আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠিতে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ করেছেন ভুক্তভোগী এক পরিবার। জবরদখলকারীদের হাত থেকে বসত বাড়ি রক্ষার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১০ জুন) ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সদর উপজেলার আগলপাশা গ্রামের দুলাল বেপারী এ দাবি জানান। সংবাদ সম্মেলনে দুলালের বাবা আব্দুর রব বেরাপী ও চাচা নূরে আলম বেপারী।

দুলাল বেপারী অভিযোগ করেন, আগলপাশা গ্রামের মহসিন বাকলাই, তার ভগ্নিপতি তৌহিদুল দুয়ারি ও শাহাদাৎ দুয়ারির নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের বসত বাড়ি দখলের চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার দাদা কালু বেপারী ১৯৫৯ সালে ঝালকাঠির আগলপাশা মৌজায় নিলামমূলে এক একর পাঁচ শতাংশ জমি কেনেন। তিনি মারা যাওয়ার পরে ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক হয়েছেন বাবা ও চাচারা। জমির এসএ রেকর্ড, খাজনার দাখিলা ও হোল্ডিং ট্যাক্স তাদের নামেই। ২০১৪ সালের ২৪ আগস্ট ডিক্রীমূলে জমির নাম পত্তন করে বাড়িঘর, পুকুর ও বাগান করে ভোগ দখল করে আসলেন তারা।

দুলাল বেপারী অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে স্থানীয় মহসসিন বাকলাই, তৌহিদুল দুয়ারি ও শাহাদাৎ দুয়ারি আমাদের সম্পত্তির বাগান ও পুকুরের জায়গা দখল করার পায়তারা করছিল। গত ৩০ মে বিকেলে তাঁরা ৮-১০ জন লোক নিয়ে নিয়ে সশস্ত্র অবস্থায় জমিতে প্রবেশ করে। বাল্কহেড বোঝাই বালু দিয়ে আমাদের পুকুর ভরাটের চেষ্টা করে। আমরা তাতে বাধা দিলে তারা চলে যায়। এসময় শাহাদাৎ ও তৌহিদ জনসম্মুখে আমাদের প্রাণনাশের হুমকি দেয়।

তারা বলেন, সুযোগ পাইলে তোগো কোপাইয়া টুকরা টুকরা করে সব জমি দখল করব। এখন শুধু বালু ফালাইলাম মাত্র। এ ঘটনায় গত ৬ জুন আমার ছোট চাচা মো. নূরে আলম বেপারী ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অবৈধ প্রবেশের ওপর স্থিতিবস্থার আদেশ চেয়ে একটি মামলা দায়ের করেন। আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। এ নিয়ে ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালেও মামলা চলমান। এ মামলার পরিপ্রেক্ষিতে আদালত ঝালকাঠি থানার ওসিকে আমাদের ভোগদখলীয় জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন। আদালতের নির্দেশ অমান্য করে তৌহিদুল ইসলাম দুয়ারি, তার ভাই শাহাদাৎ দুয়ারি, মহসিন বাকলাই গত ৮ জুন রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল বাহিনী নিয়ে আমার ভোগদখলীয় বসত ঘরের সামনে ২৫ ফুট বাই ১০ ফুট একটি কাঠের ঘর তৈরি করে। এতে আমাদের স্বাভাবিক চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। আমরা সন্ত্রাসীদের অস্ত্রের ভয়ে বাধা দিতে সাহস পাইনি। তারা বিভিন্ন সময় পথেঘাটে নানা ধরণের ভয় দেখাচ্ছেন। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এ বাহিনীর হাত থেকে বসত বাড়ি ও জমি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

নলছিটিতে শিক্ষা প্রতষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

আরিফুর রহমান, নলছিটি।।

যথাযথ সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নলছিটিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার ( ১ ০জুন ) সকাল ১১টায় নলছিটি বাসস্ট্যান্ড চত্বরে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নলছিটি উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মুহা : ইমামুল ইসলাম সাব্বির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুসা সরদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন – ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঝালকাঠী জেলার সাংগঠনিক সম্পাদক মােঃ অলিউল্লাহ সরদার এবং দাওয়াহ ও প্রশিক্ষন সম্পাদক মােঃ ইব্রাহিম খলিল , সহ – সভাপতি মােহাম্মদ মিরাজুল ইসলাম । সাংগঠনিক সম্পাদ মােঃ শাহাদাত হােসাইন , দাওয়াহ ও প্রশিক্ষন সম্পাদক মােঃ ইসা আল – মারুফ , অর্থকল্যান সম্পাদক রবিউল ইসলাম ,নলছিটি উপজেলা শাখার সেক্রেটারী মোঃ মাঈনুল ইসালাম সহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় দেড় বছর হতে চলেছে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলাে বন্ধ আছে । শিক্ষার্থীরা পড়াশুনা ছেড়ে দিয়ে ফ্রিফায়ার ও পাবজী গেমস খেলায় মত্ত হয়ে আছে । শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমাদের শিক্ষর্থীদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে । যেখানে বাজার , মার্কেট , গার্মেন্টস ও গণপরিবহন সবকিছু স্বাভাবিক নিয়মে চলছে । সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখার কোনই যৌক্তিকতা নেই।তাই ছাত্র সমাজের পক্ষ থেকে দেশের অভিভাবক সরকার প্রধানের কাছে যথাযথ সাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য জোর দাবী জানান ।

বিষ দিয়ে মাছ শিকারের প্রতিবাদে ঝালকাঠিতে স্মারক লিপি প্রদান

আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠিতে বিষ প্রয়োগে মাছ শিকার দিন দিন বৃদ্ধি পেয়েছে। বিষ প্রয়োগ করায় মাছের সাথে অন্যান্য জলজ প্রাণী মরে গিয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে। এছাড়া শিকার করা বিষাক্ত মাছ খেয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই জেলায় কিছুদিন পর পর মাছ শিকারিরা বিষ প্রয়োগে মেতে উঠেন। তাদের বিষের ছোবলে মারা পড়ে ছোট-বড় মাছগুলো। বিষের কারণে প্রাকৃতিকভাবে তৈরি মাছের খাবার নষ্ট হওয়াসহ মাছের বংশ বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।

গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে সদর উপজেলার পোনাবালিয়ার ভাড়ানী খাল, দেউরী খাল ও গুরুধাম খালের পানিতে বিষাক্ত পদার্থ (বিষ) প্রয়োগ করেছেন। এতে মাছ আধামরা হয়ে পানির গভীর থেকে উপরে ভেসে উঠেছে। ফলে সহজেই মাছ ধরছেন শিকারিরা।

বিষ প্রয়োগ করে মাছ শিকার করার প্রতিবাদে মঙ্গলবার (৮ জুন) বেলা সাড়ে ১১ টায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ঝালকাঠি জেলার সমন্বয়কারী তন্ময় চন্দ অভি জানান, প্রতি বছরই বিভিন্ন খালে বিষ ঢেলে মাছ শিকার করা হয়। কিন্তু যারা এসব কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছর বিষ প্রয়োগের ঘটনা অহরহ ঘটছে। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে বিষ দিয়ে মাছ শিকারের খবর জানতে পাই তাই জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করলাম।

এসময় যুব রেড ক্রিসেন্ট ঝালকাঠি জেলার স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

নলছিটির শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের বেহাল দশা

ঝালকাঠির নলছিটি উপজেলার পৌরসভার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিং এর বেহাল দশার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম।করোনা পরিস্থিতিতে বর্তমানে স্কুল বন্ধ। স্কুল খুললে শিক্ষার্থীরা এসে বিপাকে পড়বেন এমন আশঙ্কা শিক্ষকসহ স্থানীয়দের।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমান বিদ্যালয়ে প্রায় ৩৫০ শিক্ষার্থী অধ্যয়নরত।বিদ্যালয়ের দুটি ভবনই ঝুঁকিপূূর্ণ অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে টিনসেটের একটি শ্রেনিকক্ষ ভেঙ্গে মাটির সাথে এখনো মিশে আছে নেই কোন এর সংস্কার।

বিদ্যালয়ের একটি একতলা ভবনে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার হচ্ছে। ভবনটির কলামসহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে।ছাদের প্লাস্টারগুলো খুলে খুলে পড়ছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।অন্য একটি ভবন সেটিও নাজুক অবস্থায় রয়েছে। একটু বৃষ্টি হলেই স্কুলের টিনের চালা দিয়ে পানি পড়ে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আমাদের বিদ্যালয়ের মতো বেহাল দশা বাংলাদেশের আর কোন বিদ্যালয়ে নেই।বর্তমানে বিদ্যালয় বন্ধ রয়েছে এর আগে যখন খোলা ছিলো তখন আমরা আতঙ্কে ক্লাস করতাম কখন ছাদের প্লাস্টারগুলো খুলে খুলে আমাদের মাথায় পড়বে । এর চেয়ে খোলা মাঠে বসে ক্লাস করলে ভালো হতো আমরা দ্রুত এর সমাধান চাই ।

স্থানীয় বাসিন্দা আজহার আলী খান,ওহেদুজ্জামান,জলিল হাওলাদার জানান, বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোন সংস্কার হয়নি। বিদ্যালয়ের যে বেহাল অবস্থা এটা নিয়ে আমরা চিন্তায় আছি কারণ যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।এখন করোনার জন্য বিদ্যালয় বন্ধ রয়েছে খোলার পরে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় লাগবে। । এ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা অনেক কষ্ট সহ্য করে লেখাপড়া করেন। তার ওপর ভবনের নাজুক অবস্থা। আমাদের রাজনৈতিক অভিভাবক স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। তিনি দ্রুত ব্যবস্থা নেবে বলে আমরা আশাবাদী।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জামাল খান বলেন,বিদ্যালয়টির যে অবস্থা এটি এখন অপসারণ করা ছাড়া আর উপায় নেই। আমাদের ঝালকাঠি নলছিটি উন্নয়নের রুপকার ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি মহোদয় যদি একটু সুদৃষ্টি দেন তাহলেই এর চেহারা পাল্টে যাবে। আমরা আশা করি তিনি আমাদের দাবি ফেলবেন না। এ এলাকার শিক্ষার উন্নয়নে তিনি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নান্নু মিয়া বলেন, দুটি ভবন ঝুঁকিপূর্ণ। আমরা লিখিতভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে জানিয়েছি।এখন পর্যন্ত এর কোন সমাধান পাইনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু.আনোয়ার আজিম বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকে শিক্ষা মন্ত্রনালয়ে আবেদন করার জন্য বলা হয়েছে।

ঝালকাঠিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন’ শ্লোগানে ঝালকাঠিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ঝালকাঠি উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্তরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হোসেন, জেলা ডেইরী ফার্ম এ্যাসোসিয়েশসের সভাপতি শংকর মুখার্জী, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

মেলায় সদর উপজেলার অর্ধশত খামরী তাদের উন্নত জাতের গরু, মহিষ, ভেড়া, ছাগল, হাঁস, মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির সৌখিন প্রাণি নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়। এ ছাড়াও প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন প্রযুক্তি প্রাণিজাত পন্য, খাদ্য ও ঔষধের ষ্টল এবং বিভিন্ন প্রণির টিকা, চিকিৎসাসেবাসহ লালন পালন বিষয়ক সেবা পরামশ।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতার যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে।

ঝালকাঠিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন’ শ্লোগানে ঝালকাঠিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ঝালকাঠি উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্তরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হোসেন, জেলা ডেইরী ফার্ম এ্যাসোসিয়েশসের সভাপতি শংকর মুখার্জী, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

মেলায় সদর উপজেলার অর্ধশত খামরী তাদের উন্নত জাতের গরু, মহিষ, ভেড়া, ছাগল, হাঁস, মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির সৌখিন প্রাণি নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়। এ ছাড়াও প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন প্রযুক্তি প্রাণিজাত পন্য, খাদ্য ও ঔষধের ষ্টল এবং বিভিন্ন প্রণির টিকা, চিকিৎসাসেবাসহ লালন পালন বিষয়ক সেবা পরামশ।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতার যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে।

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতিতে শিহরন রশিদকে সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক সমিতিতে ইংরেজি ডেইলি ট্রাইবুনাল ও দৈনিক অধিকরন পত্রিকার সম্পাদক শিহরন রশিদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সদস্যদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়েছে।

এ সময় টেলিভিশন সাংবাদিক সমিতি পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন মহানায়ক সম্পাদক শিহরন রশিদকে উপহার হিসাবে প্রদান করা হয়। শুভেচ্ছা বিনিময় শেষে সম্পাদক শিহরন রশিদ উপস্থিত টেলিভিশন সাংবাদিক সমিতির সাংবাদিকদেরকে ডেইলি ট্রাইবুনাল ও দৈনিক অধিকরন পত্রিকার অফিস হোল্ডার, নোটবুক-পেনসহ উপহার দেন।

সংগঠনের সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারন সম্পাদক দুলাল সাহা, সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, যুগ্ম সাধারন সম্পাদক এস এম রেজাউল করিম, ট্রাইবুনাল পত্রিকার নিউজ রুম এসিস্ট্যান্ট সাজ্জাদ হোসেন মাহিদ, স্টাফ রিপোর্টার মসিউর রহমান, ডেইলি ট্রাইবুনাল এর ঝালকাঠি প্রতিনিধি রুহুল আমিন রুবেল ও সাংবাদিক আতাউর রহমান।

রাজাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও বিচার চাওয়ায় বাবাকে কুপিয়ে জখম

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামে অষ্টম শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ করায় এবং ধর্ষণের বিচার চাওয়ায় ওই ছাত্রীর পিতাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার গভীর রাতে ধর্ষণ ও মারামারির অভিযোগে ৪ জনকে আসামি করে দুইটি মামলা দায়ের করেন ওই ছাত্রীর চাচা মো. সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম ঝালকাঠি সদর থানার ছত্রকান্দা এলাকার মৃত খোরশেদ আলী আকনের ছেলে।

ওই ছাত্রী পুটিয়াখালি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। মামলা সূত্র ও পুলিশ জানায়, উপজেলার পুটিয়াখালী এলাকার মো. শাহ জামান হাওলাদারের ছেলে মো. বেল্লাল হাওলাদার (২৫), সহযোগী তাওহীদ মোল্লার সহায়তায় স্কুলছাত্রীকে গত ২৬ মে সন্ধ্যার পর বাড়ি থেকে তুলে নিয়ে পাশের কলা বাগানে জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষনের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ছাত্রীকে ভয়ভিতি দেখায় তারা। পরে ঘটনাটি জানাজানি হলে ছাত্রীর বাবা ২৯ মে রাতে অভিযুক্ত বেল্লালসহ তার পরিবারকে ডেকে এ ঘটনার প্রতিবাদ করেন এবং বিচার চাওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়।

এ সময় অভিযুক্তর বাবা মো. শাহ জামান হাওলাদার ও রাজাপুর সদরের মৃত মেনাজের ছেলে মো. সিদ্দিক এসে তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা আহতকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করায়। রাজাপুর থানা ওসি মো. শহিদুল ইসলাম জানান, ভাইকে মারধর ও ভাতিজিকে ধর্ষণের অভিযোগে ছাত্রীর চাচা সাইদুল ইসলাম বাদি হয়ে ৪ জনকে আসামি করে ২টি মামলা দায়ের করেছে। ধর্ষণ মামলায় বেল্লাল ও (২৫), তাওহীদকে আসামী করা হয়েছে। ওসি জানান, ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে, তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

রাজাপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজের এপ্রোজ গার্ডার নির্মানের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাকরাইল (বলারজোড়) এলাকায় এলজিইডির নির্মানাধীন ব্র্রীজের এপ্রোজ গার্ডার স্থাপনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার বিকেলে এনিয়ে স্থানীয়দের সাথে শ্রমিকদের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। নিম্নমানের কাজ নিয়ে ঠিকাদার থেকে প্রমিক পর্যন্ত একে অপরকে দোষারোপ করছেন। স্থানীয়রা অভিযোগ করে জানান, রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাকরাইল বাজার থেকে শ্রীমন্তকাঠি সড়কে (সাকরাইল বাজার সংলগ্ন) ব্রীজের নির্মাণ কাজ চলছে। শুরু থেকে ব্রিজের কাজ ভালোভাবে করলেও শেষ পর্যন্ত এপ্রোজনগার্ডার নির্মাণ কাজে শুভং করের ফাকি দিতে শুরু করে। গার্ডারের জন্য নির্মিত ব্লক খুবই নিম্নমানের। এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে গেলেও তা ভেঙে যায়। স্লাবের মধ্যে বিন্দু মাত্র কোন সুরকি বা খোয়া এবং রডের ব্যবহার করা হয়নি। রাস্তার পাশে পিলার স্থাপনে পিলারের নীচে স্লাব না দিয়েই বসানো হয়েছে। শুক্রবার বিকেলে তাতে বাধা দিলে শ্রমিকরা কোন কথা না শুনে তাদের মতো করে কাজ করলে শ্রমিকদেরকে উঠিয়ে দেয়া হয়। স্থানীয়দের তোপের মুখে কাজ পরিদর্শক ও লেবার সরদার আশিষ পালিয়ে যায়। স্থানীয়রা আরো জানান, রাজাপুর ও ঝালকাঠি সদর উপজেলার সীমান্তবর্তি সাকরাইল বাজার থেকে শ্রীমন্তকাঠি বাজারে সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম এটি। সাকরাইল বাজার, সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীমন্তকাঠি বালিকা বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াতের সহজতম পথ। একারনে প্রতিদিন হাজার হাজার মানুষ ও কয়েকশত যানবাহন চলাচল করে। স্থানীয় অনেক ব্যবসায়ী ওই ব্রিজের উপর দিয়ে মালামালও বহন করে যাতায়াত করেন। জনগুরুত্বপূর্ণ স্থানে ব্রিজ নির্মাণের শেষ পর্যায়ে গিয়ে গার্ডার নির্মানে শুভংকরের ফাকি দিতে শুরু করে। শুক্রবারে কাজ বন্ধ করে দিলে নিম্নমানের স্লাব অপসারণ না করেই শনিবারে গর্তের মধ্যে সিমেন্ট-বালু দিয়ে স্লাব তৈরী করে তার উপরে পিলার স্থাপন করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন জানান, ব্রিজের এপ্রোজ গার্ডার নির্মানের জন্য বাজারের দুটি বড় সেড দখল করে স্লাব তৈরী করে। এ কারনে দীর্ঘদিন সেড দুটি আটকা ছিলো। সেখান থেকে স্লাব নিয়ে যখন স্থাপনের জন্য রাখা হয়। তখনই প্রত্যেকটি স্লাব ভেঙে যায়। স্লাবের মধ্যে কোন সুরকী বা খোয়া এবং রড নেই। সিমেন্ট যা ব্যবহার করছে তাও প্রয়োজন অনুপাতে খুবই নগন্য। নিম্নমানের এসব সামগ্রী দিয়ে তৈরী করা এবং ভাঙা স্লাব বা ব্লক দিয়েই গার্ডার নির্মাণ কাজ ও পিলার স্থাপন করা হচ্ছে। তাতে শুক্রবার বিকেলে এলাকাবাসীকে নিয়ে বাধা দিলে শনিবার সকালে লোকদেখানো কাজ শুরু করে। সাতক্ষিরা থেকে আগত শ্রমিক আনন্দ মন্ডল জানান, আশিষ ভাই আমাদের যেভাবে কাজ করতে বলছে আমরা সেভাবেই কাজ করায় মেম্বর (ইউপি সদস্য) বাধা দিয়ে তাৎক্ষনিক কাজ বন্ধ করে দেয়। লেবার সরদার আশিষ জানান, আমাদেরকে কোম্পানির ব্যবস্থাপক মনির আমাদের যেভাবে কাজন করতে বলেছে আমরা সেভাবেই করেছি। তিনিই সব কিছু বলতে পারবেন। শুক্রবার বিকেলে স্থানীয়রা কাজে বাধা দিলে আমরাকাজ বন্ধ করে দেই। কাজের ব্যবস্থাপক মনির হোসেন জানান, এব্যাপারে আমি কিছু বলতে পারছি না। ঠিকাদার বাদ হোসনে জানান, ব্রিজ নির্মান কাজে কোন ত্রুটি হয়নি। ভালো ও গুণগত মানসম্পন্ন সামগ্রী দিয়েই ব্রিজটি নির্মান কাজ হয়েছে। ব্রিজের গার্ডার নির্মানে কয়েক হাজার স্লাব তৈরী করা হয়েছে। গুণগত ও মানসম্পন্ন নির্মান সামগ্রী দেয়া হয়েছে। পরিমানেও কম দেয়া হয়নি। কিন্তু স্লাব তৈরীতে মিস্ত্রিদের গাফিলতির কারণে হয়তো কিছু পরিমাণ ব্লকের মান খরাপ হয়েছে। যেহেতু পিচ ঢালাই রাস্তার পাশে গার্ডারের পিলার স্থাপনে পিলারের নীচে সংযুক্ত স্লাব না বসানোর কারনে আমার শ্রমিকদেরকেও মারধর করা হয়েছে। শ্রমিকদেরকে ভালোমানের স্লাব তৈরী ও পিলারের নীচে স্লাব ব্যবহারের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ঝালকাঠির এলজিইডি নির্বাহী প্রকৌশলী রহুল আমীন জানান, এমন কোন ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে বিধি মোতাকে ব্যস্থা নেয়া হবে। তবে খোজ খবর নিয়ে দেখা হচ্ছে।

 

ঝালকাঠি থেকে বামনা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের সুপারিশ করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে এবং মাছের ঘের তলিয়ে উপকূলীয় জেলাগুলোতে ক্ষতি হয়েছে জানিয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিষখালী নদীর ঝালকাঠি থেকে বামনা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। সরকার সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে। তাদের সহযোগিতায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

শনিবার দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউড়া গ্রামের আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শকালে এসব কথা বলেন তিনি।

ডা. এনামুর রহমান নবনির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো ঘুরে দেখেন। সেখানে বসবাসকারীদের খোঁজখবর নেন এবং কথা বলেন। এসময় আশ্রয় কেন্দ্রে বসবাসকারীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন মানুষদের জন্য ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তা বাস্তাবায়ন করছি। কাঁঠালিয়ায় অত্যন্ত সুন্দরভাবে ঘরগুলো তৈরি করা হয়েছে, যারা এখানে বসবাস করছেন তারাও খুশি। সুতরাং সরকারের এ প্রকল্প সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইমরান জোমাদ্দার।