মেসিকে বিশাল অঙ্কের প্রস্তাব আল হিলালের

স্পোর্টস ডেস্ক :
ফরাসি ক্লাব পিএসজিতে লিওনেল মেসির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার বেড়াজালে বন্দি। আর্জেন্টাইন তারকা চুক্তি নবায়ন করবেন নাকি ক্লাব ছাড়বেন তা নিয়ে এখনও ধোয়াঁশা কাটেনি। এমন সময়ে মেসিকে পেতে টাকার অঙ্ক আরও বাড়িয়েছে সৌদি ক্লাব আল হিলাল, এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৮ মে) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে আগে বছরে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হলেও, তা এখন বাড়িয়ে ৫০০ মিলিয়ন ইউরো করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৮০০ কোটি টাকার সমপরিমাণ।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল-নাসেরে যোগ দেওয়ার পর থেকেই আলোচনায় লিওনেল মেসি। তাকে দলে ভেড়াতে বেশকবার আরেক সৌদি ক্লাব আল হিলালের নাম শোনা গেলেও সবকিছু গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন মেসির পরিবার। তবে মেসিকে পাওয়াটা যে এত সহজ হবে না তা ভালোই জানা আল হিলালের। তাই হয়তো টাকার অঙ্ক বাড়িয়ে তাকে দলে নেওয়ার চেষ্টা সৌদি প্রো লিগের প্রভাবশালী ক্লাবটির।

মেসিকে পেতে মুখিয়ে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও। যদিও এত পরিমাণ অর্থ দিয়ে তারা মেসিকে নিতে নারাজ। বার্সা সভাপতি লাপোর্তাও মেসিকে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সবকিছু নির্ভর করছে পিএসজির ওপর। কারণ তারাও শর্তসাপেক্ষে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিন ভেন্যুতে বাংলাদেশ-আফগান সিরিজ

স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপের আগেই একমাত্র টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশ আসবে আফগানিস্তান ক্রিকেট দল।

বুধবার বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিপাক্ষীক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৪ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ-আফগানিস্তান। টেস্ট শেষে ১৯ জুন ভারত সফরে যাবে আফগানিস্তান। ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা।

ভারতের বিপক্ষে সিরিজ শেষে ১ জুলাই আবার বাংলাদেশে আসবে আফগানিস্তান। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। ম্যাচগুলো হবে যথাক্রমে-৫, ৮ ও ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে দুই দল। সিলেটের মাটিতে ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দু’টি টি-টোয়েন্টি।

মূলত বাংলাদেশ সফরে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু ভারতের বিপক্ষে খেলার জন্য একটি করে টেস্ট এবং টি-টোয়েন্টি বাতিল করার অনুরোধ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানদের অনুরোধ মেনে সূচি করেছে বিসিবি।

সর্বশেষ গেল বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো আফগানরা। আইসিসি সুপার লিগে অংশ ওয়ানডে সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলেও, টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

এখন পর্যন্ত মাত্র একবার টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের মাটিতে হওয়া ঐ টেস্টে আফগানদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

 

দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জিতেই দেশে ফিরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ড সফরের শুরুটা বাংলাদেশের জন্য ছিল বেশ অস্বস্তিকর। বৃষ্টির বাধায় পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়ার পাশাপাশি প্রথম ম্যাচ পরিক্ত্যক্ত হওয়ায়  সিরিজ জয় নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জিতেই দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আজ মঙ্গলবার (১৬ মে) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ক্রিকেটারদের ফ্লাইট। ক্রিকেটারদের বহরে আসেননি চার ক্রিকেটার লিটন দাস, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং স্পিনার তাইজুল ইসলাম। লন্ডনে ছুটি কাটিয়ে দেশে ফেরার কথা রয়েছে তাদের। এ ছাড়া সাকিব আল হাসান বাদে স্কোয়াডের বাকি সদস্যরা দেশে ফিরেছেন।

আঙুলে চোট পাওয়া অলরাউন্ডার সাকিব আল হাসান অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। এই সময়টাতে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রেই সময় কাটাবেন সাকিব। এরপর দেশে ফিরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামবেন তিনি।

আগামী জুনের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এর আগে তেমন কোনো ব্যস্ততা নেই ক্রিকেটারদের। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন তামিম-মুশফিকরা। এরপরই জুনের প্রথম সপ্তাহে শুরু হতে পারে আফগানিস্তান সিরিজের ক্যাম্প। যেখানে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তামিমের দল। অভিজ্ঞ তামিম-মুশফিকদের পাশাপশি তরুণ হাসান-শান্তদের নজরকাড়া পারফরম্যান্স এই সিরিজে বাংলাদেশের বড় প্রাপ্তি।

বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক :
পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে যেন আলোচনা থামছেই না। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে আপত্তি ভারতের। নিরপেক্ষ ভেন্যুতে হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানের প্রস্তুাবেও সাড়া দেয়নি ভারত। তাই এবার ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান।

গতকাল সোমবার (১৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপে অংশ না নিলে ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে যাবে না পাকিস্তান। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘ভারত সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চায়। বিসিসিআইয়ের উচিত যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া। ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যে কারণে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করতে হয় এবং ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করতে হয়। তাতে পরিস্থিতি আরও বাজে হবে।’

ভারতের মাটিতে বাবর-রিজওয়ানদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা দেখছেন শেঠি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতেও আমাদের দলের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। তাই পাকিস্তানকে ঢাকা, আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক। এখন এটাই সমাধান, যতক্ষণ না পর্যন্ত ভারত পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাটিতে কিংবা বাইরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রাজি হয়।’

এই ইস্যুতে বিভিন্ন সময়ে হস্তক্ষেপ করলেও কার্যত কোনো সমাধান করতে পারেনি আইসিসি। তবে শেষমেশ কোনো সমাধানে না পৌঁছালে আসন্ন এশিয়া কাপে ভারত ও বিশ্বকাপে পাকিস্তানকে না-ও দেখা যেতে পারে, যা মোটেও কাম্য নয় সমর্থকদের।

দুঃসময়ে মেসির পাশে দাঁড়ালেন নেইমার

স্পোর্টস ডেস্ক :
পিএসজির অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় নিষেধাজ্ঞার পাশাপাশি সমর্থকদের রোষানলে পড়তে হয়েছিল লিওনেল মেসিকে। শেষমেশ ভিডিও বার্তায় ক্ষমা চেয়েও সমর্থকদের শান্ত করতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। মাঠে খেলতে গেলে এখনও সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হচ্ছে তাকে। আর মেসির এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়ালেন বন্ধু নেইমার ও লুইস সুয়ারেজ।

আজ রোববার (১৪ মে) জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী আজাকসিওকের বিপক্ষে ম্যাচে ৫-০ গোলে পিএসজি জিতলে মেসিকে ধুয়ো দিতে ছাড়েননি সমর্থকরা। এই ম্যাচে মেসি গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি। তবে দল জিতলেও মেসির প্রতি সমর্থকদের এমন আচরণের কারণ খেলার পারফরম্যান্স নয় বরং মেসি আলোচিত সৌদি সফর।

এই ম্যাচে দেখা যায়, মেসির পায়ে যখনই বল যাচ্ছিল তখনই সমর্থকরা তার উদ্দেশ্যে ধুয়ো দিচ্ছিলেন। যা মাঠে বসেই দেখছিলেন বন্ধু নেইমার। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নেইমারকে এই ম্যাচে গ্যালারিতে দেখা যায়। সে সময় সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজকেও ভিডিও কল দিয়ে দিতে দেখা যায় নেইমারকে। পরবর্তীতে সেই ভিডিও কলের স্ক্রিনশট দিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরি দেন নেইমার। আর ক্যাপশনে লেখেন, একসঙ্গে আমরা বন্ধু লিওকে দেখছি’।

পিএসজিতে মেসি-নেইমার দুইজনের ভবিষ্যৎ ঘিরে রয়েছে ঘোর অনিশ্চয়তা। একদিকে মেসি যেমন চুক্তি নবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। অন্যদিকে, চোটে থাকা নেইমারকে দলে রাখার ব্যাপারেও ইতিবাচক কোনো বার্তা দেয়নি পিএসজি।

ব্যাটিং নৈপুণ্যে লড়াকু পুঁজি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক :
বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। অধিনায়ক তামিম ও মুশফিকের দৃঢ় ব্যাটিংয়ে আইরিশদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

আজ রোববার (১৪ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে তামিম সর্বোচ্চ ৬৯ রান করেন। জিততে হলে তাই আইরিশদের প্রয়োজন ২৭৫ রান।

চোটের কারণে অলরাউন্ডার সাকিব আল হাসানের না থাকার ম্যাচে বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও ব্যাটার রনি তালুকদারের অভিষেক হয়। এছাড়াও গত ম্যাচে থাকা শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামকে আজকের ম্যাচে একাদশে রাখা হয়নি।

আগে ব্যাটিংয়ে নেমে অভিষেক রাঙাতে পারেননি রনি তালুকদার। দলীয় ১৮ রানের মাথায় মার্ক অ্যাডায়ারের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে থাকা লোরকান ট্রাকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৪ রান।

রনির বিদায়ের পর দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়েন তামিম ইকবাল। এই দুইজনের ব্যাটে ভালো এগোচ্ছিল বাংলাদেশ। তবে ফের ছন্দপতন। দলীয় ৬৭ রানের মাথায় ইয়ংয়ের করা বলে স্লিপে ক্যাচ তুলে দেন শান্ত। যা লুফে নিতে ভুল করেননি আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ৩২ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

শান্তর বিদায়ের পর লিটন দাসকে নিয়ে দেখেশুনে ব্যাটিং করে বড় জুটি গড়ার ইঙ্গিত দেন তামিম। তবে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন। ম্যাকব্রাইনের শর্ট ডেলিভারিতে অ্যাডায়ারের মাথার ওপর দিয়ে বল বাউন্ডারি মারার চেষ্টা করলেও সফল হতে পারেননি লিটন। দলীয় ১৩৭ রানে ক্যাচ তুলে ফেরেন ৩৯ বলে ৩৫ রানের ইনিংস খেলে।

এরপর গত ম্যাচে দারুণ খেলা তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয় এই ম্যাচেও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। তবে পারেননি ধৈর্য্য ধরে রাখতে। দলীয় ১৫৯ রানে জর্জ ডকরেলের কিছুটা নিচু হয়ে ‍যাওয়া বল বুঝতে পারেননি হৃদয়। বোল্ড আউট হয়ে ১৬ বলে ১৩ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

এরপর ফিফটি তুলে নেন অধিনায়ক তামিম। অফফর্মে থাকা তামিম সেঞ্চুরির আশা দেখালেও তা পূরণ করতে পারেননি। দলীয় ১৮৬ রানে ডকরেলের করা বলে তুলে মারতে গিয়ে ইয়ংয়ের হাতে ধরা পড়েন তামিম। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৮২ বলে ৬৯ রান।

তামিমের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে জুটি গড়েন মুশফিকুর রহিম। জাতীয় দলের এই দুই নির্ভরযোগ্য ব্যাটারের ব্যাটিংয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। কোনোভাবেই তাদের উইকেট নিতে পারছিল না আইরিশ বোলাররা। শেষমেষ দলীয় ২৬১ রানে ম্যাকব্রাইনের করা বলে সুইপ শট খেলতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ৫৪ বলে ৪৫ রান করে আউট হন মুশফিক।

মুশফিকের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ব্যাটার মিরাজও। দলীয় ২৬৫ রানে ৩৯ বলে ৩৭ রান করে মার্ক অ্যাডায়ারের বলে ক্রেইজ ইয়ংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। এরপর শেষদিকের ব্যাটারদের কল্যাণে ১০ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন অ্যাডায়ার।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২৭৪/১০ (তামিম ৬৯, রনি ৪, শান্ত ৩৫, লিটন ৩৫, হৃদয় ১৩, মুশফিকুর ৪৫, মিরাজ ৩৭, মৃত্যুঞ্জয় ৮, হাসান ১, এবাদত ১*, মুস্তাফিজুর ০ ; লিটল ৯-০-৬৫-০, অ্যাডায়ার ৮.৫-০- ৪০-৪, ইয়ং ১০-০-৫৩-১, ক্যাম্ফার ৫-০-৩৭-০, ম্যাকব্রাইন ৯-০-৩৯-২, ডকরেল ৭-০-৩১-২)

সাকিব বিহীন বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ রোববার (১৪ মে) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। চেমসফোর্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। ফ্রি তে ম্যাচটি দেখা যাবে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে।

সিরিজ জয়ের মিশনে নামার আগে বড় দুঃসংবাদ শুনতে হয় বাংলাদেশকে। এই ম্যাচের আগের দিন চোটে পড়েছেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। আঙুলের চোটে ছিটকে গেছেন তিনি। তাই সাকিবকে ছাড়াই সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডেতে ফল পায়নি কোনো দলই। বৃষ্টির কারণে ম্যাচ হয় পরিত্যক্ত। দ্বিতীয়টি দেরিতে শুরু হলেও লড়াই চলে জমজমাট। ৪৫ ওভারে নেমে আসা ম্যাচটিতে আগে ব্যাট করে ৩১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। যা তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়তে হয় বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে শেষ ওভারে গিয়ে বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম। তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ফলে কাল আইরিশদের হারালেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে ফিরতে পারবে বাংলাদেশ।

সেই সঙ্গে আরেক দিকেও লাভ হবে বাংলাদেশের। চলমান এই সিরিজটি আইসিসির ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের। বাংলাদেশের বিশ্বকাপে খেলার টিকেট নিশ্চিত হয়ে গেলেও কালকের ম্যাচটি জিতলে আরও পয়েন্ট বাড়বে। দ্বিতীয় ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ভারতকে ছাপিয়ে তিনে উঠে এসেছে বাংলাদেশ। এবার শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে বড় জয় পেলেই পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে বিশ্বকাপে খেলতে যাওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের। তাই জয়েই চোখ বাংলাদেশের।

অন্যদিকে আইরিশ দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিং করেও জিততে পারেনি। তাই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। তাতে অন্তত সিরিজে ড্র করার স্বস্তি নিতে পারবে আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত মাঠের খেলাই শেষ কথা। ফল কার পক্ষে যাবে বলা যাবে কাল!

বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে নিয়েও শঙ্কা ,হতে পারে পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের চেমসপোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডেতে আগামীকাল (১১ মে) মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিত্যক্ত হতে পারে এই ম্যাচও।

ইংলান্ডের স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, এদিন চেমসফোর্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৪ শতাংশ। এদিন চেমসফোর্ডে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ সময় বিকাল ৩:৪৫ মিনিটে ম্যাচ্টি শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে দুই ওপেনার দলকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন। শুরুতে লিটন দাস কোনো রান না করেই ফিরে যান। এরপর রান পাননি তামিম ইকবালও ফিরেছেন ১৪ রান করে। বড় রান করতে ব্যর্থ হন সাকিব আল হাসান-তাওহীদ হৃদয়রাও। শেষ দিকে মুশফিকুর রহিমের ৬১ রানে ভর কর ২৪৬ রানের পুঁজি পায় বাংলাদেশ দল।

এরপর ব্যাট করতে নেমে শুরুতেই আইরিশ শিবিরে আঘাত হানেন শরীফুল ইসলাম, ফিরিয়ে দেন পল স্টার্লিংকে। এরপর হাসান মাহমুদ বিদায় করেন অধিনায়ক অ্যান্ডি বার্লবিনিকে। এরপর উইকেট তুলে নেন তাইজুল ইসলামও। পরবর্তীতে ৬৫ রানে ৩ উইকেট থাকাকালে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার পর আর কোনো বল মাঠে গড়ায়নি।

দুর্দান্ত সাকিব পেলেন আইসিসির পুরস্কার

স্পোর্টস ডেস্ক :
সম্প্রতি ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত খেলে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ান সাকিব। এবার আইসিসি থেকে এমন দুর্দান্ত পাফরম্যান্সের পুরস্কার পেলেন সাকিব।

দ্বিতীয়বারের মতো আইসিসির মাস সেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাস সেরার সেই পুরস্কার এবার বুঝে পেলেন সাকিব। আজ বুধবার (১০ মে) সাকিবের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

গেল মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন সাকিব। শুধু তাই নয় সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব।

এরপর আয়ারল্যান্ড সিরিজেও ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব। প্রথম ওয়ানডেতে খেলেন ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংস। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট সংগ্রহ করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের রেকর্ড স্পর্শ করেন সাকিব। মার্চে মোট ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট শিকার করেন সাকিব। আর মূলত এমন পারফরম্যান্স বিবেচনাতেই সাকিবকে মার্চের মাস সেরা ক্রিকেটারের পুরস্কার দেয় আইসিসি। এর আগে ২০২১ সালের জুলাইয়ে এ সম্মাননা জিতেছিলেন বাঁহাতি এ অলরাউন্ডার।

আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে সাকিব বলেছিলেন, ‘আমি এ পুরস্কার জিততে পেরে সম্মানিত। বিশেষজ্ঞ প্যানেল যারা আমাকে ভোট দিয়েছে, তাদের ধন্যবাদ দিতে চাই। আমার কাছে এ স্বীকৃতির মূল্য অনেক। কারণ গত মাসে দুর্দান্ত কিছু ক্রিকেটারের বেশ কিছু দারুণ পারফরম্যান্স ছিল’।