়ে যাচ্ছে। পাশাপাশি তারা সবাইকে এই উদ্যোগে সম্পৃক্ত হতে আহ্বান জানান।

বরিশালে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক॥
সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বরিশালে। এ উপলক্ষ্যে বুধবার বাদ জোহর নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে এক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতে জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোনাজাতে এইচএম এরশাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে নগরীর সদর রোডের জাতীয় পার্টি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং পার্টির পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া দলীয় কার্যালয়ে দিনভর কোরআনখানীর আয়োজন করে জাতীয় পার্টি।

বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ এর কন্যা ফারহানা সুলতানা উর্মির মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক : রণাঙ্গণের মুখপত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ এবং বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যাপিকা সুলতানা বেগম দম্পত্তির একমাত্র কন্যা ফারহানা সুলতানা
উর্মির ১ম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার ১৫ জুলাই। গত বছরের এইদিন সন্ধ্যারাতে উর্মি (৪০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নি:স্বাস ত্যাগ করেন। উর্মি সরকারি সিস্টার্সডে প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা ছিলেন।
একমাত্র কন্যাকে হারিয়ে শোকে মূহ্যমান হয়ে পড়েন বাবা বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ঠ সাংবাদিক নূরুল আলম ফরিদ এবং মা বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যাপিকা সুলতানা বেগম। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য নূরুল আলম ফরিদ ও অধ্যাপিকা সুলতানা বেগম এর দাম্পত্য জীবনে এক কন্যা ও এক পুত্র সন্তানের অধিকারী। কন্যা ফারহানা সুলতানা উর্মি গত বছরের ১৫ জুলাই বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত এম্বুলেন্সযোগে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। পরদিন ১৬ জুলাই সকাল ৯টায় বগুড়া রোডস্থ শ্রী চৈতন্য স্কুলে মরহুমার জানাজা নামাজ শেষে তার মরদেহ বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়। নগরীর বগুড়া রোডের পেশকার বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ ও অধ্যাপিকা সুলতানা বেগম দম্পত্তির এক ছেলে রয়েছেন। নাম স্থপতি আহম্মেদ নূরুল হাসান স্বাক্ষর।
এদিকে,বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ এবং বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যাপিকা সুলতানা বেগম দম্পত্তি তাদের কন্যা ফারহানা সুলতানা উর্মির আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ জানান, ফারহানা সুলতানা উর্মির আত্মার শান্তি কামনায় মাদ্রাসায় কুরআন খতমের আয়োজন করা হয়েছে।

বরিশালে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক॥

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বরিশালে। এ উপলক্ষ্যে বুধবার বাদ জোহর নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে এক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতে জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোনাজাতে এইচএম এরশাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে নগরীর সদর রোডের জাতীয় পার্টি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং পার্টির পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া দলীয় কার্যালয়ে দিনভর কোরআনখানীর আয়োজন করে জাতীয় পার্টি।

বরিশাল-ঢাকা রুটে লঞ্চে ধোয়া-মোছা শেষ, প্রথম দিনেই আগাম টিকিট শেষ

শামীম আহমেদ, ॥
ঈদুল আজহা উপলক্ষে কঠোর লকডাউন ৮ দিনের জন্য শিথিল করে বৃহস্পতিবার থেকে ফের শুরু হচ্ছে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল। এই লক্ষ্যে লঞ্চগুলো ধোয়া-মোছার কাজ শেষ হয়েছে। ২১ দিন পর বুধবার কাউন্টার খোলার সাথে সাথে লঞ্চের আগাম কেবিন টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চের কেবিন টিকিট বিক্রি করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চলাচলের ওপর গুরত্বারোপ করেছে নদী বন্দর কর্তৃপক্ষ। ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মানার শর্তে ৮ দিনের জন্য কঠোর লকডাউন শিথিল করে গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই ঘোষণা পাওয়ার সাথে সাথে যাত্রীবাহী লঞ্চ চলাচলের প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। একদিকে চলেছে লঞ্চ ধোয়া-মোছার কাজ। অপরদিকে, বুধবার থেকে লঞ্চের কাউন্টারগুলোতে চলে আগাম কেবিন টিকিট বুকিং। তবে অফিস খোলার পর বুধবার প্রথম দিনেই উধাও হয়ে গেছে কেবিন টিকিট। চাহিদা অনুযায়ী আগাম টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আবার কেউ কেউ টিকিট পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বরিশাল-ঢাকা রুটের এমভি কীর্তনখোলা লঞ্চ কোম্পানির সহকারী মহা-ব্যবস্থাপক মো. বেল্লাল হোসেন বলেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগাম টিকিট বুকিং নিয়েছেন তারা। আগের চেয়ে চাপ কিছুটা কম হলেও প্রথম দিনেই আগাম টিকিট বুকিং শেষ হয়ে গেছে। একই রুটের এমভি সুন্দরবন লঞ্চ কোম্পানির কাউন্টার ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনে টিকিট বুকিং নিয়েছেন তারা। লঞ্চও চালানো হবে স্বাস্থ্যবিধি মেনে। লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু বলেন, সরকার স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে বলেছে। স্বাস্থ্যবিধি রক্ষা করে লঞ্চ পরিচালনার যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল নদী বন্দর কর্মকর্তা বলছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চ পরিচালনা করতে হবে সংশ্লিষ্ট মালিকদের। ব্যত্যয় হলে দায়িত্ব নিতে হবে লঞ্চ মালিকদের। যাত্রী চাপ বেশি থাকলে লঞ্চে সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে বলে তিনি জানান। বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার দিবাগত রাত থেকে শিথিল হচ্ছে লকডাউন। বরিশাল-ঢাকা রুটের লঞ্চগুলো যাত্রী নিয়ে ছেড়ে যায় প্রতিদিন রাত ৮টা থেকে ৯টার মধ্যে। সে হিসেবে বৃহস্পতিবার রাতে উভয় প্রান্ত থেকে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে লঞ্চ কর্তৃপক্ষ। প্রতিটি লঞ্চে স্বাস্থ্যবিধি রক্ষার তাগিদ দেওয়া হয়েছে। কোনো লঞ্চে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে সংশ্লিষ্ট মাস্টার এবং মালিকরা দায়ী থাকবেন। তাদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই দফায় ২২ দিন বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ঢাকা-বরিশাল নৌপথে চলাচল করে বিলাসবহুল ২২টি লঞ্চ। এছাড়া রাজধানীর সদরঘাট থেকে সারা দেশের ৪১টি নৌপথে চলাচল করে ২২০টি যাত্রীবাহী লঞ্চ।