বরিশালে ধর্মঘট প্রত্যাহার বাস চলাচল শুরু

শামীম আহমেদ ॥ বাস মালিক ও শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে অবশেষে ধর্মঘট প্রত্যাহার করায় ১৭ রুটের বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, বৃহস্পতিবার কথিত শ্রমিক নেতা সুলতান মাহামুদ তার লোকজন নিয়ে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় শ্রমিক ও মালিক নেতাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার প্রতিবাদে প্রথম দফায় বৃহস্পতিবার বাস চলাচল বন্ধ রাখা হলেও প্রশাসনের আশ্বাসে চার ঘন্টা পর বাস চলাচল শুরু হয়। তবে প্রশাসনের আশ্বাসে মামলা দায়ের করা হলেও শুক্রবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় সকাল ১০টার দিকে রূপাতলী থেকে বরিশাল বিভাগের ১৭ রুটে পুনরায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকেও আন্তঃজেলা ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বাস চলাচল স্বাভাবিক হওয়ার ব্যাপারে রূপাতলীস্থ জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু বলেন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্ত করেছেন আমাদের শ্রমিক নেতাদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি সিটি মেয়র জনসাধারণের ভোগান্তি লাঘবে আন্দোলন প্রত্যাহারের জন্য বলেছেন। আমরা তার হস্তক্ষেপে জনগণের ভোগান্তি কমাতে বাস চালনা শুরু করেছি।

বরিশালে বসেছে ৪৮টি পশুর হাট

শামীম আহমেদ ॥
নগরীসহ জেলার ১০টি উপজেলায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে শুক্রবার সকাল থেকে ৪৮টি পশুর হাট বসেছে। করোনাকালিন প্রতিটি পশুর হাটে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন থেকে।
বিশেষ করে হাটগুলোতে ইজারাদারদের নিজস্ব ব্যবস্থাপনায় হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক রাখার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি হাটে প্রবেশ এবং বাহির হতে পৃথক গেট করার নির্দেশনা এবং শিশু ও বৃদ্ধদের হাটে প্রবেশ করতে না দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে কোরবানির পশুর হাটে রোগাক্রান্ত পশু শনাক্ত করণসহ সার্বিক বিষয়ে তদারকির জন্য ৩৮টি পৃথক মেডিক্যাল টিম গঠণ করা হয়েছে। যারমধ্যে শুধুমাত্র জেলার ৪৬টি হাটের জন্য থাকবে ৩৭টি টিম।

শুক্রবার সকালে বরিশাল সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার জানান, করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ায় এবার শুধু নগরীর দক্ষিণ জনপদ রূপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে এবং উত্তর জনপদে কাউনিয়া টেক্সটাইল এলাকার বটতলানামক স্থানে একটি করে মোট দুটি হাটের ইজারা অনুমোদন দেওয়া হয়েছে। ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত পশুর হাট দুটি বসবে। এর বাহিরে নগরীর কাউনিয়া থানাধীন বাঘিয়ায় একটি স্থায়ী পশুর হাট বসবে।

অপরদিকে জেলা প্রশাসন কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক আরাফাত হোসেন জানান, জেলার ১০ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে চাহিদা অনুযায়ী ৪৬টি পশুর হাট ইজারার অনুমোদন দেয়া হয়েছে। সূত্রে আরও জানা গেছে, ৪৬টি পশুর হাটের মধ্যে বরিশাল সদর উপজেলায় চারটি, বাবুগঞ্জে আটটি, উজিরপুরে আটটি, বাকেরগঞ্জে পাঁচটি, গৌরনদীতে দুইটি, আগৈলঝাড়ায় দুইটি, মুলাদীতে দশটি, বানারীপাড়ায় একটি এবং হিজলা উপজেলায় ছয়টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। তবে মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে কোন আবেদন না করায় সেখানে কোন অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়নি। সেখানে তিনটি স্থায়ী পশুর হাট রয়েছে।

বরিশালে হতে যাচ্ছে করোনার দ্বিতীয় ডেডিকেটেড হাসপাতাল

শামীম আহমেদ ॥
করোনার ডেডিকেটেড দ্বিতীয় হাসপাতাল হতে যাচ্ছে বরিশাল সদর জেনারেল হাসপাতাল। চলমান করোনা রোগীর চাঁপ সামলাতে প্রথম ডেডিকেটেড শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ যখন হিমশিম খাচ্ছেন তখন এমন প্রস্তাব প্রেরন করেছে বরিশাল স্বাস্থ্য বিভাগ।
যে প্রস্তাবে ইতিবাচক সাড়াও এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আশ্বাস দেওয়া হয়েছে প্রস্তাব বাস্তবায়নের। করোনার চলমান পরিস্থিতির উর্ধ্বগতি অব্যাহত থাকলে খুব দ্রুত সময়ের মধ্যেই বরিশাল সদর জেনারেল হাসপাতাল সম্পূর্ন রূপে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রূপান্তরিত হবে। হাসপাতালে আইসিইউ সেবা দেওয়ারও ব্যবস্থা করা হবে। হাসপাতালের বহিঃবিভাগ ছাড়া অন্যান্য চিকিৎসা সেবা বন্ধ রাখা হবে।
শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অনুমোদন হয়ে গেলে করোনা ডেডিকেটেড হিসেবে একশ’ শয্যার করা হবে। এখানে ৮০জন রোগীকে সেন্ট্রাল অক্সিজেন ও বাকি ২০ জনকে সিলিন্ডার অক্সিজেন সুবিধা দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, আমরা পাঁচটি আইসিইউ বেডের পাশাপাশি জনবল চেয়েছি।

শেবাচিমে আরো একটি অক্সিজেন ট্যাংক স্থাপন

শামীম আহমেদ ॥ অতিরিক্ত করোনা রোগীর চাঁপ সামলা দিতে বরিশাল শেবাচিম হাসপাতালে ১০ হাজার লিটারের আরও একটি সেন্ট্রাল অক্সিজেন ট্যাংক স্থাপন করা হয়েছে। করোনা পরিস্থিতি অবনতি হলে নতুন স্থাপিত ১০ হাজার লিটারের ট্যাংক থেকে রোগীদের অক্সিজেন দেওয়া হবে।
শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম জানান, স্পেকট্রা কোম্পানীর এই সেন্ট্রাল অক্সিজেন ট্যাংক অতিরিক্ত করোনা রোগীর চাঁপ সামাল দিবে। এতে করে রোগীরা উপকৃতরা হবেন বলেও তিনি উল্লেখ করেন।

বরিশালের করোনা পরিস্থিতি মনিটরিং করবে টাস্ক ফোর্স কমিটি

শামীম আহমেদ ॥ করোনা রোগীর হ্রাস বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে হাসপাতালে শয্যা সংখ্যার সমন্বয় এবং চাহিদা মোতাবেক অক্সিজেন সাপ্লাই চেইন অব্যাহত রাখা ও সার্বিক করোনা পরিস্থিতি মনিটরিং করার জন্য বরিশাল বিভাগে টাস্ক ফোর্স গঠণ করা হয়েছে।
স্বাস্থ্য সেবার পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব মোঃ অলিউল্লাহকে টাস্কফোর্সের আহবায়ক করা হয়েছে। এছাড়া বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে সদস্য সচিব এবং বরিশাল গণপূর্ত বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে।
শুক্রবার সকালে টাস্ক ফোর্সের সদস্য সচিব বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব লংমার দাস বলেন, ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। প্রতি মূহুর্ত আমরা বিভাগের করোনার সার্বিক পরিস্থিতি মনিটরিং করছি এবং যেকোন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ব‌রিশাল থে‌কে সকল রু‌টে বাস চলাচল বন্ধ

লকডাউন শি‌থি‌লের পর বাস চলাচল শুরুর এক‌দি‌নের মাথায় শ্রমিক‌দের অভ‌্যন্তরীণ দ্ব‌ন্দ্বে একাংশের শ্রমিক নেতা‌কে গ্রেপ্তা‌রের দাবিতে ব‌রিশা‌লের দুই বাস টা‌র্মিনাল থে‌কে সকল রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দেয়া হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টা থে‌কে বাস চলাচল বন্ধ ঘোষণা ক‌রে পৃথক বাস মা‌লিক স‌মি‌তি।

শ্রমিকরা জানি‌য়ে‌ছে, বরিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাই‌ক্রোবাস শ্র‌মিক ইউ‌নিয়‌নের দু‌টি ক‌মি‌টি নতুনভা‌বে গ‌ঠিত হয়। এরপর থে‌কে দুই গ্রুপ শ্র‌মিক নেতা‌দের ম‌ধ্যে বি‌ভিন্ন সময় ছোটখা‌টো মারামা‌রি ও উ‌ত্তেজনার ঘটনা ঘ‌টে আস‌ছি‌লো। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে টা‌র্মিনাল ভব‌নের নিচতলায় কাউন্টা‌রের সাম‌নে সুলতান মাহামুদ ও স‌হিদুল ইসলাম টিটু নেতৃত্বাধীন ক‌মি‌টির শ্রমিকদের সা‌থে প‌রিমল চন্দ্র দাস ও শাহা‌রিয়ার বাবু এর নেতৃত্বাধীন ক‌মি‌টির শ্রমিকদের সা‌থে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। এ‌তে প‌রিমল ও বাবু গ্রু‌পের বেশ ক‌য়েকজন আহত হয়। এরপরপরই গোটা বাস টা‌র্মিনাল এলাকায় উ‌ত্তেজনা ছ‌ড়ি‌য়ে প‌রে এবং বাস চলাচল বন্ধ হ‌য়ে যায় চার ঘণ্টার জন‌্য। এরপর প‌রিমল ও বাবু নেতৃত্বাধীন শ্রমিক‌দের বি‌ক্ষো‌ভের মু‌খে পু‌লিশ সুলতান মাহামুদ সহ ৯ জ‌নের বিরু‌দ্ধে মামলা গ্রহণ ক‌রে বাস মা‌লিক স‌মি‌তি ও শ্রমিক নেতা‌দের উপর হামলার অ‌ভি‌যো‌গে। পু‌লিশ ২৪ ঘণ্টার ম‌ধ্যে সুলতান মাহামুদ‌ সহ হামলায় জ‌ড়ি‌তদের গ্রেপ্তা‌রের আশ্বাস দি‌লে চার ঘণ্টা পর বাস চলাচল স্বাভা‌বিক করা হয়। ত‌বে অ‌ভিযুক্ত‌দের গ্রেপ্তার না করায় আজ সকাল থে‌কে ব‌রিশাল কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল নথুল্লাবাদ ও রুপাতলী টা‌র্মিনাল থে‌কে সকল রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দেয়া হয়।

রুপাতলী মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন ব‌লেন, সুলতান মাহামু‌দ তার লোকজন নি‌য়ে আমা‌দের লোকজ‌নের ওপর হামলা ক‌রে‌ছে বৃহস্প‌তিবার। বাস চলাচল বন্ধ ক‌রে দি‌লে পু‌লি‌শের আশ্বা‌সে বাস চলাচল স্বাভা‌বিক ক‌রে ২৪ ঘণ্টার ম‌ধ্যে হামলাকা‌রী সুলতান মাহামুদ সহ সকল‌কে গ্রেপ্তা‌রে আল‌টি‌মেটাম দেয়া হয়। ত‌বে তারা গ্রেপ্তার না হওয়ায় রুপাতলী থে‌কে ১৭ রু‌টে বাস চলাচল বন্ধ করা হ‌য়ে‌ছে।

ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রু‌পের যুগ্ম সাধারণ সম্পাদক কি‌শোর কুমার দে ব‌লেন, আমা‌দের বাস মা‌লিক নেতা ও শ্রমিক নেতা‌দের মারধর ক‌রে‌ছে সুলতান মাহমুদ ও তার লোকজন। তা‌দের গ্রেপ্তারে আশ্বাস দেয়া হ‌লেও পু‌লিশ কাউ‌কে গ্রেপ্তার ক‌রে‌নি ২৪ ঘণ্টা পার হ‌য়ে গে‌লেও। তাই ব‌রিশাল থে‌কে অভ‌্যন্তরীণ ১৪ রুটসহ ঢাকা ও দূরপাল্লার রু‌টে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে। সুলতান মাহামুদ ও তার সন্ত্রাসী বা‌হিনী‌কে গ্রেপ্তার করা না হ‌লে বাস বন্ধই থাক‌বে।

বরিশাল কোতয়ালী ম‌ডেল থানার ও‌সি নুরুল ইসলাম ব‌লেন, আমরা মা‌লিক স‌মি‌তি ও শ্রমিক নেতা‌দের সা‌থে কথা বলার চেষ্টা ক‌রে দ্রুত সমাধা‌নের চেষ্টা কর‌ছি বিষয়‌টি।

শিক্ষার্থীদের নিজ জেলায় পৌঁছে দিতে ববির বিশেষ বাস সার্ভিস শুরু

ব‌রিশাল প্রতিনিধি:
লকডাউনে আটকে পরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ জেলায় পৌঁছে দিতে বিশেষ বাস সার্ভিস শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ক্যাম্পাস থেকে পাঁচটি রুটে শিক্ষার্থীদের নিয়ে বাস ছেড়ে যায়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নড়াইল হয়ে যশোর, ক্যাম্পাস থেকে ঝালকাঠি ও পিরোজপুর, ক্যাম্পাস থেকে বাগেরহাট, ক্যাম্পাস থেকে পটুয়াখালী এবং ক্যাম্পাস থেকে বরগুনা (আমতলী) এই ৫ টি রুটে বাস সার্ভিস দিয়েছে কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয়ের ৬ টি ও ভাড়ায় চালিত ৩ টি বাসে এই সার্ভিস শুরু করা হয়।
বাসে ওঠার আগে প্রতিটি শিক্ষার্থীর তাপমাত্রা মাপা হয়। যাদের করোনা উপসর্গ ছিল তাদেরকে আগেই এই সার্ভিস নেয়া থেকে বিরত থাকতে অনুরোধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ ভ্রমণের জন্য  প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে নিতে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার মো: মেহেদি হাসান জানান, বিশেষ বাস সার্ভিস পাবার জন্য ১ হাজার ৪ শত ৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। তাদেরকে নির্ধারিত জেলায় পৌঁছে দিতে আজ প্রথমদিনে মোট ৯ টি বাস ছেড়ে গেছে ক্যাম্পাস থেকে।

প্রক্টর ড.সুব্রত কুমার দাস বলেন, করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বরিশালে আটকে পরা সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করা হয়েছে। যারা যারা বাস সার্ভিসের জন্য নির্দিষ্ট  পন্থায় নিবন্ধন করেছে তাদেরকে নির্ধারিত জেলা শহরে পৌঁছে দেয়া হবে৷

লকডাউন শিথিল করার সকাল থেকে বরিশাল অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশাল প্রতিনিধি:
লকডাউন শিথিল করার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। অপরদিকে সন্ধ্যার পর বরিশাল থেকে ঢাকা রুটের লঞ্চ  চলাচল শুরু হওয়ার পূর্বে লঞ্চগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।

টানা কঠোর লকডাউনের পর আজ লঞ্চ চলাচল শুরু করায় বরিশাল নদী বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে যাত্রী সংখ্যা কম থাকায় নিরাপদ দূরত্ব বজায় রেখেই যাত্রীরা চলাচল করতে পারছে। সেক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানার জন্য মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে লঞ্চ কর্তৃপক্ষ।
সকালে নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকেই অভ্যন্তরীণ রুটের লঞ্চ  চলাচলের সরকারি বিধি মানার ক্ষেত্রে তদারকি করেছেন।
তিনি বলেন, স্বাস্থ্য বিধি যাতে উপেক্ষিত না হয় সেদিকে তারা খেয়াল রাখছে। ঢাকা-বরিশাল রুটের লঞ্চ গুলো চলাচল করার জন্য পরিস্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে।
দূরপাল্লা রুটের লঞ্চ  ছাড়ার সময় স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে নদী বন্দর কর্মকর্তার পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিনই উপস্থিত থাকবে।

ক‌রোনা : ব‌রিশা‌লে আরও ১৩ জ‌নের মৃত্যু

বরিশাল প্রতিনিধি:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ ও আক্রান্ত হ‌য়ে মোট মারা গেছেন ১২ জন। এরমধ্যে পজেটিভ ছিল ২ জন। বরিশাল জেলায় সনাক্তের হার ৪৯ দশ‌মিক ৩৬ শতাংশ। ব‌রিশাল বিভা‌গে ক‌রোনা আক্রান্ত ও উপসর্গ নি‌য়ে মৃত‌্যু সংখ‌্যা ১৩ জন।
গত ২৪ ঘন্টায় ব‌রিশাল বিভা‌গে করোনা আক্রান্ত রোগীর সংখ‌্যা ৫শ জন। আক্রান্ত হ‌য়ে মৃত‌্যু হ‌য়ে‌ছে তিনজ‌নের। যারা সক‌লেই পি‌রোজপু‌রের।
বরিশাল জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৯২ জন। এরমধ্যে ৯১ জনই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। জেলায় কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘন্টায় শেবা‌চিম হাসপাতা‌লের করোনা ইউ‌নি‌টে ভর্তি হয়েছে ৫৪ জন। এরমধ্যে ২৬ জন পজেটিভ। বর্তমানে এখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭৯ জন। এরমধ্যে পজেটিভ ১০৩ জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ২০৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২৪ জনই পজেটিভ।
২০২০ সালের ১৭ মার্চ থেকে এই করোনা ইউ‌নি‌টে ভর্তি হয়েছে ৫৫২৪ জন। এরমধ্যে পজেটিভ ১৬১৬ জন। এই সময় মোট মারা গেছে ৮৭৪ জন। আর পজেটিভ ছিল ২৩৫ জন। জেলায়  ২০২০ সালের ১৭ মার্চ থেকে এপর্যন্ত শনাক্ত হয়েছে ১০৪৯৮ জন। শুরু থেকে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৩ জনের।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অগ্নিকাণ্ড 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  একাডেমিক ভবনের নিচ তলায় বুধবার  গভীর রাতে  এ দুর্ঘটনা ঘটে৷
‌বিশ্ব‌বিদ‌্যালয় প্রশাসন প্রাথমিকভাবে ধারণা কর‌ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
বিভাগীয় শিক্ষকদের কার্যালয় হিসেবে ব্যবহৃত ঐ কক্ষটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের পরীক্ষার খাতা, একটি ফ্যান ও বৈদ্যুতিক সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বুধবার  রাতেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সরবরাহ বিভাগের একজন কর্মী জানান, গত ২৮ জুন লকডাউন ঘোষণা করার পর থেকে উক্ত অফিস কক্ষটি বন্ধ ছিল। এরআগে কেউ হয়তো মনের ভুলে সেখানকার একটি ফ্যান চালু রেখে যান। একটানা দীর্ঘদিন ফ্যানটি চলতে থাকায় তপ্ত হয়ে সোমবার রাত ১১ টার পরে আগুন ধরে যায়।
তি‌নি আরো জানান, কক্ষটি তালাবদ্ধ ও অন্ধকার থাকায় ফ্যান চালু থাকার বিষয়টি আগে কেউ খেয়াল করেনি। দরজার নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তালা ভেঙে সেখানে প্রবেশ করে। আগুনে বিভিন্ন জিনিস পুড়তে দেখে তারা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস বৃহস্পতিবার সকালে বলেন, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নিরাপত্তারক্ষীরা আগুন লাগার বিষয়টি আমাকে জানায়।সঙ্গে সঙ্গে স্থানীয় ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়।তবে তাদের সহায়তা নেবার আগেই আমাদের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।