অনিয়মের অভিযোগ নিয়োগ পরীক্ষা স্থগিত

আমতলী প্রতিনিধি।
নিয়োগ পরীক্ষায় ঘুষ বানিজ্য ও অনিয়মের অভিযোগ আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। শনিবার সকালে এ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। নিয়োগ পরীক্ষা স্থগিত খবরে এলাকাবাসীর মাঝে স্বস্থি ফিরে এসেছে।
জানাগেছে, আমতলী উপজেলার আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী, অফিস সহায়ক ও আয়া পদ শুন্য রয়েছে। ওই তিন পদে জনবল নিয়োগের জন্য প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান গত আগষ্ট মাসে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। ওই তিন পদে ১৭ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে আয়া পদে ৫ জন, নিরাপত্তা কর্মী পদে ৫ এবং অফিস সহায়ক পদে ৭ জন আবেদন করেন। ওই বিজ্ঞপ্তি মোতাবেক শনিবার বরগুনা জেলা স্কুল মিলনায়তনে নিয়োগ পরীক্ষার আহবান করা হয়। অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু তিন পদে তিন প্রার্থী মোঃ কামরুল হাসান জিকু, খাজিদা বেগম ও মোঃ রুবেলের নিকট থেকে ২৪ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। তিন প্রার্থীর কাছ থেকে ঘুষ নিয়ে তরিগরি করে নিয়োগ বোর্ড গঠন করে নিয়োগ সম্পন্ন করতে চাচ্ছেন প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি। এছাড়াও নিয়োগ পরীক্ষায় আবেদনকারী মোঃ আল আমিন, মোঃ বেল্লাল তালুকদার ও কাওসার মিয়া নিয়োগ পরীক্ষা অংশগ্রহনের জন্য নিয়োগ কার্ড দেয়া হয়নি। শনিবার বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের কাছে ঘুষ বানিজ্য ও নিয়োড় পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে ওই তিন প্রার্থী আভিযোগ দেন। তিন প্রার্থীও অভিযোগের প্রেক্ষিতে বরগুনা জেলা প্রশাসক নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছেন।
বরগুনা জেলা স্কুলের প্রধান শিক্ষক ডিজির প্রতিনিধি মোঃ আবুল কালাম বলেন, অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আমতলী ও তালতলীতে সারের জন্য হাহাকার। কৃষক হন্য হয়ে খুঁজেও সার পাচ্ছে না

আমতলী প্রতিনিধি।
আমতলী ও তালতলী উপজেলার সারের জন্য হাহাকার করছে কৃষকরা। গত ৭ দিন ধরে দু’উপজেলা থেকে সার উধাও। সার না পেয়ে হন্য হয়ে ঘুরছে কৃষকরা। কৃষকরা বলেন, জমিতে সার না দেওয়ায় রোপা আমনের চারা নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত সার সরবরাহের দাবী জানিয়েছেন কৃষকরা।
জানাগেছে, আমতলী ও তালতলী উপজেলায় আমনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩৯ হাজার ৭’শ ৯০ হেক্টর জমি। এর মধ্যে আমতলীতে ২৩ হাজার ৫০০ হেক্টর এবং তালতলীতে ১৬ হাজার ২’শ ৯০ হেক্টর। গত ১৫ দিন পুর্বে জমিতে আমনের চারা রোপন শেষ হয়েছে। ওই জমির উর্বরতা বৃদ্ধিতে দুই উপজেলায় ১ হাজার ৩’শ ৮৭ মেট্রিক টন ইউরিয়া সার প্রয়োজন। কিন্তু গত সাত দিন ধরে আমতলী ও তালতলী উপজেলার ইউরিয়া সার নেই। সার না পেয়ে কৃষকরা হন্য হয়ে গ্রাম থেকে গ্রামান্তর ও শহরে সারের দোকানগুলোতে খুজে বেড়াচ্ছেন। সার না পেয়ে কৃষকরা খালী হাতে বাড়ী ফিরে যাচ্ছেন। কৃষকরা বলেন, জমিতে সার প্রয়োগ করতে না পারায় জমির উর্বরতা কমে রোপা আমন ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত জমিতে সার দিতে না পারলে খুবই সমস্যা হয়ে বলে জানান তারা। এদিকে তীব্র সার সংকটের মধ্যেও তালুকদার স্টোরের মালিক মোঃ মৃনাল তালুকদার চরা মুল্যে সার বিক্রি করছেন। তিনি প্রতি কেজি সারের দাম নিচ্ছেন ২০ টাকা। ৫০ কেজির এক বস্তা সার বিক্রি করছেন এক হাজার টাকায়।
তালুকদার স্টোরের মালিক মৃণাল তালুকদার বলেন, শ্রমিকরা কয়েক বস্তা সার দিয়েছিল। ওই সার বেশী মুল্যে ক্রয় করেছি আবার বেশী মুল্যে বিক্রি করছি।
খোজ নিয়ে জানাগেছে,আমতলীতে ৮ জন বিসিআইসি ও ৭২ জন খুচরা এবং তালতলী ৭ জন বিসিআইসি ডিলার রয়েছে। বিসিআইসি ডিলারগত ০১ সেপ্টেম্বর টাকা জমা দিলেও গত ২৫ দিনের সার পায়নি। সার না পাওয়ায় তারা কৃষকদের সার দিতে পারছে না এমন দাবী বিসিআইসি সার ডিলার মোঃ মহিউদ্দিন মিয়ার।
শনিবার আমতলী ও তালতলী উপজেলার খোজ নিয়ে জানাগেছে, বিসিআইসি ও খুচরা ডিলারদের কাছে কোন সার নেই। তারা কৃষকদের সার দিতে পারছেন না। কৃষকরা দলে দলে সার নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন।
হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের ফারুক গাজী বলেন, জমিতে চার বস্তা সারের প্রয়োজন। কিন্তু হলদিয়া ইউনিয়নের সার ডিলারের কাছে সার পাইনি। নিরুপায় হয়ে আমতলী উপজেলা শহরের এসেছি। এখানের সকল দোকান ঘুরেও সার পেলাম না। সার না পেয়ে খালী হাতে ফিরে যাচ্ছি। গত ১৫ দিনেও জমিতে এক মুঠো সার দিতে পারিনি।
আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের নয়া মিয়া সরদার বলেন, দুই বস্তা সারের জন্য আমতলী পৌর শহরে হন্য হয়ে খুঁজেও পাইনি। তিনি আরো বলেন, তালুকদার স্টোরে কিছু সার আছে। ওই সার অনেক বেশী মুল্যে বিক্রি করছেন দোকান মালিক মৃণাল তালুকদার।
একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাহবুব হাওলাদার বলেন, আমতলী ইউনিয়নের সকল দোকান ও পৌর শহরের দোকানে খুজেও সার পাইনি।
মহিষডাঙ্গা গ্রামের কিশোর ও জলিল বলেন, পৌর শহরের সকল দোকানে ঘুরেও সার পাইনি। কি করবো ভেবে পাচ্ছি না? জমিতে সার দিতে না পারলে রোপা আমনের চারা নষ্ট হয়ে যাবে।
আমতলী পৌরসভার আরিফ স্টোরের মালিক গনি বেপারী বলেন, বিসিআইসি ডিলাররা সার দিতে পারছে না। তাই সার বিক্রি বন্ধ করে দিয়েছি। কৃষকরা দোকানে এসে ঘুরে যাচ্ছেন। দোকানে এক মুঠো সার নেই।
ইউনুস টেড্রার্সের মালিক মোঃ ইউনুস মিয়া বলেন, গত সার দিন ধরে আমতলীতে সার নেই। কৃষকরা হন্য হয়ে খুঁজেও সার পাচ্ছে না।
তালতলী উপজেলার বিসিআইসি ডিলার মোঃ খলিলুর রহমান বলেন, এক মাস পুর্বে টাকা জমা দিয়েও সার পাইনি। কৃষকের যন্ত্রনায় আর টিকতে পারছি না। দ্রুত সার সরবরাহের দাবী জানান তিনি।
আমতলী পৌরসভার বিসিআইসি ডিলার মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, সেপ্টেম্বর মাসে ২৫৮ মেট্রিকটন বরাদ্দ সারের মাত্র ২০ টন পেয়েছি। এই সার দিয়ে কৃষকদের সামাল দেয়া সম্ভব হচ্ছে। কৃষকরা দোকানে আসলে দোকান বন্ধ করে যেতে হয়। তিনি আরো বলেন, গত ১ সেপ্টেম্বর সারের টাকা ব্যাংকে জমা দিয়েছি। কিন্তু ২৫ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো সার পায়নি।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, বরিশাল বাফার কর্তৃপক্ষ সার সরবরাহ করছে না। ফলে আমতলী ও তালতলীতে সার নেই। দ্রুত সময়ের মধ্যে কৃষকদের কাছে সার সরবরাহ চেষ্টা করছি।
সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন বলেন, বরিশাল বাফার গুদামে খোজ খবর নিয়ে দ্রুত কৃষকদের মাঝে সার সরবরাহ নিশ্চিত করা হবে।
ডেপুটি চিফ বাফার ইনচার্জ বরিশাল আব্দুর রহিম খন্দকার বলেন, আমতলীর গত আগস্ট মাসের ৪’শ ৫০ মেট্রিক টন ও সেপ্টেম্বর মাসের ১’শ ২৫ মেট্রিক টন এবং তালতলীর ১’শ ১৪ মেট্রিক টন সার সরবরাহ করা হয়েছে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে আমতলীর ও তালতলীর চাহিদা মাফিক সার সরবরাহ করা হবে।

রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফেঁসে শিশু নিহত

আমতলী প্রতিনিধি।
১০ বছরের শিশু মোস্তাফিজুর রহমান তুহিন ঘরে একা রশি নিয়ে খেলছিল। ওই রশি গলায় পেচিয়ে শিশু তুহিন নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে বরগুনার তালতলী উপজেলার ছাতনপাড়া গ্রামে।
জানাগেছে, উপজেলার ছাতনপাড়া গ্রামের মোতালেব হোসেন লিটনের ছেলে তালতলী মদিনাতুল উলুম মাদ্রাসার নাজরানা বিভাগের ছাত্র মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন ঘরে অব্যহহৃত ট্রাউজারের রশি নিয়ে খেলতেছিল। ওই রশি শিশু তুহিনের গলায় ফেঁসে যায়। এ সময় ঘরে কেউ ছিল না। মা রেবা বেগম বাহিরে কাজ করছিল। শিশুর সারা শব্দ না পেয়ে মা রেবা বেগম ঘরে এসে শিশুটিকে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পায়। পরে তিনি শিশুটির গলা থেকে রশি খুলে ফেলেন। তাৎক্ষনিক শিশুটিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ দীলিপ রায় শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশ তদন্ত শেষে পরিবারের দাবীর প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহত শিশু মোস্তাফিজুর রহমান তুহিনের মা রেবা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, ছেলে ছুটিতে মাদ্রাসা থেকে গতকাল বাড়ীতে আসে। শুক্রবার রাতে ঘরে একা অব্যবহৃত ট্রাউজারের রশি নিয়ে খেলতেছিল। ওই ট্রাউজারের রশি গলায় পেচিয়ে মারা গেছে।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দীলিপ রায় বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে। শিশুটির গলায় রশি পেচানোর চিহৃ রয়েছে।
তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে।

জাল তুলতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

আমতলী প্রতিনিধি:
জাল তুলতে গিয়ে বজ্রপাতে মোঃ আনোয়ার হোসেন মৃধা নামের এক জেলে নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার সকালে তালতলী উপজেলার হুলাটানা গ্রামে ।
জানাগেছে, উপজেলার হুলাটানা গ্রামের মোঃ আনোয়ার হোসেন মৃধা (৪৫) বুছনা জাল ফেলে জীবিকা নির্বাহ করে আসছে। শনিবার সকালে ওই জাল তুলতে বাড়ীর উত্তর পাশে ডাঙ্গায় যায়। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। তার বাড়ী ফিরতে বিলম্ব হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা ডাঙ্গায় গিয়ে তার ঝলসানো মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের বাবা কামাল মৃধা কান্নাজনিত কন্ঠে বলেন, আমার ছেলে আনোয়ার বুছনা জাল তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে।
তালতলী থানায় ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন বলেন, বজ্রপাতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা দেয়া হবে।

আমতলীতে স্কুলে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম আবেদন করেও নিয়োগ পরীক্ষার কার্ড পায়নি তিন প্রার্থী

আমতলী প্রতিনিধি:
গোপনে ও তরিগড়ি করে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। নিরাপত্তা কর্মী পদে আবেদন করেও নিয়োগ কার্ড পায়নি তিন প্রার্থী। শুক্রবার বিকেলে এমন অভিযোগ করেন আবেদনকারী তিন প্রার্থী। তারা আরো অভিযোগ করেন প্রধান শিক্ষক মজিবুর রহমান ও বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি আব্দুল মান্নান খান মন্টু যোগসাজসে ২৪ লক্ষ টাকার বিনিময়ে তিন পদে গোপনে নিয়োগ দেয়ার জন্য এমন অনিয়মের আশ্রয় নিয়েছেন। তরিড়রি করে নিয়োগের প্রস্তুতি নেয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে স্বচ্ছ প্রক্রিয়ার নিয়োগ দেয়ার দাবী জানান তারা।
জানাগেছে, আমতলী উপজেলার আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী, অফিস সহায়ক ও আয়া পদ শুন্য রয়েছে। ওই তিন পদে জনবল নিয়োগের জন্য প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান গত আগষ্ট মাসে বিজ্ঞপ্তি দেয়। ওই তিন পদে ১৭ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে আয়া পদে ৫ জন, নিরাপত্তা কর্মী পদে ৫ এবং অফিস সহায়ক পদে ৭ জন আবেদন করেন। ওই বিজ্ঞপ্তি মোতাবেক আগামী ২৫ সেপ্টেম্বর বরগুনা জেলা স্কুলে নিয়োগ পরীক্ষার আহবান করা হয়। এদিকে আগামী ২৯ সেপ্টেম্বর ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হবে। কিন্তু বর্তমান কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু ও প্রধান শিক্ষক কমিটির মেয়াদ শেষ হওয়ার ৪ দিন আগে তরিগরি করে নিয়োগের প্রস্তুতি নিয়েছেন। তরিগরি করে নিয়োগ প্রক্রিয়া গ্রহন করায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান ও সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু তিন পদে তিন প্রার্থীর কাছ থেকে ২৪ লক্ষ টাকা ঘুষ নিয়ে তরিগরি করে নিয়োগ বোর্ড গঠন করে নিয়োগ সম্পন্ন করতে চাচ্ছেন। অপর দিকে নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী মোঃ আল আমিন, মোঃ বেল্লাল তালুকদার ও কাওসার মিয়া নিয়োগ পরীক্ষা শুরুর ১৭ ঘন্টা আগেও নিয়োগ কার্ড দেয়নি প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজসে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তিন প্রার্থী মোঃ কামরুল হাসান জিকু, খাজিদা বেগম ও মোঃ রুবেলের নিকট থেকে ২৪ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। ওই তিন প্রার্থীকে নিয়োগ দিতে ম্যানেজ বোর্ড গঠন করেছেন এমন অভিযোগ করেন নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী মোঃ আল আমিন, বেল্লাল তালুকদার ও কাওসার মিয়া।
নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী মোঃ আল আমিন বলেন, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান আমার কাছে ওই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জাকির হোসেনের মাধ্যমে ৮ লক্ষ টাকা ঘুষ দাবী করেন। ওই টাকা না দেয়ায় আমাকে নিয়োগ দিবে না মর্মে নিয়োগ কার্ড দেয়নি। এই গোপন নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় নিয়োগ দেয়ার আহবান জানান তিনি।
নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী বেল্লাল তালুকদার ও কাওসার বলেন, প্রধান শিক্ষক মোঃ মজিুবর রহমান ও সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু যোগসাজসে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তিন প্রার্থী মোঃ কামরুল হাসান জিকু, খাজিদা বেগম ও মোঃ রুবেলের নিকট থেকে ২৪ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। ওই তিন জনকে নিয়োগ দিতে আমাদের নিয়োগ কার্ড দেয়নি। তারা আরো বলেন, আমরা নিয়োগ কার্ডের জন্য প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি যথা প্রক্রিয়ার নিয়োগ কার্ড আমাদের কাছে পৌছে যাবে বলে জানিয়ে দেন। কিন্তু নিয়োগ পরীক্ষার ১৭ ঘন্টা পুর্বেও আমরা নিয়োগ কার্ড পাইনি।
ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জাকির হোসেন নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী মোঃ আল আমিনের নিকট টাকা দাবীর কথা অস্বীকার করে বলেন, বর্তমান সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু তার ভাগ্নে কামরুল হাসান জিকুকে নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োগ দিতে তরিগরি করে নিয়োগ সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছেন।
প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, নিয়োগ কার্ড নিয়ে তিন প্রার্থীর বাড়ীতে লোক পাঠানো হয়েছে। না পেলে আমার কিছুই করার নেই।
আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু বলেন, যথা প্রক্রিয়াই নিয়োগের প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, নিয়োগ প্রক্রিয়ার কোন ঘুষ নেয়া হয়নি। সচ্ছ ভাবেই নিয়োগ দেয়া হবে।
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন বলেন, বিষয়টি আমি জেনেছি। নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে চেষ্টা করবো।
বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জসিম উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে ফেয়ারপ্রাইজের চালের কার্ড নবায়নে টাকা আদায়!

আমতলী প্রতিনিধি।
হতদরিদ্রদের নামে সরকারের দেয়া ফেয়ারপ্রাইজের চালের কার্ড নবায়নের নামে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আমতলী উপজেলার ফেয়ারপ্রাইজের ডিলার ও ইউপি সদস্যরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার যোগসাজসে এ টাকা আদায় করছেন। দ্রুত কার্ড নবায়নের নামে টাকা আদায় বন্ধের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, ২০১৬ সালে হতদরিদ্র মানুষের খাদ্য বান্ধব কর্মসুচীর (ফেয়ারপ্রাইজ) আওতায় আনার জন্য ১০ টাকা কেজি দরে পরিবার প্রতি ৩০ কেজি চাল বিক্রি শুরু করেন সরকার। ওই কর্মসুচীর আওতায় আমতলী উপজেলায় ১৩ হাজার ২’শ ৪৫ জন উপকার ভোগী চিহিৃত করা হয়। বছরে মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নবেম্বর এই ৫ মাস ওই চাল বিতরনের জন্য উপজেলায় ২৪ জন ডিলার নিয়োগ দেয় উপজেলা প্রশাসন। গত ৫ বছর ধরে এ সুবিধা পেয়ে আসছে উপজেলার হতদরিদ্র ১৩ হাজার ২’শ ৪৫ পরিবার। এ বছর ওই উপকারভোগীদের কার্ড নবায়নের সিদ্ধান্ত নেন সরকার। কার্ড নবায়নের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উপজেলার ডিলারদের নির্দেশ দেয়। উপজেলার ডিলাররা ওই সুযোগে কার্ড নবায়নের নামে কার্ড প্রতি দুই’শ টাকা আদায় করছেন বলে অভিযোগ করেন উপকারভোগীরা। তারা অভিযোগ করেন ডিলাররা চাল বিতরনের সময় কার্ড রেখে নবায়নের নামে দুই’শ টাকা নেয়। এ টাকা দিতে না চাইলে তারা দুই’শ টাকার চাল রেখে দিবেন বলে হুমকি দেয়। বাধ্য হয়ে আমরা তাদের টাকা দিচ্ছি। তারা আরো বলেন, ইউপি সদস্যরা ডিলারদের কাছে কার্ড নবায়নের জন্য টাকা দিতে নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ডিলাররা উপকারভোগীদের কার্ড জমা রেখে দিচ্ছেন। জানতে চাইলে ডিলাররা বলেন, নতুন কার্ড দিতে পুরাতন কার্ড জমা রেখেছি।
লাল ভানু বলেন, কার্ড নতুন হইর‌্যা দেয়ার লই¹্যা মোর ধারে ডিলার আলমগীর মৃধা টাহা চাইছে। মোর ধারে টাহা আলহে না। মুই উদ্দার হইর‌্যা এক’শ টাহা দিছি।
গুলিশাখালী গ্রামের নুর মোহাম্মদ গাজী ও মোস্তফা প্যাদা বলেন, কার্ড নবায়নের জন্য ডিলার টাকা চেয়েছে কিন্তু দেয়নি।
আঠারোগাছিয়া পশ্চিম সোনাখালী গ্রামের সুলতান বাওয়ালী, সাহেদা, আইউব মৃধা, হান্নান মোল্লা ও সালেহা বেগম বলেন, কার্ড নবায়নের কথা বলে মাসুম মৃধা দুই’শ টাকা করে নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, কার্ড নবায়নের টাকা না দিলে ডিলাররা চাল দিবে না বলে জানিয়ে দেয়। তাই বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে।
আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডিলার আলমগীর মৃধা কার্ড নবায়নে টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার নির্দেশে টাকা আদায় করেছি।
আমতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সমীর কুমার রায় বলেন, কার্ড নবায়নে কোন টাকা নেয়ার নির্দেশ দেয়া হয়নি। কোন ডিলার যদি টাকা আদায় করে থাকেন, সত্যতা সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গুলিশাখালী ইউনিয়নের ফেয়ারপ্রাইজের চাল বিতরনে তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামানের (০১৭২৫৪৪০৫৫৮) মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন বলেন, কার্ড নবায়নে কোন টাকা আদায় করা যাবে না। বিষয়টি খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আমতলীর পায়রা নদীতে অবৈধ জাল ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৪

আমতলী প্রতিনিধি।
পায়রা নদীতে অবৈধ চরগড়া জাল ফেলাকে কেন্দ্র করে দু’গ্রুপ জেলেদের সংঘর্ষে ৪ জেলে আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামে বৃহস্পতিবার সকালে।
জানাগেছে, আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের শিপন হাওলাদার ও কবির হাওলাদারের মধ্যে পায়রা নদীতে অবৈধ চরগড়া জাল ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়। গুরুতর আহত কবির ও শিপনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহত করিব হাওলাদারের মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলে কবির পায়রা নদীতে চরগরা জাল ফেলে। ওই জাল শিপন তুলে ফেলে দেয়। এর প্রতিবাদ করলে আমার ছেলেকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।
আহত শিপন হাওলাদার কবিরকে মারধরের কথা অস্বীকার করে বলেন, কবির পায়রা নদীর আমার স্থানে জাল ফেলে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আমাকে মারধর করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন. খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে যুবলীগ সভাপতিসহ ১২ জনের জামিন নামঞ্জুর

চাঁদা না পেয়ে কুপিয়ে হাত পা কেটে ক্ষত-বিক্ষত করার মামলায় আমতলী যুবলীগ সভাপতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ১২ জনের জামিনের আবেদন না মঞ্জুর করেছে আদালত। পরে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার আমতলীর ভারপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান এই আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন-জিএম মুছা ওরফে আবু মুছা, মোয়াজ্জেম হোসেন, জিএম ওসমানী হাসান, আল ফাহাদ, মতিন, তানজিল, রিয়াজ, রুবেল, আশিকুর রহমান আসলাম, মিরাজ মিয়া, কবির ও সবুজ। তারা সকলই আমতলী পৌরসভার বাসিন্দা।

 

জিএম মুছা আমতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর, জিএম হাসান আমতলী উপজেলার যুবলীগের সভাপতি ও মোয়াজ্জেম হোসেন আমতলী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এ মামলায় মালেক ও মো. হাচান পলাতক রয়েছে।

জানা যায়, আমতলী পৌরসভার আনোয়ার হোসেনের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে আমতলী থানায় জিএম মুছাসহ ১৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করে। বাদী একজন ঠিকাদার। দায়ের করা মামলায় বাদী অভিযোগ করেন, চলতি বছরের ২১ মে রাত ৮টার সময় আবুল কালাম আমতলীর খুড়িয়ার খেয়াঘাট থেকে নোমরহাট পাকা রাস্তার উপর পৌঁছালে আসামিরা বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

বাদী চাঁদা দিতে অস্বীকার করলে সকল আসামিরা রামদা দিয়ে আবুল কালাম আজাদের দুই পা, দুই হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। হাত পায়ের রগ কেটে ফেলে।

বাদীর মামা আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান বলেন, আমার ভাগিনাকে সকল আসামিরা ২১ মে রাতে চাঁদার দাবিতে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ তাকে বাঁচিয়েছেন। আমার ভাগিনা চিরতরে পঙ্গু হয়ে গেছে। হাত পায়ের রগ কেটে দিয়েছে। আসামিরা আগাম জামিনের জন্য হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছিল। আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি। সুপ্রিম কোর্টের চেম্বার জজ আমতলী আদালতে এক সপ্তাহের মধ্য হাজির হওয়ার নির্দেশ দেয়।

বরগুনার কোর্ট বারান্দায় আসামি জিএম মু্ছা বলেন, আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমতলীর পৌর মেয়র রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। বাদীর ঘটনার দিন আমি আমতলী মাতৃছায়া কাপড়ের দোকানে ছিলাম। সিসি ক্যামেরায় তার প্রমাণ। এই ঘটনায় আমরা জড়িত না থাকলেও আমাদের জড়িত করা হয়েছে।

আমতলীতে মুজিব কোর্ট নিয়ে ইমামের মিথ্যাচার ও কটুক্তি ! শাস্তি দাবী

আমতলী প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোট নিয়ে মিথ্যাচার ও কটুক্তি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাওড়া ইসলামপুর জামে মসজিদের ইমাম মাওলানা আবু বকর মৃধা এ কটুক্তি ও মিথ্যাচার করেন। এ ঘটনায় রবিবার ইমামের বিচার দাবীতে মুসুল্লীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদ।
জানাগেছে, আমতলীর চাওড়া ইসলামপুর জামে মসজিদের ইমাম ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানার আবু বকর মৃধা গত শুক্রবার খুতবার বয়ানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোট নিয়ে মিথ্যাচার ও কটুক্তি করেছেন বলে অভিযোগ মুসুল্লীদের।

মুসুল্লীরা অভিযোগ করেন, মুজিব কোট নিয়ে ইমাম বলেন, মুজিব কোট ছিল মাওলানা সামসুল হক ফরিদপুরীর। এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফরিদপুরীর ওই কোট নিয়ে যায়। ওই থেকে মুজিব কোট বঙ্গবন্ধু তার নামে চালিয়ে দেন। প্রকৃত পক্ষে বঙ্গবন্ধুর মুজিব কোট না। মুজিব কোট মাওলানার সামসুল হক ফরিদপুরীর। ইমামের এমন বয়ানের প্রতিবাদ করেন মসজিদে আসা মুসুল্লীরা। মুসুল্লীরা আরো অভিযোগ করেন ইমাম মুজিব কোট নিয়ে মিথ্যাচার ও কটুক্তির প্রতিবাদ করলে ইমাম মুসুল্লীদের মসজিদ থেকে চলে যেতে বলেন। ওই ঘটনার পরপর মুসুল্লীরা মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছেন। ইমামের বিচার দাবীতে মসজিদের মুসুল্লীরা রবিবার আমতলী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

মুসুল্লী ইউসুফ জামান বলেন, ইমাম মাওলানা আবু বকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোট নিয়ে মিথ্যাচার ও কটুক্তি করে বলেছেন মুজিব কোট বঙ্গবন্ধুর না। মুজিব কোট সামসুল হক ফরিদপুরীর। ফরিদপুরীর কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোট নিয়ে যায়। ইমামের এমন মিথ্যাচার ও কটুক্তি তীব্র নিন্দা জানিয়ে তিনি ইমামের বিচার দাবী করেছেন।
ইসলামপুর জামে মসজিদের সহ – সভাপতি ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাদল প্যাদা বলেন, ইমাম মাওলানা আবু বকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোট নিয়ে যে মিথ্যাচার ও কটুক্তি করেছেন তা মেনে নেয়া যায়না। এমন মিথ্যাচার ও কটুক্তি রাষ্ট্রবিরোধীতার সামিল।

ইমাম মাওলানা আবু বকর মৃধা মুজিব কোট নিয়ে মিথ্যাচার ও কটুক্তির কথা অস্বীকার করে বলেন, মুসুল্লীরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। তারপরও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

আমতলীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের ঘটনায় আসামীর আদালতে স্বীকারোক্তি

আমতলী প্রতিনিধি।
১০ কেজি চালের জন্য চাচাতো ভাইয়ের ছেলে সাগরের ছুরিকাঘাতে চাচা নুরুল ইসলাম মুন্সিকে হত্যার ঘটনায় আসামী আলমগীর ওরফে আলানুর মুন্সী ও খালেদা বেগম আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। শনিবার আসামী আলমগীর ও খালেদা এ জবানবন্দি দেন। পুলিশ আসামীদের স্বীকারোক্তি মতে হত্যার ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
জানাগেছে, উপজেলা সেকান্দারকালী গ্রামের নুরুল ইসলাম মুন্সিকে গত বৃহস্পতিবার ১০ কেজি চালের জন্য চাচাতো ভাই আলমগীর মুন্সির (৪৮) (আলানুর) তার ছেলে সাগর ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পরপরই আলমগীর, আলেয়া, খালেদা ও আসমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে নিহত নুরুল ইসলাম মুন্সির ছেলে আব্দুল আলিম মুন্সি বাদী হয়ে সাগর মুন্সিকে প্রধান আসামী করে সাত জনের নামে হত্যা মামলা দায়ের করেন। শনিবার গ্রেফতারকৃত আসামী আলমগীর মুন্সি ও খালেদা বেগম আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ ওইদিন আসামীদের স্বীকারোক্তি মতে প্রধান আসামী সাগর মুন্সির ঘরের পিছনের ঢোবা থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। জবানবন্দি শেষে ওইদিন আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, গ্রেফতারকৃত চার আসামীকে আদালতে পাঠানো হয়েছে।এর মধ্যে আসামী আলমগীর মুন্সি ও খালেদা বেগম আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। তিনি আরো বলেন, আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।