ভোলায় হাতের কব্জি কাটা মামলার গ্রেপ্তার ২

লালমোহনের চরভূতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিনের হাতের কব্জি কাটার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মিজানুর রহমান হাওলাদার (৪৫) ও কালাম সরকারকে (৫০)। সোমবার গভীর রাতে তাদেরকে উপজেলার হরিচাঁদ বাজার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।

মিজানুর রহমান হাওলাদার লালমোহন পৌর ৪নং ওয়ার্ড নয়ানী গ্রামের মৃত হানিফ হাওলাদারের ছেলে এবং কালাম সরকার উপজেলার চরভূতা ইউনিয়নের মৃত মনু মিয়ার ছেলে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, জসিম উদ্দিনের হাতের কব্জি কাটার ঘটনায় তার ছেলে নয়ন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ও ৬ জনকে অজ্ঞাত আসামি করে সোমবার একটি মামলা দায়ের করেন।

ওই মামলার সূত্র ধরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৬ ও ৭ নম্বর আসামি মিজানুর রহমান ও কালাম সরকারকে গ্রেপ্তার করে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের কক্সবাজার মোড় এলাকায় ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিনের উপর অতর্কিত হামলা চালিয়ে তার ডান হাতের কব্জি কেটে ফেলে এক দল দুর্বৃত্ত। এ ঘটনায় জসিম উদ্দিনের ছেলে বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১০।

ভোলায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

ভোলার তজুমদ্দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ-পশ্চিম চাচঁড়া প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

চাচঁড়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন হান্নান জানান, বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার কাজ করতে নির্মাণ শ্রমিক রাকিব ও সাদ্দাম ট্যাংকের ভিতরে নামে। এসময় গ্যাসের ক্রিয়ায় তারা চিৎকার করতে থাকলে আরেক শ্রমিক আলাউদ্দিন তাদের উদ্ধার করতে ট্যাংকে নামলে তিনজনই মারা যায়।

নিহত রাকিব ও সাদ্দাম তজুমদ্দিন উপজেলার শিবপুর খাসের হাট এলাকার এবং আলাউদ্দিন চাচঁড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা জানান, উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে।

ভোলায় জলবায়ু ফোরামের উদ্যাগে স্কুল পরিদর্শন

ভোলা প্রতিনিধি:
কোস্ট জলবায়ু ফোরাম ভোলা সদর উপজেলা কমিটির উদ্যোগে উত্তর-পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাইমারি স্কুলের নতুন ভবননির্মাণ কাজের অগ্রগতি বিষয় আলোচনা করেন উপজেলা সহকারী প্রকৌশলী আমিরুল ইসলাম ও সভাপতি মোকােম্মেল হক মিলন,নূরুল ইসলাম, মঈনুল ইসলাম,হারুন রশিদ শিমুল, মেম্বার -মোশারেফ হোসেন, ও রাজিব ঘোষ এবং প্রধান শিক্ষক মেহেরুননেছা ।তারা সবাই টেকসই উন্নয়ন সহ জন স্বার্থে ভবনটিকে কাজে লাগানোর বিষয় গুরুত্ব দেন।

ভোলায় ২১ জেলের কারাদণ্ড

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ২১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

|সোমবার দুপুরে ভোলার ভেদুরিয়া ও তুলাতলি সংলগ্ন মেঘনা-তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম ও আবু আবদুল্লাহ খান জানান, ইলিশ রক্ষায় কোস্টগার্ডের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের দুইটি পৃথক দল মেঘনা-তেতুলিয়া নদীতে অভিযানে নামে।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করায় ভেদুরিয়া ও তুলাতলী পয়েন্ট থেকে ২৮ জেলেকে আটক করা হয়। পরে এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ৭ জনকে মুক্তি দিয়ে বাকি ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জব্দ করা ১০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বাড়ানোর জন্য ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সবধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য বিভাগ।

তজুমদ্দিনে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ভোলার তজুমদ্দিনে একটি মিথ্যা মামলায় জেল থেকে জামিনে বের হওয়ার পর সন্ত্রাসী হামলার অভিযোগে এনে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক ছাত্রলীগ নেতা।

শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তজুমদ্দিন সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন।

লিখিত বক্তব্যে শাহাবুদ্দিন জানান, গত ২৮ ফেব্রুয়ারী উপজেলার সোনাপুর ইউনিয়নে একটি মারামারির ঘটনায় আহতদেরকে দেখতে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান রাতে হাসপাতালে আসেন।

এ সময় দুর্বৃত্তরা তার ব্যক্তিগত গাড়ীটি ভাংচুর করেন। এ ঘটনায় ২রা মার্চে আমাকে উদ্দেশ্য প্রনোদিতভাবে জড়িয়ে একটি মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণ করেন পুলিশ।

পরে ৪ঠা মার্চ জামিনে মুক্তি পেয়ে সিএনজি যোগে আমার বাবা, খালু ও বড়ভাইসহ তজুমদ্দিনে বাসার উদ্দেশ্যে রওয়ানা করি।

পথিমধ্যে আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানের ছেলে ফাহমিদ দেওয়ান ও রুবেল পাটওয়ারীর নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল আমাদেরকে তালতলি বাজারে গতিরোধ করে মারপিট করেন।

মারপিটের ঘটনায় শাহাবুদ্দিন, তার পিতা খোরশেদ আলম, বড়ভাই মোঃ রিয়াজ ও খালু আবু তাহের আহত হয়।

ভোলার রাজাপুরে শিশু ছাত্রী ধর্ষণের ঘটনায় স্থানীয়দের মানববন্ধন কর্মসূচি

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামে শিশু ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

শুক্রবার সকালে ইউনিয়নের জনতা বাজারে তারুণ্যের কর্তব্য ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় স্থানীয় ছাত্র কিশোর যুবকসহ নানান শ্রেণীপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ঘটনার একদিন একরাত পার হয়ে গেলেও এখনো অধরা আসামিরা। মামলা হওয়ার পরেও কেনো আসামিদের আটক করতে এতো বিলম্ব হচ্ছে প্রশাসনের। অতি দ্রুত আসামিদের আটক করে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তারা।

স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে করে বক্তারা বলেন, রাজাপুর ইউনিয়নে দিনদিন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোরতা নেই বলেই এসব অপরাধ কর্মকাণ্ড বেড়েই চলছে বলে মন্তব্য করেন বক্তারা।

ভোলায় ভেজাল ছানা জব্দ করেছে জনতা

সাতক্ষীরা থেকে বিক্রির জন্য ভোলায় আসা ৩০০ কেজি ভেজাল ছানা জব্দ করেছে স্থানীয়রা। পরে এসব ছানা ভোলা সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে হস্তান্তর করে তারা।

বুধবার (৩ মার্চ) রাতে উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে একটি বোরাক ভর্তি এসব ছানা জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র সাতক্ষীরা থেকে ভেজাল ছানা ভোলায় এনে মিষ্টির দোকানে বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সাতক্ষীরা থেকে ৩০০ কেজি ভেজাল ছানা বরিশাল হয়ে লঞ্চযোগে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে আসে।

পরে স্থানীয় বোরাকচালক নূরউদ্দিনের বোরাকে করে ওই ছানা ভোলা শহরের বাসু ঘোষের মিষ্টির দোকানে নেওয়ার সময় স্থানীয়রা এগুলো জব্দ করে।

এর আগেও ভোলা শহরের ঘোষপট্টির বাসুদেব ঘোষের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাতক্ষীরা থেকে আসা ছানা জব্দ করে এবং তাকে জরিমানা করে।

পরে ওই ছানা ল্যাবরেটরি পরীক্ষার জন্য পাঠানো হলে এতে শূকরের চর্বিসহ নানা রাসায়নিক পাওয়া যায়।

বোরাকচালক নুরউদ্দিন জানান, ভোলার ঘোষপট্টির খাঁটি দধি ভাণ্ডারের মালিক বাসুদেব ঘোষের দোকানের ম্যানেজার তাকে ফোন করে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে ছানার দুইটি ঝুড়ি তার দোকানে নিয়ে আসতে বলেন। তাই তিনি এগুলো নিয়ে এসেছেন।

এ বিষয়ে ভোলা ডেইরি ফার্ম মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জানান, একটি চক্র স্থানীয় গরু-মহিশের দুধ না কিনে সাতক্ষীরা থেকে ভেজাল ছানা কম দামে ক্রয় করে ভোলায় এনে বিক্রি করে। পর এ ভেজাল ছানা দিয়েই মিষ্টি তৈরি করেন দোকানিরা।

তিনি আরও জানান, ভোলার কয়েকজন চিহ্নিত ব্যবসায়ী এই ভেজাল ছানা সাতক্ষীরা থেকে এনে তা বাজারে বিক্রি করে। যার ফলে সাধারণ ক্রেতারা আসল দুধের ছানার মিষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। তিনি ভেজাল ছানার বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালনার দাবি জানান।

এদিকে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ খান বলেন, স্থানীয়রা আমাদের কাছে ছানা নিয়ে এসেছে। আমরা ওই ছানার ল্যাবরেটরি পরীক্ষা করার জন্য নমুনা পাঠাব। ভেজাল প্রমাণিত হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলায় অভিযানের প্রথমে দিনে ২২ জেলের জেল, সাড়ে ১৫ হাজার মিটার জাল জব্দ

ভোলায় দুই মাসের ইলিশ অভয়াশ্রম সংরক্ষণ অভিযানের প্রথম দিনে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ২২ জেলেকে আটক করেছে মোবাইল কোর্ট।

অভিযানে ১ হাজার ২৮৫ কেজি জাটকা ইলিশ, ২২ জন জেলে, ২০টি বেহুন্দি জাল, ১৫ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল, ২ টি মশারি জাল, ১টি চরঘেরা জাল আটক করা হয়।

নৌ-পুলিশ কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

আসন্ন পৌর নির্বাচনে স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভাবে করার প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক

মোকাম্মেল হক মিলন,ভোলা:

গতকাল বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে বিশেষ নির্বাচনে আইন-শৃঙ্খলা সভায় একথা দেন –
এ সভায় পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে জেলা প্রশাসক আরো বলেন পৌরসভা ২০টি কেন্দ্রে ২০ জন ম্যাজিস্ট্রেট বাইরে থেকে মোতায়েন করা হবে। এছাড়া অতিরিক্ত বিজিবি সদস্য ও পুলিশ বাহিনী সদস্যদের নিয়োজিত করা হবে।কোন প্রার্থী আইন শৃঙ্খলা লংঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সভায় পুলিশ সুর্পার সরকার মোহাম্মদ কায়সার বলেন প্রয়োজনে প্রত্যেক ভোটারকে বাড়ী বাড়ী থেকে এনে ভোট ও নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা প্রধান করা হবে। তিনি প্রার্থীদেরকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। এই সভায় উপস্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন।

ভোলায় এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

সারাদেশের ন্যায় ভোলায়ও প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমুহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত দেশের সাড়ে ৫ হাজার অনাস-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাংলাবাজার চৌরাস্তার সামনে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন ভোলা জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন ভোলা জেলা আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম-আহ্বায়ক বিপ্লব কুমার মন্ডল, সদস্য সচিব আফজাল হোসেন, সংগঠনের সদস্য মাসুমা খালেদা, মামুন, প্রভাষক সালাউদ্দিনসহ অন্যান্য শিক্ষক নেতারা।

মানববন্ধনে বক্তারা প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করে সারাদেশের ৫ হাজার ৫শ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে দ্রুত এমপিও ভুক্তির দাবি জানান।