কুয়াকাটা সৈকতে একদিনের ব্যবধানে আরও দুই ডলফিন

কুয়াকাটা সৈকতে মাত্র একদিনের ব্যবধানে আরও  দুইটি ডলফিনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় জেলেরা সৈকতের পশ্চিমপ্রান্তে কম্পিউটার সেন্টার সংলগ্ন এলাকায় বিপন্ন জলজ স্তন্যপায়ী প্রাণী ডলফিনের দুটি মরদেহ দেখতে পান।

সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে কাজ করা ওয়ার্ল্ড ফিস পটুয়াখালীর সহকারী গবেষক সাগরিকা স্মৃতি জানিয়েছেন, মৃত পাওয়া একটি হাম্পব্যাক এবং অন্যটি পরপয়েস প্রজাতির ডলফিন। প্রত্যেকটির দৈর্ঘ্য ছিল প্রায় ৭ ফুট। ডলফিনগুলোর মুখে জাল পেঁচানো এবং আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া ডলফিন দুটোর দেহে ইতোমধ্যে পচন ধরেছে।

সাগরিকা স্মতি বলেন, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী রক্ষায় কুয়াকাটায় জেলেসহ মৎস্য ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের সচেনতার বিকল্প নেই।  এর আগে শনিবার শেষ বিকালে কুয়াকাটা সৈকতে শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন উদ্ধারের পর বালুচাপা দেওয়া হয়।

বনবিভাগ খাজুরা বিটের কর্মকর্তা মো. আলামিন এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, মৃত ডলফিন সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় বালুচাপা দেওয়া হয়েছে।   সৈকতের মাঝিবাড়ি পয়েন্টের বাসিন্দা আলী হোসেন জোমাদ্দার জানিয়েছেন, প্রতি বছর বর্ষা মৌসুমে কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে নানা প্রজাতির অন্তত ১০-১২টি মৃত ডলফিনের দেখা মেলে। তবে কী কারণে এসব জলজ প্রাণী মারা যাচ্ছে এটি খতিয়ে দেখা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন।

কলাপাড়া উপজেলা ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতির সহ-সভাপতি জেলে নুরু বলেন, ডলফিন ও শুশুকদের গভীর সমুদ্রে দেখা মেলে। সমুদ্র উত্তাল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকলে তারা জেলেদের আগাম সতর্ক বার্তা দেয়। ওইসব প্রাণীর সংকেত পেয়ে জেলেরা উপকূলের কাছাকাছি চলে আসতে পারেন।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ডলফিন মানুষের ন্যায় ফুসফুস দিয়ে শ্বাস-প্রশ্বাস করে থাকে। জেলেদের জালে আটকা পড়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে এসব মারা যাচ্ছে বলেই ধারণা করছি। এক্ষেত্রে জেলেদের সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা নেবেন বলেও জানান মৎস্য কর্মকর্তা।

পটুয়াখালী বন বিভাগের উপবিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ডলফিন বন্যপ্রাণী সংরক্ষণ আইন দ্বারা রক্ষিত। আমরা অচিরেই জেলেদের সচেতনতায় এসবের নিরাপদ আবাসস্থল নিশ্চিতে কাজ শুরু করব।

কলাপাড়ায় ১০টি চোরাই গরু জব্দ, গ্রেফতার ২

পটুয়াখালীর কলাপাড়ায় সংঘবদ্ধ গরু চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১০টি চোরাই গরু জব্দ করা হয়।গ্রেফতারকৃতারা হলো উপজেলার ধানখালী ইউনিয়নের জাকির সরদার এবং পাশ্ববর্তী আমতলী পৌর শহরের বাসীন্দা নজির ইসলাম। সোমবার সকালে ধানখালীর ইউনিয়নের নোমরহাট বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ গরু চোর ধানখালী নোমরহাট বাজারে চোরাই গরু বিক্রির জন্য নিয়ে আসে। গোপন সংবাদের ভিক্তিতে দু’টি চোরাই গরুসহ তাদের দু’জনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের তথ্যমতে জাকির সরদার বাড়ি ধানখালী থেকে আরও আটটি গরু উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারমান রিয়াজ তালকদার বলেন, গত কয়েক মাসে ধানখালী ইউনিয়নে অন্তত অর্ধশত গরু চুরির ঘটনা ঘটেছে। এমকি চোরের উৎপাতের গোয়াল ঘরে পাহাড়া বসানো হয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ১০টি গরুসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

বাউফলে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

পটুয়াখালীর বাউফলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ৭ জন অস্বচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা শেষে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন অস্বচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন ও করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মার্জিয়া কানিজ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, সাবেক ছাত্রলীগ নেতা শামসুল কবির নিশাদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কলাপাড়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ৮টায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা.শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, ঢাকা দক্ষিন যুবলীগের সহসভাপতি মুরসালিন আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান শফিকুল ইসলাম বাবুল। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিতে হয়েছে। উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, সহকারি কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, প্রাথমিক শিক্ষা ইনস্টিটিউটের পরিদর্শক ফিরোজ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট প্রমুখ। সভা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পটুয়াখালীতে ফোন দিলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে অক্সিজেন

করোনার সংক্রমণ বাড়ায় সারাদেশের বেশিরভাগ মানুষ যখন শ্বাসকষ্ট নিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছোটাছুটি করছেন তখন ভিন্ন চিত্র পটুয়াখালীতে।

শতাধিক অক্সিজেন সিলিন্ডার নিয়ে ফোনকলের অপেক্ষায় থাকেন এই এলাকার বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। করোনায় আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেন সেসব সিলিন্ডার।

সারাদেশের মতো পটুয়াখালীতেও প্রতিদিন শত শত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ফলে হাসপাতালে যেমন রোগীর চাপ বাড়ছে তেমনি তেমনি বাসা বাড়িতেও প্রয়োজন হচ্ছে অক্সিজের সিলিন্ডারের।

অন্য জেলা শহরগুলোতে উচ্চমূল্যে এসব অক্সিজেন সিলিন্ডার কিনতে হলেও পটুয়াখালীর চিত্র একেবারেই ভিন্ন। এখানে কাউকেই অক্সিজেন কিনতে হয় না। দিন বা রাত নেই।

ফোন পেলেই পৌরসভাসহ অন্তত ১০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রায় দেড়শ অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে পৌঁছে দেন।

‘পটুয়াখালীবাসী’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান রায়হান বলেন, শহরের বিত্তবানদের সহযোগিতায় প্রথমে মাত্র দুটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা ফ্রি অক্সিজেন সেবাদান কার্যক্রম শুরু করি।

এরপর অনেকগুলো সংগঠন এই কার্যক্রম শুরু করেছে।

সাবেক পৌর কাউন্সিলর ও ‘ফেলে আসা দিনগুলি’ নামে একটি গ্রুপের সমন্বয়ক সৈয়দ রুমি জানান, অক্সিজেন সেবা দেয়ার পাশাপাশি অসহায় এবং কর্মহীন মানুষদের তারা খাদ্য সহায়তাও দিচ্ছেন।

পটুয়াখালীর মেয়র এবং অক্সিজেন ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষক মহিউদ্দিন আহম্মেদ বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে হাসপাতালের পক্ষে এত মানুষের অক্সিজেন এবং বেড সরবরাহ করা খুবই কঠিন।

তাই আমরা সিদ্ধান্ত নিই সমাজে যারা সচ্ছল আছেন তাদের সহযোগিতায় মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়া হবে।

এই সেবার পরিধি এখন অনেক বেড়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। যেসব সংগঠন অক্সিজেন সরবরাহ করছে তাদের সবধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে পটুয়াখালী পৌরসভার মেয়রের কাছে অক্সিজেন সিলিন্ডার রয়েছে ৩৭টি।

পটুয়াখালীবাসী নামক স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে ১০টি, ব্যাচ-৮৬ এর কাছে ১৬টি, ব্যাচ-৯০ এর কাছে ৮টি, ফেসবুকভিত্তিক সংগঠন ‘ফেলে আসা দিনগুলি’ গ্রুপের কাছে ১৫টি, রেড ক্রিসেন্ট সোসাইটির ১০টি, চরপাড়া অক্সিজেন ব্যাংকের কাছে তিনটি, ঢাকাস্থ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় সমিতির কাছে ১০টি, জেলা বিএনপির কাছে পাঁচটি এবং জিয়া ফাউন্ডেশনের কাছে চারটি অক্সিজেন সিলিন্ডার আছে। এসব সিলিন্ডার নিয়মিত রিফিল করা হচ্ছে।

কলাপাড়ায় খাল ও স্লুইজগেট দখলমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় দখল হয়ে যাওয়া খালের বাঁধ কেটে স্লুইজগেট দখলমুক্ত করে জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কৃষকরা। রোববার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চেীধুরী সড়কে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমিতির কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক জি এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির সদস্য নাসির তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, নয়নাভিরাম গাইন প্রমুখ। মানববন্ধনে কলাপাড়ার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশ নিয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন।

গত কয়েকদিন একটানা প্রবল বর্ষনে কলাপাড়ার অন্তত ২০ হাজার একর ফসলি জমির ক্ষেত পানিতে তলিয়ে রয়েছে। ফসলি জমি সংলগ্ন পানি প্রবাহের খালগুলো প্রভাবশালীরা দখল করে পুকুর ও মাছের ঘের তৈরি করে মাছ চাষ করছে। পানি নিস্কাশনের স্লুইজগেট গুলো নিয়ন্ত্রন নিয়ে জাল ফেলে মাছ ধরছে প্রভাবশালীরা। এ কারনে ফসলি জমির পানি নিস্কাশন হতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছে আমনের বীজতলা ক্ষেত। অবিলম্বে ফসলি জমির পানি নিস্কাশনের জন্য খালের অবৈধ বাঁধগুলো কেটে স্লুইজগেটগুলো মুক্ত করে জলাবদ্ধতা দূরীকরণের দাবি করেন কৃষকরা।
সভা শেষে সমস্যা নিরসনের জন্য উপজেলা কৃষক সমিতির উদ্যোগে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বরাবর স্মারকলিপি প্রদান করেন কৃষকরা।

কলাপাড়ায় করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ জনকে ৬২,৪৫০ টাকা অর্থ দন্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
করোনা সংক্রমন রোধে বিধি নিষেধ অমান্য করায় পটুয়াখালীর কলাপাড়ায় ২২জনকে ২৩,১০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সকাল ১১:৪৫ থেকে ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে পৌরশহরের নতুন বাজার, নাচনা পাড়া চৌরাস্তা ও মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন, ২০১৮ এর ২৪(১) ধারা লংঘনে ২৪(২) ধারা মতে ১৫ জনকে ১৪,০০০ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬, ৭২, ৭৫ ও ৭৬ ধারা মতে ৭জনকে ৯,১০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এর আগে শুক্রবার সকাল ১১:১৫ থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মহিপুর বাজার ও আলীপুর বাজারে অভিযান চালিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন, ২০১৮ এর ২৪(১) ধারা লংঘনে ২৪(২) ধারা মতে ১৫ জনকে ৯,০৫০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার সকাল ১১:৪০ থেকে ২:১৫ পর্যন্ত মহিপুর বাজার ও আলীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একই ধারায় ২৪ জনকে ৩০,৩০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, ’করোনা সংক্রমন ও মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান। সরকারী ঘোষিত বিধি নিষেধ পালনে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।’

কলাপাড়ায় কব্জি কাটার ঘটনায় ১৭ জনের নামে মামলা; গ্রেফতার ৩

পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামকে (২২) কুপিয়ে হাতের কব্জি কর্তনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের তেগাছিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ছাত্রলীগ নেতা খলিল, নোমান ও নয়ন।

এ ঘটনায় রাকিবুল ইসলামের মা রাহিমা বেগম বাদী হয়ে তরিকুল ইসলামকে প্রধান আসামি করে কলাপাড়া থানায় ১৭ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনায় আজ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তফিজুর রহমান বলেন, ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বুধবার রাত নয়টার দিকে ছাত্রলীগ নেতা রাকিবুল তেগাছিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে তাকে এলোপাথারী কুপিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলজে হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন।

কলাপাড়ায় করোনায় আরও একজনের মৃত্যু।। আক্রান্ত ৭০৫।। মোট মৃত্যু ২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে রাহিমা বেগম (৫০) নামের এক গৃহবধু মারা গেছে। বুধবার সকালে কলাপাড়া হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। গত সোমবার (২৬ জুলাই) সে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার ( ২৭ জুলাই) তার নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। বুধবার দুপুর ১২ টায় কলাপাড়া হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি উপজেলার আলীপুর ইউনিয়নের মম্বিপাড়া গ্রামে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, কলাপাড়ায় মঙ্গলবার ২৮ জনের নমুনা পরিক্ষায় ২৪ জন পজেটিভ হয়। মঙ্গলবার পর্যন্ত কলাপাড়ায় মোট আক্রান্ত হয় ৭০৫ জন। এর মধ্যে মারা যায় ২৫ জন। সুস্থ হয়েছে ৫৬২ জন। আইসোলেশনে রয়েছেন ১১৯ জন।

লকডাউন অমান্য করায় কলাপাড়ায় ৩৪ জনকে অর্থদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩৪ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত পৌর শহরের এতিমখানা, নতুন বাজার এবং পাখিমাড়া বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।

এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে ২২ জনকে সর্বমোট ৩২ হাজার ৭ শত পঞ্চাশ টাকা অর্থদন্ড প্রদান করেছেন। এছাড়া মঙ্গলবার সন্ধ্যা পৌর শহরের নতুন বাজার এবং নাচনাপাড়া চৌরান্তায় অভিযান চালিয়ে একই ধারায় ১১ জনকে মোট ৫ হাজার নয়শত বিশ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ সময় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল বলেন, লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৪ জনকে পৃথক মামলায় সর্বমোট ৩৮ হাজার ৬৭০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।