বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পাশের হার ৩০.১৫%

তানজুম তমা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ২৫ নভেম্বর ২০১৮ তারিখ রবিবার বিকাল ৫ ঘটিকায় অনলাইনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ‘ক’ ইউনিটে পাশের হার ৩০.৮৫%, ‘খ’ ইউনিটের পাশের হার ২৮.৩১% এবং ‘গ’ ইউনিটে পাশের হার ৩০.৬১%। ৩ টি ইউনিটে সামগ্রিকভাবে পাশের হার ৩০.১৫%। উপাচার্যর কক্ষে আয়োজিত ফলপ্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে অনলাইনের মাধ্যমে ফলাফল কার্যক্রম প্রকাশের উদ্বোধন করেন ববি উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, সিন্ডিকেট সদস্য কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন, সিন্ডিকেট সদস্য জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, সিন্ডিকেট সদস্য ফলাফল প্রস্তুতকরণ ও তথ্যপ্রদান ইউনিটের সমন্বয়ক সিএসই বিভাগের চেয়ারম্যান বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি শেরে বাংলা হলের প্রভোস্ট মো: ইব্রাহীম মোল্লা, সাধারন সম্পাদক ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া, বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। গত বছরের ন্যায় এ বছরও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় বরিশাল বোর্ডের শিক্ষার্থীরাই শীর্ষে রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.eis.bu.ac.bd এ পাওয়া যাবে।

বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: “পথে-ঘাটে বাসে-ট্রেনে, নারীর স্থান সবখানে’ এবং তা কেবল দিনের বেলায় নয়, দিনে-রাতে সব সময়ের জন্য, তাই আমরা “রাতের বেড়া ভাঙ্গব, স্বাধীন ভাবে চলব।
আমরা কিছুইতে পিচপা হব না।নারীর জন্য একটি সমাজ তৈরিতে নারী-পুরুষ সঙ্ঘবন্ধভাবে এক সুরে চিৎকার করব,আওয়াজ তুলব, রুখে দাঁড়াব।আজকে এই হোক অঙ্গীকার, নারী নির্যাতন নয় আর এ শ্লোগান নিয়ে বরিশাল শহরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।
আজ রবিবার সকাল ১০টায় নগরীর সদররোডে বরিশাল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন পর্ষদ ও বেসরকারী উন্নয়ন সংস্থা দূর্বার নেট ওয়ার্ক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।
বলিশাল জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া বেগমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক পূষ্প চক্রবর্তী, বরিশাল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাসিদা বেগম,বরিশাল সচেতন নাগরীক কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা(অবঃ) শাহ-সাজেদা,আনোয়ার জাহিদ,হাসিনা বেগম নিলা।
মানববন্ধন অনুষ্ঠান সঞ্চলনা করেন শুভংকর চত্রবর্তী।
এর পরই একই দাবীতে বেসরকারী উন্নয়ন সংস্থা দূর্বার নেট ওয়ার্কের আয়োজনে সদররোডে নিরব অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এসময় বরিশাল মহিলা পরিষদ,বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি,বেসরকারী উন্নয়ন সংস্থা আভাষ, সহ বিভিন্ন নারী সংগঠন একাত্বতা প্রকাশ করে অংশ গ্রহন করে।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনকালে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে হ্যান্ডবিলের প্রচারের মাধ্যমে তারা জানান আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নারী-পুরুষের সমঅধিকারসহ সমতাভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার অঙ্গিকার সহ নির্বাচনে বিজয়ী হয়ে তা বাস্তবায়ন করার দাবী জানান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরীর ৭টি কেন্দ্রে সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘ক’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলো ১২০৫৭ জন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৭০.৫৭%। পরীক্ষা চলাকালীন সময়ে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, সিন্ডিকেট সদস্য বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, গনিত বিভাগের চেয়ারম্যান হেনা রানী বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ফজলুল হকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। এছাড়া নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার, সিন্ডিকেট সদস্য এবং কলা ও মানবিক অনুষদের ডিনরা । ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘ক’, ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন হওয়ায় উপাচার্য  বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) মেয়র, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বরিশালবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, সিভিল সার্জনের কার্যালয়, সাংবাদিক, বাস মালিক সমিতি, পরীক্ষার্থী, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিএনসিসি, রোভার স্কাউট ও ছাত্রলীগসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

বরিশাল সিটি নির্বাচন নিয়ে বোমা ফাটালেন মাহবুব

ডেস্ক রিপোর্ট: কমিশন সভায় বেশ কয়েকবার ভিন্নমত (নোট অব ডিসেন্ট) দিয়ে আলোচনায় আসা কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, অনিয়মের কারণে বরিশাল সিটি নির্বাচন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি), কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি। আর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭৯ জন প্রিজাইডিং অফিসারের একটি স্বাক্ষরবিহীন তালিকা রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছিলেন গাজীপুরের জেলা প্রশাসক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) একটি বিশেষ সভায় বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্র সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব ও সব মহানগর পুলিশের কমিশনার, উপমহাপরিদর্শক ও সব জেলার পুলিশ সুপার (এসপি)। কমিশনের পক্ষ থেকে ছিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার কমিশনার ও ইসি সচিব। তাদের সবাইকে সামনে পেয়ে বরিশাল ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের অভিজ্ঞতায় তুলে ধরেন তিনি। এসময় ওইসব নির্বাচনকে ‘কিছু কাঁটার আঘাত’ হিসেবে উল্লেখ করেন তিনি।

 

রুদ্ধদ্বার ওই বৈঠকে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। ইসির একটি সূত্রে তার সেই বক্তব্যের কপি আমাদের হাতে এসেছে। মাহবুব তালুকদারের লিখিত বক্তব্য থেকে জানা যায়, সংসদ নির্বাচনেও এই দুই সিটির ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দায়িত্বরত কর্মকতাদের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করেন এই কমিশনার।

তিনি বলেন ‘এবার বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে আসি। এই সিটি কর্পোরশনের নির্বাচনের দায়িত্বে এককভাবে আমি ছিলাম। কিন্তু দুঃখের বিষয় পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচনে সবচেয়ে খারাপ অবস্থা ছিল বরিশালের। সকালে ভোটগ্রহণ কার্যক্রম বেশ ভালো ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্নমুখী অনিয়ম শুরু হয়। বেলা ১১টার মধ্যে আমার কাছে প্রতীয়মান হয় যে, এভাবে ভোটগ্রহণ চলতে পারে না। সিইসিসহ অন্য কমিশনারদের আমি জানাই বরিশালের ভোট কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়া প্রয়োজন। একপর্যায়ে কমিশনারদের সবাই ভোট বন্ধ করার বিষয়ে একমত হলেও নির্বাচন বন্ধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা দেয়া সম্ভব হবে কিনা ভেবে নির্বাচন বন্ধ করা থেকে বিরত থাকি। ইতোমধ্যে ছয়জন মেয়রপ্রার্থীর মধ্যে পাঁচজন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন এবং একজন প্রার্থীই প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিজয়ী হন।’

‘বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পর্কে পরে নির্বাচন কমিশনের যে তদন্ত কমিটি গঠিত হয়, তার সম্মুখে রিটার্নিং অফিসার যে বক্তব্য দেন তার কিয়দংশ (কিছু) তুলে ধরছি, ‘কোনো কোনো বিরোধী প্রার্থীদের পুলিশ কর্তৃক অযাচিতভাবে হয়রানি করা হয়েছে। আবার সরকারি দলের প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের ঘটনায় পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে। শুধু তাই নয়, উল্টো বিরোধী প্রার্থীর প্রচার-প্রচারণায় পুলিশের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।’

‘অন্যদিকে নির্বাচনের সার্বিক পর্যালোচনায় তদন্ত কমিটির বক্তব্য, ‘বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দিন অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল না এবং ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এ বিষয়ে আন্তরিক ছিলেন না। নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের পর্যবেক্ষক ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিরাপত্তায় কোনো পুলিশ সদস্য নিয়োগ দেননি। ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নাজুক। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক ক্ষেত্রেই রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুসরণ করেননি। কিছু কিছু ক্ষেত্রে ভোটকেন্দ্রে ও ভোটকেন্দ্রের বাইরে প্রচুর বহিরাগতদের অবস্থান ছিল।’

এক নজরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার আসন বিন্যাস

আকিব মাহমুদ: ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায়
আবেদনকারী ২৮,৪০২ জন এবং প্রতি আসনের বিপরীতে প্রতিযোগি প্রায় ২০ জন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অষ্টম (৮ম) ভর্তি পরীক্ষা ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪ টি বিভাগের ১,৪৪০টি আসনের বিপরীতে ২৮,৪০২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগি প্রায় ২০ জন। চলতি শিক্ষাবর্ষ হতে পূর্বের ২২ টি বিভাগের সাথে নতুন আরও ২টি বিভাগ ‘ইতিহাস এবং পরিসংখ্যান’ যুক্ত হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ, সময়, ইউনিট অনুযায়ী পরীক্ষার্থী সংখ্যা এবং কেন্দ্রসমূহ নিম্নরূপ:-

তারিখ ও বার সময় ইউনিট অনুযায়ী পরীক্ষার্থী সংখ্যা কেন্দ্র সমূহ
(বরিশাল বিশ্ববিদ্যালয়সহ কেন্দ্র সংখ্যা ০৮ টি)
২৩/১১/২০১৮
শুক্রবার
সকাল ১০:০০-১১:০০ টা ‘খ’ ইউনিটে পরীক্ষার্থী ৫,৭৬৮ জন ২৩/১১/২০১৮ তারিখের “খ” ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ ও বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ, বরিশাল কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
২৩/১১/২০১৮
শুক্রবার
 বিকাল ৩:০০-৪:০০ টা ‘গ’ ইউনিটে পরীক্ষার্থী ৪,২৭৭ জন  “গ” ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
২৪/১১/২০১৮
শনিবার 
সকাল ১১:০০-১২:৩০ টা ‘ক’ ইউনিটে পরীক্ষার্থী ১২,০৫৭ জন

 

 

শাখা পরিবর্তনকারী পরীক্ষার্থী ৬,৩০০ জন

২৪/১১/২০১৮ তারিখের “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বরিশাল নগরীর নি¤েœাক্ত ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে:-
১. সরকারি বরিশাল কলেজ, বরিশাল।
২. সরকারি মহিলা কলেজ, বরিশাল।
৩. আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল।
৪. বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল।
৫. অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল।
৬. বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ, বরিশাল।
৭.শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৩ ও ২৪ নভেম্বর

আকিব মাহমুদ: ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায়
আবেদনকারী ২৮,৪০২ জন এবং প্রতি আসনের বিপরীতে প্রতিযোগি প্রায় ২০ জন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অষ্টম (৮ম) ভর্তি পরীক্ষা ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪ টি বিভাগের ১,৪৪০টি আসনের বিপরীতে ২৮,৪০২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগি প্রায় ২০ জন। চলতি শিক্ষাবর্ষ হতে পূর্বের ২২ টি বিভাগের সাথে নতুন আরও ২টি বিভাগ ‘ইতিহাস এবং পরিসংখ্যান’ যুক্ত হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ, সময়, ইউনিট অনুযায়ী পরীক্ষার্থী সংখ্যা এবং কেন্দ্রসমূহ নিম্নরূপ:-
তারিখ ও বার সময় ইউনিট অনুযায়ী পরীক্ষার্থী সংখ্যা কেন্দ্র সমূহ
(বরিশাল বিশ্ববিদ্যালয়সহ কেন্দ্র সংখ্যা ০৮ টি)
২৩/১১/২০১৮
শুক্রবার সকাল ১০:০০-১১:০০ টা ‘খ’ ইউনিটে পরীক্ষার্থী ৫,৭৬৮ জন ২৩/১১/২০১৮ তারিখের “খ” ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ ও বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ, বরিশাল কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
২৩/১১/২০১৮
শুক্রবার বিকাল ৩:০০-৪:০০ টা ‘গ’ ইউনিটে পরীক্ষার্থী ৪,২৭৭ জন “গ” ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
২৪/১১/২০১৮
শনিবার সকাল ১১:০০-১২:৩০ টা ‘ক’ ইউনিটে পরীক্ষার্থী ১২,০৫৭ জন

 

শাখা পরিবর্তনকারী পরীক্ষার্থী ৬,৩০০ জন ২৪/১১/২০১৮ তারিখের “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বরিশাল নগরীর নিম্নোক্ত ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে:-
১. সরকারি বরিশাল কলেজ, বরিশাল।
২. সরকারি মহিলা কলেজ, বরিশাল।
৩. আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল।
৪. বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল।
৫. অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল।
৬. বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ, বরিশাল।
৭.শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল।

বি:দ্র:- বিগত বছরের ন্যায় চলতি বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী শনাক্তকরণ এবং সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইসের ব্যবহার রোধকল্পে পরীক্ষার্থীদের মুখ ও কান অনাবৃত রাখার সিদ্ধান্ত যথারীতি বহাল থাকবে। এছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রবেশপত্রে (ডাউনলোডকৃত) পরীক্ষার হলে প্রবেশ এবং পরীক্ষার শৃঙ্খলা সংক্রান্ত বিস্তারিত তথ্য সন্নিবেশিত হয়েছে। অনুগ্রহপূর্বক এ সংক্রান্ত নির্দেশনা মেনে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.bu.ac.bd, www.barisaluniv.edu.bd Ges www.barisaluniv.ac.bd)  পাওয়া যাবে।

কুয়াকাটায় বইছে উৎসবের আমেজ

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের রাস মেলা ও গঙ্গাস্নান। আগত পূন্যার্থী, দর্শনার্থী, সাধু-সন্যাসী ও ভক্তবৃন্দের বরণ করতে আয়োজকরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ উৎসবকে ঘিরে কলাপাড়া ও পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে সাজানো তোলা হয়েছে নতুন সাজে। সর্বত্র বইছে উৎসবের আমেজ। পঞ্জিকা মতে ২২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টা ৫৮ মিনিটে পূর্ণিমা শুরু হবে। আর পূর্নিমা থাকবে পরদিন শুক্রবার বেলা ১২টা ১৩ মিনিট পর্যন্ত। এ হিসাব মতে পূনার্থীরা শুক্রবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটায় সমুদ্রের নীল জলে স্নান পূন্যের আশায় ঝাপিয়ে পরবে। এ বছর গঙ্গা¯œান ও রাস মেলায় লক্ষাধিক পূন্যার্থী, দর্শনার্থী, সাধু সন্যাসী ও ভক্তবৃন্দের সমাগম ঘটবে বলে আয়োজকরা জানান।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গঙ্গাস্নান ও রাসমেলায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফ থেকে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হয়েছে। যে কোন নাশকতা রোধে পুলিশের পাশাপাশি আনসার বিডিভি, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য কাজ করবে। আগত পূন্যার্থী, দর্শনার্থী, সাধু সন্যাসী ও ভক্তবৃন্দের স্বাস্থ্য সেবা দিতে একটি মেডিকেল টিমও থাকবে। এছাড়া কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসানো হয়েছে। এদিকে যত্রতত্র গাড়ী পার্কিং ইতোমধ্যে পৌরসভা থেকে নির্দেশনা জারি করেছে। অন্যান্য বছরের তুলনায় এবার অধিক লোক সমাগমের আশা করছেন মেলা উদযাপন কমিটি।
কলাপাড়া শ্রী শ্রী মদন মোহন সোবাশ্রমের আঙ্গিনায় রাস উদ্যাপন কমিটির আহবায়ক হীরা হাওলাদার স্বপন জানান, শ্রীকৃষ্ণ ও রাধারানী এ ধরাধামে দাপরযুগে মানবকুল শান্তির অমিয়বানী প্রচারে নেমেছিলেন। তাদের সেই ম্মৃতি ধরে রাখতে যুগ যুগ ধরে এ পূর্নিমা তিথীতে রাস উৎসব পালন করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছর ৫ দিন ব্যাপী রাস উৎসব পালন করার লক্ষ্যে পুরোদমে কাজ চলছে। এছাড়া রাধা কৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা রং তুলির আঁচরে সাজিয়ে তোলা হচ্ছে। ২২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টা ৫৮ মিনিটে পূর্ণিমায় অধিবাসের মধ্যদিয়ে রাস উৎসবের শুভ সুচনা হবে। ইতোমধ্যে মেলায় যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চলের ভাসমান দোকানিরা আসতে শুরু করেছে।
কুয়াকাটা রাস পূজা ও রাস মেলা উদ্যাপন কমিটির সভাপতি এ্যাড. কাজল বরণ দাস জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পূন্যার্থীদের থাকা এবং খাওয়ার সু-ব্যবস্থা করা হয়েছে। রাস পূজাঁ ও মেলা উদযাপনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোশিয়েশনের সাধারন সম্পাদক মোতালেব শরীফ জানান, আমাদের হোটেল মোটেল গুলোতে ইতিমধ্যে বুকিং শুরু হয়েছে। আগত দর্শনার্থী ও পূন্যার্থীদের বরণ করতে তাদের হোটেল মোটেল প্রস্তুত রাখা হয়েছে।
কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, রাস মেলা ও গঙ্গা স্œান পটুয়াখালী জেলার একটি ঐতিহ্যবাহী উৎসব। এটি এখন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কয়েক দফা মিটিং করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর উৎসবকে নিরাপদ ও বিড়ম্বনা মুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মহিপুর থানার ওসি মো.সাইদুল ইসলাম জানান, দর্শনার্থীদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভির রহমান জানান, গঙ্গাস্নান ও মেলায় আগত পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয় একটি নিরাপত্তা বেষ্ঠনী তৈরী করা হয়েছে। আশা করি কোন ধরনের সমস্য হবে না বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

আমতলীতে ১০ টাকা কেজির চাল ওজনে কম দেওয়ায় ডিলারের কারাদন্ড

মো: মহসীন মাতুব্বর. আমতলী প্রতিনিধি: আমতলীর চুনাখালী বাজারে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরের চাল বিতরনে ওজনে কম দেওয়ায় বুধবার সকালে চুনাখালী বাজারের হারুন অর রশিদ নামে এক ডিলারকে ৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কমলেশ চন্দ্র মজুমদার।
জানা গেছে, চুনাখালী বাজারের ১০ টাকা কেজি দরের চাল তিরনে ডিলার মো: হারুন অর রশিদ বিভিন্ন সময় ৩০ কেজি চালের পরিবর্তে ২০-২৫ কেচি চাল দিয়ে আসছে। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও চাল গ্রহনকারী হতদরিদ্র সদস্যদের সাথে বাক বিতন্ডাও হয়। এ নিয়ে এলাকায় বেশ অসন্তোষও চাপা ক্ষোভ বিরাজ করছিল। চাল বিতরনে অনিয়মের খবর পেয়ে বুধবার সকাল ১১ টায় আমতলী উপজেলা নির্বহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন এর নির্দেশে সহকারী কমিশনার (ূভূমি)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ চন্দ্র মজুমদার ডিলার হারুন অর রশিদের দোকানে অভিযান পরিচালনা করে ৩০ কেজি চালের পরিবর্তে ২০-২৫ কেজি করে চাল দেওয়ার অভিযোগের সত্যতা পান। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের জেল হাজতের নির্দেশ প্রদান করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন জানান, ভ্রাম্যান আদালতের মাধ্যমে ৫ দিনের কারাদন্ড প্রাপ্ত হারন অর রশিদকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

বরিশালে নির্বাচনী আচরণ বিধিমালা বাস্তবায়নে অভিযান

মোঃ শাহাজাদা হিরা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‍উপলক্ষে নির্বাচনী ‍এলাকার সকল প্রকার নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করার লক্ষ্যে মাননীয় নির্বাচন কমিশন গত ১৮ নভেম্বর ২০১৮ তারিখ রাত ১২:০০ ঘটিকার মধ্যে ‍এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্তৃপক্ষের সহায়তায় ‍পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল, আলোকসজ্জা ‍ইত্যাদি প্রচার সামগ্রী বা প্রচার সামগ্রীর সাদৃশ্য অনুরূপ সামগ্রী বা দ্রব্যাদি অথবা নির্বাচনী ক্যাম্প অপসারণের জন্য নির্দেশ প্রদান করেছেন। উক্ত সামগ্রীসমূহ অপসারণের বিষয়টি পর্যবেক্ষণের জন্য আজ ১৯ নভেম্বর জেলা প্রশাসন বরিশাল এর নির্দেশে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর আওতায় আচরন বিধি প্রতিপালন নিশ্চিত করনের লক্ষে বরিশাল মহানগরসহ বিভিন্ন উপজেলায় ‍এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় ‍এবং ‍একই সাথে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ‍ইউনিয়ন পরিষদের সহযোগিতায় পুলিশের ‍উপস্থিতিতে অপসারিত না হওয়া ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ড, প্রতীক অপসারণ করা হয়। বরিশাল মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মাহমুদা কুলসুম মনি, ‍এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বয় বিভিন্ন দলের প্রতীক ২টি, ১৪ টি ব্যানার, ১৭০ টি পোষ্টার, ৫টি বিলবোর্ড অপসারণ করেন। বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ‍ঊর্মি ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিনি ১০০ টি ব্যানার, ৩০০ টি পোষ্টার, ১৫ টি বিলবোর্ড/প্ল্যাকার্ড অপসারণ করেন। বানারীপাড়া উপজেলায় বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন রুম্পা ঘোষ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এসময় তিনি ১০ টি ব্যানার, ২৫ টি পোষ্টার, ০৫ টি প্ল্যাকার্ড অপসারণ করেন। বরিশাল সদর উপজেলায় মহানগর ব্যতীত ‍উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ আমীনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিনি মোবাইল কোর্ট এর মাধ্যমে ৭ টি ব্যানার, ৯৫ টি পোষ্টার, ৫ টি প্ল্যাকার্ড অপসারণ করেন। উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ মাহাবুব ‍উল্লাহ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিনি মোবাইল কোর্ট এর মাধ্যমে ১০ টি ব্যানার, ৮০ টি পোষ্টার, ১৫ টি প্ল্যাকার্ড অপসারণ করেন। গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিনি মোবাইল কোর্ট এর মাধ্যমে ১০ টি ব্যানার, ১০০ টি পোষ্টার, ০৩ টি বিলবোর্ড অপসারণ করেন। মুলাদী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জয়দেব চক্রবর্তী, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিনি মোবাইল কোর্ট এর মাধ্যমে ২০ টি ব্যানার, ৭৫ টি পোষ্টার, ১০ টি প্ল্যাকার্ড অপসারণ করেন। মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাসেল ‍ইকবাল, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিনি মোবাইল কোর্ট এর মাধ্যমে ৭ টি ব্যানার, ৮০ টি পোষ্টার, ১৮ টি বিলবোর্ড অপসারণ করেন।

বরিশালে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারনে অভিযান

মোঃ শাহাজাদা হিরা: আজ ১৮ নভেম্বর জেলা প্রশাসন বরিশাল এর উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে। মোবাইল কোর্ট আইন ২০০৯ এর আওতায় আচরন বিধি প্রতিপালন নিশ্চিত করনের লক্ষে বরিশাল সিটি কর্পোরেশন সহ বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বরিশাল মহানগর এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সাব্বির আহমেদ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় তার বিভিন্ন দলের প্রতীক, ৪৪ টি ব্যানার, ১২০ টি পোষ্টার, ১২ টি বিলবোর্ড অপসারণ করেন। বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। রেজওয়ানা কবির, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি ০৩ টি ব্যানার, ২০ টি পোষ্টার, ০২ টি বিলবোর্ড অপসারণ করেন। বানারীপাড়া উপজেলায় বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন রুম্পা ঘোষ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসময় তিনি ০১ টি ব্যানার, ২১ টি পোষ্টার, ০৩ টি বিলবোর্ড অপসারণ করেন। বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ আমীনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি মোবাইল কোর্ট  এর মাধ্যমে ১০ টি ব্যানার, ০৫ টি পোষ্টার, ১০ টি বিলবোর্ড অপসারণ করেন। গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। খালেদা নাসরিন, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমু) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি মোবাইল কোর্ট এর মাধ্যমে ০৫ টি ব্যানার, ৩০ টি পোষ্টার, ০৩ টি বিলবোর্ড অপসারণ করেন।