বরিশালে হতে যাচ্ছে করোনার দ্বিতীয় ডেডিকেটেড হাসপাতাল

শামীম আহমেদ ॥
করোনার ডেডিকেটেড দ্বিতীয় হাসপাতাল হতে যাচ্ছে বরিশাল সদর জেনারেল হাসপাতাল। চলমান করোনা রোগীর চাঁপ সামলাতে প্রথম ডেডিকেটেড শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ যখন হিমশিম খাচ্ছেন তখন এমন প্রস্তাব প্রেরন করেছে বরিশাল স্বাস্থ্য বিভাগ।
যে প্রস্তাবে ইতিবাচক সাড়াও এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আশ্বাস দেওয়া হয়েছে প্রস্তাব বাস্তবায়নের। করোনার চলমান পরিস্থিতির উর্ধ্বগতি অব্যাহত থাকলে খুব দ্রুত সময়ের মধ্যেই বরিশাল সদর জেনারেল হাসপাতাল সম্পূর্ন রূপে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রূপান্তরিত হবে। হাসপাতালে আইসিইউ সেবা দেওয়ারও ব্যবস্থা করা হবে। হাসপাতালের বহিঃবিভাগ ছাড়া অন্যান্য চিকিৎসা সেবা বন্ধ রাখা হবে।
শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অনুমোদন হয়ে গেলে করোনা ডেডিকেটেড হিসেবে একশ’ শয্যার করা হবে। এখানে ৮০জন রোগীকে সেন্ট্রাল অক্সিজেন ও বাকি ২০ জনকে সিলিন্ডার অক্সিজেন সুবিধা দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, আমরা পাঁচটি আইসিইউ বেডের পাশাপাশি জনবল চেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *