বৃষ্টি বাধায় বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে

স্পোর্টস ডেস্ক :
লক্ষ্যটা ২৪৭। বাংলাদেশে খেলা হলে এই লক্ষ্যকে যথেষ্ঠ বলে মনে হলেও ইংল্যান্ডের কন্ডিশনে নয়। তবে, সেই লক্ষ্যকেই যথেষ্ঠ বানিয়ে আয়ারল্যান্ডের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিচ্ছে এদেশের বোলাররা। একে একে তুলে নেয় প্রতিপক্ষের তিন উইকেট। এরপর বৃষ্টির হানায় বন্ধ রয়েছে খেলা। বৃষ্টির আগ পর্যন্ত আইরিশদের সংগ্রহ ১৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৫ রান

আজ মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেয় আয়ারল্যান্ডের দুই ওপেনার স্টিফেন দোহানি ও পল স্টার্লিং। তবে দলীয় ২২ রানের মাথায় শরিফুলের বলে গালিতে ক্যাচ দেন স্টালিং।

স্টার্লিয়ের বিদায়ের পর দ্রুত ফিরে যান বালবার্নি। দলীয় ২৭ রানের মাথায় হাসানে ইন সুইংয়ে বোল্ড হয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটার। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে আইরিশরা। এরপর ডোহেনিকে তুলে নেন স্পিনার তাইজুল ইসলাম। দ্রুত উইকেট পাওয়ায় এবার আইরিশদের চেপে ধরার চেষ্টায় শরিফুল-হাসানরা। বৃষ্টি আইনে অবশ্য এখন ২৬ রানে পিছিয়ে রয়েছে আয়ারল্যান্ড। এই সময়ে তাদের থাকার দরকার ছিল ৯১ রান।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ২৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক। জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ২৪৭ রান।

আইরিশদের মাঝারি লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
ইংলিশ কন্ডিশন বরাবরই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। এবারের আয়ারল্যান্ড সিরিজও তার ব্যাতিক্রম নয়। প্রস্তুতির ঘাটতি নিয়ে যে মাঠে নেমেছে বাংলাদেশ, তার প্রমাণ মিলেছে প্রথম ওয়ানডেতেই। তামিম-সাকিবদের ব্যাটিং ব্যর্থতার দিনে আয়ারল্যান্ডকে মাঝারি সংগ্রহ ছুড়ে দিল বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ২৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক। জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ২৪৭ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারে আইরিশদের হয়ে আক্রমণে আসেন জশ লিটল। তার ওভারে চতুর্থ ডেলিভারিতে অফস্ট্যাম্প করিডোরে করা ইয়র্কার বল সরাসরি লিটনের প্যাডে আঘাত করে। আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার। মাত্র এক বল খেলে রানের খাতা না খুলেই ফিরতে হয় লিটনকে।

তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার তামিম ইকবাল। দলীয় ১৫ রানের মাথায় অ্যাডাইর এর বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম। আউট হওয়ার আগে করেন ১৯ বলে ১৪ রান। অধিনায়ক তামিমের বিদায়ের পর সাকিবকে নিয়ে জুটি গড়েন শান্ত। পাওয়ার প্লের ১০ ওভারে স্কোরবোর্ডে ৫০ রান তোলে বাংলাদেশ।

একটা সময় মনে হচ্ছিল এই দুইজনের ব্যাটে ভালো সংগ্রহ দাঁড় করাবে বাংলাদেশ। তবে সমর্থকদের সেই আশা পূরণ হয়নি। দলীয় ৫২ রানের মাথায় গ্রাহাম হিউমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব। আউটের আগে তার ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান।

সাকিবের বিদায়ের পর তাওহিদ হৃদয়কে নিয়ে ৫০ রানের জুটি গড়েন শান্ত। ভালোই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে ফের ছন্দপতন। এবার ফিফটির আক্ষেপ নিয়ে ফেরেন নাজমুল শান্ত। দলীয় ১০২ রানে ক্যাম্ফারের বলে ডিপে অ্যাডাইর এর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। সুযোগ ছিল ফিফটি তুলে নেওয়ার । তবে ৬৬ বলে ৪৪ রান করেন ফেরেন শান্ত।

শান্তর বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে জুটি গড়েন হৃদয়। তবে, চতুর্থ উইকেটের পর দ্রুতই পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এবার আউট হন হৃদয়। দলীয় ১২২ রানে গ্রাহাম হিউমের ফুল লেন্থ ডেলিভারিতে উইকেটের পেছনে ট্রাকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। ৩১ বলে ২৭ করে সাজঘরে ফেরেন ডানহাতি হৃদয়।

এরপর মিরাজকে নিয়ে ফের জুটি গড়েন মুশফিক। এই দুইজনের ৬৫ রানের জুটিতে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরলেও ফের ছন্দপতন। দলীয় ১৮৭ রানে ৩৪ বলে ২৭ রান করে সেট হয়ে ফেরেন মিরাজ। মিরাজের বিদায়ের পর ক্যারিয়ারের ৪৪তম ওয়ানডে ফিফটি তুলে নেন মুশফিক। তবে, ফিফটি তুলে নেওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। দলীয় ২২০ রানে আউট হন এই ব্যাটার। আউটের আগে খেলেন ৭০ বলে ৬১ রানের ইনিংস।

তার বিদায়ের পর শেষদিকে হাসান-শরিফুলদের ব্যাটে স্কোরবোর্ডে ২৪৬ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন জশ লিটল আর দুটি উইকেট নেন গ্রাহাম হিউম।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৫০ ওভারে ২৪৬/৯ ( তামিম ১৪, লিটন ০, শান্ত ৪৪, সাকিব ২০, হৃদয় ২৭, মুশফিক ৬১, মিরাজ ২৭, তাইজুল ১৪, হাসান ৪*, শরিফুল ১৬, এবাদত ১*; লিটল ১০-০-৬১-৩, অ্যাডাইর ১০-১-৪৪-২, হিউম ১০-০-৩২-২, ম্যাকব্রাইন ৫-০-২১-০, ক্যাম্ফার ৮-০-৫০-১, ডকরেল ৭-০-৩২-১)

মুশফিক-মিরাজের ব্যাটে ভর করে এগোচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
ইংলিশ কন্ডিশন বরাবরই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। এবারের আয়ারল্যান্ড সিরিজও ব্যাতিক্রম নয়। প্রস্তুতির ঘাটতি নিয়েই প্রথম ওয়ানডেতে খেলতে নেমেছে দলটি। শুরুতে দুই ওপেনার তামিম-লিটনকে হারানোর পর সাকিব-শান্তর বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ সামাল দিয়ে সাবলীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের আশা দেখাচ্ছেন মুশফিক-মিরাজ।

আজ মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারে আইরিশদের হয়ে আক্রমণে আসেন জশ লিটল। তার ওভারে চতুর্থ ডেলিভারিতে অফস্ট্যাম্প করিডোরে করা ইয়র্কার বল সরাসরি লিটনের প্যাডে আঘাত করে। আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার। মাত্র এক বল খেলে রানের খাতা না খুলেই ফিরতে হয় লিটনকে।

তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার তামিম। দলীয় ১৫ রানের মাথায় অ্যাডাইর এর বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম। আউট হওয়ার আগে করেন ১৯ বলে ১৪ রান। অধিনায়ক তামিমের বিদায়ের পর সাকিবকে নিয়ে জুটি গড়েন শান্ত। পাওয়ার প্লের ১০ ওভারে স্কোরবোর্ডে ৫০ রান তোলে বাংলাদেশ।

একটা সময় মনে হচ্ছিল এই দুইজনের ব্যাটে ভালো সংগ্রহ দাঁড় করাবে বাংলাদেশ। তবে সমর্থকদের সেই আশা পূরণ হয়নি। দলীয় ৫২ রানের মাথায় গ্রাহাম হিউমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব। আউটের আগে তার ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান।

সাকিবের বিদায়ের পর তাওহিদ হৃদয়কে নিয়ে ৫০ রানের জুটি গড়েন শান্ত। ভালোই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে ফের ছন্দপতন। এবার ফিফটির আক্ষেপ নিয়ে ফেরেন নাজমুল শান্ত। দলীয় ১০২ রানে ক্যাম্ফারের বলে ডিপে অ্যাডাইর এর হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। সুযোগ ছিল ফিফটি তুলে নেওয়ার । তবে ৬৬ বলে ৪৪ রান করেন ফেরেন বাঁহাতি এই ব্যাটার। তার বিদায়ের পর

শান্তর বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে জুটি গড়েন হৃদয়। তবে চতুর্থ উইকেটের পর দ্রুতই পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এবার আউট হন হৃদয়। দলীয় ১২২ রানে গ্রাহাম হিউমের ফুল লেন্থ ডেলিভারিতে উইকেটের পেছনে ট্রাকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। ৩১ বলে ২৭ করে সাজঘরে ফেরেন ডানহাতি হৃদয়। এরপর মিরাজকে নিয়ে ফের জুটি গড়েন মুশফিক।  এই জুটিতেই চ্যালেঞ্জিং স্কোরের পথে সফরকারীরা।

সত্যিই কী সৌদি ক্লাবের সাথে চুক্তি করেছেন মেসি?

স্পোর্টস ডেস্ক :
আগামী মৌসুমে সৌদি আরবেই খেলবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বিশেষ সূত্রের বরাতে মঙ্গলবার এমন খবরই দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।

সূত্র বলেছে, ‘মেসির সাথে চুক্তি করা শেষ। তিনি আগামী মৌসুমে সৌদিতেই খেলবেন।’ যদিও এই সূত্র নাম প্রকাশ করতে রাজি হয়নি।

নাম  গোপন রাখা সেই সূত্র আরও বলেছে, ‘এই চুক্তি আলাদা কিছু। এটা বেশ বড়সর। এখন আমাদের কেবল কিছু খুটিনাটি বিষয় চূড়ান্ত করা বাকি আছে।’

তবে এ বিষয়ে মেসির বর্তমান ক্লাব পিএসজি জানিয়েছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত তাদের সাথে মেসির চুক্তি বহাল আছে সহজ কথা এটাই। তবে পিএসজির আরও একটি নাম না প্রকাশ করা সূত্র অবশ্য বলেছে, ক্লাব মেসির চুক্তি নয়াবয়ন করতে চাইলে তা আগেভাগেই করে ফেলত। এই সূত্রের কথার ইঙ্গিতও বলছে, অচিরেই সাঙ্গ হচ্ছে মেসির ফরাসি অধ্যায়।

যদিও মেসির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে জানা গিয়েছিল, বছরে ৪০ কোটি ডলারের বিনিময়ে আগামী মৌসুমে মেসিকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে সৌদির ফুটবল ক্লাব আল হিলাল।

মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
মাসখানেকের ব্যবধানে ফের আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গত মাসে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিল আইরিশরা। এবার বাংলাদেশ দল ইংল্যান্ড গেছে ওয়ানডে সিরিজ খেলতে। বৃষ্টির কারণে প্রস্তুতির ঘাটতি নিয়েই আগামীকাল মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডের এসেক্স মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জয়ে চোখ সাকিব-তামিমদের।

এবারের সিরিজটা অন্য যেকোনো সিরিজ থেকে বাংলাদেশের জন্য বেশি চ্যালেঞ্জিং। কারণ এই প্রথম এতো কম প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হচ্ছে তামিমের দলকে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনেকটা আগেই ইংল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। তাতে অবশ্য খুব বেশি লাভ হয়নি। কারণ টানা বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি পণ্ড হয়েছে বেশকটি অনুশীলন সেশন।

ভাগ্যিস সিলেটে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করে গিয়েছিল বাংলাদেশ। নাহলে তো একেবারে প্রস্তুতিশূন্য অবস্থাতেই নামতে হতো মাঠে। তবে ইংল্যান্ডে গিয়ে যে এতো কম প্রস্তুতির সুযোগ মিলবে, তা হয়তো কারও ভাবনাতেই ছিল না। ইংলিশ কন্ডিশনে আইরিশরা বাংলাদেশকে ভালো চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। বাংলাদেশের কন্ডিশনে তারা ভালো করতে না পারলেও, এই কন্ডিশনে তাদের জন্য ভালো করা বাংলাদেশের চেয়ে অনেকটাই সহজ।

তবে অভিজ্ঞতার পাশাপাশি সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ঢের এগিয়ে থাকবে সফরকারীরা। কারণ বাংলাদেশ দলে রয়েছে সাকিব-তামিম ও মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটার। পাশাপাশি মিরাজ-লিটনরা তো অধিনায়ক তামিমের তুরুপের তাস। তবে পরিসংখ্যান বিবেচনায় পিছিয়ে থাকলেও, আয়ারল্যান্ডকে খাটো করে দেখার সুযোগ নেই।

তাই প্রস্তুতির আক্ষেপ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কন্ঠে, ‘এটা আমাদের জন্য খুবই বিরল পরিস্থিতি। আমরা এর আগেও ইংল্যান্ড-আয়ারল্যান্ডে খেলেছি, তবে কখনও এমনটা হয়নি। আমি এই সময়ে খেলার পক্ষে নই। কারণ আমরা সঠিক প্রস্তুতি নিতে পারিনি। এই প্রস্তুতি নিয়ে মাঠে সেরাটা দেওয়া কঠিন।’

তবে এই ম্যাচে এক্স ফ্যাক্টর হতে পারে ইংল্যান্ডের বৈরি আবহাওয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে তিনটায়। ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ম্যাচে বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। এতোটাই বৃষ্টি হতে পারে যে, ম্যাচও পরিত্যক্ত হয়ে যেতে পারে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে বৃষ্টি শুরু হয়ে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়ার আভাস দিয়ে রাখল ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর। তাই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা।

এই ম্যাচের একাদশ ঠিক করাটা বাংলাদেশের জন্যও বেশ কঠিন কাজ। কারণ একদিকে প্রস্তুতির ঘাটতি অন্যদিকে বৃষ্টির আশঙ্কা। সবমিলিয়ে সেরা কম্বিনেশন খোঁজাটা হাথুরুর জন্য চ্যালেঞ্জ বটে। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে একাদশে সাকিব-মিরাজের পাশাপাশি আরও একজন বাড়তি স্পিনার খেলানো হতে পারে বলে ইঙ্গিত অধিনায়ক তামিমের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একদশ : পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, হ্যারি ট্যাক্টর, লোরকান ট্রাকার, গ্রাহাম হিউম, অ্যান্ডি ম্যাকব্রাইন ও ফিওন হ্যান্ড।

‘এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতবে পাকিস্তান’ : শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক :
১৯৯২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়েছিল পাকিস্তান। এরপর অনেকটা সময় কেটে গেলেও আর বিশ্বকাপ জেতা হয়নি পাকিস্তানের। তবে ২০২৩ সালে এসে অপেক্ষার হবে অবসান! দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলবে পাকিস্তান। এমনটাই বিশ্বাস পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির।

গতকাল শনিবার (৬ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাতৎকারে শাহিন আফ্রিদি জানিয়েছে, সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ও অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে শিরোপা ঘরে তুলবে পাকিস্তান।

শাহিন আফ্রিদি বলেন, ‘আশা করছি এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতব। বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই ম্যাচগুলোতেই আমাদের বিশ্বকাপ প্রস্তুতি নিতে হবে’।

পাশাপাশি বিশ্বকাপও যেহেতু প্রতিবেশি দেশ ভারতে, তাই কন্ডিশনের ফায়দা নিয়ে ভালো করতে মরিয়া আফ্রিদি। তিনি আরও বলেন, ‘ভারতের কন্ডিশন খুব একটা অসুবিধা হবে না আমাদের জন্য। প্রায় আমাদের কন্ডিশনের মতোই। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই’।

যদিও এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে হওয়ায় খেলতে অপারগতা জানিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানও ভারতে মাটিতে বিশ্বকাপ খেলার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। আর দুদেশের এমন ইস্যুতে নড়েচড়ে বসেছে আইসিসিও। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

ওয়ানডের এক নম্বর দল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর পাকিস্তানের ক্রিকেটের জন্য বাবর আজমের দল নিয়ে এলো আরও এক সুখবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়ানডে র‍্যাংকিংয়ে এখন এক নম্বর দল পাকিস্তান।

ওয়ানডে ক্রিকেটের ৫২ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো পাকিস্তান র‍্যাংকিংয়ের এক নম্বরে জায়গা করে নিল। এখন আইসিসির ওয়ানডে ফরম্যাটের র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে রয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

চলতি বছর আছে ওয়ানডে বিশ্বকাপ, এমন সময়ে পাকিস্তান ভগ্নাংশের ব্যবধানে অস্ট্রেলিয়াকে এবং এক পয়েন্টের ব্যবধানে ভারতকে পেছনে ফেলে ওয়ানডের এক নম্বর দল হয়ে উঠেছে।

এর আগে ২০০৩ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের একটি ক্রিকেট দল এমন দাপট ও ফর্ম নিয়ে বিশ্বকাপে গিয়েছিল, কিন্তু শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, ইনজামাম উল হক, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের সেই দলটি প্রথম রাউন্ডেই বাদ পড়ে গিয়েছিল।

ঠিক ২০ বছর বাদে পাকিস্তান দল আবারও ফেভারিট হিসেবে বিশ্বকাপে যাচ্ছে। এবারে সাবধানী অধিনায়ক বাবর আজম।

অধিনায়ক ও শীর্ষ ব্যাটার হিসেবে নিজের দায়িত্ব নিয়ে সচেতন বাবর আজম আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হতে পারলে দারুণ হবে।”

র‍্যাংকিংয়ে পাকিস্তানের উন্নতি কীভাবে

২০১১ সালের পর টানা দুই ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালেও খেলতে পারেনি। টুর্নামেন্টের মাঝামাঝি পর্যায়েই দলটির বিদায় একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল।

কিন্তু পাকিস্তান ক্রিকেট দল এমনই অননুমেয় যে এরই মাঝে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ফেলেছে, একবার খেলেছে ফাইনাল, ছয় বছর আগে মিনি বিশ্বকাপ নামে পরিচিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে।

তাই পাকিস্তান ক্রিকেট দল নিয়ে আগাম কোনও বিশ্লেষণ করার আগে বিশ্লেষকরা একটু ভাবেন। তবে বাবর আজমের পাকিস্তান দল পূর্বসুরীদের তুলনায় খানিকটা ধারাবাহিক।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে টানা নয় ম্যাচ হেরেছিল পাকিস্তান। এরপর বাবর আজমের নেতৃত্বে কখনোই এমন ব্যর্থতার মুখ দেখেনি দলটি।

পাকিস্তানের শেষ দশটি সিরিজ

পাকিস্তান-ইংল্যান্ড ০-৪
পাকিস্তান ২-০ শ্রীলঙ্কা
পাকিস্তান ২-১ জিম্বাবুয়ে
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ২-১
পাকিস্তান-ইংল্যান্ড ০-৩
পাকিস্তান-অস্ট্রেলিয়া ২-১
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ৩-০
পাকিস্তান-নেদারল্যান্ডস ৩-০
পাকিস্তান-নিউজিল্যান্ড ১-২
পাকিস্তান-নিউজিল্যান্ড ৪-০ (চলমান)

ওয়ানডে ক্রিকেটের বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড বাদে প্রায় সব দলের বিপক্ষেই জয় পেয়েছে পাকিস্তান। ভারত ও বাংলাদেশের বিপক্ষে এই সময়ের মধ্যে কোনও ওয়ানডে সিরিজ খেলা হয়নি।

তবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে সিরিজে হারানোর পর এবারে শিরোপার দিকে চোখ পাকিস্তানের।

পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি গণমাধ্যমে বলেছেন, “এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতবে পাকিস্তান।”

চীন-ইন্দোনেশিয়ায় খেলতে যাবে আর্জেন্টিনা,বাংলাদেশে নয়

স্পোর্টস ডেস্ক :
ফিফার জুন উইন্ডোতে বাংলাদেশে আসার কথা ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। তবে বাফুফে জানিয়ে দিয়েছে, মেসিদের আনা আপাতত সম্ভব নয়।

আর্জেন্টিনার বাংলাদেশ সফর বাতিল হলেও আগামী জুন ও জুলাইয়ের শুরুর দিকে বেশ কয়েকটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

বিশ্বকাপ জয়ের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে প্রথমবার বাইরের দেশে খেলতে যাচ্ছে আর্জেন্টাইনরা।

মূলত ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার জন্যই চীন ও ইন্দোনেশিয়ায় খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। যেখানে ঘরের মাটিতে প্রথমে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর তারা খেলতে যাবে বলিভিয়ায়।

আর্জেন্টিনার সুপরিচিত ক্রীড়া সাংবাদিক গাস্তন এদুল এক টুইটে জানিয়েছেন, জুনের শেষদিকে ইন্দোনেশিয়া ও চীন সফরে যাবেন মেসিরা। দুই স্বাগতিক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

২০২২ বিশ্বকাপ জেতার পর ঘরের মাটিতে তারা মুখোমুখি হয় পানামা ও কুরাসাওয়ের। এর মধ্যে পানামাকে ২-০ গোলে এবং কুরাসাওকে ৭-০ গোলে হারায় তারা।

মেসির প্রসঙ্গ ‘এড়িয়ে গেলেন’ আল-হিলাল কোচ

স্পোর্টস ডেস্ক :
ফুটবল দুনিয়াজুড়ে যখন ভাবনা একটাই, লিওনেল মেসি পিএসজি ছেড়ে আল-হিলালে যাচ্ছেন, তখন আল-হিলাল কোচ রামন দিয়াজ ভাবছেনই না মেসিকে নিয়ে! মেসির কথা উঠতেই এড়িয়ে গেলেন তিনি। আল-হিলালের সঙ্গে মেসির চুক্তি সম্পন্ন হয়ে গেছে, বাতাসে এমনটিই ভাসছে। সেটি যে নিছক গুঞ্জন নয়, তা সবারই জানা।

দিয়াজের ভাবনাজুড়ে এখন শুধুই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। আগামীকাল শনিবার (৬ মে) টুর্ণামেন্টটির ফাইনালের দ্বিতীয় লেগে আল-হিলাল মুখোমুখি হবে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডের। প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।

আজ শুক্রবার (৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দিয়াজকে প্রশ্ন করা হয়েছিল মেসির বিষয়ে। আল-হিলাল কোচ রীতিমতো এড়িয়েই গেলেন এই প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিয়াজ বলেন, ‘আমাদের ফাইনাল ম্যাচ আছে। আমরা এখন ফাইনালে মনোযোগ দিচ্ছি। এটি শেষ হওয়ার পর দেখা যাবে কী হয়।’

মৌসুমের শুরুতে অবশ্য মেসির বিষয়ে কথা বলেছিলেন আল-হিলাল কোচ। সৌদি ফুটবলে মেসির আসার সম্ভাবনা নিয়ে বলেছিলেন তিনি। সঙ্গে টেনে এনেছিলেন সৌদিতে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আসার ব্যাপার।

৬৩ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ বলেছিলেন, ‘আপনি চাইলেই সেরাদের আনতে পারেন। কারণ, এখানে (সৌদি আরবে) অর্থ কোনো সমস্যা নয়। রোনালদোকে আনার মধ্য দিয়ে এটা শুরু হয়েছে। রোনালদোকে এনে তারা প্রত্যাশা বাড়িয়েছে। এখন মেসিকে আনার সম্ভাবনাও আছে।’

যতই ম্যাচ থাকুক, মেসির প্রসঙ্গ তখনই এড়িয়ে যাওয়া যায়, যখন পরিস্থিতি এমন দাঁড়ায়— হয় তাকে পাওয়া হয়ে গিয়েছে নয় পাওয়া হবে না। কিন্তু পরিস্থিতি তো মেসির আল-হিলালে যাওয়ার পক্ষেই। হয়তো সে কারণেই আত্মবিশ্বাসের সঙ্গে মেসির বিষয় এড়িয়ে গেলেন রামন দিয়াজ।

যে কারণে মেসির প্রতি ক্ষুব্ধ পিএসজি

স্পোর্টস ডেস্ক :
বিশ্ব ফুটবলে এখন ‘টক অব দ্য টাউন’ একটাই। লিওনেল মেসি ও পিএসজির সম্পর্কে ফাটল। এতটাই তেতো যে, মেসিকে আর রাখতেই চাচ্ছে না পিএসজি। কেবল ক্লাব নয়, মেসির বিরুদ্ধে প্রতিবাদ করেছে একদল সমর্থক।

এই মেসিকেই কিন্তু বেশ জাঁকজমকের সঙ্গে বার্সেলোনা থেকে প্যারিসে নিয়ে আসেন পিএসজির ডিরেক্টর নাসের আল খেলাইফি। তাহলে মাত্র দু’বছরের ব্যবধানে কী এমন হলো, চোখের মণি থেকে মেসি হয়ে গেলেন পিএসজির চোখের বালি?

ফুটবলের ভদ্রবালক মেসিও কেন ক্লাব কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে পাড়ি জমালেন সৌদি আরবে? শুধু একটি নয়, এর পেছনে আছে অনেকগুলো কারণ।

রাজনীতি-কূটনীতি

আন্তর্জাতিক রাজনীতিতে সৌদি আরবের অবস্থান খুব একটা ভালো নয়। বিভিন্ন বিষয়ে পশ্চিমাদের কাছে সৌদির গ্রহণযোগ্যতা কম। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এই দেশটি চাচ্ছে নিজেদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে। তাই সবার আগে খেলাধুলার দিকে নজর দিয়েছে তারা। বিশেষ নজর দিয়েছে সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট ফুটবলের দিকে। এরই মধ্যে মেসিকে সৌদি তাদের পর্যটনদূত বানিয়েছে। সৌদি প্রো লিগের দল আল হিলালে মেসির যাওয়াটা প্রায় নিশ্চিত। এই বিষয়টিকে কোনোমতেই ভালো চোখে দেখছে না ফ্রান্স। মেসির প্রতি ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ এটি। তাছাড়া পিএসজির মূল মালিকও কাতারের। দুই আরব দেশের মধ্যকার প্রতিযোগিতাও এখানে একটি কারণ।

বিশ্বকাপ ফাইনাল

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়েই শিরোপা উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন মেসি। ফাইনালেও ছিলেন অসাধারণ। কিলিয়ান এমবাপ্পে সবটুকু উজাড় করে দিলেও পারেননি ফ্রান্সকে টানা দ্বিতীয় শিরোপা জেতাতে। ফরাসি ভক্তদের হৃদয় ভেঙে দেওয়া সেই ফাইনালের পর মেসিকে সেভাবে গ্রহণ করতে পারছে না প্যারিসিয়ানরা। অনেকটা যেন ঘরের শত্রু  বিভীষণ হয়ে গেছেন মেসি।

এমবাপ্পে-এমি মার্টিনেজ কাণ্ডে মেসির নিরবতা

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেজ ফরাসি তারকা এমবাপ্পেকে নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছিলেন। আর্জেন্টিনার ড্রেসিংরুম থেকে শুরু করে বুয়েনস এইরেসের ছাদ খোলা বাসে প্রকাশ্যে এমবাপ্পেকে ছোট করেছিলেন এমি। এমি পরে দুঃখ প্রকাশ করলেও গোটা বিষয়ে মেসি ছিলেন নিশ্চুপ। সব দেখেও কিছুই বলেননি তিনি। ফরাসিদের ঘরের ছেলেকে নিয়ে এভাবে মজা করার পরও মেসি চুপ ছিলেন, যেখানে এমবাপ্পে তার ক্লাব সতীর্থ। পিএসজি সমর্থকরা এটিকে কোনোভাবেই নিতে পারেনি।

বেতনের উচ্চাভিলাষ

চলতি মৌসুমের পর পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। একটা সময় চুক্তি নবায়ন হওয়ার কথা থাকলেও বিশ্বকাপ জয়ের পর মেসি বেতনের চাহিদা বাড়িয়ে দিয়েছেন। তাকে রাখতে হলে দিতে হবে এমবাপ্পের চেয়ে বেশি বেতন। যা মেনে নেয়নি পিএসজি। বেতন বাড়ালেও তা এমবাপ্পের চেয়ে বেশি নয়। মেসি সেটি মানেননি। বেতন নিয়ে বনিবনা হয়নি দুপক্ষের। কারণ, মেসি অনেক বেশি বেতনের লোভনীয় প্রস্তাব মেসি পেয়ে আসছেন বিশ্বকাপ জয়ের পর থেকেই। সৌদির ক্লাব আল-হিলালই যেমন মেসিকে বছরে ৪০০ মিলিয়ন ইউরোর বেশি বেতনের আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে।

পিএসজিতে গুরুত্ব কম পাওয়া

বার্সেলোনায় মেসিই ছিলেন শেষ কথা। পিএসজিতে সেখানে মেসি নন, সর্বেসর্বা এমবাপ্পে। স্বাভাবিকভাবেই ঘরের ছেলের প্রতি আলাদা টান আছে ক্লাবের। তাকে নিয়ে বিশেষ পরিকল্পনাও করছে ক্লাবটি। রিয়াল মাদ্রিদের মতো দল চাওয়ার পরেও এমবাপ্পেকে ছাড়েনি তারা, বরং বেশি বেতন ও সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে রেখে দিয়েছে নিজেদের কাছে। মুখ ফুটে না বললেও মাঠ ও মাঠের বাইরে এমবাপ্পের চেয়ে এই পিছিয়ে থাকাটা একটু হলেও কষ্ট দিচ্ছে মেসিকে। দুজনের বোঝাপড়ায় আন্তরিকতার অভাব তো প্রায়ই দেখা যায় মাঠের ফুটবলে।

চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতা

মেসিকে উড়িয়ে আনার পেছনে পিএসজির সবচেয়ে বড় কারণ ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা। মেসির হাত ধরে পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগ আসবে, এমন স্বপ্নে সবাই বিভোর থাকলেও মেসি হতাশ করেছেন ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকদের। সঙ্গে দেখা গিয়েছে আরও একটি ব্যাপার। বিশেষ করে বিশ্বকাপ জয়ের পর পিএসজির জার্সিতে মেসির পারফরম্যান্স ঠিক মেসিসুলভ হচ্ছে না। আগে যেমন কথা উঠতো, মেসি ক্লাবের হয়ে ভালো খেলেন, দেশের হয়ে না। এখন যেন পরিস্থিতি উল্টে  গেল। জাতীয় দলের ঝলমলে মেসি ক্লাবে বিবর্ণ।

সবমিলিয়ে মেসি ও পিএসজির দুটি পথ দুটি দিকে বেঁকে গেছে। যাকে দেখতে পারে না লোকে, তার কিছুই যে ভালো লাগে না, তা আরেকবার প্রমাণিত হলো তাদের সম্পর্ক দেখে। ভালোবাসার নগরী প্যারিসের সবুজ জমিনে এখন মেসির প্রতি ঘৃণার চাষ হচ্ছে প্রতিনিয়ত। এমনকি একদিন মেসির আগমনকে কেন্দ্র করে উৎসব করা ফরাসিরা এখন প্রতিবাদ জানাচ্ছেন মেসির বাড়ির সামনে। আর্জেন্টাইন তারকার পরিবার তুলে গালি দিতেও ছাড়ছেন প্যারিসিয়ানরা। ফলে শেষ পর্যন্ত তিক্ততা নিয়ে শেষ হতে যাচ্ছে লিওনেল মেসির পিএসজি অধ্যায়।