ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শুরু

ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও ১২টায় সমাবেশ শুরু হয়। ফরিদপুরের স্থানীয় নেতারা এতে বক্তব্য দিচ্ছেন। এর আগে সকাল থেকেই সমাবেশস্থল জনস্রোতে পরিণত হয়েছে।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দলীয় নেতাকর্মীদের হত্যার বিচার, দলের চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্য কমিয়ে আনাসহ নয়টি দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত ষষ্ঠ গণসমাবেশ এটি।

আগের ৫টি গণসমাবেশের মতোও ফরিদপুরকেও গোটা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। চলছে গণপরিবহণ ধর্মঘট। রাষ্ট্র মালিকানাধীন বিআরটিসি বাসও চলছে না এখানে। সব বাধা উপেক্ষা করেই আরেকটি বিশাল শোডাউন করতে যাচ্ছে বিএনপি। এখন পর্যন্ত প্রথম পাঁচটি জনসভা সফলভাবে শেষ করেছে দলটি। আশেপাশের জেলাগুলো থেকে দুদিন আগেও অনেক নেতাকর্মী চলে এসেছেন সমাবেশস্থলে। আজ সকাল থেক ট্রলার, ইঞ্জিনচালিত নৌকাসহ বিকল্প উপায়ে সমাবেশে নেতাকর্মীরা এসে যোগ দিচ্ছেন। ধর্মঘটের কারণে, যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা যায়, সড়কপথে ফরিদপুরে ঢোকার পথ তিনটি। একটি ভাঙ্গা হয়ে, আরেকটি গোয়ালন্দ মোড় হয়ে, অন্যটি মধুখালীর কামারখালী হয়ে। ধর্মঘটের কারণে এ তিন পথই বন্ধ রয়েছে। যদিও এই তিন পথের মধ্যে ভাঙ্গা হয়ে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চল এবং গোয়ালন্দ ও কামারখালী হয়ে মাগুরা, খুলনা, যশোরসহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বাস চলছে। কেবল ফরিদপুরে কোনো বাস যাচ্ছে না।

জানা যায়, ধর্মঘটের কারণে ফরিদপুরে থাকা মহাসড়কে ছোট বড় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এমনকি আঞ্চলিক ও দূরপাল্লার যাত্রীবাহী বাস-মিনিবাসও চলছে না। বন্ধ আছে বিআরটিসির পরিবহণও। ফরিদপুরের আশপাশের জেলা থেকে কেউ ঢুকতে পারছেন না এই জেলায়। তবে বাস না থাকায় বিকল্প পথে অনেককে গন্তব্যে যেতে দেখা গেছে। মালিক শ্রমিক ঐক্য পরিষদ মহাসড়কে সব ধরনের থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক বন্ধের দাবিতে গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে ৩৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়। এর আগে গত ৭ নভেম্বর বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দিয়ে বাস ধর্মঘটের আলটিমেটাম দেয় জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ১০ নভেম্বরের মধ্যে মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ করতে হবে। দাবি মানা না হলে পর দিন সকাল ৬টা থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত ৩৮ ঘণ্টা সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হবে।

তবে বিএনপি নেতাদের অভিযোগ, ১২ নভেম্বর ফরিদপুরে দলটির বিভাগীয় গণসমাবেশ যেন সফল না হয়, তাই সরকার ষড়যন্ত্র করে ধর্মঘট ডেকেছে। তবে কোনোভাবেই বিএনপিকে দমানো যাবে না। যদিও পরিবহণ নেতাদের দাবি, ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। তবে পরিবহণ সংশ্লিষ্টদের দাবি, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং মহাসড়ক নিরাপদ করতে যৌক্তিক দাবিতে ধর্মঘট পালন করছেন তারা। এর সঙ্গে ফরিদপুরে বিএনপির শনিবারের গণসমাবেশের কোনো সম্পর্ক নেই।

ফরিদপুরে প্রস্তুত বিএনপি , শনিবার ষষ্ঠ বিভাগীয় সমাবেশ

ডেস্ক রিপোর্ট :

ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ফরিদপুরে আগামীকাল শনিবার ষষ্ঠ বিভাগীয় সমাবেশের মাধ্যমে আরেকটি বিশাল শোডাউন করতে যাচ্ছে বিএনপি। এখন পর্যন্ত প্রথম পাঁচটি জনসভা সাফলভাবে শেষ করেছে দলটি। এতে বিএনপি সংখ্যায় ও সাংগঠনিক ক্ষমতার দিক থেকে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এবারও বাস ধর্মঘটকে উপেক্ষা করে গণসমাবেশের মাঠে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। ইতোমধ্যে লোকে লোকারণ্য মাঠ।

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর আজ শনিবার ফরিদপুরে বিভাগীয় পর্যায়ে বিএনপির ষষ্ঠ সমাবেশ হবে। এ উপলক্ষে আবদুল আজিজ ইনস্টিটিউট চত্বর আজ শুক্রবার সকালে জমজমাট ছিল। কারণ, বিএনপি নেতাকর্মীরা ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। আজ জুমার নামাজ মাঠেই আদায় করেন তারা। মাঠেই রান্না করে সেখানেই চলছে তাদের খাওয়া দাওয়া।

জেলার বাস মালিক সমিতির ডাকা ৩৮ ঘণ্টার ধর্মঘট আজ শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। যদিও এই পরিবহন ধর্মঘট বিএনপি ও তার সমর্থকদের আর বাধা দিতে পারবে না বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

বিএনপির দলীয় নেতাকর্মীরা কমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন প্রাঙ্গণে একটি মঞ্চ তৈরি করেছেন। যেখানে শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, বিএনপির সমাবেশের একদিন আগে ফরিদপুর শহরের রাসেল মোড়ে বড় শোডাউন করেছে আওয়ামী লীগ। বিএনপি ও জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসংযোগ দাবি তুলে তার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই শোডাউন করে দলটি। শহরে যখন এই শোডাউন চলছিল, তখন দুদিন আগে থেকে এসে প্রচারণা শুরু করা বিএনপির নেতাকর্মীরা তাদের সমাবেশস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে।

জানা গেছে, সমাবেশে যোগ দিতে বিভাগীয় পাঁচটি জেলা ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ইতোমধ্যেই নগরে পৌঁছেছেন। শুক্রবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের কারণে তারা ট্রেন, ট্রাক, অটোরিকশা, থ্রি-হুইলার, মোটরসাইকেলসহ ছোট যানবাহন ও মাইক্রোবাসে করে সমাবেশস্থলে পৌঁছান।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জানান, তাদের নেতাকর্মীরা বিভিন্ন বাধা ও আইনশৃঙ্খলা বাহিনীর বাস ধর্মঘট ও গাড়ি চালানোর নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাবেশে যোগ দিতে ফরিদপুরে আসছেন।

শামা ওবায়েদ অভিযোগ করে বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের ধারণা, ঐতিহাসিক কারণে ফরিদপুর আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। তবে, পরিস্থিতি পাল্টেছে এবং শনিবার আমাদের বিশাল সমাবেশের মাধ্যমে তা প্রমাণিত হবে।’ তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ বিরক্ত। সেজন্যই মানুষ সব কষ্ট-যন্ত্রণা সহ্য করে আমাদের সমাবেশে আসছে।’

শামা জানান, তারা তাদের সমাবেশে এক লাখের বেশি লোকের অংশগ্রহণ আশা করছেন।

গত ৭ নভেম্বর গোলাম নাসির স্বাক্ষরিত চিঠির আলোকে আজ সকালে ফরিদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে। ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড ও ইমামউদ্দিন স্কয়ার এলাকায় গণপরিবহনের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

পরিবহন শ্রমিক হাবিবুর বলেন, ‘নেতৃবৃন্দের নির্দেশে আমরা ধর্মঘট করছি। আমাদের প্রতিদিনের রুটি রোজগারের জন্য নেতাদের নির্দেশ মেনে চলতে হবে।’

ফরিদপুরের জনসভায় জনগণকে বাধা দিতে সরকার নানা কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, তারা (প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরা) সফল হবে না এবং বিগত বিভাগীয় সমাবেশের মতো শনিবারও ফরিদপুর জনসমুদ্রে পরিণত হবে।

খণ্ড খণ্ড মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা

ডেস্ক রিপোর্ট :

৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশ আজ শুক্রবার দুপুর আড়াইটায় শুরু হবে। তবে সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা ভীড় করছেন। এছাড়া খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই নেতাকর্মীরা ঢুকছেন সমাবেশস্থলে।

আজ শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। রাজধানীর বিভিন্ন সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকা শোভা পাচ্ছে।

এদিকে শাহবাগ, মৎস্য ভবন, রমনা, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের চার দিকেই নেতাকর্মীরা অবস্থান করছেন। অপরদিকে যুবলীগের মহাসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকায় নিরাপত্তার জোরদার করা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখে নেতাকর্মীদের তল্লাশি করে ঢুকতে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সমাবেশে অংশ নেওয়া অনেকে বলেন, আড়াইটায় অনুষ্ঠান হলেও আগে ভাগে ঢুকে পড়ছি। কারণ শেষ মুহূর্তে অনেক মানুষের ভীড় হবে। এ ছাড়া জুমার নামাজও সমাবেশস্থলে আদায় করার ইচ্ছা আছে।

দুদিন আগেই সরগরম ফরিদপুরে

ডেস্ক রিপোর্ট :

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাত থেকেই নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। স্লোগানে স্লোগানে মুখরিত চারপাশ। মাঠেই চলছে রান্না-খাওয়া। তাঁদের উজ্জীবিত রাখতে কেন্দ্রীয় নেতারা ঘুরে ঘুরে কথা বলছেন নেতাকর্মীদের সঙ্গে। কাল বাদে পরশু শনিবার কোমরপুরের আব্দুল আজিজ স্কুলের এই মাঠে অনুষ্ঠিত হবে গণসমাবেশ।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় আসতে শুরু করে।  সন্ধ্যায় বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। ফরিদপুরের বাইরের জেলা গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর থেকে প্রচুর নেতাকর্মী এসেছেন সেখানে।

জানা গেছে, আগামীকাল শুক্রবার জুমার নামাজও তাঁরা মাঠেই আদায় করবেন।

সরেজমিনে দেখা গেছে, ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের আপ্যায়ন কমিটির পক্ষ থেকে মাঠের পাশেই রান্নার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে বিলি হচ্ছে তিনবেলার খাবার।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার বলেন, ‘সরকার বিএনপির ভয়ে ভীত। তারা বিএনপিকে ভয় পায় বলেই জনসমাবেশকে প্রতিহত করতে চায়। সরকারের প্রতিরোধ কোনোভাবেই বিএনপি নেতাকর্মীকে আটকাতে পারবে না।’

ইডেন কলেজে ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে

ডেস্ক রিপোর্ট :
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর প্রায় দেড় মাস পর সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর দুপক্ষের রেষারেষি ও মারামারির ঘটনায় ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা ভঙের দায়ে ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।

আইএমএফের কাছ থেকে ঋণ নেবে সরকার

ডেস্ক রিপোর্ট :

আইএমএফের কাছে থেকে বাংলাদেশ ঋণ নেবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঋণ আমরা নেবো, তবে কঠিন শর্তে না।’ আজ বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বেশ কয়েক দিন ধরে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশে, সে ক্ষেত্রে ঋণ নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব সংকট আমাদের জাতীয় জীবনে সংকট নিয়ে আসছে। মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে। ভাবতে পারেন ব্রিটেনে কস্ট অফ লিভিং ৮০% বেড়েছে। এখন দ্রব্যমুল্যের বৃদ্ধির গতিটা একটু কমছে। আশা করছি আস্তে আস্তে স্বস্তিতে আসবে। শান্তি মুখে বললেও বাস্তবে দ্রুত সম্ভব না।’ ওবায়দুল কাদের বলেন ‘আমাদের এখানে ডলারের সংকট আছে। আইএমএফের ঋণ আমরা গ্রহণ করবো, তবে কঠিন শর্ত মেনে না। আলাপ আলোচনা চলছে, অর্থ আমরা নেবো, কঠিন শর্তে না।’

বিএনপি নির্বাচনে আসবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের এই আন্দোলনের লক্ষ্য বর্তমান বৈশ্বিক সংকট উত্তরণ না। তাদের লক্ষ্য রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন। বৈশ্বিক সংকটের কারণে আফ্রিকার দেশ সোমালিয়া প্রতি ৩৬ সেকেন্ডে একজন করে লোক মারা যাচ্ছে। সেখানে তো সরকার পতনের আন্দোলন হয় না। সেখানেও বিরোধী দল আছে। বিএনপি নির্বাচনে আসবে, সেটা আমরা জানি। বাইরে আন্দোলন, ভিতরে নির্বাচন করার প্রস্তুতি তারা নিচ্ছে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফেলেছে। টাকা পয়সা কে-কত দেবে হিসাব করে ফেলেছে। আমাদের কাছে তো খোঁজ-খবর আছে। বিএনপি নির্বাচনে আসুক আমরা চাই।’

বিএনপি’র আন্দোলন সম্পর্কে এক প্রশ্নেরর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের কথা শুনলে তো দেশের মানুষ মনে করে আগুন নিয়ে আসছে। আগুন নিয়ে খেলা। খালেদা জিয়া তো আগে নির্দেশ দিয়েছিল। আস্তে আস্তে আন্দোলনের নামে তৈরি হচ্ছে পরে আগুন নিয়ে খেলবে। আমাদের খেলা আগুন নিয়ে খেলা না।’

নির্বাচন ব্যতিরেকে ক্ষমতা দখলের সুযোগ আর বাংলাদেশে নেই

ডেস্ক রিপোর্ট :

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন ব্যতিরেকে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের কোনো সুযোগ আর বাংলাদেশে নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় আসতে এর বিকল্প কোনো পন্থা নেই, থাকবেও না।’

আজ মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘বিএনপি নেতৃবৃন্দের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অপপ্রচারমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ’ জানিয়েছেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, ‘দেশের মানুষ বিএনপির শীর্ষ নেতৃত্বের সরাসরি নির্দেশে পরিচালিত বিভীষিকাময় অগ্নিসন্ত্রাসের কথা ভুলে যায়নি। ২০১৩ সালে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারকার্য চলমান থাকা অবস্থায়, ২০১৪ সালের জাতীয় নির্বাচন প্রতিরোধ করতে এবং ২০১৫ সালে বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষিত তথাকথিত অবরোধ কর্মসূচির নামে জামায়াত-বিএনপির সশস্ত্র সন্ত্রাসীরা সারা দেশে পেট্রোল বোমা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। স্কুলগামী শিশু থেকে শুরু করে পরিবহণ শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কেউই এই সন্ত্রাসের ভয়াল ছোবল থেকে রক্ষা পায়নি।’

‘এ সময় সারা দেশে বিএনপি-জামায়াত পরিচালিত এই সন্ত্রাসী কর্মকাণ্ডে দেড় শতাধিক মানুষ নিহত হয়। দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপি-জামায়াতের নজিরবিহীন এই সন্ত্রাসের সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়। বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ শীর্ষ নেতারা টেলিফোনযোগে তাদের নেতাকর্মীদের নির্বিচারে মানুষ হত্যার নির্দেশনা দিচ্ছে-এমন টেলিফোন আলাপও গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। আজ ইউরোপ যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি যখন এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন বৈশ্বিক এই সংকটকে পুঁজি করে বিএনপি পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। সারা দেশের বিবেকবান মানুষ যখন জামায়াত-বিএনপির অগ্নিসন্ত্রাসের নারকীয় ঘটনার বিচার দাবি করছে, তখন বিএনপি নেতৃবৃন্দ নির্লজ্জভাবে অতীত অপকর্মের দায়ভার অস্বীকার করার হাস্যকর প্রচেষ্টা চালাচ্ছে।’

বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, ‘জামায়াত-বিএনপি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক শক্তি। অগ্নিসন্ত্রাসের কারণেই কানাডার ফেডারেল আদালত দুটি পৃথক মামলায় বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে রায় প্রদান করে। আজ বিএনপি নেতৃবৃন্দ তাদের অতীত অপকর্মের কথা ভুলে গেলেও বাংলাদেশের জনগণ তা কখনো ভুলে যায়নি।’

আরেকটি সমাবেশ, আরেকটি পরিবহণ ধর্মঘট!

ডেস্ক রিপোর্ট :

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ আগামী শনিবার। এর আগের দিন শুক্রবার থেকে ৩৮ ঘণ্টার দীর্ঘ ধর্মঘটে যাবেন বলে ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা বাস শ্রমিক ও মালিকরা। যদিও তাঁরা বলেছেন, তাদের ‘দাবি’ পূরণ না হলে এই ধর্মঘট চলবে। এদিকে, বিএনপির আগের পাঁচটি গণসমাশের অভিজ্ঞতা থেকে এই সমাবেশেও পরিবহণ ধর্মঘটের পুনরাবৃত্তি হতে পারে বলে ধরে নিয়েছিলেন নেতাকর্মীরা। সমাবেশকে সফল করতে তাঁরা তাই সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, ১০ নভেম্বরের মধ্যে মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের অনুরোধ জানিয়ে জেলা মালিক-শ্রমিক যৌথ পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির সাক্ষরিত একটি চিঠি ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়েছে। অন্যথায়, ১১ নভেম্বর সকাল ৬টা থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত ধর্মঘটে নামবেন বলে জানান তাঁরা। একইসঙ্গে ধর্মঘটের সময় ফরিদপুর জেলা বাস টার্মিনাল থেকে কোনো আঞ্চলিক, দূরপাল্লার বাস বা মিনি বাস ছাড়বে না বলে জানানো হয়।

এদিকে, ফরিদপুর মাহেন্দ্র (থ্রি-হুইলার) শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বলেন, ‘তাদের যানবাহন মহাসড়কে চলাচল করে না, বরং তাঁরা পার্শ্বসড়কের প্রয়োজনীয় অংশ ব্যবহার করে থাকেন।’

হাকিম বলেছিলেন, ‘কেনো হঠাৎ করে থ্রি-হুইলার বন্ধ রাখার দাবি জানাচ্ছেন বাস মালিকরা, তা আমরা বুঝি না। আমরা দরিদ্র মানুষ।’

ফরিদপুর জেলা মাইক্রোবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন বেপারী জানান, তাঁরা কোনো ধর্মঘটের নোটিশ পাননি। এখন পর্যন্ত তারা ১১ এবং ১২ নভেম্বর উভয় রাস্তায় থাকার পরিকল্পনা করেছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর সমাবেশের সমন্বয়কারী শামা ওবায়েদ বলেন, ‘তারা আগের অভিজ্ঞতা থেকে জানতেন যে এ ধরনের ধর্মঘট ঠিকই আসবে। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে।’

শামা বলেন, ‘প্রয়োজনে মানুষ ট্রলারে, ভেলায় করে বা মাইলের পর মাইল দূরবর্তী জায়গা থেকে পায়ে হেঁটে সমাবেশে যোগ দেবে।’

যশোরে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
দীর্ঘ বিরতির পর আগামী ২৪ নভেম্বর যশোরে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই জনসভা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।

সোমবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে পাঁচ লাখ লোকের সমাগম ঘটানোর ঘোষণা দেয়া হয়েছে বর্ধিত সভায়। একই সঙ্গে জনসমাবেশে আসা নেতাকর্মীদের স্থান সংকুলানের জন্য যশোর স্টেডিয়ামের দেয়াল ভেঙে মাঠ বড় করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেখ হেলাল নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘আমরা পালাব না, ওরা (বিএনপি) পালাবে। ওদের সঙ্গে ২৪ নভেম্বরের পর দেখা হবে। সোজা কথা, ওরা থাকবে, নয় আমরা থাকব। বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেয়া হবে না।’

বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ‘বাংলার মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে। আমরা কোনো জনসভার জবাব দিতে চাই না। এ দেশ আমাদের, এ দেশ শেখ হাসিনার। যারা এ দেশকে রক্তাক্ত করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, তাদের কোনো ঠাঁই স্বাধীন বাংলার মাটিতে হবে না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও এসএম কামাল হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, খুলনা বিভাগের ১০ জেলার সংসদ সদস্যগণ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সভা শেষে শহিদুল ইসলাম মিলন সময় সংবাদকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোরের জনসমাবেশে যোগ দিয়েছিলেন। দীর্ঘদিন পর তার জনসমাবেশকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। যশোর স্টেডিয়ামে সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে পাঁচ লাখ লোকের সমাগম ঘটানো হবে। আগতদের স্থান সংকুলানের জন্য স্টেডিয়ামের উত্তর অংশের সীমানা ভেঙে পাশের কলেজ মাঠের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জেলা সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন।

 

ইশরাককে প্রধান আসামি করে বিএনপির নেতাকর্মীর নামে মামলা

ডেস্ক রিপোর্ট :

বরিশালের গৌরনদী মডেল থানায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন।

তিনি জানান, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন রাসেল রাঢ়ী। সে গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি। এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়ে‌ছে।

মাহিলারা বাজার বণিক সমিতির সভাপতি শহীদ সরদার জানান, তারা ১০-১২ জন সকাল ৬টার দিকে মাহিলারা বাজারের সামনে রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ করে ৭০-৭৫টি গাড়ির বহর এসে বাজারের সামনের মহাসড়কে থামে। তখন গাড়ি থেকে ক্যাডাররা নেমে বাজারে আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে হামলা ও ভাঙচুর করে। তারা কার্যাল‌য়ের মধ্যে থাকা টিভি, চেয়ার টেবিল ভাঙচুর করেছে। এছাড়াও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আবুল হাসনাত আব্দুল্লাহর ছবি ছিড়ে ফেলেছে।

শহীদ আরও অভিযোগ করে বলেন, হামলাকারীর সাতটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। তারা মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে। হামলাকারীরা মাহিলারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। এছাড়াও উপজেলা ছাত্রলীগনেতা সংগীত সিকদারসহ আরও দুইজন আহত হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

অপরদিকে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-মানবধিকার বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু জানান, বরিশাল গণসমাবেশে যোগদানের উদ্দেশে রওনা দেওয়া ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা বহরের ৯টি গাড়ি ভাঙচুর করেছে।