তজুমদ্দিনে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ভোলার তজুমদ্দিনে একটি মিথ্যা মামলায় জেল থেকে জামিনে বের হওয়ার পর সন্ত্রাসী হামলার অভিযোগে এনে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক ছাত্রলীগ নেতা।

শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তজুমদ্দিন সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন।

লিখিত বক্তব্যে শাহাবুদ্দিন জানান, গত ২৮ ফেব্রুয়ারী উপজেলার সোনাপুর ইউনিয়নে একটি মারামারির ঘটনায় আহতদেরকে দেখতে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান রাতে হাসপাতালে আসেন।

এ সময় দুর্বৃত্তরা তার ব্যক্তিগত গাড়ীটি ভাংচুর করেন। এ ঘটনায় ২রা মার্চে আমাকে উদ্দেশ্য প্রনোদিতভাবে জড়িয়ে একটি মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণ করেন পুলিশ।

পরে ৪ঠা মার্চ জামিনে মুক্তি পেয়ে সিএনজি যোগে আমার বাবা, খালু ও বড়ভাইসহ তজুমদ্দিনে বাসার উদ্দেশ্যে রওয়ানা করি।

পথিমধ্যে আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানের ছেলে ফাহমিদ দেওয়ান ও রুবেল পাটওয়ারীর নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল আমাদেরকে তালতলি বাজারে গতিরোধ করে মারপিট করেন।

মারপিটের ঘটনায় শাহাবুদ্দিন, তার পিতা খোরশেদ আলম, বড়ভাই মোঃ রিয়াজ ও খালু আবু তাহের আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *