শুক্রবার থেকে শুরু বিশ্ব ইজতেমা, আসছেন ৬৪ জেলার মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক:

তুরাগ নদীর তীরে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরুর দুই-তিনদিন আগেই ময়দানে প্রবেশ শুরু করেছেন মুসল্লিরা। তাবলিগ জামাতের তিন দিনব্যাপী এ ইজতেমার প্রথম পর্ব আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। কনকনে শীত উপেক্ষা করে এরই মধ্যে পৌঁছে গেছেন কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ।

ইজতেমা আয়োজকরা জানান, এবার দেশের ৬৪ জেলার মুসল্লিদের সুবিধার জন্য ইজতেমা ময়দান ৯২টি খিত্তায় ভাগ করা হয়েছে। মুসল্লি বেশি হয়ে গেলে তাদের জন্য আরও পাঁচটি খিত্তা রিজার্ভ রাখা হয়েছে।
আয়োজক কমিটির ধারণা, গতবারের চেয়ে এবার কয়েকগুন বেশি মুসল্লি ময়দানে অবস্থান নিবেন। ১০ জানুয়ারি শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। প্রথম পর্বে মাওলানা জুবায়েরের অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। এরপর ৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে।

এদিকে, বিভিন্ন জেলার মুসল্লিরা তাদের সামানা নিয়ে ময়দানে অবস্থান করতে দেখো গেছে। একদিকে চলছে ময়দানে সর্বশেষ প্রস্তুতি, অপরদিকে চলছে মুসল্লিদের প্রবেশ।

২৯ হাজার পৃষ্ঠায় পিলখানা ট্র্যাজেডির পূর্ণাঙ্গ

নিজস্ব প্রতিবেদক:

পিলখানায় বহুল আলোচিত বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রস্তুতি চলছে। দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এ মামলার ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায় এখন প্রকাশের অপেক্ষায়।

প্রায় দুই বছর আগে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি মঙ্গলবারই (৭ জানুয়ারি) প্রকাশ হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চের বিচারপতিদের দুই বিচারপতি রায়ে স্বাক্ষর করেছেন। অপর বিচারপতির স্বাক্ষরের পরপরই রায় প্রকাশ করা হবে।

জানা গেছে, বিশ্বে আলোচিত মামলাগুলোর মধ্যে আসামির দিক থেকে এবং রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা বিবেচনায় সবচেয়ে বড় মামলা এটি। বিচারিক আদালতে রায়ের পর ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে রায়ও ঘোষণা হয়ে গেছে। দীর্ঘদিন দেশি-বিদেশি মামলার রায় পর্যালোচনার পর হাইকোর্টের রায় লেখা শেষ করা হয়েছে। এখন বৃহত্তর বেঞ্চের বিচারপতিরা স্বাক্ষরের পর পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ ২০১৭ সালের ২৭ নভেম্বর এ রায় ঘোষণা করেন। হাইকোর্ট রায়ে ১৩৯ জন আসামিকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এই রায় প্রকাশের মধ্য দিয়ে ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালতের দেয়া রায়ের অনুমোদন প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হবে।

জানা গেছে, সংশ্লিষ্ট বেঞ্চের সিনিয়র বিচারপতি মো. শওকত হোসেন মূল রায় লিখেছেন। তিনি প্রায় সাড়ে ১১ হাজার পৃষ্ঠার রায় লিখে বেঞ্চের অপর দুই বিচারপতির কাছে পাঠান। এরপর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী পৃথকভাবে তার অংশ লেখেন। তিনিও প্রায় ১৬ হাজার পৃষ্ঠা লিখেছেন। এই দুই বিচারপতির সম্মিলিত রায় ২৭ হাজার ৭২৪ পৃষ্ঠা। এরপর বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার লিখেছেন সাড়ে ৫০০ পৃষ্ঠার ওপর। এই তিনজনের লেখা রায় একত্র করে তা চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে।

কী হতে পরে রায় প্রকাশের পরবর্তী প্রক্রিয়া
নিয়ম অনুযায়ী হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন আসামি ও রাষ্ট্র- উভয়পক্ষই। এরপর আপিলের বিচারের মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন করা হবে। যদিও আপিল বিভাগের রায়ের পর ওই রায়ের রিভিউ আবেদন করার সুযোগ থাকবে। রিভিউ আবেদন নিষ্পত্তি হওয়ার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করা ছাড়া আর কোনো সুযোগ থাকবে না।

নৃংশস হত্যার কালো দিন
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদরদফতর পিলখানা রক্তে রঞ্জিত করে একই বাহিনীর কিছু বিপথগামী সদস্য। তাদের হাতে দেশের মেধাবী সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে প্রাণ দিতে হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় দুটি ভাগে বিচার কাজ চলছে। এরই মধ্যে হত্যার বিচার শেষ পর্যায়ে। হত্যার অভিযোগে বিচারিক আদালত ও হাইকোর্টে বিচার সম্পন্ন হয়েছে। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে।

পিলখানা হত্যা মামলা লালবাগ থেকে নিউমার্কেট থানায়
পিলখানা হত্যার ঘটনায় ২০০৯ সালের ৪ মার্চ লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি পরে নিউমার্কেট থানায় স্থানান্তর হয়। মামলায় তৎকালীন বিডিআরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমসহ ছয়জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামি দেখানো হয় প্রায় এক হাজার বিডিআর জওয়ানকে।

দুই মামলায় সিআইডির চার্জশিট দাখিল
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত শেষে ২০১০ সালের ১২ জুলাই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র (চার্জশিট) দেয়। হত্যা মামলায় ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়া হয়। একইসঙ্গে ৮০১ জনকে আসামি করে বিস্ফোরক আইনে অভিযোগপত্র দেয়া হয়।

বিচারিক আদালতে রায় ঘোষণা
হত্যা মামলায় রাষ্ট্র ও আসামি- উভয়পক্ষের শুনানি এবং বিচার শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। তৎকালীন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আক্তারুজ্জামান (বর্তমানে হাইকোর্টের বিচারপতি) বহুল আলোচিত এ মামলায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। বেকসুর খালাস দেন ২৭৮ জনকে।

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল আবেদন রায়
রায় ঘোষণার পর বিচারিক আদালত থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। আর কারাবন্দি আসামিরাও আপিল করেন। এছাড়া সরকারের পক্ষ থেকেও আপিল করা হয়। সব আবেদনের শুনানির পর হাইকোর্ট বিচার শেষে ২০১৭ সালের ২৭ নভেম্বর রায় দেন।

হাইকোর্টের রায়ে বিচারিক আদালতের রায়ের ১৫২ জন ফাঁসির আসামির মধ্যে ১৩৯ জনের ফাঁসির আদেশ বহাল, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আটজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে খালাস; যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল; যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১২ জনকে খালাস এবং খালাসপ্রাপ্তদের মধ্য থেকে ৩৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া বিচারিক আদালত ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিলেও হাইকোর্ট ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

বিডিআর থেকে বিজিবি
ওই নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ‘বিডিআর’ এর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়।

১১৮ জন পেলেন পুলিশ পদক

নিজস্ব প্রতিবেদক:

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার পুলিশ পদক পেলেন ১১৮ জন। রোববার রাজারবাগ পুলিশ লাইন্সে এই পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সাহসিকতা’ পদক পেলেন ১৪ জন।

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা পেয়েছেন ২০ জন। বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা পান ২৮ জন। রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পেয়েছেন ৫৬ জন।

পুলিশের চাকরিতে পুলিশ পদক খুবই সম্মানজনক বলে বিবেচনা করা হয়। পদক পাওয়া কর্মকর্তারা আর্থিক সুবিধাও ও নামের শেষে উপাধি হিসেবে এই পদক ব্যবহার করতে পারেন। বর্তমান বিপিএম (সাহসিকতা) পদকধারীরা এক কালীন ১ লাখ টাকা ও প্রতি মাসের বেতনের সঙ্গে দেড় হাজার টাকা বাড়তি পেয়ে থাকেন।

পিপিএম পদকধারীরা এককালীন ৭৫ হাজার টাকা ও প্রতি মাসে বাড়তি এক হাজার টাকা পান। বিপিএম (সেবা) পদকধারীরা এক কালীন ৭৫ হাজার টাকা পান। পিপিএম (সেবা) পদধারীরা এককালীন পান ৫০ হাজার টাকা।

সরকারিভাবে হজে যাবার সুযোগ পাবেন ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন

নিজস্ব প্রতিবেদক:

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজের সুযোগ পাবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ পালনের সুযোগ পাবেন। এছাড়া এ বছর শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন মক্কা রুটের মাধ্যমে ঢাকায় সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (৫ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, সৌদি আরব ও বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা হবে। হজ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য হজ ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে।

জানা যায়, কমিটি হজযাত্রীদের আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হজ মেডিকেল টিমে সহায়ক হিসেবে মেডিকেল ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়ার সুপারিশ করে।

এছাড়া কমিটি প্রতিটি সংসদীয় আসনে মসজিদের মেরামত বা সংস্কার করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে বার্ষিক ১০ লাখ টাকা, মাদরাসার জন্য ৫ লাখ টাকা এবং মন্দিরের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রাখার সুপারিশ করেছে।

বৈঠকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি বোর্ড গঠন ও কল্যাণ ট্রাস্ট্রের জন্য নিজস্ব ভবন নির্মাণের জন্য স্থায়ী জমি বরাদ্দ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া ওয়াকফ সম্পত্তির ওয়াকফ আওলাদ ও ওয়াকফ লিল্লাহর পৃথক তালিকা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম এবং রত্না আহমেদ অংশ নেন। এছাড়া বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী আতিকুলকে শোকজের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে শোকজ করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
এর আগে শনিবার (৪ জানুয়ারি) বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচন কমিশনে আতিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, রিটার্নিং কর্মকর্তাকে বলেছি যেন তাকে শোকজ করা হয়। একইসঙ্গে কেন এ ধরনের ঘটনায় ঘটেছে, সেটি যেনো জানতে চাওয়া হয়।

তাবিথ তার অভিযোগপত্রে বলেন, শনিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরোশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ঢাকা উত্তরের গুলশান-১ এলাকার গুলশান পার্কে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী মঞ্চ করে। এসময় মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন ও ভোটারদের কাছে যাওয়ার জন্য কর্মীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। যা সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা-২০১৬’র স্পষ্ট লঙ্ঘন ও গর্হিত অপরাধ।

কমিশনার রফিকুল ইসলাম বলেন, প্রথমত হইতেছে যে, নির্বাচনী আচরণবিধি যদি কেউ লঙ্ঘন করে প্রার্থী হইয়া, এখন পর্যন্ত প্রার্থী কেউ হয়নি। প্রার্থী হবে যেদিন প্রতীক বরাদ্দ হবে। সেদিন থেকে আমরা প্রার্থী ওপর প্রযোজ্য করতে পারবো। রিটার্নিং কর্মকর্তাকে বলবো, যেই হোক না কেন, আইন লঙ্ঘন করলে যেন ব্যবস্থা নেয়। আইনে যা সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য।

আইজিপি ব্যাজ পাচ্ছেন ৫৯৫ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরে বাংলাদেশ পুলিশের ৫৯৫ জন সদস্য ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন। ৬টি বিশেষ ক্যাটাগরিতে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

আগামী ১০ জানুয়ারি পুলিশ সপ্তাহের শেষদিন মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, এ বছরে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ে মোট ৫৯৫ জন কর্মকর্তা ও পুলিশ সদস্য ‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন।

এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২০৬ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১৩৭ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১০৫ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জন এবং ‘এফ’ ক্যাটাগরিতে ৪৪ জন রয়েছেন। গেল বছরে এ পুরস্কার পেয়েছেন ৫০১ জন।

কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়া হয়।।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠিত হবে। পুলিশ সপ্তাহ-২০২০ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ওইদিন পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) দেয়ার কথা রয়েছে।

তিন মাসের মধ্যে ২০০০ কোটি টাকা না দিলে জিপির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক:

আদালতের নির্দেশ অনুযায়ী তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা জমা না দিলে গ্রামীণফোনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বিটিআরসি। আইন অনুযায়ী প্রশাসকও বসানোর ক্ষমতা রয়েছে বিটিআরসির।

বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক। সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিটিআরসির কমিশনার মো. আমিনুল হাসান, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান তার সময়ে দেশের টেলিযোগাযোগ খাতকে এগিয়ে নেওয়ার বিবরণ এবং নতুন কিছু পরিকল্পনা তুলে ধরেন।

সাংবাদিকরা গত বছরজুড়ে আলোচিত দুই অপারেটরের কাছ থেকে বকেয়া পাওনা আদায় নিয়ে বিটিআরসির সর্বশেষ অবস্থান কী জানতে চান। জবাবে বিটিআরসির চেয়ারম্যান বলেন, গ্রামীণফোন আদালতে গিয়েছিল এবং গত ২৪ নভেম্বর সর্বোচ্চ আদালত তাদের তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে দুই হাজার কোটি টাকা জমা দেয়, তাহলে হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ থেকে যাবে। আর না দিলে স্থগিতাদেশ উঠে যাবে। তখন বিটিআরসি আইনে যে ক্ষমতা আছে সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

এই ক্ষমতা অনুযায়ী গ্রামীণফোনে প্রশাসক বসানো হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, আইনে যা আছে তাই প্রয়োগ করা হবে। বকেয়া পাওনা পরিশোধ না করায় আইন অনুযায়ী বিটিআরসি যখন সেই পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল, তখনই গ্রামীণফোন আদালতে যায়। অতএব এখন আদালতের নির্দেশনা অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।’

বিটিআরসির চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলেন, যদি গ্রামীণফোন আদালত নির্দেশিত অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ না করে তাহলে তাদের অনাপত্তিপত্র প্রদান বন্ধের সিদ্ধান্তও প্রত্যাহার করা হবে না।

মেট্রোরেলের ৮ কিলোমিটার দৃশ্যমান

নিজস্ব প্রতিবেদক:

মেট্রোরেলের আট কিলোমিটার দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রকল্প অগ্রগতি হয়েছে ৪০ ভাগ। আগামী বছরের ডিসেম্বরে উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের (এমআরটি-৬) উদ্বোধন করা হবে। ২০৩০ সালের মধ্যে রাজধানীতে পাঁচটি মেট্রোরেল লাইনের কাজ শেষ হবে।

বুধবার দিয়াবাড়িতে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ও রেললাইন স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শিগগির এমআরটি লাইন-১ ও ৫ এর কাজ শুরু হবে। সঙ্গে থাকবে সাড়ে ১৩ কিলোমিটার পাতাল রেল। ইতোমধ্যে ডিপিপি অনুমোদন হয়েছে।

তিনি বলেন, সব মেগা প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হবে। কর্ণফুলী টানেলের কাজ ৫০ ভাগ শেষ; পদ্মা সেতুর কাজ ৭০ ভাগ। স্থবিরতা কাটিয়ে বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ দ্রুতগতিতে চলছে।

জাইকার ঋণে প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক এক কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের কাজ শুরু হয় ২০১২ সালে। লাইনটি মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন সেতুমন্ত্রী।

‘বিএনপি সেকেলে মানসিকতার’: সিটি করপোরেশনের ভোটে ইভিএমের বিরোধিতা করায় বিএনপিকে সেকেলে মানসিকতার বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের।

তিনি বলেন, বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে। তাই তারা ইভিএমে ভোটের সমালোচনা করছে। সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। অথচ ডিজিটাল পদ্ধতি বিএনপি পছন্দ করে না। তারা ক্ষমতায় এলে দেশ কখনও এগিয়ে যাবে না।

নির্বাচনে কারচুপির আশঙ্কার কথা জানিয়েছে বিএনপি। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ইভিএমে ত্রুটিমুক্ত নির্বাচন হবে। এই পদ্ধতিতে সহজেই ভোট গণনা করা যায়। ইভিএম নিয়ে বিতর্কের অবকাশ নেই।

নির্বাচন কমিশন নিয়ে অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কমিশন বিএনপির পক্ষেই কথা বলছে। সরকারের পক্ষ নিয়ে কথা বলছে না।

শেষ পর্যন্ত ভোটে থাকবেন- বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের এ বক্তব্যকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের পুরোনো সংস্কৃতি নির্বাচনের আগেই নির্বাচন বয়কট করা। সেখান থেকে তারা সরে আসতে পারলে ভালো কথা।

ভোটার তালিকার খসড়া প্রকাশ ২০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

ভোটার তালিকা হালনাগাদের খসড়া আগামী ২০ জানুয়ারি প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির সহকারী সচিব মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মাঠপর্যায়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে ভোটার তালিকার খসড়া জেলা নির্বাচন অফিস, সংশ্নিষ্ট থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড কার্যালয়, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা জনগুরুত্বপূর্ণ দর্শনীয় যে কোনো স্থান এবং সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যালয়ে উন্মুক্ত রাখতে বলা হয়েছে।

মোশাররফ হোসেন জানিয়েছেন, খসড়া তালিকায় কোনো নাগরিকের তথ্যে ভুল বা তথ্য সংশোধন করার প্রয়োজন হলে, তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে সংশ্নিষ্ট রিভাইজিং অথরিটির কাছে আবেদন করতে হবে। রিভাইজিং অথরিটি এর পরবর্তী সাত দিনের মধ্যে তা সমাধান করবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা জানিয়েছিলেন, আইন সংশোধন করে জাতীয় ভোটার দিবসে (১ মার্চ) ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিদ্যমান ভোটার তালিকা আইনে ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার নিয়ম ছিল। কমিশন এতে সংশোধন এনে মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানা গেছে। এবার ভোটার তালিকা হালনাগাদে ৯৫ লাখের ওপরে নাগরিক নিবন্ধন সম্পন্ন করেছে।

ইসি জানায়, ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম এমন নাগরিকদের এবার তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ২০০২ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। বাকি দুই বছরের তথ্য অগ্রিম সংগ্রহ করে রাখা হচ্ছে। বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসির তথ্যমতে, দেশে বর্তমানে ভোটার প্রায় সাড়ে ১০ কোটি।

সব নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে-সিইসি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন, ঢাকার দুই সিটি করপোরেশনসহ আসন্ন সব নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বুধবার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি। এসময় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানসহ জেলা ও বিভাগের নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি কেএম নূরুল হুদা বলেন, ‘সব দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। নির্বাচনে কারচুপির কোনো আশঙ্কা নেই। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন হবে আগামী ১৩ জানুয়ারি। আর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হবে ৩০ জানুয়ারি। এসব নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে।’

তিনি বলেন, ‘উপনির্বাচন নিয়ে চট্টগ্রামের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ভালো আছে বলে জানিয়েছেন তারা। নির্বাচন ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো প্রার্থীর সমর্থকদের আচরণ বিধিবর্হিভূত হয়নি। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়েও প্রস্তুত আছেন সবাই। ইভিএম ব্যবহার করে নির্বাচনের ফলাফল দ্রুত দেওয়া যাবে।’

নূরুল হুদা বলেন, ‘মার্চ মাসে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হতে পারে। আজকের সভায় দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে একটি রোহিঙ্গাদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া কিভাবে বন্ধ করা যায় এবং এনআইডি জালিয়াতি কিভাবে প্রতিহত করা যায় তা। রোহিঙ্গাদের ব্যাপারে যেসব মামলা হয়েছে তার তদন্ত চলছে। ইতোমধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অধিকাংশই আউটসোর্সিং স্টাফ। নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও কর্মকর্তারা এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এমন অভিযোগ পাওয়া যায়নি। তবে কিছু কিছু জায়গায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা রোহিঙ্গা হওয়া সত্ত্বেও বাংলাদেশের নাগরিক হিসেবে তাদেরকে সনদ দিয়েছে বলে আমরা প্রমাণ পেয়েছি।’