বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক :
পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে যেন আলোচনা থামছেই না। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে আপত্তি ভারতের। নিরপেক্ষ ভেন্যুতে হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানের প্রস্তুাবেও সাড়া দেয়নি ভারত। তাই এবার ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান।

গতকাল সোমবার (১৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপে অংশ না নিলে ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে যাবে না পাকিস্তান। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘ভারত সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চায়। বিসিসিআইয়ের উচিত যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া। ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যে কারণে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করতে হয় এবং ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করতে হয়। তাতে পরিস্থিতি আরও বাজে হবে।’

ভারতের মাটিতে বাবর-রিজওয়ানদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা দেখছেন শেঠি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতেও আমাদের দলের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। তাই পাকিস্তানকে ঢাকা, আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক। এখন এটাই সমাধান, যতক্ষণ না পর্যন্ত ভারত পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাটিতে কিংবা বাইরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রাজি হয়।’

এই ইস্যুতে বিভিন্ন সময়ে হস্তক্ষেপ করলেও কার্যত কোনো সমাধান করতে পারেনি আইসিসি। তবে শেষমেশ কোনো সমাধানে না পৌঁছালে আসন্ন এশিয়া কাপে ভারত ও বিশ্বকাপে পাকিস্তানকে না-ও দেখা যেতে পারে, যা মোটেও কাম্য নয় সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *